ইলেকট্রনিক্স এর জাদুগিরি [পর্ব-০১] :: আপনার বাসার টেলিভিশানের জাপসা ছবিকে একে বারে পরিস্কার করে ফেলুন খুব সহজে, TV আর নয় ঝির ঝির ছবি।

টিউন বিভাগ ইলেক্ট্রনিক্স
প্রকাশিত
জোসস করেছেন

ইলেক্ট্রনিক্স এর জাদুগিরি

আসসালামু আলাইকুম

বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন।

আমার জন্য সবাই দোয়া করবেন ইদানিং শরীরটা বেশি ভাল

যাচ্ছে না হাই প্রেসার খুব দৃষ্টাব করতেছে। যাই হোক কাজের

কথা আশা যাক, বর্তমান জামানায় টেলিভিশন নাই এমন বাসা

খুব কমই আছে, বিশ্বের কোথায় কি ঘটছে প্রতি মুহূর্তেই

আমরা ঘরে বসে টেলিভিশনের মাধ্যমে খবর পাই।

অনেক সময় দেখা যায় টেলিভিশনের সব চ্যানেল গুলোর

ছবি পরিস্কার আসে না, আবার অনেক সময় দেখা যায়

ছবি পরিস্কার দেখা যাচ্ছে কিন্তু সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে না

শুধু সা সা শব্দ শোনা যায়, এই জন্য আজকে আপনাদের

একটি খুব ছোট একটি সার্কিটের উপহার দিব যে সার্কিট

আপনি ব্যবহার করলে আপনার টেলিভিশনের সব চ্যানেলের

সাউন্ড এবং ছবি একেবারে পরিষ্কার এবং ঝক ঝকে হয়ে যাবে। যেমন

এরকম জাপসা ছবিকে গুলি একেবারে পরিস্কার হয়ে যাবে

আশা করি পরিবর্তনের ছবি দেখেই বুঝতে পেরেছেন

এরকম ছবি যদি আপনার টেলিভিশনের হয়ে থাকে তাহলে আজই সার্কিট তৈরী করে সুন্দর ছবি উপভোগ করুন

সার্কিট ব্যবহারের পর ঝাপসা ছবি গুলো হয়ে উঠবে সুন্দর, এবং সুন্দর ছবি গুলো হয়ে উঠবে আরো সুন্দর।

আসুন আর দেরি না করে সার্কিট তৈরি করে ফেলি

সার্কিটে ব্যবহার করা হয়েছে পার্টস গুলোর সাথে একটু পরিচিত হয়ে নেই

আপনার আশে পাশে যদি ঐ ট্রান্জেষ্টর পাওয়া যায় তাহলে এটা দিয়ে বানালে ভাল কাজ করবে,

তীর চিহ্ন অংশ টুকু ভালো করে লক্ষ্য করুন। নিচের ছবিটি দেখুন তার পর বলছি,

এবারে দেখুন যেহেতো ট্রান্জষ্টর টি (1324) চারটি পা আপনি ইমিটর,বেজ,কালেক্টর, কিভাবে বের করবেন

ট্রান্জেষ্টর এভাবে তীর চিহ্নটি বামে রেখে পাশের পা ইমিটার, ডান পাশে পা বেজ, তার পাশের কালেক্টর,

যদি এই নাম্বার ট্রান্জষ্টর আপনার আশে পাশে না পাওয়া যায় তাহলে আরেকটি নম্বর দিচ্ছি নিচে দেখুন

4308 ট্রানজিস্টর টি তিনটি পা বাম পা বেজ, মাঝে পা ইমিটর, ডান পা কালেক্টর, এবারে আসুন সার্কিটটি দেখে নেই=

সার্কিটটি দেখে  যদি বুঝতে সমস্য হয় তাহলে আপনাদের আর একটু সহজ করে বুঝানোর জন্য আর একটু সহজ করে দিলাম আসুন নিচের দেয়া সর্কিটটি দেখি যে ভাবে একটি পার্শের সাথে অন্য পার্স গুলি কানেকশান দিব।

