ইলেকট্রনিক্স এর জাদুগিরি [পর্ব-৪৬] :: অ্যান্ড্রয়েড মোবাইল অথবা যে কোন মোবাইল বেশী সাউন্ডে শুনুন।

ইলেক্ট্রনিক্স এর জাদুগিরি

আল্লাহ সর্ব শক্তিমান


বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন, আমিও আপনাদের দোয়ায়

ভালো আছি, আজ আপনাদেরকে মোবাইল দিয়ে বাজানোর জন্য ছোট

একটি এমপ্লিফায়ার সার্কিট দিব নিজের হাতে তৈয়ার করে নিবেন

মোবাইল দিয়ে ওয়াজ গজল তথবা যাই কিছু শুনি সাউন্ড কিন্তু মনের মত হয় না

যত বেশি দামি মোবাইল হউক না কেন সাউন্ড কিন্তু খুব একটা বেশি হয় না কারণ

সাউন্ড বেশির জন্য প্রয়োজন সাউন্ড এমপ্লিফায়ার ওয়াট যত বেশি হবে

সাউন্ড তত বেশি হবে, পাশাপাশি স্পিকার ওয়াট ও বেশি হতে হবে, কিন্তু

মোবাইলের এমপ্লিফায়ার ওয়াট যদি ও ছোট আকারে সার্কিটে বাড়ানো সম্ভব হয়

কিন্তু বেশি ওয়াটের স্পিকার আবার ছোট করে বানানো সম্ভব হয় না যে কারণে

যত বেশি দামি মোবাইল সেট হোক না কেন অনেক বেশি সাউন্ড থাকে না

এইজন্য আপনাদের জন্য আজকের এই সার্কিট, খুব ছোট হলেও মোটামুটি সাউন্ড

ভাল হয়। আসুন এবার সার্কিট দেখে নেই এরকম সার্কিট আরো অনেক

আইসি দিয়ে করা যায় আচ্ছা যাই হোক প্রথমে এটি তৈয়ার করুন পরে

হয়ত আরো অন্য দিন বিভিন্ন সার্কিট দেখাব আজকের আইসিটি হল 2822


এটি হল 28222 আইসি দিয়ে ছুট এম্পলীফাারটির সার্কিট ডায়াগ্রমটি সার্কিট দেখে যদি কারো বুঝতে

সমস্যা হয় তাহলে আসুন পার্টস গুলোর ছবি আকারে দেখি


এবার দেখেন তো বুঝতে পারেন কি না। সার্কিটটি প্রতিটি পার্টস এর সাথে মান দেওয়া আছে যদি pcb বোর্ডে

বসাতে চান আহলে বোর্ডের ডিজাইন দেখে নিতে পারেন

সার্কিটে পাওয়ার সাপ্লাই হিসেবে 6 volt  DC ব্যাটারী থেকে অথবা AC ট্রান্সফরমার থেকেও দিতে পারেন

যদি AC ট্রান্সফরমার থেকে সাপ্লাই ভোল্ট দেন তা হলে কম পক্ষে 600 মিলি এম্পীয়ার দিবেন।

ট্রান্সফরমারের কানেকশ হয়ত সবাই জানেন তার পরেও ছবিটি দিয়ে দিলাম

Level 3

আমি সেন্টু খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 79 টি টিউন ও 565 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 23 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই প্রতিবার তো আইসি লিস্ট দেন কোনটা কত কি সব দেন এইবার দিলেন না আর কিছুই বুঝলাম না

    @রিপুল আহমেদ: ভাই প্রশ্নের জন্য ধন্যবাদ সার্কিটে প্রতিটি পার্সে সাথেই মান দেয়া আছে ভাল করে লক্ষ করুন।

ভাই আমার এক টা এম্পিফায়ার আসে সারকিত মনে হই ৪৪ ৪০ বাট adapter এর কারনে ভালো saund হইনা সেটাতে কত volt adapter কত এম্পেয়ার লাগালে ভাল সউন্ড হবে এবং কত টাকা নিবে প্লিজ হেল্প

    @মোঃ লিমন পীরগঞ্জ: ভাই আপনার সার্কিটি হয়ত LA4440 আইসি দিয়ে করা আপনি 12 VOLT- 2A ট্রান্সফরমার ব্যবহার করতে পারেন যদি সার্কিটে কোথাও অন্য সমস্যা না থাকে তাহলে আশাকরি ভাল সাউন্ড হবে।

12
VOLT- 2A ar dam koto

pc er jonno valo maner amplifire banate cai. Tda2004ic, 4440ic,4508ic dia banaichi. Pc on korar somoy vo vo sound hoy.
12 ench speaker kinci. Stk ic dia amplifire banabo na trangistar dia banabo?
Othoba ki circuit dia amplifire banale high quality sound pabo. Janale kub upokar hoto.

