Arduino শিখুন এক্সক্লুসিভ প্রজেক্ট তৈরি করুন [পর্ব-০২]:: Arduino হার্ডওয়্যার এবং আইডিই পরিচিতি

Arduino শিখুন প্রজেক্ট তৈরি করুন

সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি “Arduino শিখুন এক্সক্লুসিভ প্রজেক্ট তৈরি করুন” পূর্ণাঙ্গ চেইন কোর্সের এর ২য় পর্বে। টেকটিউনস বিশ্বের সবচেয়ে বড় বাংলা সোশ্যাল নেটওয়ার্ক। এরকম একটা বড় প্লাটফর্মে “Arduino শিখুন এক্সক্লুসিভ প্রজেক্ট তৈরি করুন” কোর্সটি টেকটিউনস কতৃপক্ষের প্রত্যক্ষ সহযোগিতায় শুরু করতে পেরে ভালো লাগছে।

“Arduino শিখুন এক্সক্লুসিভ প্রজেক্ট তৈরি করুন” কোর্সটির ঘোষণা টেকটিউন্সে প্রকাশ করার পর আপনাদের কাছ থেকে যে সাড়া পেয়েছি তা এই কোর্সটিকে সুন্দর করে পরিচালনা করতে সাহায্য করবে। সকলের সক্রিয় অংশগ্রহণ কামনা করছি।

আজ “Arduino শিখুন এক্সক্লুসিভ প্রজেক্ট তৈরি করুন” পূর্ণাঙ্গ চেইন কোর্সের এর ২য় পর্বে Arduino হার্ডওয়্যার এবং আইডিই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে।

Arduino হার্ডওয়্যার পরিচিতি

আমরা ইতোমধ্যেই বিভিন্ন ধরণের Arduino বোর্ড এর সাথে পরিচিত হয়েছি। এগুলোর মধ্যে আমরা Arduino Uno সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করবো। এক নজরে প্রথমেই Arduino Uno বোর্ডের বিভিন্ন অংশ সম্পর্কে দেখে নেয়া যাক।

  •  USB Interface: Arduino Uno তে প্রোগ্রাম লোড করার জন্য কম্পিউটারের USB পোর্টের সাথে সংযোগ করার জন্য এই পোর্টটি ব্যবহার করা হয়।
  • External Power Supply: বাইরে থেকে Arduino Uno তে পাওয়ার সাপ্লাই দেয়ার জন্য এই পোর্টটি ব্যবহার করা হয়। এই পোর্টে ৭-১২ ভোল্ট পর্যন্ত পাওয়ার সাপ্লাই দেয়া যাবে। উল্লেখ্য যে, আপনি যদি কম্পিউটারের USB পোর্টের সাথে Arduino Uno সংযোগ  করে রাখেন তাহলে আর বাইরে থেকে Arduino Uno তে পাওয়ার সাপ্লাই দেয়ার প্রয়োজন নেই।
  • Power LED: Arduino Uno কে কম্পিউটারের USB পোর্টের সাথে সংযুক্ত করলে বা বাইরে থেকে Arduino Uno তে পাওয়ার সাপ্লাই দেয়া হলে, এই এলইডি টি জ্বলতে থাকে, যা নির্দেশ করে  Arduino Uno টিতে পাওয়ার সাপ্লাই আছে।
  • ATmega328:এটা ATMEL এর AVR সিরিজের একটা মাইক্রোকন্ট্রোলার । Arduino Uno মূলত ATmega328 মাইক্রোকন্ট্রোলারের একটা ডেভলপমেন্ট বোর্ড । সকল প্রোগ্রাম এই মাইক্রোকন্ট্রোলারটিতে জমা থাকে, এর মাধ্যমেই Arduino Uno এর সকল কার্যক্রম পরিচালিত হয়।
  • ICSP Header:  ATMEL এর AVR সিরিজের মাইক্রোকন্ট্রোলার সমূহ প্রোগ্রাম কারার জন্য ICSP পোর্ট ব্যবহার করা হয়। এই পোর্টটি ব্যবহার করে এক্সটার্নাল প্রোগ্রামার থেকেও প্রোগ্রাম লোড করা যাবে।
  • Reset Button:  কোনো কারণে Arduino তে কোন প্রোগ্রাম রান থাকা অবস্থায় রিসেট করার প্রয়োজন হলে Reset Button ব্যবহার করা হয়।
  • Power Pins: এই পোর্ট থেকে 5v, 3.3v এবং GND থেকে DC সাপ্লাই নিয়ে অন্যান্য সার্কিট উপকরণ সমূহে সাপ্লাই প্রদান করা যায়।
  • Digital Pins: 0-13 মোট ১৪ টি পিন রয়েছে যেগুলোকে ডিজিটাল ইনপুট/আউটপুট পিন  হিসেবে ব্যবহার করা যায়। এই পিনগুলো দুইটা লজিক স্টেট লজিক HIGH এবং লজিক LOW তে অপারেট হয়।
  • Analog Pins: মোট ৫ টি পিন  রয়েছে এনালগ ইনপুট গ্রহণ করার জন্য। ADC( এনালগ টু ডিজিটাল কনভার্সন) অপারেশনে এই পিনগুলো ব্যবহার করা হয়। ট্যাম্পারেচার সেন্সর বা এধরণের সেন্সর এনালগ ইনপুটে সংযুক্ত করে সেন্সর থেকে বিভিন্ন এনালগ ভ্যালু গ্রহণ করার জন্য এনালগ ইনপুট সমূহ ব্যবহার করা হয়।
  • Test Led: ১৩ নং ডিজিটাল ইনপুট/আউটপুট পিনে একটা এলইডি Arduino Uno তে যুক্ত রয়েছে,যা ঐ পিনের লজিক স্টেট নির্দেশ করে।
  • Rx/Tx LED: কম্পিউটারের সাথে UART কমিউনিকেশনের মাধ্যমে ডাটা ট্রান্সমিট এবং রিসিভ করার সময় এই এলইডি দুইটি জ্বলানেভা করে।

