সবাই কেমন আছেন? আজ আমি যেই সার্কিট আপনাদের মাঝে শেয়ার করবো এটি একটা দরকারী সার্কিট। বিশেষ করে এই শীতে লেপের গরম নষ্ট করে আপনাকে বিছানা থেকে উঠে আলো জ্বালাতে বা নিভাতে হবে না। বিছানাতে শুয়ে থেকেই আপনি যে কোন বাল্ব বা যে কোন বৈদ্যুতিক লোড অন অফ করতে পারবেন তাও আবার টিভি, ভিসিডি, ডিভিডি প্রভৃতি ডিভাইসের রিমোট ব্যবহার করে। অর্থাৎ এর জন্য আপনাকে কোন আলাদা রিমোট নিয়ে ঘুরতে হবে না। আপনার ঘরে ব্যবহৃত টেলিভিশনের রিমোট দিয়েই কাজটি করতে পারবেন। আপনি যদি এটি বানাতে চান তাহলে নিচের কম্পোনেন্টগুলো সংগ্রহ করুন:
বিঃদ্রঃ আমার এই তথ্যগুলো ভুল ধরার আগে, এই তথ্য অনুযায়ী কাজ করে দেখুন সফলতা পান কি না ! যদি না পান তাহলে অবশ্যই ফোনের মাধ্যমে আমাকে জানাবেন , সঠিক তথ্য কি হবে ! আমার মোবাইল নম্বর 8801716218847 .
আমি রুবেল টিটিসি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 99 টি টিউন ও 416 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 13 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
অজানাকে জানতে আর জানাতে ভালোবাসি!
প্রথমেই অনেক অনেক ধন্যবাদ চমত্কার টিউন এর জন্য ! আচ্ছা এটি তে কি ২ হর্স পাওয়ার পানির পাম্পের (৮-১০ এম্পিয়ার ) লোড দেয়া যাবে ?