সার্কিট তৈরি করতে আপনার যে পার্স গুলি লাগবে

  1. 2.2n কেপাসিটর দুইটি
  2. 4308 ট্রান্জষ্টর দুইটি
  3. 75 রেজিষ্টর দুইটি
  4. 100 রেজিষ্টর একটি
  5. 680 রেজিষ্টর একটি
  6. 820 রেজিষ্টর একটি

মাত্র কয়েকটি পার্স দিয়ে আপনার ঘরের টেলিভিশানের ছবি আরও নিখুঁত এবং সুন্দর করে ফেলুন।

আজকের মত আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিলাম =মোঃ সেন্টু খান / কিশোরগঞ্জ /বাংলাদেশ

01713531965

facebook.com/santo.khan.921

Level 3

আমি সেন্টু খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 79 টি টিউন ও 565 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 23 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

প্রতি বারের মত এবারো অসাধারণ টিউন হয়েছে, ধন্যবাদ “সেন্টু ভাই”

    Level 3

    @শিমুল অধিকারী:ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ

    Level New

    @শিমুল অধিকারী: অনেক কাজের কাজি !

      Level 3

      @Shafkat Aziz: ধন্যবাদ ভাইয়া

vai , আমি এইগুলার কিছুই বুজিনা , প্লিয এই সব যন্ত্রপাতি এবং এদের কাজ নিয়া একটা বিস্তারিত টিউন কইরেন ,জাতে সম্পূর্ণ অনভিজ্ঞ রাও সারকিট গুলা বানাতে পারে

    Level 3

    @ওয়ার্ডপ্রেস এক্সপার্ট:ভাইয়া শুধু টিউনস করে বুঝালেই হবেনা এ জন্য কিছু বাস্থব অভিজ্ঞতা থাকতে হবে,তা হলেই সহজে বুঝতে পারবেন। আপনার আশে পাশে কোন ইলেক্ট্রনিক্স সার্ভিসিং এর দোকানে একটুক প্রশিক্ষন দেবেন , তা হলে দেখবেন আপনার জন্য একে বারে সহজ হয়ে যাবে, ধন্যবাদ আপনাকে

vai ae serkit ta ke (12 volt ) adepter deya chalata hoba

    Level 3

    @latif sheik: 12v এডপ্টার দিয়ে হবে , কিন্তু কম পক্ষে 1A দিলে ভাল হয়।

আচ্ছা ভাই আমি ও এই বেপারে তেমন কিছু বুঝিনা একটা প্রশ্ন করি সেইটা হলো, সার্কিট টার বোর্ড কি হবে ? মানে কিসের সাথে থাকবে সার্কিট টা ? ওইটা বললেন না তো ? আর আপনি এই রকম বানিয়ে থাকলে ২-৪ টা ফটো যদি দিতেন টিউন এর সাথে আরো ভাল হতো, আর কি ডিশ এর তার তাইলে কাটতে হবে ওই জায়গায় ? ধন্যবাদ এতো সুন্দর টিউন উপহার দেওয়ার জন্য।

    Level 3

    @mahbub rahman: পিসিবি বোর্ড কিনতে পাওয়া যায় যদি বোর্ড না পান তা হলে কোন সমস্য নাই এখানেত মাত্র কয়েকটি পার্স, সরা সরি পার্সের পায়ের সাথে পা জালাই করে লাগিয়ে দিলেই চলবে। টিভি থেকে দুই থেকে তিন গজ দূরে ডিসের তারটি কাটবেন এবং এখানেই সার্কিটটি লাগাবেন। ধন্যবাদ

আমার কাজে না লাগলেও কাজের জিনিস ।

    Level 3

    @নীলোৎপল বেদী: ধন্যবাদ আপনা কে।

Level 0

ভাই
একটা সা্রকিট দিয়ে একোই সংগে ৩ টা টিভি চালানো যাবে??

    Level 3

    @zaman: ভাল ছবি দেখার জন্য একটি সার্কিট একটি টিভির জন্যই ভাল।

Level 0

75 রেজিষ্টর দুইটি
100 রেজিষ্টর একটি
680 রেজিষ্টর একটি
820 রেজিষ্টর একটি
এই রেজিষ্টর গুলো কি ওহমস না কিলো ওহমস হবে? জানতে চাই।

Level 3

সব গুলিই ওহুস হবে।

ভাই দারুন টিউন করেছেন, আপনার টিউন পড়ে আমি য বুঝলাম, ডিসের লাইন যদি একটু ঝিরঝির থাকেও তারপরেও এই সার্কিট দ্বারা টিভি নিখুত হবে তাই না ?

> ভাই আপনি মনে হয় ইলেট্রনিক্স ইন্জিনিয়ার বড় মাপের ?
> ভাই আমি ইলেট্রনিক্স ডিপার্টমেন্ট সম্পর্কে ভাল ধরনা নিতে চাই।
> আপনি একটু কষ্ট করে আমাদের জন্য ভাল ভাল বেসিক টিউন উপহার দিন, যেমনঃ- ডায়েট কাহাকে বলে, রেজিস্টর কাহাকে বলে, এটা কি কি কাজে ব্যবহার হয় ইত্যদি।

আমরা যারা শিখবো তারা আপরার কাছ থেকে ট্রেনিং নিতে চাই।

    Level 3

    @আব্দুল্লাহ আল বাকী: আপনার কথা গুলি আমার মাথায় রইল, ধন্যবাদ আপনাকে।

      @santokhan: টিউনটি পছন্দ হইছে। কিন্তু সমস্যা হলো যারা একদম নতুন, সার্কিট ডায়াগ্রাম আঁকা দেখে কিছুই বুঝবে না তারা কি করে এটা তৈরি করবে? মানে আমি বুঝতাছি না এই ডায়াগ্রাম দেখে আমি কোথায়, কি করে, কিসের উপরে এটা করবো?

ভাই 12v. টা কি করতে হবে একটু বলবেন?

    Level 3

    @সোহাগ: প্রতিটি ডিভাইস চালানোর জন্য সাপ্লাই ভোল্ট দিতে হয়
    এখানে এই সর্কিটটি চালানোর জন্য 12V পাওয়ার সাপ্লাই দিবেন। ধন্যবাদ আপনাকে

ধন্যবাদ আপনাকে এমন উপকারী টিউন করার জন্য। কিন্তু এইভাবে টিভি এর সাথে এইটা লাগালে দেখতে খারাপ লাগবে। কথাও থেকে ছোট বক্স আকারে কিনতে পাওয়া গেলে ভাল হতো।

    Level 3

    @উল্লাস: ধন্যবাদ আপনাকে, ছুট সাইজের বক্স বাজারে কিনতে পাওয়া যায় পছন্দ মত কিনে নিবেন।

“সেন্টু ভাইয়া” যদি উপরের চার পা ওয়ালা হেতো ট্রানজষ্টার(1324) টি পাওয়া যায় তাহলে কি ভাবে কানেকশান দিব? আর যদি তিন পা ওয়ালা ট্রানজষ্টর(4308) এর জায়গায় বসানো হয় তাহলে হেতো ট্রানজষ্টার এর 4নাম্বার পা(CASE) কিসের সাথে কানেকশান দিতে হবে? আর রেজিষ্টর গুলা ওহমস না কি কিলোওহমস? বিস্তারিত জানালে ভালো হতো।

    Level 3

    @শিমুল অধিকারী: সব সময় একটা বিষয় লক্ষ্য রাখবেন যদি কোন সার্কিটে রেজিষ্টর এর মান লিখা না থাকে তাহলে এটি ওহুস এর রেজিষ্টর হবে, ট্রান্জেষ্টর ছবিতে যে ভাবে দেখানো হয়েছে বেইজ,ইমিটর,কালেক্টর,শুধু এই টিনটি পা কানেকশান দিবেন, CASE পা টি অতিরিক্ত এটিতে কোন কানেকশন নাদিলে ও চলবে 4308 যে ভাবে ছবিতে দেখানো হয়েছে এ ভাবে কানেকশন করুন । ধন্যবাদ

Level 2

Vai 12v er jaygay kivabe direct AC te eta chalano jabe janaben ki?

