Arduino শিখুন এক্সক্লুসিভ প্রজেক্ট তৈরি করুন [পর্ব-০৭] :: ভিডিওতে Arduino বেসিক (৫০ মিনিটের মেগা ভিডিও টিউন) | কোর্সটিতে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে আপনিও পেতে পারেন টেকটিউনস ভেরিফায়েড সার্টিফিকেট

Arduino শিখুন প্রজেক্ট তৈরি করুন

সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি “Arduino শিখুন এক্সক্লুসিভ প্রজেক্ট তৈরি করুন” পূর্ণাঙ্গ চেইন কোর্সের এর ৭ম পর্বে। টেকটিউনস বিশ্বের সবচেয়ে বড় বাংলা সোশ্যাল নেটওয়ার্ক। এরকম একটা বড় প্লাটফর্মে “Arduino শিখুন এক্সক্লুসিভ প্রজেক্ট তৈরি করুন” কোর্সটি টেকটিউনস কতৃপক্ষের প্রত্যক্ষ সহযোগিতায় শুরু করতে পেরে ভালো লাগছে।

“Arduino শিখুন এক্সক্লুসিভ প্রজেক্ট তৈরি করুন” কোর্সটির ঘোষণা টেকটিউন্সে প্রকাশ করার পর আপনাদের কাছ থেকে যে সাড়া পেয়েছি তা এই কোর্সটিকে সুন্দর করে পরিচালনা করতে সাহায্য করবে। সকলের সক্রিয় অংশগ্রহণ কামনা করছি।

আজ “Arduino শিখুন এক্সক্লুসিভ প্রজেক্ট তৈরি করুন” পূর্ণাঙ্গ চেইন কোর্সের এর ৭ম পর্বে  আজ থাকছে পূর্বের সবগুলো টিউনে যা কিছু আলোচনা করা হয়েছে তার উপর একটা ভিডিও টিউন।

ভিডিও দেখুন , Arduino শিখুন আর তৈরি করুন এক্সক্লুসিভ প্রজেক্ট

ভিডিওতে রয়েছে,

  • কিভাবে কম্পিউটারে Arduino driver সফটওয়্যার সেটআপ করবেন?
  • কিভাবে Arduino IDE ব্যবহার করবেন?
  • কিভাবে Arduino IDE ব্যবহার করে প্রোগ্রাম লিখবেন?
  • কিভাবে প্রোগ্রাম কম্পাইল করবেন?
  • কিভাবে প্রোগ্রাম Save করবেন?
  • কিভাবে hex ফাইল তৈরি করবেন?
  • কিভাবে PROTEUS এ Arduino এর লাইব্রেরী ইন্সটল করবেন?
  • কিভাবে PROTEUS এ হার্ডওয়ার সার্কিট ডিজাইন করবেন?
  • কিভাবে PROTEUS এ হার্ডওয়ার সার্কিটে Arduino র প্রোগ্রাম  লোড করে সিমুলেশন করবেন?
  • আরো অনেক কিছু।

কোর্সে সক্রিয় অংশগ্রহণকারীদের জন্য কিছু করণীয়

প্রতিটা পর্বে কোর্সে সক্রিয় অংশগ্রহণকারীদের জন্য কিছু প্রশ্ন, প্রজেক্ট বা বিশেষ কিছু করণীয় থাকবে। এগুলো সম্পন্ন করে কোর্সে আপনার সক্রিয়তা নিশ্চিৎ করুন। এই কোর্সের সাথে সম্পৃক্ত বিচারক মন্ডলী এগুলো পর্যবেক্ষণ করবেন এবং প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবেন। টেকটিউনস কতৃপক্ষের সহযোগিতায় মাঝে মাঝে কিছু পুরস্কারের ব্যবস্থাও থাকবে। Arduino শিখুন এক্সক্লুসিভ প্রজেক্ট তৈরি করুন [পর্ব-০৭] এর জন্য কিছু সহজ প্রশ্ন থাকছে । আপনারা টিউমেন্ট করে প্রশ্ন গুলোর সঠিক উত্তর প্রদানের চেষ্টা করুন।

  • প্রশ্ন ১:  PROTEUS এ Arduino র প্রোগ্রাম সিমুলেশন করতে পেরে আপনার কেমন লাগছে?
  • প্রশ্ন ২: অাপনি কি মনে করেন Arduino শেখার জন্য ভিডিও টিউন বেশ সহায়ক ?
  • প্রশ্ন ২: hex ফাইল পাওয়ার জন্য  Arduino IDE তে কি ধরণের সেটিংস করতে হবে?

কোর্স শেষে পাবেন টেকটিউনসসস ভেরিফায়েড সার্টিফিকেট!

