কিভাবে আইপিএস এর সংযোগ দেওয়া হয়?

কিভাবে আইপিএস এর সংযোগ দেওয়া হয়?

দয়া করে সবাইকে বলতে বাধ্য হচ্ছি যে, যদি ইতপূর্বে এরকম টিউন হয়েই থাকে তবে যেহেতু আমার জানা নেই সেইহেতু এটিই আমার কাছে প্রথম আর দর্শনের ভাষায় বিতর্কিত ভাবে বলতে হচ্ছে কোনটি আগে প্রত্যক্ষ না পরোক্ষ।

গল্পটি এরকম যদি বলি ধান গাছ দেখতে কেমন? যারা দেখেছেন তারা তো তারাই আর যারা না দেখেছেন ( ছোট খোকা ) তাদের কাছে ইহা দ্বারা ঘরের ফার্নিচার তৈরী করাও সম্ভব।

যাহোক ................  ( যদি আপনার ভাল লাগে )

নিচের চিত্রটি খেয়াল করুন :

আইপিএস

সাধারণ সংযোগের মত মনে হলেও এটি কিন্তু সাধারণ সংযোগ নয়।

১। বাম পাশের এসি ২২০ ভোল্ট কারেন্ট স্বাভাবিক সংযোগ দ্বারা তৈরী।

২। ডান পাশের এসি ২২০ ভোল্ট কারেন্ট প্রথমে আইপিএস........>ব্যাটারী.......>আইপিএস......> আউটপুট ফর্মুলায় চলে।

ব্যাখ্যা :

১। ফিগার ২: সাধারন বিদ্যুৎ সংযোগ লাইন।

২। ফিগার ৩: আইপিএস লাইন। বিদ্যুৎ থাকা অবস্থায় ১+২+৫ এর মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ হয়। আর বিদ্যুৎ না থাকলে ৪+৩+২+৫ এর মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ হয়।

৩। ফিগার ৪:

(ক) বিদ্যুৎ থাকলে--- ১+২+৫
(খ) বিদ্যুৎ না থাকলে------৪+৩+২+৫

এখানে মনে রাখতে হবে আউটপুট বিদ্যুৎ পাওয়ার ক্ষেত্রে ৫ নং পিন লক্ষ্যনীয় এবং শুধুমাত্র পজেটিভ লাইন আউটপুট হিসাবে নেওয়া হয়। নেগেটিভ লাইনের ক্ষেত্রে বাসার পূর্বের নেগেটিভ লাইন থেকে নিলেই চলবে।

সাধারণত বিদ্যুৎ থাকা অবস্থায় ( ডান পাশের এসি ২২০) কারেন্ট আইপিএস এর মধ্য থেকে রিলে সুইচ এর মাধ্যমে সরাসরি বাল্ব ২ এর সুইচ এ যায় এবং বিদ্যুৎ চলে গেলে ব্যাটারীর ব্যাকআপ থেকে আইপিএস এর রিলের মাধ্যমে বাল্ব ২ এর সুইচ যায়।

অন্যদিকে সকেট, ইন্ডিকেটর, ফ্যান, বাল্ব ১ এ সরাসরি সাধারণ লাইন দেয়া থাকে।

অনেকদিন পরে লিখতে বসার কারণ উপরের দর্শনবাদী।

ধন্যবাদ সকলকে। ভুল হলে ক্ষমা করবেন। মন চাইলে আমার আকাশে ঘুরে আসতে পারেন। আর না চাইলে ভুলেও ক্লিক করবেন না। আমরা আমরাই তো। ইউ ক্যান গেট এ্যানিমোর এ্যাট ইয়োর হোম।

কিভাবে আইপিএস এর সংযোগ দেওয়া হয়?

আমার আকাশ।

Level 0

আমি skytipsbd। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 233 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

তার মানে সাধারন বিদ্যুৎ-এ বাল্ব-২ জ্বলবে না। শুধুমাত্র বিদ্যুৎ চলে গেলে বাল্ব-২ জ্বলবে?

    Level 0

    @আশরাফ: সাধারন বিদ্যুৎ-এও বাল্ব-২ জ্বলবে ভায়া আইপিএস হয়ে।

    Level 0

    @আশরাফ: সাধারন বিদ্যুৎ-এও বাল্ব-২ জ্বলবে ভায়া আইপিএস হয়ে। ভাল করে চিত্র টি লক্ষ্য করুন যেখানে আইপিএস শব্দটি লেখা আছে তার ভিতরে একটি উপরে বামে আরেকটি নিচে বামে চিকন লাল তার শুধু বোঝার জন্য দেয়া আছে। অর্থ্যাৎ সাধারন বিদ্যুৎ-এও বাল্ব-২ জ্বলবে ভায়া আইপিএস হয়ে।

Bujlam na… 🙁

    Level 0

    @ম্যাকসন: ভাই কি বুঝলাম না? আমি কিন্তু বুঝলাম না। বিস্তারিত বলেন ইনশাল্লাহ উত্তর দেবার চেষ্টা করব।

Level 0

টিউন টি ভালো হয়েছে …আরো কিছু বিস্তারিত ভাবে করলে ভালো হতো । ধন্যবাদ টিউনটির জন্য।

    Level 0

    @Mosarof_BD: আপনাকেও ধন্যবাদ ভাই। আসলে বিস্তারিত লেখার ইচ্ছে ছিল । তবে সমস্যা হলে বলবেন।

Level 0

টিউন টি ভালো হয়েছে …আরো কিছু বিস্তারিত ভাবে করলে ভালো হতো । খুব দরকারী Post. ধন্যবাদ।

    Level 0

    @মম: ধন্যবাদ, আশাকরি ইডিট করে বিস্তারিত লিখব।

Please elaborate a little so that it will be helpful to many people.

    Level 0

    @jhorapalok: ধন্যবাদ, অবশ্যই লিখব elaborate করে।

Level 0

Vi apnar dea circuit diagram e bulb2 te IPS theke connection dea ache. Tahole current na thakle ki shudhu bulb 2 active hobe?? Ar puro flat e connection dite ki main fuse e IPS connection dite hobe? Janaben please.

    Level 0

    @Imran: ভাই, আপনাকে ধন্যবাদ। বাল্ব ২ এ আইপিএস এর মাধ্যমে দু’ধরনের পজেটিভ সংযোগ আছে। অর্থ্যাৎ সরাসরি এসি লাইন থেকে আইপিএস এর রিলের মাধ্যমে যখন কারেন্ট থাকে তখন চলে অন্যদিকে কারেন্ট না থাকলে ব্যাটারী থেকে আইপিএস এর রিলে হয়ে এসি কারেন্ট বাল্ব ২ এ প্রবেশ করে। সমস্ত ফ্লাটে কারেন্ট লাইন দিতে হলে এ ধরনের আইপিএস দিয়ে সাপোর্ট করবে না। আশাকরি বুঝতে পেরেছেন।