Blu-ray ডিস্ক এর মাধ্যমে অধিক কার্যক্ষম সৌর প্যানেল

Blu-ray ডিস্ক এর মাধ্যমে অধিক কার্যক্ষম সৌর প্যানেল

Northwestern University এর একদল গবেষক Blu-ray ডিস্ক ব্যবহার করে নতুন ধরনের সৌর প্যানেল তৈরি করেছেন যা সাধারন সৌর প্যানেল থেকে ১২% বেশি কার্যক্ষম

সৌর প্যানেল এর কার্যক্ষমতা মুলত নির্ভর করে আলোর ফোটন কনা ধরে রাখার ক্ষমতার উপর যে যত বেশি ফোটন কনাকে শোষণ করতে পারে তার কার্যক্ষমতা তত বেশি । Quasi-random nano structures এই ফোটন ধরে রাখার ক্ষমতা বারাতে পারে । কিন্তু এই কাঠামো তৈরি বেশ ব্যয়বহুল । গবেষকগন পরীক্ষা করে দেখেন যে Blu-ray ডিস্ক এর মাধ্যমে এই কাঠামোকে কম খরচে সৌর প্যানেল এর মধ্যে স্থাপিত করা যায় ।কিন্তু খালি ডিস্কের ভিতরের বিন্যাস ফোটন ধরে রাখার জন্য ততটা শক্তিশালী নয় । অপরদিকে ডাটা পূর্ণ ডিস্ক এর মধ্যকার বাইনারি ডাটার বিন্যাস আলোর ফোটন কনা ধরে রাখার জন্য বিশেষ উপযোগী । সার্বিকভাবে ব্লুরে ডিস্ক এর প্যানেল নরমাল প্যানেল থেকে ২১.৮ % বেশি আলো শোষণ করতে পারে । গবেষকগন আশা করছেন এর মাদ্ধমে Green Energy কে এক ধাপ এগিয়ে নেয়া যাবে

Nature CommunicationsIEEE Spectrum

Level 0

আমি syrup। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 45 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমার মত আমি...............কারও মন যোগানর জন্য নিজেকে পরিবর্তন আমার দারা সম্ভব নয়..................


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস