ইলেকট্রনিক্স এর জাদুগিরি [পর্ব ৪৭] :: দূর থেকে ফ্যান অথবা বাতী জ্বালান রিমোট ছাড়া

ইলেক্ট্রনিক্স এর জাদুগিরি

আসসালামো আলাইকুম

আমার সব বন্ধুদেরকে জানাই আন্তরিক শুভেচছা
ও ভালবাসা, অনেক দিন পর টিউনস করতে বসলাম
একান্ত ইচ্ছে থাকা সত্যেও সময়ের অভাবে
টিউনস করতে পারিনা। আজ আপনাদে কে
খুব সুন্দর একটি টিউনস উপহার দিব, আশা করি
আপনাদের কাছে ভাল লাগবে= আজকের সার্কিটটি
হল আপনি যে কোন সুইচ দূর থেকে অন অথবা অফ
করতে পারবেন অনায়াসে এ জন্য আপনাকে কোন
রিমোট কন্ট্রোল ও লাগবে না কি আমার কথা শুনে
অবাক হচ্ছেন হা বন্ধুরা অবাক হবারেই কথা
আসুন দূর থেকে রিমোট ছাড়া কি ভাবে সুইচ
অফ অথবা অন করবেন। দেখে নেই
এ কাজটি করতে হলে যে পার্সগুলি
লাগবে আসুন দেখে নেই= সর্ব প্রথম লাবে একটি  LDR=

তার পর লাগবে একটি যে কোন টর্সলাইট=

স্প্রাইট অথবা প্লাসটিকের এ রকম সাইজ এর যে কোন কৌটা একটি=

এখানে বিভিন্ন সাইজের কৌটা দেখানো হয়েছে আপনাদের কে বোঝানোর জন্য আপনি উপরের বাম পার্শের স্প্রাইটের মুখটি

যে ভাবে কাটা টিক এই ভাবে কাটবেন কারণ LDR টি এই কৌটার তলায় বসাইতে হবে LDR টির উপরে যেন বাহিরের

কোন আলো না পরে এ ভাবেই সেটিং করতে হবে। কৌটার শুধু ডাকনাটা খুলে ফেলুন নিচের ছবিটি দেখুন=

সব চাইতে ভাল যদি প্লাসটিকের কৌটা সংগ্রহ করতে পারেন LDR টির পা গুলি শর্ট হবার সম্ভবনা থাকে না

যদি প্লাশটিকের কৌটা পান তা হলে মুখ টা এভাবে কাটবেন

LDR টি যে ভাবে বসাবেন

এটি হল LDR

LDR টির উপর যখন আপনার টস্ লাইট এর আলো পরবে তখনি LDR টির মান পরিবর্তন হওয়া শুরু করবে ফলে

LDR টির সাথে লাগানো সার্কিটের  রিলে সুইচটি অন হবে আপনি সুইচের সাথে পাখা অথবা বাতী যা কিছুই লাগাবেন

টস্ লাইটের মাধ্যমে নিবাতে অথবা জ্বালাতে পার বেন। LDR টি কি ভাবে কাজ করে আসুন একটি ছবি দেখি

ছবিটি দেখে হয়ত আপনারা  বুঝতে পারছেন LDR টি কি ভাবে কাজ করে। আপনি ইচ্ছে করলে মাত্র দুইটি ট্রান্জেষ্টর দিয়ে

ছুট LED বাতী সার্কিট ও বানাতে পারেন সিম্পল একটি সার্কিট দেখুন

এখানে ভাল করে দেখুন LDR টি কি ভাবে কাজ করেে যখনি LDR টির উপর আলো পরে সাথে সাথে LDR টির মান

পরিবর্তন হয়ে ট্রান্জেষ্টরটি বেইজে সুইচং হয় যার ফলে কালেক্টরে লাগানু বাতীটি অনায়াসে জ্বলে উটে। যাই হোক

সময় আর নষ্ট করব না আমাদের আজকের যে  দূর থেকে সুইচ অন অথবা অফ করার সার্কিটি আসুন দেখে নেই =

সার্কিটটিতে এই আইসিটি ব্যবহার করা হয়েছে আইসিটির পা গুলি চেনার জন্য নিচের ছবিটি দেখুন

LM অথবা SN 741 আট পিনের ছুট এই আইসিটি এখানে ব্যবহার করা হয়েছে,

এবারে আসুন সম্পূর্ণ সার্কিটটি দেখে নেই=

  1. SN/LM 741 আইসি একটি
  2. 10k রেজিষ্টর দুইটি
  3. 470 রেজিষ্টর দুইটি
  4. 1k রেজিষ্টর একটি
  5. 10k ভেরিএবল রেজিষ্টর একটি
  6. LDR একটি
  7. 12v রিলে সুইচ একটি
  8. নরমল ডায়ড একটি
  9. 2N2222 npn ট্রান্জেষ্টর একটি

আজকে এখানেই বিদায় নিলাম মোঃ সেন্টু খান কিশোরগঞ্জ বাংলাদেশ।

Level 3

আমি সেন্টু খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 79 টি টিউন ও 565 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 23 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

দাড়ুন হয়েছে এবং এটা অনেক কাজে দিবে । কিন্তু এলডিআর পাবো কোথায় এবং এটার দাম কত?

