সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি “Arduino শিখুন এক্সক্লুসিভ প্রজেক্ট তৈরি করুন” পূর্ণাঙ্গ চেইন কোর্সের এর ৫ম পর্বে। টেকটিউনস বিশ্বের সবচেয়ে বড় বাংলা সোশ্যাল নেটওয়ার্ক। এরকম একটা বড় প্লাটফর্মে “Arduino শিখুন এক্সক্লুসিভ প্রজেক্ট তৈরি করুন” কোর্সটি টেকটিউনস কতৃপক্ষের প্রত্যক্ষ সহযোগিতায় শুরু করতে পেরে ভালো লাগছে।
“Arduino শিখুন এক্সক্লুসিভ প্রজেক্ট তৈরি করুন” কোর্সটির ঘোষণা টেকটিউন্সে প্রকাশ করার পর আপনাদের কাছ থেকে যে সাড়া পেয়েছি তা এই কোর্সটিকে সুন্দর করে পরিচালনা করতে সাহায্য করবে। সকলের সক্রিয় অংশগ্রহণ কামনা করছি।
আজ “Arduino শিখুন এক্সক্লুসিভ প্রজেক্ট তৈরি করুন” পূর্ণাঙ্গ চেইন কোর্সের এর ৫ম পর্বে এল ই ডি ব্লাংকিং প্রজেক্ট তৈরি করার পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে।
১. Device Manager ওপেন করুন
Desktop থেকে Computer আইকনে রাইট ক্লিক করে Properties এ ক্লিক করতে হবে, এরপর Device Manager এ ক্লিক করলেই Device Manager ওপেন হবে।
২. Arduino UNO কে USB Cable এর মাধ্যমে কম্পিউটারের সাথে যুক্ত করুন।
ছবিতে দেখা যাচ্ছে Arduino বোর্ড কম্পিউটারের COM3 পোর্ট ব্যবহার করছে।
এখন Arduino IDE ওপেন করুন।
Tools মেনু থেকে Serial Port এ ক্লিক করুন এবং দেখে নিন COM3 পোর্ট (কম্পিউটারের Arduino বোর্ড যে পোর্ট ব্যবহার করছে) নির্বাচন করা আছে কিনা ।
ইলেকট্রনিক্স প্রজেক্টে Arduino ব্যবহারের একটা বড় সুবিধা হলো, Arduino এর IDE তে অসংখ্য বেসিক প্রজেক্টের সোর্স কোড সংযুক্ত রয়েছে। যেগুলো দেখে খুব সহজেই আমরা Arduino শিখতে পারব। আমরা কিভাবে Arduino IDE তেই পাবেন ই ডি ব্লাংকিং প্রজেক্ট তৈরির জন্য প্রয়োজনীয় সোর্সকোড পেতে পারি, সেই প্রক্রিয়াটি একবার দেখে নেই।
প্রথমে Arduino IDE ওপেন করে মেনু থেকে Open বাটনে ক্লিক করুন এরপর 01.Basics থেকে Blink নির্বাচন করুন।
তাহলে এল ই ডি ব্লাংকিং প্রজেক্টটি ওপেন হবে।
এখন যদি Upload বাটনে ক্লিক করেন তাহলে প্রোগ্রামটি আপলোড হবে এবং Arduino UNO বোর্ডের ১৩ নং পিনে ডিফল্টভাবে যুক্ত LED টি জ্বলা নেভা করতে থাকবে।
উল্লেখ্য যে , নতুন Arduino UNO বোর্ডে এই প্রগ্রামটিই ডিফল্ট হিসেবে লোড করা থাকে ।
এখন আপনি যদি মনে করেন যে অন্য কোন একটা পিনে একটা আলাদা এল ই ডি যুক্ত করে চেষ্টা করতে পারেন। আমরা উদাহরণ হিসেবে 9 নং ডিজিটাল I/O পিনকে বেছে নিলাম।
এক্ষেত্রে সার্কিট ডায়াগ্রাম হবে।
আশা করছি যারা ইতোমধ্যেই Arduino UNO বোর্ড সংগ্রহ করেছেন আজকের প্রজেক্টটি সহজেই তৈরি করতে পারবেন।
প্রতিটা পর্বে কোর্সে সক্রিয় অংশগ্রহণকারীদের জন্য কিছু প্রশ্ন, প্রজেক্ট বা বিশেষ কিছু করণীয় থাকবে। এগুলো সম্পন্ন করে কোর্সে আপনার সক্রিয়তা নিশ্চিৎ করুন। এই কোর্সের সাথে সম্পৃক্ত বিচারক মন্ডলী এগুলো পর্যবেক্ষণ করবেন এবং প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবেন। টেকটিউনস কতৃপক্ষের সহযোগিতায় মাঝে মাঝে কিছু পুরস্কারের ব্যবস্থাও থাকবে। Arduino শিখুন এক্সক্লুসিভ প্রজেক্ট তৈরি করুন [পর্ব-০৫] এর জন্য কিছু সহজ প্রশ্ন থাকছে । আপনারা টিউমেন্ট করে প্রশ্ন গুলোর সঠিক উত্তর প্রদানের চেষ্টা করুন।
এই কোর্সটি আপনি সফলভাবে এবং সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে সমাপ্ত করে এই কোর্সের টেকটিউনস ভেরিফায়েড সার্টিফিকেট গ্রহণ করতে পারবেন। এজন্য অংশগ্রহণকারীদের জন্য প্রতি পর্বে যে যে সকল প্রশ্ন, প্রজেক্ট এবং করণীয় থাকবে তা সঠিকভাবে সম্পাদন করুন এবং কোর্স শেষে আপনাদেরকে টেকটিউনসের নির্দেশনা অনুযায়ী এক বা একাধিক সিমুলেশন প্রজেক্ট সাবমিট করতে হবে। যেগুলো টেকটিউনস কতৃপক্ষ বিশ্লেষণ করে দেখবেন, এবং এর উপর ভিত্তি করে সার্টিফিকেট প্রদান করা হবে।
আমি অসীম কুমার পাল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 147 টি টিউন ও 469 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 17 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি অসীম কুমার পাল। ইলেকট্রনিক্স এবং ওয়েব ডিজাইনকে অন্তরে ধারণ করে পথ চলতেছি। স্বপ্ন দেখি এই পৃথিবীর বুকে একটা সুখের স্বর্গ রচনা করার। নিজেকে একজন অতি সাধারণ কিন্তু সুখী মানুষ ভাবতে পছন্দ করি।
• প্রশ্ন ১: এল ই ডি ব্লাংকিং প্রজেক্ট তৈরির জন্য কি কি জিনিস আপনার সংগ্রহে থাকতে হবে।
উত্তরঃ এল ই ডি, আরডুইনো ইউনো,ইউ এস বি কেবল ,আরডুইনো আইডিই,ইলেক্ট্রনিক্স প্রজেক্ট বোর্ড। এল ই ডি ব্লাংকিং প্রজেক্ট তৈরির জন্য লাগবে ।
• প্রশ্ন ২: Arduino UNO এর কত নং পিনে ডিফল্টভাবে একটা LED যুক্ত থাকে?
উত্তরঃ ১৩নং পিনে ডিফল্টভাবে একটা এল ই ডি যুক্ত থাকে ।
ভাই আমার এলাকাতে আরডুইনো বোর্ড পাচ্ছি না ।আমি কি করতে পারি ?প্লিজ হেল্প