মাইক্রোকন্ট্রোলার গুরু [পর্ব-০৫] :: ভিডিওতে মাইক্রোকন্ট্রোলার বেসিক (৬০ মিনিটের মেগা ভিডিও টিউন) || এই কোর্সে সক্রিয়ভাবে অংশ গ্রহণ করুন আর হয়ে যান, একজন মাইক্রোকন্ট্রোলার গুরু
মাইক্রোকন্ট্রোলার গুরু [পর্ব-০৫] :: ভিডিওতে মাইক্রোকন্ট্রোলার বেসিক (৬০ মিনিটের মেগা ভিডিও টিউন) || এই কোর্সে সক্রিয়ভাবে অংশ গ্রহণ করুন আর হয়ে যান, একজন মাইক্রোকন্ট্রোলার গুরু
মাইক্রোকন্ট্রোলার গুরু [পর্ব-০৪] এ সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি। টেকটিউনস বিশ্বের সবচেয়ে বড় বাংলা সোশ্যাল নেটওয়ার্ক। এরকম একটা বড় প্লাটফর্মে “মাইক্রোকন্ট্রোলার গুরু” কোর্সটি টেকটিউনস কতৃপক্ষের প্রত্যক্ষ সহযোগিতায় শুরু করতে পেরে ভালো লাগছে।
আজ আপনাদের জন্য থাকছে মাইক্রোকন্ট্রোলার বেসিক এর উপর ৬০ মিনিটের একটা ভিডিও টিউন। বিভিন্ন বিষয়ের উপর আমার অনেক টেক্সট টিউন আপনারা দেখেছেন। কিন্তু আমি ভিডিও টিউনে খুব বেশি অভ্যস্ত নই এবং মাইক্রোকন্ট্রোলার সম্পর্কে আমার জানার পরিধিও খুব বেশি নয়, তাই অনাকাংক্ষিত ভুল অস্বাভাবিক নয়। তাই ভুল গুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
PIC16f877 মাইক্রোকন্ট্রোলার এর জন্য কিভাবে প্রোগ্রাম লেখার কৌশল।
হার্ডওয়্যার সিমুলেশন করার পদ্ধতি
মাইক্রোকন্ট্রোলারের উপর ধারাবাহিক চেইন কোর্স "মাইক্রোকন্ট্রোলার গুরু" কোর্সে সক্রিয়ভাবে অংশ গ্রহণ করুন আর হয়ে যান, একজন মাইক্রোকন্ট্রোলার গুরু। টেকটিউনস কাপনাকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করবে , শুধুমাত্র আপনার ইচ্ছা আর সক্রিয় অংশগ্রহণই আপনাকে এ বিষয়ে অভিজ্ঞ করে তুলবে, আর সবাই আপনাকে দেখে বলবে মাইক্রোকন্ট্রোলার গুরু । তাহলে মাইক্রোকন্ট্রোলার গুরু হওয়ার জন্য আপনি প্রস্তুত তো!
আমি অসীম কুমার পাল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 147 টি টিউন ও 469 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 17 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি অসীম কুমার পাল। ইলেকট্রনিক্স এবং ওয়েব ডিজাইনকে অন্তরে ধারণ করে পথ চলতেছি। স্বপ্ন দেখি এই পৃথিবীর বুকে একটা সুখের স্বর্গ রচনা করার। নিজেকে একজন অতি সাধারণ কিন্তু সুখী মানুষ ভাবতে পছন্দ করি।
অনেক অনেক অনেক অনেক ধন্যবাদ দাদা।