প্রজেক্ট বুক ৭: AC থেকে DC সাপ্লাই

আসসালামুয়ালিকুম ,
কেমন আছেন সবাই । আশা করি যেমন থাকুন না কেন সব সময় ভাল থাকুন ।  😆

প্রজেক্ট বুক ১ :  https://www.techtunes.io/electronics/tune-id/207973
প্রজেক্ট বুক ২ :https://www.techtunes.io/electronics/tune-id/208501
প্রজেক্ট বুক ৩ :https://www.techtunes.io/electronics/tune-id/208667
প্রজেক্ট বুক ৪ : https://www.techtunes.io/electronics/tune-id/208761
প্রজেক্ট বুক ৫ : https://www.techtunes.io/electronics/tune-id/287513
প্রজেক্ট বুক ৬ঃhttps://www.techtunes.io/electronics/tune-id/287791

আজকে আমি আপনাদের জন্য নিয়ে এলাম কিভাবে আপনি এসি থেকে ডিসি ভোল্টেজ পাবেন । আমাদের প্রতিদিনের জীবনে  প্রোজেক্ট করতে গেলে সচরাচর কিছু না কিছু এসি বা ডি সি নিয়ে কাজ করতে হয় ।

কেন লাগে ?

আপনার মনে প্রশ্ন আসতেই পারে যে কেন লাগে ? ধরুন আপনি একটি লেড বাতির প্রোজেক্ট  করছেন যেখানে আপনাকে অবশ্যই সবসময় ৪-৮ ভোল্টেজের সাপ্লাই দিতে হবে । তাহলে আপনি কি করবেন । হয়ত বলবেন ব্যাটারি ব্যাবহার করবেন । খুব ভাল । কিন্তু কতক্ষণ ? একটা সময় এটার ক্ষমতা শেস হয়ে যাবে বা কমে যাবে । সো আপনাকে এমন একটি সার্কিট বানাতে হবে যেটা পানাকে সবসময় ফিক্সড ডি সি ভলতে সাপ্লাই করবে । সেই জন্য আপনার দরকার পড়বে এই সার্কিট ।

তাহলে এবার কাজের কথায় আসি । এই সার্কিট আমার নিজের বানান । আমার স্টুডেন্ট দের ক্লাস নেয়ার জন্য আমি এটা বানিয়েসিলাম । এখানে আমি এটার সরাসরি সিমুলেতিং সার্কিট নিয়ে কথা বলছি । এটার জন্য সবার আগে আপনাদের প্রটিআস সফটওয়্যার ইন্সটল দিতে হবে । যদি সমস্যা হয় আমার আগের টিউন গুলো দেখলেই বুঝতে পারবেন কিভাবে এই সফটওয়্যার নিয়ে কাজ শুরু করবেন । প্রথমে একে একে ধাপ অনুযায়ী ডিভাইস গুলো সিলেক্ট করুন ।

৭৮০৫ হল একটি গুরুত্বপূর্ণ  ডিভাইস । এটি আপনাকে ফিক্সড ৫ ভোল্ট দিবে আউতপুতে । এটি ডি সি দিবে । এর পর একে সিলেক্ট করুন ।

এটি একটি সেন্টার ট্র্যাপ ট্রান্সফরমার ।

লেড বাতি আপনাকে বলে দিবে আসলে আউতপুতে ভোল্টেজ পাচ্ছে কিনা । এত ৩.৩ ভলতে জ্বলে ।

এটি

একটি ক্যাপাসিটর । এটি চার্জ জমা করে নির্দিষ্ট সময় পর্যন্ত ।

এটি হচ্ছে আমাদের বাসা বাড়ির যে মেইন কনেকশন আছে সেটার সিমুলেতিং রুপ । এটির ভেলু আপনি ২২০ ভোল্ট ৫০ হার্জ করবেন ।

এবার একে একে সবগুলো ডিভাইস  প্লাটফর্ম এ বসিয়ে ফেলুন । এবং ওয়ার কানেক্ট করুন ।

দরকার মত ভেলু চেঞ্জ করুন । বিশেষ করে ক্যাপাসিটরের ।

এবং সবশেষে সার্কিট দেখতে অনেকটা এটার মত হবে । এবার এই সার্কিট টি ভাল মত খেয়াল করুন । টিক চিহ্ন কিছু দেখতে পারছেন সেগুল হল ভোল্টমিটার এর টার্মিনাল রুপ । এর মাধ্যমে আপনি দেখতে পারবেন অই প্রান্তে কত ভোল্টেজ আছে ? আর সবশেষে যে মিটার দেখছেন সেটা হল ভোল্ট মিটার ।