Arduino IDE পরিচিতি

Arduino তে প্রোগ্রাম লেখা, প্রোগ্রাম কমপাইল করা এবং Arduino বোর্ডে প্রোগ্রাম লোড করার জন্য একটা  সফটওয়্যার বা ইন্ট্রিগ্রেটেড ডেভলপমেন্ট এনভাইরনমেন্ট ব্যবহার করা হয় এটাই হচ্ছে Arduino IDE । নিচে Arduino IDE এর ইন্টারফেস পরিচিতি দেয়া হলো ।

http://arduino.googlecode.com/files/arduino-1.0.5-r2-windows.zip থেকে Arduino IDE সফটওয়্যারটি ডাউনলোড করা যাবে । পরবর্তী পর্বগুলোতে Arduino IDE সম্পর্কে আরো বিস্তারিত থাকবে। এছাড়া প্রজেক্টের সোর্স কোড সিমুলেশন করার জন্য , আমরা ইলেকট্রনিক্সের জনপ্রিয় সিমুলেশন সফটওয়্যার Proteus ব্যবহার করবো। Proteus এর অফিসিয়াল ওয়েব সাইট  http://www.labcenter.com/index.cfm থেকে তাদের নীতিমালা অনুসরণ করে সফটওয়্যারটি সংগ্রহ করা যাবে অথবা সফটওয়্যারটি সংগ্রহ করার জন্য  Google এর সহযোগিতা নেয়া যেতে পারে। Proteus খুবই জনপ্রিয় এবং পরিচিত সফটওয়্যার আশা করি আপনারা সহজেই সংগ্রহ করতে পারবেন।

কোর্সে সক্রিয় অংশগ্রহণকারীদের জন্য কিছু করণীয়

প্রতিটা পর্বে কোর্সে সক্রিয় অংশগ্রহণকারীদের জন্য কিছু প্রশ্ন, প্রজেক্ট বা বিশেষ কিছু করণীয় থাকবে। এগুলো সম্পন্ন করে কোর্সে আপনার সক্রিয়তা নিশ্চিৎ করুন। এই কোর্সের সাথে সম্পৃক্ত বিচারক মন্ডলী এগুলো পর্যবেক্ষণ করবেন এবং প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবেন। টেকটিউনস কতৃপক্ষের সহযোগিতায় মাঝে মাঝে কিছু পুরস্কারের ব্যবস্থাও থাকবে।

Arduino শিখুন এক্সক্লুসিভ প্রজেক্ট তৈরি করুন [পর্ব-০২] এর জন্য কিছু সহজ প্রশ্ন থাকছে । আপনারা টিউমেন্ট করে প্রশ্ন গুলোর সঠিক উত্তর প্রদানের চেষ্টা করুন।

  • প্রশ্ন ১: বাইরে থেকে Arduino Uno তে পাওয়ার সাপ্লাই দেয়ার জন্য কোন  পোর্ট ব্যবহার করা হয়, এবং এই পোর্টে কত ভোল্ট পাওয়ার সাপ্লাই দিতে হয়?
  • প্রশ্ন ২: Arduino Uno তে কোন মাইক্রোকন্ট্রোলার ব্যবহার করা হয়েছে ?
  • প্রশ্ন ৩: USB Interface কেন ব্যবহার করা হয় ?

কোর্স শেষে পাবেন টেকটিউনস ভেরিফায়েড সার্টিফিকেট!

এই কোর্সটি আপনি সফলভাবে এবং সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে সমাপ্ত করে এই কোর্সের টেকটিউনস ভেরিফায়েড সার্টিফিকেট গ্রহণ করতে পারবেন। এজন্য অংশগ্রহণকারীদের জন্য প্রতি পর্বে যে যে সকল প্রশ্ন, প্রজেক্ট এবং করণীয় থাকবে তা সঠিকভাবে সম্পাদন করুন এবং কোর্স শেষে আপনাদেরকে টেকটিউনসের নির্দেশনা অনুযায়ী এক বা একাধিক সিমুলেশন প্রজেক্ট সাবমিট করতে হবে। যেগুলো টেকটিউনস কতৃপক্ষ বিশ্লেষণ করে দেখবেন, এবং এর উপর ভিত্তি করে সার্টিফিকেট প্রদান করা হবে।

Level 2

আমি অসীম কুমার পাল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 147 টি টিউন ও 469 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 17 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি অসীম কুমার পাল। ইলেকট্রনিক্স এবং ওয়েব ডিজাইনকে অন্তরে ধারণ করে পথ চলতেছি। স্বপ্ন দেখি এই পৃথিবীর বুকে একটা সুখের স্বর্গ রচনা করার। নিজেকে একজন অতি সাধারণ কিন্তু সুখী মানুষ ভাবতে পছন্দ করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

1. External Power Supply
2. ATmega328 মাইক্রোকন্ট্রোলার
3. প্রোগ্রাম লোড করার জন্য কম্পিউটারের USB
পোর্টের সাথে সংযোগ করার জন্য

    @j0k3r: কোর্সে সক্রিয়ভাবে অংশ গ্রহণের জন্য আপনাকে ধন্যবাদ, শুভ কামনা রইলো।

    *** ভাই ১ম প্রশ্নের উত্তরটি এখনো অসম্পূর্ণ।

ধন্যবাদ Ashim Kumar ভাই , Arduino হার্ডওয়্যার সম্পর্কে অনেক কিছু জানলাম।
এ পর্বের প্রশ্নের উত্তরঃ
১ম প্রশ্নের উত্তরঃExternal Power Supply পোর্ট এবং ৭-১২ ভোল্ট।

২য় প্রশ্নের উত্তরঃATmega328 ATMEL এর AVR সিরিজের
মাইক্রোকন্ট্রোলার।

৩য় প্রশ্নের উত্তরঃ Arduino Uno তে প্রোগ্রাম লোড
করার জন্য USB Interface ব্যবহার করা হয়।

……… আগামী পর্বের অপেক্ষায় রইলাম।

    @শাকিল মাহমুদ: কোর্সে সক্রিয়ভাবে অংশ গ্রহণের জন্য আপনাকে ধন্যবাদ, শুভ কামনা রইলো।

Level 0

প্রশ্ন ১: বাইরে থেকে Arduino Uno তে পাওয়ার সাপ্লাই দেয়ার জন্য কোন পোর্ট ব্যবহার করা হয়, এবং এই পোর্টে কত ভোল্ট পাওয়ার সাপ্লাই দিতে হয়?
উত্তর: বাইরে থেকে Arduino Uno তে পাওয়ার সাপ্লাই দেয়ার জন্য External Power Supply পোর্ট ব্যবহার করা হয়
প্রশ্ন ২: Arduino Uno তে কোন মাইক্রোকন্ট্রোলার ব্যবহার করা হয়েছে ?
উত্তর: ATmega328 ATMEL এর AVR সিরিজের মাইক্রোকন্ট্রোলার ব্যবহার করা হয়েছে ।
প্রশ্ন ৩: USB Interface কেন ব্যবহার করা হয় ?
উত্তল: Arduino Uno তে প্রোগ্রাম লোড করার জন্য USB Interface ব্যবহার করা হয়।

    @শাকিল মাহমুদ: @iron man3: কোর্সে সক্রিয়ভাবে অংশ গ্রহণের জন্য আপনাকে ধন্যবাদ, শুভ কামনা রইলো।

    *** ভাই ১ম প্রশ্নের উত্তরটি এখনো অসম্পূর্ণ।

Level 0

ভুল বশত প্রশ্ন ১ এক এর উত্তর টা ভুল হয়েছে সঠিক উত্তর হবে
বাইরে থেকে Arduino Uno তে পাওয়ার সাপ্লাই দেয়ার জন্য External Power Supply পোর্ট ব্যবহার করা হয় এবং ৭-১২ ভোল্ট

    @iron man3: ধন্যবাদ, শুভ কামনা রইলো।

Level 0

ধন্যবাদ,অসীম কুমার ভাই দ্বিতীয় পর্বের জন্য।কোর্সের নিয়মানুসারে প্রশ্নগুলোর উত্তর নিচে দিলামঃ
উত্তরঃ১-বাইরে থেকে অর্ডুইনো তে পাওয়ার সাপ্লাই দেবার জন্য এক্সটারনাল পাওয়ার সাপ্লাই ব্যবহৃত হয় এবং এই পোর্টে সাত থেকে বারো ভোল্ট পাওয়ার সাপ্লাই ব্যবহার করা হয়।
উত্তরঃ২-অর্ডুইনো উনো তে ATmega328 মাইক্রোকন্ট্রোলার ব্যবহার করা হয়েছে।
উত্তরঃ৩-কম্পিউটার থেকে অর্ডুইনো উনো তে প্রোগ্রাম লোড করার জন্য ইউএসবি ইন্টারফেস ব্যবহার করা হয়।