    Level 3

    @saeedrony: প্রতিটি ডিভাইস চালানোর জন্য সাপ্লাই ভোল্ট দিতে হয়
    এখানে এই সর্কিটটি চালানোর জন্য 12V dc পাওয়ার সাপ্লাই দিবেন। ধন্যবাদ আপনাকে

vai khub chomotkar post. Apnar ai posti j amk koto ta upokrito korbe apnake bujate parbo na.
vai ami apnar daiagram ta bujte parchi bt somossa 12v ta nia. akhane duita tar ase ki akta ber hoyche r hodi aktai hoy tahole???????????? confuse????
ami agulor kichui bujina bt dekhe hubuhu banate pari. jodi 12v ta clear kore diten. akhane to 2ta tar ber houar kotha.

    Level 3

    @আরাফাত মাহমুদ: ভাই সার্কিটটির যেখানে 12V লিখা আছে এখানে ( + ) প্রজেটিভ, লাগাবেন, সার্কিটটি একেবারে নিচের দিকটা দেখুন চিরনির মত তিনটি দাগ দেয়া আছে এটি হল ( – ) নেগেটিব লাগাবেন । 12V Dc ভোল্ট সাপ্লাই দিবেন।

      Dhonnobad. dekhi akhon try kore kaj kore kina. 12V Dc kono adeptar ki kinte paoa jaabe

        Level 3

        @আরাফাত মাহমুদ: 12V এডপ্টার বাজারে কিনতে পাউয়া যাবে

সেন্টু ভাই, আপনার টিউন গুলো আমি নিয়মিত দেখি আর আফসোস্ করি কিন্ত কখনো কমেন্ট করি না । আফসোস্ শুধু এটাই করি যে জীবন আরো আগে কেন আপনাকে পেলাম না । এমন একটা সময় আমি পার করেছি যখন সারক্ষণ এই সব ইলেক্ট্রনিক্স যন্ত্রপাতি নিয়ে ব্যাস্ত সময় কাটাতাম আর একজন ইন্সট্রাক্টরের অভাব বোধ করতাম । বর্তমানে সে সময়ের সীমানা পেরিয়ে জীবন যুদ্ধে অন্য কাজে ব্যাস্ত । এখন আর এই সব নিয়ে কাজে বসার সময় পাই না । তাই আফসোস্ হয় । আপনাকে অসংখ্য ধন্যবাদ ও শুভ কামনা রইলো ।

    Level 3

    @Sadeque Ahammed: ভাইয়া পৃথিবীতে কত ফুল ফোটে আর সুগ্রান সকলেই গ্রহন করে, কিন্তু এমন অনেক ফুল আছে পাতার আরালে ফোটে,আর পাতার আরালেই ঝড়ে পরে কেহ কোন দিন খবরও রাখেনা, আমিও তেমনি একদিন হঠাত করে ঝড়ে যাব। সুন্দর এ পৃথিবী থেকে।

সেন্টু ভাই উপরের চার পা ওয়ালা ট্রাঞ্জিস্টর টির সার্কিট ডায়াগ্রাম টি দিলে ভালো হত… অনেক সুন্দর পোস্ট…

    Level 3

    @শফিকুল ইসলাম: সার্কিট ডায়াগ্রাম উপরের আর নিচে একই উপরের চার পা ট্রান্জেষ্টর টি CASE লিখা পা কোন কানেকশান দিতে হবে না ধন্যবাদ