খুব সুন্দর জিনিস… LDR এর দাম কত আর মতিঝিলের আশেপাশে কোথায় পাওয়া যাবে?

    @mehedi hasan: LDR ইলেক্ট্রিনক্স পার্স বিক্রেতার দোকানে পাবেন বিশ থেকে পচিশ টাকা নিতে পারে ধন্যবাদ

সেন্টু ভাই সালাম নিবেন, ৪ফিট/৫ফিট/১ফিট একটা বক্সের মধ্যের তাপ মাত্রা নিয়ন্ত্রন করতে চাই, যাতে আমার সেট করা তাপমাত্রার অতিরিক্ত হলে রিলে বন্ধ হয়ে যায় আবার কমে গেলে যেন সয়ংক্রিয়ভাবে চালু হয়, এই জাতীয় একটা সার্কিটের ধারনা দিতে পারবেন প্লিজ?

দাড়ুন হয়েছে

সেন্টু ভাই আপনার সব টুঊনস ভালো লাগে কিন্তু বানাতে পারিনা কারন আমি ইলেট্রনিক্র পার্স বুজিনা !!!! আপনার কাছ থাকে বানিয়ে আনার কনো ব্যবস্থা আছে নাকি…?????

    @sujon anondo: আমি আসলে সংসার জীবনের নৌকা কম পানিতে টানতে টানতে জীবন শেষ । সার্কিট তৈরি করার মত সময় আমার হাতে নাই ধন্যবাদ আপনাকে

রিমোট এর সার্কিটা দেয়ার অনুরোধ রইল।

ধন্যবাদ… 🙂
তবে ভিডিও টিউটোরিয়াল দিলে ভাল হত…

onek sundor hoise !

ধন্যবাদ ভাইয়া। আপনার সব গুলো টিউনই কাজের ও অসাধারন। মনে হচ্ছে আপনি একজন দক্ষ প্রকৌশলী। Best of Luck!
আপনাকে এই ধরনের টিউন করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি এখানে- http://www.nabinpothik.com

দারুন

এই টিউনটা খুব ভালো হয়েছে ৷ আচ্ছা হেলিকপ্টার বানানোর পুরো টিউটোরিয়ার নিয়ে টিউন করলে আর সাথে সাথে অনেকের উপকার হোত অনেক শখ একটা হেলিকপ্টার বানাবো আর হ্যা আমরা যেহেতু ইস্টুডেন্ট সেহেতু রিমট কন্ট্রল এর বিকল্প কোন পন্থা ব্যবহার করলে ভালো হবে ৷ আশা করি কথাটা রাখবেন ধন্যবাদ

টোটাল খরচ কত পরবে ?

@ছন্নছাড়া জিসান: ইলেক্ট্রনিক পার্টসের দোকানে পাবেন ১টা LDR ৩টাকা ২টা ৫টাকা /

@ইমরান হোসেন: রুবেল ভাই এর টিউন দেখুন

শুধু সার্কিট তৈরী করতে ৩০-৪০টাকা খরচ পড়বে

    @আব্দুল হালিম জনি: কোন সার্কিটটি তৈয়ার করতে 30-40 টাকা লাগে এখানে একটি 12v রিলের দাম কত একটি আইসীর দাম কত একটি 12v ট্রান্সফরমারের দাম কত, দাম না জাইনা হা কাউ দোকানের এডব্রাইস দেয়া শুরু করেছেন এগুলি ঠিক না। দোকানে পার্স নিয়ে বসছে দোকানদার কিছু লাভের আশায় এখানে আপনি দাম বলার কোন প্রয়োজন মনে করি না যিনি পার্স কেনবেন দুই একটি দোকান যাছাই করে যেখানে কম পায় সেখান থেকে কিনে নেবে।

Mathay duke na serkit 🙁 🙁 :(….

tument এ LDR এর দাম বলার জন্য sorry ।খরচ কম হলে তৈরী করার আগ্রহ জাগে তাই পার্টসের দাম সহ টিউন করলে বা কত খরচ হবে সেটা জানালে ভালো হয় ।

    @আব্দুল হালিম জনি: ভাইয়া মনে কিছু নিবেন না A থেকে Z পর্যন্ত পার্সের দাম আমি যানি, তার পরেও আমি দাম বলিনা কারণ ইলেক্ট্রনিক্স পার্স এক দামে বিক্রি হয় না যে কারণে দাম বলার দুইটা দুষ দোকান দার আশা অনুযায়ি লাভ না করতে পারলে এবং ক্রেতা কম দামে পার্স কিনতে না পারলে দুজনেরই গালি শুনতে হয়, এজন্য দাম বলে দেয়ার দুইটি দোষ। ধন্যবাদ আপনাকে

APNI EKTA KI JINISH? All in one!

Level 0

Nice.

এই সুইস কি যতক্ষন led on থাকবে ততক্ষন কাজ করবে?
নাকি led একবার on করে off করে দিলে সুইস on থাকবে?