    @আব্দুল হালিম জনি: ভাই এম্পলীফায়ার তৈয়ার করা সম্পূর্ণ নিজের কাছে আপনি যত বেশী ওয়াট এম্পলীফাইয়ার তৈয়ার করেন না কেন যদি ভাল করে ফিল্টার না করতে পারেন ভাল সাউন্ড কোন দিন আশা করতে পারবেন না বো বো শো শো শব্দ করবে। আপনার জন্য সহজ উপায় হল বাজারে তৈয়ার করা পার্স লাগানো সহ এম্পলিফায়ার সার্কিট কিনতে পাওয়া যায় এগুলি আপনার পছন্দ মত ওয়াট কিনে নিবেন।

Ai post amader projokti unnoaoe sahajjo korbe. Valo,salia jan.

stk readymet kine banale valo hobe ?

ভাই আপনি একজন ইলেক্ট্রনিক্স এর গুরু , আমি চাই আপনি Ac to Dc অ্যাডাপ্টার বাধার উপরে একটি বিস্তারিত Tune করবেন এতে করে আমি/আমরা অনেক উপকৃত হব । এই পর্যন্ত আপনার সব Tune আমার মন সুয়ে গেছে

Level 2

প্রিয় টিউনার,

আপনার টিউনটি টেকটিউনস চেইন টিউন হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। অভিনন্দন আপনাকে!

টেকটিউনসে চেইন টিউন কীভাবে প্রক্রিয়া হয় তা জানতে টেকটিউনস সজিপ্র এর https://www.techtunes.io/faq “চেইন টিউন” অংশ দেখুন।

নিয়মিত চেইন টিউন করুন। এখন থেকে আপনার নতুন করা চেইন টিউন গুলো টেকটিউনস থেকে চেইন এ যুক্ত করা হবে। চেইন টিউনে যুক্ত হবার ফলে চেইনের প্রতিটি পর্ব একসাথে থাকবে।

চেইনে নতুন পর্ব যুক্ত হলে তা টেকটিউনসের প্রথম পাতায় দেখা যাবে এবং “সকল চেইন টিউনস” https://www.techtunes.io/chain-tunes/ পাতায় চেইন টিউনটি যুক্ত হবে।

নিয়মিত চেইন টিউন করে নতুন নতুন টিউন আপনার চেইনে যুক্ত করুন এবং অসম্পূর্ণ না রেখে আপনার চেইন টিউনে নিয়মিত পূর্ণাঙ্গ রূপ দিন। ধন্যবাদ আপনাকে।

মেতে থাকুন প্রযুক্তির সুরে আর নিয়মিত করুন চেইন টিউন!

ভাই যদি রেজিসটেন্স চেনার উপাই জানিয়ে দিতেন তাহলে অনেক উপকার হত ।

ইনপুট দুইটা দেখছি যে কোনটা ব্যবহার করবো ?

ধন্যবাদ, আইসি টা মনে হয় TDA2822 নাকি?

ধন্যবাদ ভাই এত সুন্দর লেখার জন্য

সেন্টু ভাই ভালো হয়েছে ।আপনি DC TO AC কনভার্টার নিয়ে টিউন করে। যেন তা দিয়ে লেপটপ চালানো যায়। বাজার থেকে একটি কিনেছি কিন্তু দুইদিন পর নস্ট হয়ে গেছে । প্লিজ এই বিষয়ে আমাকে হেল্প করুন ।

আস সালামু আলাইকুম।

আপনার প্রথম টিউন আর এই টিউন দেখলাম।প্রথমে মনে করেছিলাম প্রথম প্রথম তাই বানান একটু ভুল হচ্ছে কিন্তু এত টিউন করার পরেও বানানের দিকে নজর দেন নাই।
সুন্দর টিউনের প্রথম দিকটাই হলো ভাষার বানান।আশা করি এরপর এই দিকে একটু নজর দিবেন। কিছু মনে করবেন না।সম্পুর্ন ব্যাক্তিগত মতামত থেকে বললাম।

ধন্যবাদ।

সেন্টু ভাই,আপনার কাছে একটি জটিল অনুরোধ।অবশ্যই করার চেষ্টা করবেন প্লিজ।নষ্ট মোবাইল যেটার সুধু স্ক্রিন এবং ক্যামেরা ভাল আছে,বাকীগুলো না থাকলেও হবে।আমার বিশ্বাষ আপনি একটু চেষ্টা করলেই পাবেন। তাহলো মোবাইলের এই ছোট ক্যামেরা খুলে, তার দিয়ে লম্বা করে বাসার গেটে ব্যবহার করা যাবে, যেটা ওই মোবাইলেই ঘরের ভিতর থেকে যখন খুশি অন করে দেখা যাবে।আপনি এটা করার একটি উপায় তৈরি করেন ।আমি জানি হবে। কিন্তু মোবাইলের জ্ঞান না থাকায় ,পারছি না।আমি জানি আপনার কাছে এটা কিছই না।কিন্তু ভাবুন, এটা দিয়ে কি উপকারই না হবে।আশাকরি এটা করে বাংলাদেশে হইচই ফেলে দিবেন।