    @Sayedkp: কোর্সে সক্রিয়ভাবে অংশ গ্রহণের জন্য আপনাকে ধন্যবাদ, শুভ কামনা রইলো।

ভাই আগেই সকলে উত্তর দিয়ে ফেলেছে।আমি কেমনে উত্তর দিব?
প্রশ্ন ১: বাইরে থেকে Arduino Uno তে পাওয়ার সাপ্লাই দেয়ার জন্য কোন পোর্ট ব্যবহার করা হয়, এবং এই পোর্টে কত ভোল্ট পাওয়ার সাপ্লাই দিতে হয়?
উত্তর: বাইরে থেকে Arduino Uno তে পাওয়ার সাপ্লাই দেয়ার জন্য External Power Supply পোর্ট ব্যবহার করা হয়।৭-১২ ভোল্ট
প্রশ্ন ২: Arduino Uno তে কোন মাইক্রোকন্ট্রোলার ব্যবহার করা হয়েছে ?
উত্তর: ATmega328 ATMEL এর AVR সিরিজের মাইক্রোকন্ট্রোলার ।
প্রশ্ন ৩: USB Interface কেন ব্যবহার করা হয় ?
উত্তল: Arduino Uno তে প্রোগ্রাম লোড করার জন্য USB Interface ব্যবহার করা হয়।

    @Syber Fighter: কোর্সে সক্রিয়ভাবে অংশ গ্রহণের জন্য আপনাকে ধন্যবাদ, শুভ কামনা রইলো।

Arduino uno আর এর usb cable এর price কত ?

ধন্যবাদ,
অসীম ভাই দ্বিতীয় পর্বের জন্য।
প্রশ্ন ১: বাইরে থেকে Arduino Uno তে পাওয়ার সাপ্লাই দেয়ার জন্য কোন পোর্ট ব্যবহার করা হয়, এবং এই পোর্টে কত ভোল্ট পাওয়ার সাপ্লাই দিতে হয়?
উত্তরঃ External Power Supply পোর্ট এবং এই পোর্টে ৭ থেকে ১২ ভোল্ট পাওয়ার সাপ্লাই দিতে হয়।
প্রশ্ন ২: Arduino Uno তে কোন মাইক্রোকন্ট্রোলার ব্যবহার করা হয়েছে ?
উত্তরঃ ATMEL এর AVR সিরিজের ATmega328 মাইক্রোকন্ট্রোলার ব্যবহার করা হয়েছে।
প্রশ্ন ৩: USB Interface কেন ব্যবহার করা হয় ?
উত্তরঃ Arduino Uno তে প্রোগ্রাম লোড করার জন্য কম্পিউটারের USB পোর্টের সাথে সংযোগ করার জন্য এই পোর্টটি ব্যবহার করা হয়।

টিউমেন্ট করে প্রশ্ন গুলোর সঠিক উত্তর দেওয়ার মাধ্যমে আসলে কে ভাল ভাবে উত্তর দিলো এটা বুঝা মুশকিল।কেননা একজনই উত্তর দিলে পরের টিউনার এর উত্তর খোজার আর দরকার হয় না। তাই বলব আপনি ইমেইল এ উত্তর পাঠানোর ব্যাবস্হা রাখলে ভালো হয়।
আবার ও আপনাকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আগামীতে আবার ও কথা হবে ইনশা আল্লাহ।

    @আজিজুল ইসলাম: কোর্সে সক্রিয়ভাবে অংশ গ্রহণের জন্য আপনাকে ধন্যবাদ, শুভ কামনা রইলো।

    ভাই , কারো উত্তরে কোন সমস্যা থাকলে আপনাদের জানানো হবে। তাই আশা করি সমস্যা থাকার কথা না। টিউমেন্টের উত্তর গুলো দেখে অনেকে উৎসাহ পাবে কোর্সে সক্রিয় থাকার জন্য এবং আপনাদের প্রতিটা উত্তর গুরুত্ব সহকারে দেখা হয়।

প্রশ্ন ১: বাইরে থেকে Arduino Uno তে পাওয়ার সাপ্লাই দেয়ার জন্য কোন পোর্ট ব্যবহার করা হয়, এবং এই পোর্টে কত
ভোল্ট পাওয়ার সাপ্লাই দিতে হয়?
উত্তরঃ External Power Supply পোর্ট ব্যবহার করা হয় এবং এই পোর্টে ৭ -১২ ভোল্ট পাওয়ার সাপ্লাই দিতে হয়।

প্রশ্ন ২: Arduino Uno তে কোন মাইক্রোকন্ট্রোলার ব্যবহার করা হয়েছে ?
উত্তরঃ ATmega328

প্রশ্ন ৩: USB Interface কেন ব্যবহার করা হয় ?
উত্তরঃ Arduino Uno তে প্রোগ্রাম লোড করার জন্য

কোর্সে সক্রিয়ভাবে অংশ গ্রহণের জন্য আপনাকে ধন্যবাদ, শুভ কামনা রইলো।

ভাল উদ্যোগ (y)।
চালিয়ে যান। শুভকামনা রইল।

    @pagla dashu: ধন্যবাদ ভাই, শুভ কামনা রইলো।

প্রশ্ন ১: বাইরে থেকে Arduino Uno তে পাওয়ার সাপ্লাই দেয়ার জন্য কোন পোর্ট ব্যবহার করা হয়, এবং এই পোর্টে কত ভোল্ট পাওয়ার সাপ্লাই দিতে হয়?

