DUET এ অনুষ্ঠিত হলো “Annual Project Fair 2014” প্রযুক্তিপ্রেমীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছিলো DUET এর ইলেকট্রনিক্স ল্যাব

DUET এ আজ অনুষ্ঠিত হলো “Annual Project Fair 2014” । ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং(EEE) ডিপার্টমেন্টের আযোজনে প্রজেক্ট ফেয়ারটি অনুষ্ঠিত হলেও ম্যাকানিক্যাল ইঞ্জিনিয়ারিং(ME) , কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং(CSE), সিভিল ইঞ্জিনিয়ারিং(CE) ডিপার্টমেন্টের প্রযুক্তিপ্রেমী শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রজেক্ট ফেয়ারটি জমজমাট হয়ে উঠেছিলো।

বেলা ১২টার সময় প্রজেক্ট ফেয়ার পরিদর্শনে আসেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলাউদ্দিন, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং(EEE) ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান প্রফেসর ড. আনোয়ারুল আবেদীন, ছাত্রকল্যান পরিচালক প্রফেসর ড. গনেশ চন্দ্র সাহা, সহকারী ছাত্র কল্যাণ পরিচালক প্রফেসর ড. আবুল কাশেম স্যার।

Duet Robotic Club, Curious 7 of DUET, DUET Vagabond সহ শিক্ষার্থীরা ব্যাক্তিগত এবং দলগতভাবে তাদের বিভিন্ন প্রজেক্ট প্রদর্শন করছে। Curious 7 of DUET এর অনলাইন পার্টার ছিলো আমাদের সবার প্রিয় "টেকটিউনস" ।

Curious 7 of DUET এর সদস্যরা হলেন, অসীম কুমার পাল (টিম লিডার), আব্দুর রহিম,মিঠুল রানা,রিপন আলি,পারভেজ হোসেন,মাসুদ খান এবং মোস্তাফিজুর রহমান।


Curious 7 of DUET এর অন্যতম প্রজেক্ট ছিলো "অনলাইল কন্ট্রোলড স্মার্ট হোম ",  এই প্রজেক্টটিতে দেখানো হয়েছে কিভাবে একটা বাড়ির বিভিন্ন ইলেকট্রিক যন্ত্রপাতি সমূহ ইন্টারনেটের মাধ্যমে সুইচিং করা যায় এবং যন্ত্রাংশ সমূহের কোনগুলো ON আর কোনগুলো OFF অবস্থায় আছে তা একটা ওয়েব পেজের মাধ্যমে দেখা যায়। তাদের উল্লেখযোগ্য অন্য দুটি প্রজেক্ট ছিলো  ওয়েব কন্ট্রোলড রোবটিক কার এবং ট্যাম্পারেচার মনিটরিং সিস্টেম।

DUET Vagabond এর প্রজেক্ট ছিলো "VOICE CONTROL INDUSTRIAL AUTOMATION"

DUET Vagabond তাদের প্রজেক্টে দেখিয়েছে করেছে, কিভাবে ভয়েজ কমান্ড ব্যবহার করে ইন্ডাস্ট্রিয়াল  মেশিন পরিচালনা করা যায়।

মোঃ আতিকুর রহমান ও তার দল প্রদর্শন করেন  পি. এল. সি.  নিয়ন্ত্রিত ব্যাংক সিকিউরিটি সিস্টেম।

মোঃ মোতাসেন বিল্লাহ ও তার দল প্রদর্শন করেছেন “ভয়েস কন্ট্রোল স্পাই কার”। স্পাই কারটি ভয়েজ কমান্ডের মাধ্যমে বেশ দূর থেকেও  নিয়ন্ত্রন করা যায়, এবং গতিতে থাকা অবস্থায় কমান্ড অনুসারে দিক পরিবর্তন,গতি নিয়ন্ত্রণ ইত্যাদি করতে পারে।

Curious 7 of DUET, DUET Vagabond সদস্যরা একক টিম হিসেবে প্রজেক্ট প্রদর্শন করলেও তারা সবাই  Duet Robotic Club এর অন্তভূক্ত । এছাড়া Duet Robotic Club এর অন্য প্রজেক্ট গুলোর মধ্যে ছিলো  মোভিং ম্যাসেজ ডিসপ্লে, ডিজিটাল ক্লক, স্মগ ডিটেকটর ইত্যাদি।

Duet Robotic Club এর নতুন সদস্যদের তৈরি করা স্মগ ডিটেকটর প্রজেক্ট।

ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং(EEE) ডিপার্টমেন্টের Mr. Md. Mamun Sikder স্যারের সাথে  Curious 7 of DUET এর সদস্যরা।

Mr. Md. Mamun Sikder স্যারের সাথে DUET Vagabond এর সদস্যরা।

................................................................................................................................

সবাইকে ধন্যবাদ শুভকামনা রইলো।

 

 

 

 

 

Level 2

আমি অসীম কুমার পাল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 147 টি টিউন ও 469 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 17 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি অসীম কুমার পাল। ইলেকট্রনিক্স এবং ওয়েব ডিজাইনকে অন্তরে ধারণ করে পথ চলতেছি। স্বপ্ন দেখি এই পৃথিবীর বুকে একটা সুখের স্বর্গ রচনা করার। নিজেকে একজন অতি সাধারণ কিন্তু সুখী মানুষ ভাবতে পছন্দ করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

DHAKA UNIVERSITY of ENGINEERING & TECHNOLOGY

Level New

Nice job, Continuity is very essential , Thanks.