ইলেকট্রনিক্স এর জাদুগিরি [পর্ব-০৬] :: বিনা তারে কথা বলুন, লংরেন্জ FM ট্রান্সমিটর মাত্র একটি আইসি দিয়ে।

ইলেক্ট্রনিক্স এর জাদুগিরি

আল্লাহ সর্বশক্তিমান
আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন,

আশা করি সকলেই খুব ভালই আছেন আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে বেশ ভালোই আছি। আমার ইচ্ছে হয় সব সময় টিউনস করি কিন্তু সময়ের অভাবে ইচ্ছে থাকা সত্ত্বেও টিউন করতে পারিনা

আজ আপনাদের খুব সুন্দর এবং সহজ একটি FM ট্রান্সমিটার সার্কিট উপহারদিব

ওপর যে আইসিটির দেখতে খুব ছোট কিন্তু গুণগত মানের দিকে অনেক ভাল এই ছোট আইসিটির ভিতরে রয়েছে সাতটি ট্রান্জেষ্টর

C1651 আইসিটির ব্লক ডায়াগ্রাম আসুন সবাই একটু দেখে নেই

FM ট্রান্সমিটর মানে বিনা তারে কথা বলা, FM ট্রান্সমিটার কি আমরা সবাই যানি তাই বিস্তারিত বলার প্রয়োজন মনে করি না

C1651 আইসিটির চারটি পা, একটি ইনপুট, একটি +volt,একটি-volt, এবং সবচেয়ে লম্বা পা টা হল আউটপুট আসুন আইসি ছবিটি দেখি=

আমাদের মধ্যে যে সব বন্ধুরা একেবারে নতুন তাদের জন্য যদি সার্কিট একটু বড় হয়ে যায় তাহলে সার্কিট তৈয়ার করতে অনেক কঠিন মনে হয়, তাদের কথা চিন্তা করেই এই সার্কিট দিলাম। আসুন সার্কিটি ভাল করে দেখি=

আশা করি সকলেই সার্কিটটি তৈয়ার করতে পারবেন, আমার কাছে মনে হয় সহজ এবং ভালো মানের একটি সার্কিট, তাই সকলেই তৈয়ার করুন এবং সার্কিটটির মজা উপভোগ করুন মাত্র একটি C1651 আইসি এবং তিনটি কেপাসিটর একটি রেজিষ্টর একটি মাইক্রোফোন একটি কয়েল ও একটি ট্রিমার মোট আটটি পার্স দিয়েই হয়ে গেল সুন্দর একটি FM ট্রান্সমিটর সার্কিট।

সার্কিটটি নিয়ে কিছু কথা, লক্ষ্য করে দেখুন পাওয়ার সাপ্লাই ভোল্টেজ হিসেবে এখানে +4volt দেওয়া হয়েছে এই বেটারী টি বাজারে

কিনতে পাওয়া যায়, এই ব্যাটারি চাইনা টর্চ লাইটের মধ্যে ব্যবহার হয়ে থাকে। এখন যদি মনে করেন 6 volt অথবা 9 volt সার্কিটটি সাপ্লাই দিতে চান তাহলে এখানে একটি AN 7805 আইসি এর মাধ্যমে ভোল্ট সাপ্লাই দিবেন।

এটি হল AN7805 আইসি একনাম্বর পা ইনপুট, দুই নাম্বার পা গ্রাউন্ড, তিন নাম্বার পা আউট পুট,

আসুন সারকিটে লাগানো অবস্তায় দেখি।

এর চাইতে সহজ Fm ট্রান্সমিটর কোথাও পাবেন না তাই আর দেরি না করে নিজের হাতে তৈয়ার করে ফেলুন FM ট্রান্সমিটর

এখন যদি মনে করেন সার্কিটের রেঞ্জ আরো বাড়াতে চান, তাহলে নিচের সার্কিটটি ভালো করে দেখুন

এর চাইতে সহজ Fm ট্রান্সমিটর কোথাও পাবেন না তাই আর দেরি না করে নিজের হাতে তৈয়ার করে ফেলুন FM ট্রান্সমিটর

এখন যদি মনে করেন সার্কিটের রেঞ্জ আরো বাড়াতে চান, তাহলে নিচের সার্কিটটি ভালো করে দেখুন

এই সার্কিটটিতে দেখুন শুধু মাত্র একটি C9018 ট্রান্জেষ্টর আইসিটির ইনপুটে লাগানো হয়েছে সার্কিটের রেঞ্জ কতটুকু ? তা প্রশ্ন না করে সার্কিটটি নিজের হাতে তৈয়ার করে দেখুন।

আজ এখানেই আল্লাহাফেজ / মোঃ সেন্টু খান কিশোরগন্জ বাংলাদেশ

Level 3

আমি সেন্টু খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 79 টি টিউন ও 565 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 23 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ধন্যবাদ ।

    Level 3

    @rana786: আপনাকে অনেক ধন্যবাদ

Level 0

ধন্যবাদ!

    Level 3

    @Sk Miraj: তোমাকে ও ধন্যবাদ

ভাই এটা দিয়ে কতদুর দুরত্বে কথা বলা যাবে। কথা বলায় কোন সমস্যা হবে কিনা। আর আপনি আমাকে এটা বানিয়ে দিতে পারবেন কিনা। কত নিবেন।

    Level 3

    @Sheikh Sarafat Hossain: ভাই আমি বানিয়ে দিতে পারব না। আমি একেবারেই সময় করতে পারিনা, আপনি চেষ্টা করেন আশাকরি পারবেন।

সব মিলিয়ে খরচ কত পরবে?