এই কোর্সটি আপনি সফলভাবে এবং সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে সমাপ্ত করে এই কোর্সের টেকটিউনস ভেরিফায়েড সার্টিফিকেট গ্রহণ করতে পারবেন। এজন্য অংশগ্রহণকারীদের জন্য প্রতি পর্বে যে যে সকল প্রশ্ন, প্রজেক্ট এবং করণীয় থাকবে তা সঠিকভাবে সম্পাদন করুন এবং কোর্স শেষে আপনাদেরকে টেকটিউনসসের নির্দেশনা অনুযায়ী এক বা একাধিক সিমুলেশন প্রজেক্ট সাবমিট করতে হবে। যেগুলো টেকটিউনসসস কতৃপক্ষ বিশ্লেষণ করে দেখবেন, এবং এর উপর ভিত্তি করে সার্টিফিকেট প্রদান করা হবে।

Level 2

আমি অসীম কুমার পাল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 147 টি টিউন ও 469 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 17 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি অসীম কুমার পাল। ইলেকট্রনিক্স এবং ওয়েব ডিজাইনকে অন্তরে ধারণ করে পথ চলতেছি। স্বপ্ন দেখি এই পৃথিবীর বুকে একটা সুখের স্বর্গ রচনা করার। নিজেকে একজন অতি সাধারণ কিন্তু সুখী মানুষ ভাবতে পছন্দ করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

বুঝতেছি না , আপনাদের কি ভিডিও টিউন ভালো লাগে নি, Arduino এর উপর যে কোন টেক্সট টিউন দিলে , কিছুটা হলেও আপনাদের কাছ থেকে সাড়া পাওয়া যায়। এ্‌ই টিউনে পেজ ভিউ তুলনামূলক কম, এখন পর্যন্ত ২৫০+ পেজভিউ হলেও কোন টিউমেন্ট নেই। আমি সম্পূর্ণ হতাশ। পরবর্তীতে আর কোন ভিডিও টিউন করব কিনা ভাবতেছি………………………….

Na vi valo hoise video tune korben

Level New

ভাই খুব ভাল হইসে। ভিডিও টিউনএ খুব ভালভাবে বু্যতে পারা যায়।
আপনাকে ধন্যবাদ।

প্রশ্ন ১: PROTEUS এ Arduino র প্রোগ্রাম সিমুলেশন করতে পেরে আপনার কেমন লাগছে?

উত্তর: PROTEUS এ Arduin-র প্রোগ্রাম সিমুলেশন করতে পেরে আমার খুব ভাল লাগছে। আগেও আপনার বিঙ্গানপ্রযুক্তি সাইটের পিআইসি মাইক্রোকন্ট্রোকার এর টিউন গুলো PROTEUS এ সিমুলেশন করেছি আজ। কিন্তু Arduino করতে পারতাম না।আজ অবসান ঘটল।

প্রশ্ন ২: আপনি কি মনে করেন Arduino শেখার জন্য ভিডিও টিউন বেশ সহায়ক ?

উত্তর: ভাইয়া ভিডিও সহায়ক কিন্তু লিখাটাও আপনার খুব ভাবে বোঝা যায়। দুইটা থাকলেই ভাল হয়।

প্রশ্ন ৩: hex ফাইল পাওয়ার জন্য Arduino IDE তে কি ধরণের সেটিংস করতে হব?

উত্তর: Arduino IDE তে file a click করতে হবে তার পর preferences. Cpmpilation Check box টি টিক চিন্হ দিতে হবে। তার পর Cpmpile করতে হবে। তাহলে আমরা Cpmpile শেষে Status Area এ hex ফাইল এর লোকেশন দেখতে পাব।

    @সুইট: কোর্সে সক্রিয়ভাবে অংশ গ্রহণের জন্য আপনাকে ধন্যবাদ, শুভ কামনা রইলো।

ভাইয়া আপনি টিউন চালিয়ে যান বন্দ করলে আমরা বিপদে পরব

Level 0

উত্তর ১: Proteus-এ প্রোগ্রাম সিমুলেশন করতে পেরে আমি বেশ আনন্দিত। প্রোগ্রাম সিমুলেশনের এটিই আমার প্রথম অভিজ্ঞতা।

উত্তর ২: হ্যা বেশ সহায়ক। নতুনদের জন্য ভিডিও টিউন বেশ কাজে দেবে।

উত্তর ৩: hex ফাইল পাওয়ার জন্য Arduino IDE তে File > Preferences > Compilation check box-এ টিক চিহ্ন দিতে হবে।

