ইলেকট্রনিক্স এর জাদুগিরি [পর্ব-৪৮]:: আপনার বাসায় ফ্যান রেগুলেটর কি কিছু দিন পড় পড় নষ্ট হয় তা হলে দেখুন সমাধান।

ইলেক্ট্রনিক্স এর জাদুগিরি

আসসালামু আলাইকুম

টেকটিউনসের সকল বন্ধুদের কে জানাই আন্তরিক

শুভেচ্ছা ও ভালবাসা আশা করি সকল বন্ধুরা ভালোই আছেন

আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি

আজ আপনাদের একটি সার্কিট উপহার দিব আশা করি

কম বেশি সবার কাজে লাগবে। বিদ্যুৎ এর পাখা কয়েল

তুলনামূলক ভাবে খুব কম নষ্ট হয়, সব চাইতে বেশি নষ্ট হয় পাখার

রেগুলেটর। এখন বর্তমানে বাজারে যে রেগুলেটর পাওয়া

যায় এগুলো সব ইলেকট্রনিক্স পার্টস দিয়ে তৈরি তামার দাম বেড়ে

যাওয়ায় এখন আর তামার তার দিয়ে কয়েল পেঁচিয়ে রেগুলেটর

কোন কোম্পানি তৈয়ার করে না। বর্তমানে বাজারে ইলেকট্রনিক্স

পার্স দিয়ে যে গুলো তৈয়ার করা এগুলো একেবারেই নরমাল

যে কারণে অল্প দিনের মধ্যেই রেগুলেটর নষ্ট হয়ে যায়।

আজ আমি যে রেগুলেটর তৈয়ার করার জন্য সার্কিট

দেখার আশা করি সহজে নষ্ট হবে না দীর্ঘদিন রেগুলেটর

জন্য চিন্তা মুক্ত থাকতে পারেন। এবার আসুন নিজের হাতে

কিভাবে ফ্যানের রেগুলেটর তৈয়ার করে দেখে নেই=

রেগুলেটর তৈয়ার করার পর কোথাও বিদ্যুৎ চলা অবস্থায় খালি হাতে ধরা যাবে না

যেহেতো AC 220v বিদ্যুৎ এর সার্কিট চলে খালি হাতে ধরলে দুর্ঘটনার শিকার হতে পারেন

বাসায় এরকম পুরাতন নষ্ট রেগুলেটর এর ভিতরের সার্কিট খুলে ফেলে দিবেন

শুধু কাবারটির মধ্যে আপনার বানানো সার্কিটটি লাগিয়ে নিবেন।

তাহলে ব্যবহারের জন্য নিরাপদ।

এটি হল ট্রায়াক T136 এখানে ব্যবহার করা হয়েছে ট্রায়াক এর সাথে ভাল করে একটি হিটসিং

লাগিয়ে নেবেন এতে করে ট্রায়াক গরম কম হবে

এ টি কে ভেরিএবল রেজিস্টার ও বলতে পারেন মূলত সার্কিটে ভেরিএবল রেজিষ্টর

এবং ট্রায়াক এই দুটি পারস বেশি নষ্ট হয় আমরা যেহেতু নিজের হাতে তৈয়ার করব

এ জন্য বাজার থেকে সবচাইতে ভালো এবং বেশি এম্পিয়ার ভেরিএবল রেজিষ্টরটি কিনব

এখানে দেখুন ভেরিএবল টির নিচের কালো অংশে অন অফ সুইচ লাগানো যদি ফ্যানের জন্য

আলাদা কোন সুইচ ব্যবহার না করলেও চলবে। এটি বিষয় সব সময় খেয়াল রাখবেন

সম্পূর্ণ সারকিটটি 220v বিদ্যুৎ দিয়ে চলবে যদি সার্কিট চেক করতে চান তাহলে

ভারী এবোলটির মাথায় অবশ্যই প্লাস্টিকের নব লাগিয়ে নেবেন।

এটি হলো ড্রয়াক কোন পুলারেটি নাই যে কোন এক মাথায় কানেকশন দিলেই হবে।

.1/ 400v সিরামিক কেপাসিটর অথবা মাইলার

দুঃখের বিষয় কষ্ট করে অনেক সময় নষ্ট করে টিউনস করি আর কিছু ভদ্রবেশী

চোর কপি করে নিজের সাইটে নিজের নামে পোস্ট করে আমার টিউনস গুলিকে

নেটে এ রকম অনেক সাইট দেখেছি  [এখানে ক্লিক করুন ] আর বাস্তবে দেখুন

এই হল আপনার ফ্যান রেগুলেটর এর সম্পূর্ণ সার্কিটটি মাত্র কয়েকটি পার্স দিয়ে তৈয়ার করা হয়েছে। আশা করি সকলেই তৈয়ার করতে