Level 0

Vai device ti ki kinte paowa jabe? Amar bario Kishoreganj. Apni ki device ki amk banay dite parben? Jodi kichu na mone na koren-01717853673

    Level 3

    @turjo: i device টি কিতে পাবেন না আপনার আসে পাশে সার্ভিসিং এর দোকান থেকে তৈরী করে নিবেন।

2sc4308 or 2sc1324 এই ২টা ট্রাঞ্জিস্টর কাজ করবে কিনা একটু বলেন । আমার কাসে ২ তাই আসে ।

    Level 3

    @রেদুওয়ানুল ইসলাম: হবে ধন্যবাদ

    Level 2

    @রেদোয়ানুল ভাই দয়া করে যদি আপনি আপনার মোবইল নং টা আমাকে দেন তাহলে আমি উপকৃত হব Email a send koiren [email protected]

Level New

ভাই, অনেক সময় দেখা যায় ১০০টি চ্যানেলের মধ্যে প্রথম ৫০/৫৫ টি চ্যানেল ভাল আসছে পরের চ্যানেল গুলি খারাপ আসে ,এক্ষেত্রে কি পরের চ্যানেল গুলি পরিস্কার হওয়ার জন্য আপনার সার্কিট কাজ করবে?
১২ভোল্ট ডিসি পাওয়ার সাপ্লাই দেওয়ার জন্য ১২ ভোল্টের অ্যাডাপ্টার কী বাজারে কিনতে পাওয়া যায় এবং আপনার সার্কিট বানাতে খরচ কত পড়বে? জানাবেন।
টিউনের জন্য অসংখ্য ধন্যবাদ।

    Level 3

    @molla_81: সব চেনেল গুলিই ক্লিয়ার হবে, 12v এডপ্টর কিনতে পাওয়া যায় ধন্যবাদ আপনাকে

Level 1

টিভি কার্ড এর কোন কাজে লাগবে আপনার এই পোস্ট টা । জানালে ভালো হতো । আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর একটি পোস্ট উপহার দেয়ার জন্য 🙂

    Level 3

    @KAYES: টিভি কার্ড এ লাগাতে পারবেন কোন সমস্য হবে না ধন্যবাদ

“সেন্টু ভাই” আপনাকে অনেক অনেক ধন্যবাদ, বিস্তারিত সুন্দর ভাবে বুঝিয়ে দেয়ার জন্য।

    Level 3

    @শিমুল অধিকারী: আপনাকে অনেক অনেক ধন্যবাদ

Vai amar pinnacle TV card kichudin theke 1ta chenel dhorche
er kono protikar ache ki?
Apnar protiti tune amar khub prio

    Level 3

    @আব্দুল হালিম জনি: আপনার TV কার্ড যদি একটার বেশী চেনেল না আসে তাহলে অপসান অথবা সেটিং এ গিয়ে বাংলাদেশ সিলেক্ট করে দিবেন তার পর অটো সার্স দিবেন

@সেন্টু ভাই = অনেক ধন্যবাদ টিউনটি শেয়ার করার জন্য।

    Level 3

    @মাহমুদ কলি।: আপনাকে ও অনেক ধন্যবাদ

Level 0

ভাল লাগলো। এই ধরনের সার্কিট বাজারে রেডিমেট কিনতে পাওয়া যায়, যার মূল্য 600-650 টাকা। আশা করি আপনারটি 200-250 টাকায় তৈরী করা যাবে। C1, C2, R1, R2 ইত্যাদি পার্টসগুলোর মান লিস্ট আকারে লিখে দিলে ভাল হত। অবশ্য ২য় ডায়াগ্রাম থেকে তা পাওয়া যাবে।
যাই হোক আশা করি সার্কিট টির performance ভাল হবে। ধন্যবাদ।

    Level 3

    @EngrArif: ধন্যবাদ

ভাই এত ছোট ছট সার্কিটে ১২ ভোল্ট নিতে পারবে ?