    Level 3

    @Syber Fighter: একশত টাকা অথবা কিছু কম বেশী।

      @santokhan: @santokhan: Thanks

        Level 3

        @Syber Fighter: ভাইয়া আপনকে অনেক ধন্যবাদ

Level 0

ভাই কিছুই বুঝলাম না কিভাবে তৈরি করবো আর এটা কি কিনতে পাওয়া যাই। এর মাধ্যমে কিভাবে কথা বলবো কিভাবে সংযোগ দিবো ডিটেলস বললে ভালো হতো

    Level 3

    @rhriyad: ভাই আপনি কি বুঝলেন না সেটা কিন্ত বলেন নাই ।
    যদি কিছুই না বুঝেন তাহলে টিউনস করে আপনকে বুঝানো সম্ভব না ইলেকট্রনিক্স পার্স সম্দে আপনার
    ধারনা থাকতে হবে । ধন্যবাদ ভাইয়া।

ভাই ট্রান্সমিসোনটা receive করব কি ভাবে???

    Level 3

    @জ্ঞান-অন্বেষী: ভাই এখানে রিসিভার অংশ নাই শুধু ট্রান্সমিটর ।
    সার্কিটটি তৈয়ার করবেন বেটারী লাগাবেন ( mic ) মাক্রফোনে কথা বলবেন FM রেডিওতে আপনার
    কথা গুলি শুনা যাবে।

মোবাইলের mic হলে হবে হেডফোনের সাথে যেটা থাকে

    Level 3

    @mdmasumbillah: মোবাইল অথবা মোবাইলের হেডফোনের মাক্রফোন লাগালেও চলবে

Level New

ভাই, এমন কিছু কি আছে জাতে করে FM Signal Jam করে দেওয়া জায়।আমার office এর Bus এ FM খুব Distrub করে।Office এ যাবার সময় FM, Office থেকে আসার সময় FM, সারাদিন Office করে খুব ক্লান্ত থাকি, কিন্তু কেঊ শূনে না, তাই এমন একটা Device চাই যাতে FM Signal Jam হয়ে যায়। please ভাই একটু Help করেন।

    Level 3

    @Dip: প্রথমে আপনার দুঃখের কথা বস কে বলোন ।

Level 0

vhai banaia dite pare erokom lok dorkar. amra to eto kichu buji na. Apni ki nije banaia dite parben?? etar range koto hobe.

    Level 3

    @Mahbub918: আবসরে চেষ্টা করব

U r A Real Genious….

    Level 3

    @সোহাগ: আল্লাহ সর্ব শক্তিমান

ভাই আপনার টিউনটা ভাল লাগছে , কিন্তু সাথে রিসিভারটা দিলে ভাল হত

Level 3

ভাল লাগার জন্য ধন্যবাদ রিসিভার হিসেবে আপনার মোবাইলের FM ব্যবহার করতে পারেন।

ভাই এটা কত মেগা হাযের transme ter মোবাইলের কত মেগা হাযের শোনা যাবে ৷

    Level 3

    @Tanjin ahmad: এটা নির্দিষ্ট কোন মেগাহায দেয়া হয়নি এ জন্য আউট পুটের সাথে একটি ট্রিমার লাগানু হয়েছে আপনার পছন্দ মত মেগাহায পরিবর্তন করতে পারবেন

FM Transmitter CKT এ কয়েল এর তার কত গেজ এর হবে উল্লেখ করেন নাই?????

প্রথম CKT এ কয়েল হবে ৫ ট্রান লিকেছেন, কিন্তু আপনার একদম নিচের ছবিতে দেখা যাচ্ছে কয়েল
এ ৭ ট্রান দিয়েছেন!!!!

    Level 3

    @সাফায়েত: 30n তার উপরের সার্কিটটিতে 5 পেচ নিচের সার্কিটটিতে 10 পেচ দিলেই চলবে

Level 0

IC ta ki available?

Level 0

Salam Sentu vai,
Ami apnar tune porte onek valobashi. but amar electronic knowledge onek kom tai segulo toiri korte pari na. Ami bortomane Dhaka te akta gov. primary school e class nei. ami baccha der electronic knowledge e interest toiri korte chai. apni ki amake kichu sohoj, kom khoroch ebong mojar project dite parben, jate bacchara electronics e interested hoy. Dhonnobad.

ভাই, পোলাপাইনের খেলনা আর কত বানাবেন। একটা মিনিমাম 100 Watt FM transmitter এর কমপ্লিট circuit ৰানিয়ে দেখান। অবশ্যই Oscillator crystal দিয়ে দেবেন। আর Power amplifier হবে Class-C type ………..

একটি Low pass filter দেবেন। Output impedance set করবেন. 50 Ohm………..

ভাই বুঝলাম বাট স্পিকার না থাকে আমি কি ভাবে কথা শুনবো ?
আর আমি কথায় স্পিকার লাগাবো সে টা তো দেয়া নাই ।

ভাই, রিসিভার???

ভাই মোট কতো টাকা খরচ হবে?