    @jimad: কোর্সে সক্রিয়ভাবে অংশ গ্রহণের জন্য আপনাকে ধন্যবাদ, শুভ কামনা রইলো।

১ প্রটিয়াসে অনেক সার্রকিট সিমুলেশন করছি। তবে আরডিনু করতে পেরে অনেক ভাল লাগছে।

২ ভিডিও ও টেক্সট দুইটা ই প্রয়োজন।

৩ আরডিনু IDE এর Preferences > Compilation check box এ টিক চিনহ দিতে হবে।

    @apon_adhora: কোর্সে সক্রিয়ভাবে অংশ গ্রহণের জন্য আপনাকে ধন্যবাদ, শুভ কামনা রইলো।

১। প্রটিয়াসে আরদুইনো সিমুলেশন করতে পেরে খুব ভাল লাগছে।
২। আমার মনে হয় ভিডিও ও টিউন দুটোই প্রয়োজন।
৩। Arduino IDE এর Preference এর Compilation Check Box এ টিক দিতে হবে।

    @TYMO BDCyclists: কোর্সে সক্রিয়ভাবে অংশ গ্রহণের জন্য আপনাকে ধন্যবাদ, শুভ কামনা রইলো।

প্রশ্ন ১: PROTEUS এ Arduino র প্রোগ্রাম সিমুলেশন করতে পেরে আপনার কেমন লাগছে?
উত্তর ১: Proteus-এ প্রোগ্রাম সিমুলেশন করতে পেরে খুব ভাল লাগছে।
প্রশ্ন ২: অাপনি কি মনে করেন Arduino শেখার জন্য ভিডিও টিউন বেশ সহায়ক ?
উত্তর ২: হ্যা ।
প্রশ্ন ২: hex ফাইল পাওয়ার জন্য Arduino IDE তে কি ধরণের সেটিংস করতে হবে?
উত্তর ৩: hex ফাইল পাওয়ার জন্য Arduino IDE তে File – Preferences – Compilation check box-এ টিক চিহ্ন দিতে হবে।

    @আজিজুল ইসলাম: কোর্সে সক্রিয়ভাবে অংশ গ্রহণের জন্য আপনাকে ধন্যবাদ, শুভ কামনা রইলো।

    *ভাই প্রশ্ন লেখার প্রয়োজন নেই। শুধু নম্বর দিয়ে উত্তর লিখলেই চলবে।

Level 0

উত্তর:

1. Proteus এ প্রেগ্রাম সিমুলেশেন করে আমার খুব ভাল লাগছে, কেননা এতে করে আমি ফিজিক্যাল হার্ডওয়্যার ছাড়াই বাস্তবতার ইফেক্ট পাচ্ছি এবং সহজেই কাংখিত ইফেক্ট তৈরি করতে পারছি।

2. আসলে Arduino শেখার জন্য ভিডিও ফাইল তুলনা মূলক ভাবে বেশি কার্যকর । টেক্সট ফাইল দেখেও কাজ করা যায় তবে ভিডিও ফাইল বেশি ইফেক্টিভ, এটা দ্বার শেখার গতি বৃদ্ধি পায়।

3. হেক্স ফাইল পাওয়ার জন্য Arduino IDE তে নিম্নলিখিত সেটিংস করতে হয়। যেমন:
প্রথমে File থেকে Preferences এবং Preferences থেকে Compilation check box এ টিক চিহ্ন দিতে হয়।

    @shariful: কোর্সে সক্রিয়ভাবে অংশ গ্রহণের জন্য আপনাকে ধন্যবাদ, শুভ কামনা রইলো।

Level 0

উত্তর ১: PROTEUS এর মাধমে সিমুলেশন করতে পেরে মনে হচ্ছে জিনিসটা পুরোপুরি ভাবে শেখা হচ্ছে। কারন এই মুহুর্তে হাতের কাছে যেহেতু Arduino বোর্ড নেই তাই ভার্চুয়াল সিমুলেশন অত্যাবশ্যকীয় ছিল এবং সেটা আমার ভালো লেগেছে।
উত্তর ২: অাপনি কি মনে করেন Arduino শেখার জন্য ভিডিও টিউন বেশ সহায়ক ?
উত্তর ৩: Arduino IDE তে File থেকে Preferences এ গিয়ে Cpmpilation Check box এ টিক চিন্হ দিতে হবে। তার পর Cpmpile করলে আমরা Cpmpile শেষে Status Area তে hex ফাইল এর লোকেশন দেখতে পাব।

    Level 0

    @rafi13: দুঃখিত,
    উত্তর ২ হলঃ হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে সহায়ক বলে মনে করি।