    Level 3

    @আব্দুল মোমিন শিববাটি: ভাই শুদু পেট মোটা হলেই কি দারগা হয়?
    12V দেয়া যাবে । ধন্যবাদ আপনাকে

ভাই আমার একটা CD ছিল সেই আডাপ্টার লাগাইলে কি চলবে ?

    Level 3

    @আব্দুল মোমিন শিববাটি: @আব্দুল মোমিন শিববাটি: হবে যদি এভোমিটার দিয়ে 12v বেড় করে নিতে পারেন।

@santokhan: ভাই ট্রাঞ্জিস্টর গুলা খুব কম দোকানে পাওয়া যাই । আমি আজ নবাব পুর গিয়া পাই নাই । যদি ঢাকাই কোন দোকানে পাওয়া যাই তাইলে একটু বলেন ।

    Level 3

    @রেদুওয়ানুল ইসলাম: আরো কয়েকটা দোকান দেখেন হয়ত পেয়ে যাবেন ধন্যবাদ

প্রথম ট্রান্জষ্টর এর নাম্বার কত ? যেটা না পাওয়া গেলে ৪৩০৮ ব্যাবহার করতে হবে

    Level 3

    @aktoru: c1324 না পান তাহলে c4308 লাগাবেন।

সান্তু ভাই, এই circuit কি কিনতে পাওয়া যায় ? পাওয়া গেলে দাম কত, কোথায় পাওয়া যাবে আর এটার নাম কি ? জানতে পারলে খুব উপকার হতো ।

    Level 3

    @sufian alam: কিনতে পাউয়া যায় ডিস লাইনের পার্স বিক্রেতার দোকানে, ডিসের পাওয়ার ডিবাইস, ছোট গুলি 700 থেকে 800 টাকা প্রায়

ভাই আপনার সব সার্কিট আমার অনেক পছ্ন্দ কিন্তু আমি উপজেলা শহরে থাকি তাউ বাংলাদেশের এক পান্তে তাই সব কিছু পাওয়া যায় না। কিন্তু আমি আপনাকে কুরিয়ার করতে বলি যদি করেন তবে খুব উপকার হবে?

    Level 3

    @আব্দুর রব: ভাইয়া আপনাকে একটি সহজ উপায় বলে দেই আপনার আশে পাসে ডিস লাইনের পার্স বিক্রেতার দোকানে, ডিসের পাওয়ার ডিবাইস, ছোট গুলি 700 থেকে 800 টাকা প্রায় এখান থেকে কিনে নিবেন ধন্যবাদ।

pic gula load hoy na…

    Level 3

    @শফিউল: পি সি তে ব্রাউজ করেন

Level 0

vai santokhan আপনাকে অনেক ধন্যবাদ .
vai ami o উপজেলা শহরে থাকি তাউ বাংলাদেশের এক পান্তে তাই সব কিছু পাওয়া যায় না।tai apni jodi ai jinis ta made kora কুরিয়ার করতে বলি যদি করেন তবে খুব উপকার হবে ami all payment advance korta raji by bkash. tai please vai janan

    Level 3

    @KHAN: আপনার আশে পাসে ডিস লাইনের পার্স বিক্রেতার দোকানে, ডিসের পাওয়ার ডিবাইস, ছোট গুলি 700 থেকে 800 টাকা প্রায় এখান থেকে কিনে নিবেন ধন্যবাদ।

পার্টস গুলে কিশোরগঞ্জ এর কোন দোকানে পাব, ট্রানজিষ্টার গুলোর কি কোন গ্রুপ আছে পুরান থানার ওখানে গেলে কি আপনার সাথে দেখা করা যাবে ।দয়াকরে যানাবেন ।

    Level 3

    @ইমরান হোসেন: ট্রানজিষ্টার গুলোর গ্রুপ আছে ( 2SC ) শহরে একটুক খুজ করে দেখেন

Level 0

😀 Nisshondehe khubi mojar akta jinish aita asha ache aj banabo.
tobe vai Resistance gulir man valo kore deya ochit