উত্তরঃ Arduino Uno তে External Power Supply দেয়ার জন্য External Power Supply port ব্যবহার করা হয় এবং এই port এ ৭ -১২ ভোল্ট Power Supply দিতে হয়।
প্রশ্ন ২: Arduino Uno তে কোন মাইক্রোকন্ট্রোলার ব্যবহার করা হয়েছে ?
উত্তর: ATMEL এর AVR সিরিজের ATmega328 মাইক্রোকন্ট্রোলার ব্যবহার করা হয়েছে ।
প্রশ্ন ৩: USB Interface কেন ব্যবহার করা হয় ?
Arduino Uno তে প্রোগ্রাম লোড করার জন্য USB Interface ব্যবহার করা হয়।

    @ওমর ফারুক: কোর্সে সক্রিয়ভাবে অংশ গ্রহণের জন্য আপনাকে ধন্যবাদ, শুভ কামনা রইলো।

প্রশ্ন ১: বাইরে থেকে Arduino Uno তে পাওয়ার সাপ্লাই দেয়ার জন্য কোন পোর্ট ব্যবহার করা হয় এবং এই পোর্টে কত ভোল্ট পাওয়ার সাপ্লাই দিতে হয়?
উত্তর: বাইরে থেকে Arduino Uno তে পাওয়ার সাপ্লাই দেয়ার জন্য External Power Supply পোর্ট ব্যবহার করা হয় এবং এতে ৭-১২ ভোল্ট পাওয়ার সাপ্লাই দিতে হয়।
প্রশ্ন ২: Arduino Uno তে কোন মাইক্রোকন্ট্রোলার ব্যবহার করা হয়েছে ?
উত্তর: ATMEL এর AVR সিরিজের ATmega328 মাইক্রোকন্ট্রোলার ।
প্রশ্ন ৩: USB Interface কেন ব্যবহার করা হয় ?
উত্তর: Arduino Uno তে প্রোগ্রাম লোড করার জন্য।

    @mehedi hasan: কোর্সে সক্রিয়ভাবে অংশ গ্রহণের জন্য আপনাকে ধন্যবাদ, শুভ কামনা রইলো।

এহ হে… আমি তো ঘোড়ার ডিম দেরি করে ফেল্লাম উত্তর দিতে…

প্রশ্ন ১: বাইরে থেকে Arduino Uno তে পাওয়ার সাপ্লাই দেয়ার জন্য কোন পোর্ট ব্যবহার করা হয়, এবং এই পোর্টে কত ভোল্ট পাওয়ার সাপ্লাই দিতে হয়?

উত্তরঃ বাইরে থেকে Arduino Uno তে পাওয়ার সাপ্লাই দেয়ার জন্য External Power Supply পোর্ট ব্যবহার করা হয় এবং এতে ৭ থেকে ১২ ভোল্টের মধ্যে যে কোন ভোল্ট পাওয়ার দেওয়া যাবে।

প্রশ্ন ২: Arduino Uno তে কোন মাইক্রোকন্ট্রোলার ব্যবহার করা হয়েছে ?

উত্তর: Arduino Uno তে ATMEL এর AVR সিরিজের ATmega328 মাইক্রোকন্ট্রোলার ব্যবহার করা হয়েছে।

প্রশ্ন ৩: USB Interface কেন ব্যবহার করা হয় ?

উত্তর: Arduino Uno তে প্রোগ্রাম লোড করার জন্য কম্পিউটারের USB পোর্টের সাথে সংযোগ করার জন্য এই পোর্টটি ব্যবহার করা হয়।

    @jhorapalok: কোর্সে সক্রিয়ভাবে অংশ গ্রহণের জন্য আপনাকে ধন্যবাদ, শুভ কামনা রইলো।

প্রশ্ন ১: বাইরে থেকে Arduino Uno তে পাওয়ার সাপ্লাই দেয়ার জন্য কোন পোর্ট ব্যবহার করা হয়, এবং এই পোর্টে কত ভোল্ট পাওয়ার সাপ্লাই দিতে হয়?
উত্তরঃ বাইরে থেকে Arduino Uno তে পাওয়ার সাপ্লাই দেয়ার জন্য External Power Supply পোর্ট ব্যবহার করা হয় এবং এতে ৭ থেকে ১২ ভোল্টের মধ্যে সাপ্লাই দিতে হয়।

প্রশ্ন ২: Arduino Uno তে কোন মাইক্রোকন্ট্রোলার ব্যবহার করা হয়েছে ?
উত্তরঃ Arduino Uno তে ATMEL এর AVR সিরিজের ATmega328 মাইক্রোকন্ট্রোলার ব্যবহার করা হয়েছে।

প্রশ্ন ৩: USB Interface কেন ব্যবহার করা হয় ?
উত্তরঃ কম্পিউটারের থেকে Arduino Uno তে প্রোগ্রাম লোড করার জন্য USB Interface ব্যবহার করা হয়। এছাড়াউ USB Interface কম্পিউটারে লাগানো থাকলে আর External Power Supply এর দরকার হয়না।

    @নুরমোহাম্মদ ভুইয়া: কোর্সে সক্রিয়ভাবে অংশ গ্রহণের জন্য আপনাকে ধন্যবাদ, শুভ কামনা রইলো।

