ইলেকট্রনিক্স এর জাদুগিরি [পর্ব-৪৩] :: এবার আপনার কম্পিউটার থেকে মোবাইল ফোন চার্য করুন

ইলেক্ট্রনিক্স এর জাদুগিরি

আসসালামু আলাইকুম
বন্ধুরা সবাই কেমন আছেন ? আশা করি সবাই ভালোই আছেন,
আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালই আছি।
আজ আপনাদের কে একটি সার্কিট দেখাব, যে USB পোর্ট দিয়ে
কিভাবে অতি সহজে মোবাইল ফোন চার্জ দিবেন,
আসুন কথা না বাড়িয়ে কাজের কথায় আসা যাক

সর্ব প্রথম আমরা USB ক্যাবলের ভেতরের তার এবং তারের কালার বিষয়টি একটু দেখে নেই

প্রথমে দেখুন লাল কালার তার এটি হল (+) অথবা পজিটিভ, দ্বিতীয়টি হল কাল কালার(-) নেগেটিভ অথবা GNG,

তৃতীয় টি হল সাদা কালার Data-, চতুর্থটি হল সবুজ কালার Data+ এবার আসুন USB পোর্ট সহ কেবল দেখি।

এটি হল USB কেবল আসুন এবার USB সকেট টি দেখে নেই

এটি হল USB সকেট, সকেটটি যদি এই পজিশনে ধরেন তাহলে উপরের টি নেগেটিভ, অপরটি পজেটিভ।

USB কেবল এর ভিতরের কানেকশন গুলো কিভাবে করা থাকে,

যদি আপনার CPU টি এই পজিশনে থাকে তাহলে USB সকেটটি বামে পজেটিভ, ডান পাশের পা টি নেগেটিভ,মাঝ কানের দুইটি পা D+/D-কোন কানেকশনের প্রয়োজন নেই শুধু দুই পাশে দুইটি + এবং - মোাইলের কেবেলের সাথে কনেকশন দিলেই মোবাইল ফেনটি চার্য হবে।

এটি হল USB কেবেল যদি আপনি আপনর চার্যারটি ঘড়ে কোথাও খুজে না পান তাহলে কোন সমস্য নাই,

আপনার কম্পিউটর থেকে এই USB কেবেল দিয়ে অনায়াসে আপনার মোবাইল ফোনটি চার্য দিতে পারবেন

আপনার মোবাইল ফোনের কোন সমস্য হবেনা এ ধরনের আরো অনেক মডেল এর কেবল এখন বাজারে

কিনতে পাউয়া যায় যেমন=

দেখুন এটিও একটি USB কেবেলের সাথে লাগানো প্রায় সব ধরনে মোবাইল ফোনের মডেলের চার্যিং পুর্ট লাগানো রয়েছে এরকম একটি কেবল দিয়ে

আপনি সব ধরনের মোবাল ফোন চার্য করতে পারবেন।

যে ভাবে কম্পিউটারের সাথে কেবেলটি কানেকশন দিবেন। যদি আপনার কম্পিউটরটি বন্দ থাকে তাহলেও কোন সমস্য নাই

এ রকম USB কেবেলের চর্যার কিনতে পাওয়া যায় মাত্র 55 থেকে 60 টাকার মধ্য আরো কিছু মডেল আছে যদি আপনি

একাধিক মোবাইল USB কেবেল দিযে চার্য দিতে চান তাহলে

তা হলে এই চার্যারটি কিনতে পারেন

আরো কিছু লেখার ছিল বিদ্যুৎ চলে যাওয়ার আর কিছু লিখতে পারলাম না

মোঃ সেন্টু খান কিশোরগঞ্জ বাংলাদেশ=     facebook.com/santo.khan.921

আল্লাহ হাফেজ।

Level 3

আমি সেন্টু খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 79 টি টিউন ও 565 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 23 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

ভাইয়া আপনার টিউনগুলো খুব সুন্দর কিন্তু একটা দু:খ মনের ভিতর, আমি কি কোন দিন এফএম ট্রান্সমিটার এর মালিক হব না ?

Level 3

আপনাকে অনেক ধন্যবাদ ভাই নিয়মিত FM ট্রান্সমিটর থেকে সম্প্রচার করতে চাইলে আপনাকে লাইসেন্স করে নিতে হবে ।

amar ta emnitei hoy

Level 3

এমনিতেই হবে কিন্তু অনেকের মোবাইল পুট অনেক সিষ্টেম তাই কানেকশান গুলি জানা থাকলে ভাল। ধন্যবাদ আপনাকে।

Level 2

please watch & help me about this circuit . tnx