    Level 3

    @m.s.s.ali: ধন্যবাদ সব রেজিষ্টেন্স গুলি ওহুমস হবে

    Level 3

    @ভগীরথ দাস (পশ্চিমবঙ্গ, ভারত): আপনাকে অনেক ধন্যবাদ

Level 0

@Santokhan ভাই আমার বাসায় TV Card ইউস করি… তাহলে আমি কিভাবে সেটিং করব।।
অবশ্যি আমি চারকিট বানাতে পারি।

    Level 3

    @pothchola: একঐ নিয়মে কানেকশন করবেন

Level 0

Thanks for a good tunes, but video tutorial hole khub e valo hoto

    Level 3

    @relinquish: ধন্যবাদ চেষ্টা করব

Level New

ধন্যবাদ শান্ত ভাই, এতো ভালো একটি টিউন করার জন্য। খুবই প্রয়োজনীয় টিউন।
আমি ইলেক্ট্রনিক্স যন্ত্রপাতি নিয়ে কখনো নাড়াচাড়া করিনি তাই আমার পক্ষে এটি তৈরী করা সম্ভব হবে না।
আমি এই ডিভাইসটি কিভাবে পেতে পারি? সাহায্য চাই………

অসম্ভব সুন্দর টিউন ধন্যবাদ ভাই।

Level 0

আমি ইলেক্ট্রনিক্স যন্ত্রপাতি নিয়ে কখনো নাড়াচাড়া করিনি।
আমি এই ডিভাইসটি কিভাবে পেতে পারি?

ভাই ৪৩০৮ যে ট্রানজিষ্টার দেওয়া আছে তার কোড কি হবে । যেমন (A,-Z) জানালে ভাল হত। ধন্যবাদ সুন্দর সুন্দর পোস্ট করার জন্য ।
ভাই আমি আর একটা বিষয় এর উপরে আপনাকে পোস্ট করার জন্য আমি অনুরধ করছি, যে আপনি যদি অ্যাডাপ্টার বাধার ব্যাপারে বিস্তারিত পোস্ট করলে খুবই উপকৃত হতাম।

cole jasc abar dekha hobe
ay lakha ta ki babe dete hoy
kon software ar kaj
ay niye kono tune asc ki na ???
na thakle upne akta tune koren

“http://www.instructables.com/id/How-to-Get-Emergency-Power-from-a-Phone-Line/?ALLSTEPS”

ei link e j charger ti tairi hoyechhey eta ki nirapod android mobile charge karar jannyo? help me plzzz

অসাধারন সুন্দর একটা টিউন। আমি সবসময় আপনার টিউন দেখি কমেন্টস্ কর্র সুযোগ পাইনি, কারন আগে টিউনারের মেম্বাশিপ পাইনি। আমি ছোটকাল থেকেই ইলেকট্রনিক বিষয় নিয়ে একটু নাড়াচাড়া করতে পছন্দ করতাম
তাই ডিপ্লমায় পড়া। আমার আসলে বাস্তব একটা ট্রেনিং নেওয়ার খুব ইচ্ছা। যেখান থেকে অনেক কিছু শিখা যাবে। ভাই সম্বভ হবে ছোট ভাইদের সময় দেওয়ার। আমরা আপনাকে যথেষ্ট সম্মানী দিতে চেষ্টা করবো।

ভাই মনিটর দিয়ে টিভি চালালে কি করতে হবে

ভাই আমি tp-link wifi recevier chalai.এর সাথে একটা এন্টেনা আছে। আমি এর এন্টেনা সিগনাল কে কিভাবে amplify করতে পারি জাতে আরও দুরে ইন্টারনেট connection দিতে পারি, এ ক্ষেত্রে কি sercuit use korbo? help………………………………….