এক নজরে দেখুন যে পার্স গুলি আপনার লাগবে = রেজিষ্টর দুইটি/ভেরিএবল রেজিষ্টর একটি/ড্রায়াক একটি/ট্রায়াক একটি/সিরামিক কেপাসিটর একটি

অনেকেই হয়তো জানেন না ফ্যানের, সুইচ, রেগুলেটর, কি ভাবে কানেকশন লাগাতে হয় ছবিটি দেখুন

দীর্ঘস্থায়ী রেগুলেটর নিজের হাতে তৈয়ার করুন

আজকের মত এখানেই বিদায় নিলাম

মোঃসেন্টু খান কিশোরগঞ্জ বাংলাদেশ

Level 3

আমি সেন্টু খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 79 টি টিউন ও 565 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 23 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ভাইজান আমি একটি সমস্যায় আছি, আমি একটি চোরকে ধরতে চাই, এই ব্যাপারে আমাকে একটি ভাল পদ্ধতি জানাইয়া দেন, যাতে চোর দরজা খোলার সাথে সাথে আমার মোবাইলে কল আসে এবং আমি যাতে হাতে নাতে চোরকে ধরতে পারি। ধন্যবাদ আপনার সুন্দর টিউনের জন্য,তবে সার্কিট ডায়াগ্রামটি কানেকশন গুলো আর একটু ক্লিয়ার করে একে দিলে ভাল হত।

আপনার টিউন মানেই নতুন কিছু।

নতুন কিছু শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।

Level 2

জবাব নাই।দারুন টিউন

Level 0

ধন্যবাদ ভাই শেয়ার করার জন্য ।

Level 0

ধন্যবাদ, আপনার টিউনটি পড়লাম। কিন্তু সমস্যা হচ্ছে ফ্যানে যদি আইপিএস এ কানেক্ট থাকে তবে রেগুলেটর তাড়াতাড়ি নষ্ট হয়। কেননা এসি লাইনের এম্পায় আর ডিসি লাইনের এম্পায় এক না। আইপিএস কানেক্ট ফ্যানের রেগুলেটরের জন্য ভাল কোন সমাধান আছে কী।

    @masum126: বাজারে যে রেগুলেটর কিনতে পাওয়া যায় এগুলির ট্রায়াক একেবারে নরমাল ভেরিএবোল এমপীয়ার কম যে কারণে খুব তারা তারি নষ্ট হয়ে যায় । আমি যে ভাবে সার্কিটটি দিয়েছি এ ভাবে তৈরী করুন আশাকরি দির্ঘ দিন চলবে। ধন্যবাদ

সেন্টু খান আপনার টিউনের জন্য THANKS.
আমি আপনার টিউনের অপেক্ষায় থকি ।
ভাই যদি সার্কিট তাদ ডায়াগ্রাম টা দিতেন …

ভাই ভেরিএবোল রেজিষ্টর টি কত মাপের ?

circuit a apanar sobi diye purai jalaiya felcen dehi.

Level 0

ট্রায়াকের A1,A2,G গুলো চিহ্নিত করলে ভাল হত।

Level 0

ভাই ভ্যারিয়াবলের পয়েন্ট গুলো বুঝতে পারছি না ।
৩ পয়েন্ট কার সাথে কার সংযোগ? আর ট্রায়াকের কোন টা কি? ৩ পা আছে ১,মাঝ খান এবং শেষের পা টা কার সাথে কি দিব?

Level 0

দয়া করে একটি টিউটোরিয়াল বানিয়ে যদি youtube upload দিয়ে লিং টা দিতেন … খুব উপকৃত হতাম

Level 0

reulater cirtet valo diyagram chay

Level 0

বানালাম কিন্তু কাম হলো হলো না