Level 0

এক নং প্রশ্নের উত্তরঃ External power supply port

দুই নং প্রশ্নের উত্তরঃ ATMEL এর AVR সিরিজের ATMega328

তিন নং প্রশ্নের উত্তরঃ কম্পিউটার থেকে প্রোগ্রাম লোড করা এবং বোর্ড-এ পাওয়ার সাপ্লাই-এর জন্য ব্যাবহার করা হয়।

    @jimad: কোর্সে সক্রিয়ভাবে অংশ গ্রহণের জন্য আপনাকে ধন্যবাদ, শুভ কামনা রইলো।

প্রশ্ন ১ :
External Power Supply এবং এতে ৭-১২ ভোল্ট পাওয়ার দেওয়া যাবে ।

প্রশ্ন ২ : Arduino Uno তে ATMEL এর AVR সিরিজের ATmega328 মাইক্রোকন্ট্রোলারের ব্যবহার করা হয়েছে ।

প্রশ্ন ৩ :
কম্পিউটারের USB পোর্টের সাথে সংযোগ করার জন্য এই পোর্টটি ব্যবহার করা হয় যা দ্বারা Arduino Uno তে Program load হয় ।

    @green poison: কোর্সে সক্রিয়ভাবে অংশ গ্রহণের জন্য আপনাকে ধন্যবাদ, শুভ কামনা রইলো।

১। বাইরে থেকে পাওয়ার সাপ্লাই দেয়ার জন্য external power suply পোর্টটি ব্যাবহার করা হয়।
২। আরডুইনো উনোর মাইক্রকন্ট্রোলারের নাম Atmega 328।
৩। ইউএসবি ইন্টারফেস ব্যাবহার করা হয় প্রোগ্রাম লোড করার জন্য।

    @TYMO BDCyclists: কোর্সে সক্রিয়ভাবে অংশ গ্রহণের জন্য আপনাকে ধন্যবাদ, শুভ কামনা রইলো।

Level 0

প্রশ্ন ১: বাইরে থেকে Arduino Uno তে পাওয়ার সাপ্লাই দেয়ার জন্য কোন পোর্ট ব্যবহার করা হয়, এবং এই পোর্টে কত ভোল্ট পাওয়ার সাপ্লাই দিতে হয়?

উত্তরঃ বাইরে থেকে Arduino Uno তে পাওয়ার সাপ্লাই দেয়ার জন্য External Power Supply পোর্ট ব্যবহার করা হয় এবং এতে ৭ থেকে ১২ ভোল্টের মধ্যে যে কোন ভোল্ট পাওয়ার দেওয়া যাবে।

প্রশ্ন ২: Arduino Uno তে কোন মাইক্রোকন্ট্রোলার ব্যবহার করা হয়েছে ?

উত্তর: Arduino Uno তে ATMEL এর AVR সিরিজের ATmega328 মাইক্রোকন্ট্রোলার ব্যবহার করা হয়েছে।

প্রশ্ন ৩: USB Interface কেন ব্যবহার করা হয় ?

উত্তর: Arduino Uno তে প্রোগ্রাম লোড করার জন্য কম্পিউটারের USB পোর্টের সাথে সংযোগ করার জন্য এই পোর্টটি ব্যবহার করা হয়।

    @MBT2000: কোর্সে সক্রিয়ভাবে অংশ গ্রহণের জন্য আপনাকে ধন্যবাদ, শুভ কামনা রইলো।

প্রশ্ন ১: বাইরে থেকে Arduino Uno তে পাওয়ার সাপ্লাই দেয়ার জন্য কোন পোর্ট ব্যবহার করা হয়, এবং এই পোর্টে কত ভোল্ট পাওয়ার সাপ্লাই দিতে হয়?
উত্তরঃ Arduino Uno তে পাওয়ার সাপ্লাই দেয়ার জন্য এক্সটার্নাল পাওয়ার সাপ্লাই ব্যবহার করা হয়েছে। এই পোর্টে ৭-১২ ভোল্ট পর্যন্ত পাওয়ার সাপ্লাই দেয়া যাই ।

প্রশ্ন ২: Arduino Uno তে কোন মাইক্রোকন্ট্রোলার ব্যবহার করা হয়েছে ?
উত্তরঃ আরডুইনো ইউনো তে মাইক্রোকন্ট্রোলার এটি মেগা ৩২৮ ব্যবহার করা হয়েছে ।
প্রশ্ন ৩: USB Interface কেন ব্যবহার করা হয় ?
উত্তরঃ ইউএসবি এন্টারফেস প্রোগ্রাম লোড করার জন্য ব্যবহার করা হয়েছে ও পিসি থেকে আরডুইনো ইউনো সংযোগ করার জন্য ।

    @Md.Ishaq Mia: কোর্সে সক্রিয়ভাবে অংশ গ্রহণের জন্য আপনাকে ধন্যবাদ, শুভ কামনা রইলো।