এত সুন্দর টিউন এর জন্য অনেক ধন্যবাদ শফিক আহমেদ ভাই। আপনার টিউন এ সত্যিই দম আছে। কিন্তু ভাই আমার একটি প্রশ্ন আমি যতদুর বুঝলাম তাতে আমি যেকোনো রকম সার্কিট তৈরি করতে একটি করে আরডইনু বোর্ড লাগবে……কিন্তু আমি যদি একটি ডিজিটাল হাত ঘড়ি অথবা এরকম কিছু তৈরি করতে চাই যার বাজার দর ৩০০ টাকা কিন্তু আমি যদি সেটা তৈরি করতে যাই এবং একটি বোর্ড ব্যাবহার করি যার দাম ১২০০ টাকা তাহলে এটা ত অনেক বায় বহুল হয়ে যায়………আমি আসলে বিষয়টা ক্লিয়ার না দোয়া করে যদি একটু বিশ্তারিত জানাতেন……

তবে যাই হউক টিউন চালিয়ে জান ভাই অনেক ভাল হচ্ছে

প্রশ্ন ১: PROTEUS এ Arduino র প্রোগ্রাম সিমুলেশন করতে পেরে আপনার কেমন লাগছে?
উত্তর: প্রোটিয়াসে Arduino এর প্রোগ্রাম সিমুলেশন করতে পেরে সত্যি আমার কাছে খুব অবাক এবং মজা লাগতেছে। এর ফলে যে কোন প্রজেক্ট তৈরীর পূর্বে আমি খুব সহজে এটি রান করে দেখতে পারব।
প্রশ্ন ২: অাপনি কি মনে করেন Arduino শেখার জন্য ভিডিও টিউন বেশ সহায়ক ?
উত্তর: এটি বলার অপেক্ষা রাখে না যে আরডুইনো শিখার জন্য ভিডিও টিউটোরিয়াল অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে খুব সহজেই যে কোন প্রজেক্টকে একদম হাতে কলমে বাস্তব সম্মত অভিজ্ঞতার মাধ্যমে বুজানো সম্ভব হবে।
প্রশ্ন ২: hex ফাইল পাওয়ার জন্য Arduino IDE তে কি ধরণের সেটিংস করতে হবে?
উত্তর: hex ফাইল পাওয়ার জন্য Arduino IDE তে File > Preferences > Compilation check box-এ টিক চিহ্ন দিতে হবে।

প্রশ্ন ১: PROTEUS এ Arduino র প্রোগ্রাম সিমুলেশন করতে পেরে আপনার কেমন লাগছে?
উত্তর: প্রোটিয়াসে Arduino এর প্রোগ্রাম সিমুলেশন করতে পেরে সত্যি আমার কাছে খুব অবাক এবং মজা লাগতেছে। এর ফলে যে কোন প্রজেক্ট তৈরীর পূর্বে আমি খুব সহজে এটি রান করে দেখতে পারব।
প্রশ্ন ২: অাপনি কি মনে করেন Arduino শেখার জন্য ভিডিও টিউন বেশ সহায়ক ?
উত্তর: এটি বলার অপেক্ষা রাখে না যে আরডুইনো শিখার জন্য ভিডিও টিউটোরিয়াল অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে খুব সহজেই যে কোন প্রজেক্টকে একদম হাতে কলমে বাস্তব সম্মত অভিজ্ঞতার মাধ্যমে বুজানো সম্ভব হবে।

সেই সাথে টেক্সট টিউটোরিয়াল থাকলে আরো সুবিধা হয়।(তাহলে সহজে যার যেখানে দরকার সেখানে যেতে পারে বলে আমার মনে হয়। যদিও সেটা তৈরি করা অনেক সময়সাপেক্ষ ও কষ্টসাধ্য।)
প্রশ্ন ২: hex ফাইল পাওয়ার জন্য Arduino IDE তে কি ধরণের সেটিংস করতে হবে?
উত্তর: hex ফাইল পাওয়ার জন্য Arduino IDE তে File > Preferences > Compilation check box-এ টিক চিহ্ন দিতে হবে।

তারপরও আপনাকে সকৃতজ্ঞ ধন্যবাদ আমাদেরকে এত কষ্ট করে শেখানোর এই মহান প্রচেষ্টার জন্য।

Buy Arduino, shield, module, sensor and other electronics parts visit http://www.electronicsbuy.net

eeeboxbd.com এ ভালো প্রোডাক্ট পাওয়া যায় 100% real আমি কিনেসে 24 h ডেলিভারি সাথে 10% Discount.
help link: https://eeeboxbd.com/product/arduino-nano-v3-0/C8
USA VERSION:
https://eeeboxbd.com/product/arduino-uno-rev3/