এবার আসি লজিকেল কথাবার্তায় ঃ  এই সার্কিট কিভাবে কাজ করবে ? আপনি যখন মেইন্স থেকে ২২০ ভোল্ট দিচ্ছেন স্টেপ দাউন ট্রান্সফরমার
সেতাকে ( ১২ - ২৪ ) ভলতে নিয়ে আসবে (যদি আপনি 6 volt এর ট্রান্সফরমার ব্যাবহার করেন , তাহলে দুই পাশের তার দুটো কানেক্ট করলে ১২ ভোল্ট পাবেন আর মাঝখানের তার সেন্টার ট্র্যাপ হিসেবে কাজ করবে ) । এর পর এই  ভোল্টেজকে একমুখী করবে ডায়োড । তার মানে এখানেই মুলত এসি ডি সি তে হয়ে যায় । এর পর আস্ল ক্যাপাসিটর যার কাজ হচ্ছে এই চার্জ জমা করে অতঃপর একটি ফিক্সড ভোল্টেজ ৭৮০৫ আইসিতে দেয়া । এটি এমন একটি  আইসি যার কাজ হচ্ছে যদি এর ইনপুটে ৬ থেকে ১৮ ভোল্ট কেউ দেয় তাহলে সেতি আপনাকে সবসময় ফিক্সড ৫ ভোল্টেজ দিবে । এর পর আপনি যথারীতি ভোল্ট মিটারের মাধ্যমে দেখতে পারবেন আর লেড বাতি জ্বললে  আপনি ত বুঝবেনি যে এখানে ৫ ভোল্ট পাচ্ছে ।

সতর্কটা ঃ আপনি লেড বাতির আগে অবশ্যই একটি ৩৩০ ওহমের রেজিজতর ব্যাবহার করবেন তাহলে আর কোন ঝামেলা হবে না । অনেক সময় এটি জল্বে যেতে পারে ।

আজকে এই পর্যন্ত । ভাল লাগে যখন আপনারা আমাকে মেইল করেন । আশা করি আপনাদের সমস্যা গুলো আমাকে জানাবেন । কার যদি ভার্সিটির কো ন প্রোজেক্ট , কোন কম্পিটিশন এর জন্য প্রোজেক্ট লাগ্লে হেল্প চাইতে পারেন ।চেষ্টা করব । বাকিটা আল্লাহ ভরশা ।
.Download link : http://www.mediafire.com/download/874bmnz94apecp5/7805_full_tutorial.pdsprj
.
স্কাইপে : addabazi
ফেসবুক : [email protected]
বেক্তিগত : [email protected]

Level 0

আমি মুন্না। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 231 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

ACTUALLY , i am a introvert type boy . But i think it's the time to open before my friends.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

অসাধারন!

Level 0

rectifier

Level 0

Drawing e vul ase. Transformer er center tap theke D2 diye short circuit hoye gese. nicher winding kono kajei ashtese na. borong transformer gorom hoye jabe. D2 na use korte paren. half wave rectification hobe. Ar full wave korte chaile center tap ke ground kore din ar d2 er negative matha ground theke khule D1 er negative er shathe lagiye din.

    @Faisal: ব্যাপারটা আমি পরে ধরতে পারলাম যখন প্রাক্তিকেল করলাম । এখানে ডায়োড দুটি একসাথে করে সেন্টার ট্র্যাপ গ্রাউন্দ করতে হবে । এখানে ইডিট করতে মনে ছিল না । ধন্যবাদ আপনাকে ভাইয়া ।

Level 3

ভাইয়া মনে কিছু নিবেন না, পাউয়ার সাপ্লাই যে কোন সারকিটের জন্য একটি গুরুত্ত পূর্ণ বিষয় আপনি নিচে যে সার্কিটটি দিয়েছেন কানেকশান গুলী ভুল হয়েছে দয়া করে সংসুধন করে দিন । ধন্যবাদ

    @santokhan: ব্যাপারটা আমি পরে ধরতে পারলাম যখন প্রাক্তিকেল করলাম । এখানে ডায়োড দুটি একসাথে করে সেন্টার ট্র্যাপ গ্রাউন্দ করতে হবে । এখানে ইডিট করতে মনে ছিল না । ধন্যবাদ আপনাকে ভাইয়া

১২ ভোল্ট ব্যাটারী দিয়ে কি মোবাইল চালান যাবে সরাসরি (চার্য দেয়া নয়) । বলতে পারেন কিছু ।