Level 0

প্রশ্ন ১: বাইরে থেকে Arduino Uno তে পাওয়ার সাপ্লাই দেয়ার জন্য কোন পোর্ট ব্যবহার করা হয়, এবং এই পোর্টে কত ভোল্ট পাওয়ার সাপ্লাই দিতে হয়?
উত্তর: বাইরে থেকে Arduino Uno তে পাওয়ার সাপ্লাই দেয়ার জন্য External Power Supply পোর্ট ব্যবহার করা হয় এবং ৭-১২ ভোল্ট পর্যন্ত পাওয়ার সাপ্লাই দেয়া যায় ।
প্রশ্ন ২: Arduino Uno তে কোন মাইক্রোকন্ট্রোলার ব্যবহার করা হয়েছে ?
উত্তর: ATmega328 ATMEL এর AVR সিরিজের মাইক্রোকন্ট্রোলার ব্যবহার করা হয়েছে ।
প্রশ্ন ৩: USB Interface কেন ব্যবহার করা হয় ?
উত্তল:PC থেকে Arduino Uno তে প্রোগ্রাম লোড করার জন্য USB Interface ব্যবহার করা হয়।

    @nightfuri: কোর্সে সক্রিয়ভাবে অংশ গ্রহণের জন্য আপনাকে ধন্যবাদ, শুভ কামনা রইলো।

Level 0

সরি দেরি করে রিপ্লায় এর জন্য
1st-External Power Supply পোর্ট এবং ৭-১২ ভোল্ট।
2nd-ATmega328 ATMEL এর AVR সিরিজের মাইক্রোকন্ট্রোলার
3rd-Arduino Uno তে প্রোগ্রাম লোড করার জন্য

    @Arman: কোর্সে সক্রিয়ভাবে অংশ গ্রহণের জন্য আপনাকে ধন্যবাদ, শুভ কামনা রইলো।

Level 0

প্রশ্ন ১: বাইরে থেকে Arduino Uno তে পাওয়ার সাপ্লাই দেয়ার জন্য কোন পোর্ট ব্যবহার করা হয়, এবং এই পোর্টে কত ভোল্ট পাওয়ার সাপ্লাই দিতে হয়?
উত্তর-১: External Power Supply Port ব্যবহার করা হয়। এই পোর্টে ৭ থেকে ১২ ভোল্ট সাপ্লাই দেয়া যাবে।

প্রশ্ন ২: Arduino Uno তে কোন মাইক্রোকন্ট্রোলার ব্যবহার করা হয়েছে ?
উত্তর-২: Arduino Uno তে ATMEL এর AVR সিরিজের ATmega328 মাইক্রোকন্ট্রোলারটি ব্যবহার করা হয়েছে।

প্রশ্ন ৩: USB Interface কেন ব্যবহার করা হয় ?
উত্তর-৩: USB Interface এর মাধ্যমে Arduino তে প্রোগ্রাম লোড করা হয়। এছাড়া Arduino বোর্ড USB পোর্ট থেকে পাওয়ার নিয়ে নিজে চলার জন্য ব্যবহার করতে পারে।

    @rafi13: কোর্সে সক্রিয়ভাবে অংশ গ্রহণের জন্য আপনাকে ধন্যবাদ, শুভ কামনা রইলো।

Level 0

প্রশ্ন ১: বাইরে থেকে Arduino Uno তে পাওয়ার সাপ্লাই দেয়ার জন্য কোন পোর্ট ব্যবহার করা হয়, এবং এই পোর্টে কত ভোল্ট পাওয়ার সাপ্লাই দিতে হয়?
উত্তরঃ বাইরে থেকে Arduino Uno তে পাওয়ার সাপ্লাই দেয়ার জন্য External
Power Supply পোর্ট ব্যবহার করা হয় এবং এতে ৭ থেকে ১২ ভোল্টের পাওয়ার সাপ্লাই দেওয়া যায়। কম্পিউটারের USB পোর্টের
সাথে Arduino Uno যুক্ত থাকলে বাইরের পাওয়ার সাপ্লাই আর প্রয়োজন হয় না।

প্রশ্ন ২: Arduino Uno তে কোন মাইক্রোকন্ট্রোলার ব্যবহার করা হয়েছে ?

উত্তর : Arduino Uno
মূলত ATmega328 মাইক্রোকন্ট্রোলারের
একটা ডেভলপমেন্ট বোর্ড ।ATmega328 হচ্ছে ATMEL এর AVR সিরিজের
একটা মাইক্রোকন্ট্রোল।

প্রশ্ন ৩: USB Interface কেন ব্যবহার করা হয় ?

ঊত্তর : Arduino Uno
তে প্রোগ্রাম লোড করার জন্য কম্পিউটারের USB পোর্টের সাথে সংযোগ করার জন্য এই পোর্টটি ব্যবহার করা হয়।

    @mizbah: কোর্সে সক্রিয়ভাবে অংশ গ্রহণের জন্য আপনাকে ধন্যবাদ, শুভ কামনা রইলো।

Level 0

উত্তর:
1. বাহির থেকে সাপ্লাই দেওয়ার জন্য External Power Supply port ব্যবহার করা হয়।এই External Power Supply port এ 7-12v supply দিতে হয়।

2. Arduino Uno তে ATMEL এর AVR সিরিজের Atmega328 Microcontroller ব্যবহার করা হয়েছে।

3. USB interface মূলত computer থেকে Arduino তে program লোড করার জন্য ব্যবহার করা হয়, তবে টেস্ট পারপাসে এটা পাওয়ার সাপ্লাই হিসাবেও কাজ করে।