ভাই আপনি কি আমাকে এই সাকিটা বানিযে দিবেন। আমার বাসার টিভি টার বেহাল দশা। আসলে আমি এইগুলো বানাতে পারিনা আমাকে কি এই সাকিটা বানিযে পাঠাতে পারবেন আমি না হয় খরচ দিযে দিব। দন্যবাদ সান্ত ভাই।

ভাঈ এই সারকিটটি বানিয়ে আমাকে ভিপি কোরে পাঠাতে পাড়বেন, আমি সব খরচা দিয়ে দিব, যদি আপনার সমভাব হয়, ধন্যবাদ,

owww দারুন পোস্ট ।। খুব ভাল লেগেছে ।

সেন্টু ভাই আপনি তো আনেক বিষয় নিয়ে পোষ্ট করলেন আপনার আনেক টিউন আমার পড়া হয়েছে ভালো লাগলো আপনার কাছে আমার অনুরোধ আপনি টেলিভিশনের সাক্রিট নিয়ে ভালো ভাবে একটা পোষ্ট করবেন

Level 0

ভাই, রেজিষ্টারগুলা কি কিলোওহম এ নাকি ওহম? একটু বিস্তারিত লিখবেন প্লিজ।

Level New

সেন্টু ভাই, আপনাকে আমি হারিকেন দিয়ে খুঁজছি।
একটা হেল্প লাগবে ভাই। একটু সময় করে নিচের টিউন দেখন
কম পক্ষে একটা সাজেশন তো দেন।
আপনার অপেক্ষায় থাকলাম….
https://www.techtunes.io/electronics/tune-id/458774

খুবই কাজের পোষ্ট

প্রিয় টিউনার,

আপনাকে এই চেইনটি চলমান করার জন্য অনুরোধ করা গেল। দয়া করে আপনার চেইন টিউনটি নতুন পর্ব যুক্ত করুন এবং নিয়মিত আপডেট করুন। ধন্যবাদ।

আস সালামু আলাইকুম,
ভাই, আনেকদিন থেকে আপনার টিউন গুলো দেখি। একেবারে আসাধারন। একসময় আমি এগুলো শিখার খুব ইচ্ছা ছিল। কিন্তু পড়ালেখার চাপে আর এগুলোতে সময় দিতে পারি না।

আমার বাড়িতে নেটওয়ার্ক পায় না। নেটওয়ার্ক পেলেও ইন্টারনেট এর স্পিড পাই না। তাই মডেমের জন্য এন্টিনা ব্যবহার করি। কিন্তু তাতেও সব সময় ভাল স্পিড পাই না।

আমার প্রশ্ন টা হলো এই সার্কিট টা কি মো্বাইল এন্টিনাতে ব্যবাহার করা যাবে? যদি যায় তবে এটা কি জিএসম, সিডিএম সাপর্ট করবে কি? যদি না যায় তাহলে দয়া করে একটা উপায় দেন। যদিও থ্রিজি ব্যবহারের কিছু কৌশল আমি দেখেছি মডেম ডিসের সামনে রেখে কিন্তু এটা আমার পরিবেশের সাথে মিলছে না। লম্বা ইউএসবি কেবল ব্যবহার করলে কানেকশান ডিসকানেক্ট হয়ে যায়। তার ওপরেও আবার মডেম ভিজে যাওয়ার সম্ভাবনা আছে। আর আপনি তো জানেনই দিন দিন ঝড় ঝন্জা বেড়েই চলেছে।

আপনার উত্তরের অপেক্ষায় থাকলাম

ধন্যবাদ-
রিফাত

ধন্যবাদ ভাই

আপনার উত্তরের অপেক্ষায় রইলাম

ভাই আমার, এলইডি টিভিতে চ্যানেল কম আসে এবং ক্লিয়ার দেখা যায় না। কিন্তু একই ডিস সংযোগে সিআরটি টিভি লাগালে প্রায় অনেক গুলো চ্যানেল আসে এবং ক্লিয়ার। ভাই আপনার একটু সাহায্য দরকার খুব। ০১৭২২৪৪৪১৬০