ইলেকট্রনিক্স এর জাদুগিরি [পর্ব-৪৪] :: বাতরোমে ঢোকে যদি পানি না থাকে তখন কি করবেন ? তা হলে এই টিউনসটি আপনার জন্য

ইলেক্ট্রনিক্স এর জাদুগিরি

বাথরুমে ঢুকে যদি পানি না থাকে তাহলে মেজাজটা তখন কেমন হয় ? ছাদের ট্যাংকে পানি উঠাতে অনেক সময় মনে

থাকে না, আবার ট্যাংকে পানি কতটুকু আছে তাও ট্যাংকের ঢাকনা না খুলে বুঝা যায় না । আমি আজ আপনাদের এমন একটি

সার্কিট দেখাব আপনি নিচ তলায় বাসায় রুমে বসে ছাদের ট্যাংকে কতটুকু পানি আছে তা অতি সহজেই বুঝতে পারবেন ।

আসুন এবার আমাদের সার্কিট তৈয়ার করতে হলে যে পার্স গুলি লাগবে তা একবার দেখে নেই।

প্রথমেই ট্যাংক দেখি=

মনে করেন এটি আপনার ছাদের ট্যাংক এখন ট্যাংকে ভিতর একটি প্লাস্টিকের পাইপ ঢোকাতে হবে

কিভাবে আমরা প্লাস্টিকের পাইপ লাগাব আসুন একবার দেখে নেই=

এটি হল প্লাস্টিকের পাইপ। পাইপ ভালো করে লক্ষ্য করুন বেশ কয়েকটি হলুদ রঙের দাগ দেয়া হয়েছে ,

হলুদ রং দেয়া জায়গাটিতে আপনাকে তামার পাত্র অথবা 3/20 তামার তার পেঁচাতে হবে।

এবার লক্ষ্য করে দেখুন পা গুলো চেনার সুবিধার জন্য F-A-B-C লিখা হয়েছে,

এবার আসুন ট্যাংকের ভেতর প্লাস্টিকের পাইপ কিভাবে লাগাব দেখে নেই=

আপনি ট্যাংকটি লক্ষ্য করে দেখুন পানির স্তর ট্যাংকে মাঝখান থেকে নেয়া হয়েছে আপনি ইচ্ছা করলে ট্যাংক একেবারে উপরে

থেকেও নিতে পারেন।

ট্যাংকের ভেতর প্লাস্টিকের পাইপ এর সাথে যে তার গুলি লাগানো হয়েছে  সবচাইতে নিচের তারটি F তার পাশেরটি A

তার পাশেরটি B তার পাশেরটি C সার্কিটটির সাথ এ ভাবেই সিরিয়াল ঠিকরেখে কানেকশন লাগাতে হবে।

এখানে দেখুন সবুজ, নীল, লাল, তিনটি LED বাতি লাগানো হয়েছে ট্যাংকের ভেতর পানির স্তর বুঝার জন্য।

পানির স্তর যখন ট্যাংকে মাজামাজি আসবে তখন সবুজ LED বাতিটি জ্বলে উটবে,

পানির স্তর যখন আর একটু নিচে নেমে আসবে তখন নীল LED বাতিটি জ্বলে উটবে

পানির স্তর যখন একেবারে নিচে নেমে আসবে তখন লাল LED বাতিটি জ্বলে উটবে

এভাবে আমরা ট্যাংকের ভেতর পানির স্তর LED বাতি দেখেই খুব সশজেই বোঝতে পারব।

আসুন এবার সার্কিট দেখি=

সার্কিটটিতে সাপ্লাই ভোল্ট হিসেবে 6V যে কোন পাওয়ার সাপ্লই থেকে দিতে পারেন

যদি LED বাতি বাড়াতে চান তাহলে এ ভাবে বাড়াবেন। ধন্যবাদ সবাই কে।

Level 3

আমি সেন্টু খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 79 টি টিউন ও 565 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 23 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Valo laglo tune ti

অনেক ধন্যবাদ আপনাকে

অত বুদ্দি ক্যারে আফনের মামা ?

নাইছ হইছে।

vai ami ei somporke khub e kom bujhi jody akta video tutorial diten amader sobar jonnoi beparta easy hoto

Level 0

জোস হইছে।

Level 2

helping tune , tnx
help me please about this tune
https://www.techtunes.io/help-ask/tune-id/326565

Bravo, Hanif Bhai…… !!!! The most appropriate comment….. !!!

ধন্যবাদ সেন্টু ভাই। HANIF AHMED ভাই আপনার কমেন্ট টা কি ঠিক হলো?

আসসালামু আলাইকুম
সেন্টু ভাই আপনার সবগুলো প্রযেক্ট দেখেছি কিন্তু কোনটাই করতে সাহস পাই নাই। কারন কিছু বুজিনা। আপনার এই প্রজেক্ট টায় আমি সফল হয়েছি। দোয়া চাই।

Apnar erok tune gulu Bangladesher projukti aroo unnoto hohe. Thanks

সেন্টু ভাই,আপনার কাছে একটি জটিল অনুরোধ।অবশ্যই করার চেষ্টা করবেন প্লিজ।নষ্ট মোবাইল যেটার সুধু স্ক্রিন এবং ক্যামেরা ভাল আছে,বাকীগুলো না থাকলেও হবে।আমার বিশ্বাষ আপনি একটু চেষ্টা করলেই পাবেন। তাহলো মোবাইলের এই ছোট ক্যামেরা খুলে, তার দিয়ে লম্বা করে বাসার গেটে ব্যবহার করা যাবে, যেটা ওই মোবাইলেই ঘরের ভিতর থেকে যখন খুশি অন করে দেখা যাবে।আপনি এটা করার একটি উপায় তৈরি করেন ।আমি জানি হবে। কিন্তু মোবাইলের জ্ঞান না থাকায় ,পারছি না।আমি জানি আপনার কাছে এটা কিছই না।কিন্তু ভাবুন, এটা দিয়ে কি উপকারই না হবে।আশাকরি এটা করে বাংলাদেশে হইচই ফেলে দিবেন।