    @shariful: কোর্সে সক্রিয়ভাবে অংশ গ্রহণের জন্য আপনাকে ধন্যবাদ, শুভ কামনা রইলো।

    *** উত্তর সংক্ষিপ্ত হওয়া উচিৎ! উত্তর সংক্ষিপ্ত করার জন্য আনুসঙ্গিক শব্দের ব্যবহার কমাতে পারেন।

প্রশ্ন ১: বাইরে থেকে Arduino Uno তে পাওয়ার সাপ্লাই দেয়ার জন্য কোন পোর্ট ব্যবহার করা হয়, এবং এই পোর্টে কত ভোল্ট পাওয়ার সাপ্লাই দিতে হয়?
উত্তর: বাইরে থেকে Arduino Uno তে পাওয়ার সাপ্লাই দেয়ার জন্য External Power Supply পোর্ট ব্যবহার করা হয়। এই পোর্টে ৭-১২ ভোল্ট পাওয়ার সাপ্লাই দিতে হয়।
প্রশ্ন ২: Arduino Uno তে কোন মাইক্রোকন্ট্রোলার ব্যবহার করা হয়েছে ?
উত্তর: Arduino Uno তে AVR সিরিজের Atmega328 Microcontroller ব্যবহার করা হয়েছে।
প্রশ্ন ৩: USB Interface কেন ব্যবহার করা হয় ?
উত্তর: Arduino Uno তে প্রোগ্রাম লোড করার জন্য কম্পিউটারের USB পোর্টের সাথে সংযোগ করার জন্য USB Interface পোর্টটি ব্যবহার করা হয়।

১ম উত্তরঃ External power supply port ব্যাবহার করা হয়। ৭-১২ ভোল্ট দেয়া যায়।
২য় উত্তরঃ Atmega328 Microcontroller ব্যবহার করা হয়েছে।
৩য় উত্তরঃ USB Interface ব্যাবহার করা হয়েছে প্রোগ্রাম লোড করার জন্য।

Level 0

১ম প্রশ্নের উত্তরঃExternal Power Supply
পোর্ট এবং ৭-১২ ভোল্ট।
২য় প্রশ্নের উত্তরঃATmega328 ATMEL এর AVR
সিরিজের
মাইক্রোকন্ট্রোলার।
৩য় প্রশ্নের উত্তরঃ Arduino Uno তে প্রোগ্রাম
লোড
করার জন্য USB Interface ব্যবহার করা হয়।

প্রশ্ন ১: বাইরে থেকে Arduino Uno তে পাওয়ার সাপ্লাই দেয়ার জন্য কোন পোর্ট ব্যবহার করা হয়, এবং এই পোর্টে কত ভোল্ট পাওয়ার সাপ্লাই দিতে হয়?
উত্তরঃ বাইরে থেকে Arduino Uno তে পাওয়ার সাপ্লাই দেয়ার জন্য External Power Supply পোর্ট ব্যবহার করা হয় এবং এতে ৭ থেকে ১২ ভোল্টের মধ্যে সাপ্লাই দিতে হয়।

প্রশ্ন ২: Arduino Uno তে কোন মাইক্রোকন্ট্রোলার ব্যবহার করা হয়েছে ?
উত্তরঃ Arduino Uno তে ATMEL এর AVR সিরিজের ATmega328 মাইক্রোকন্ট্রোলার ব্যবহার করা হয়েছে।

প্রশ্ন ৩: USB Interface কেন ব্যবহার করা হয় ?
উত্তরঃ কম্পিউটারের থেকে Arduino Uno তে প্রোগ্রাম লোড করার জন্য USB Interface ব্যবহার করা হয়। এছাড়াউ USB Interface কম্পিউটারে লাগানো থাকলে আর External Power Supply এর দরকার হয়না।

এবারও নুরমোহাম্মদ ভুইয়া সাহেবকে কৃতজ্ঞতা জানাই তার নিকট থেকে copy করে নিয়েছি বলে।

প্রশ্ন ১: বাইরে থেকে Arduino Uno তে পাওয়ার সাপ্লাই দেয়ার জন্য কোন পোর্ট ব্যবহার করা হয়, এবং এই পোর্টে কত ভোল্ট পাওয়ার সাপ্লাই দিতে হয়?
উত্তর: বাইরে থেকে Arduino Uno তে পাওয়ার সাপ্লাই দেয়ার জন্য External Power Supply পোর্ট ব্যবহার করা হয়। এতে ৭ থেকে ১২ ভোল্ট পর্যন্ত পাওয়ার সাপ্লাই দেওয়া যায়।

প্রশ্ন ২: Arduino Uno তে কোন মাইক্রোকন্ট্রোলার ব্যবহার করা হয়েছে ?
উত্তর: Arduino Uno তে ATmega328 মাইক্রোকন্ট্রোলার ব্যাবহার করা হয়, এটা ATMEL এর AVR সিরিজের একটা মাইক্রোকন্ট্রোলার।

প্রশ্ন ৩: USB Interface কেন ব্যবহার করা হয় ?
উত্তর: Arduino Uno ত প্রোগ্রাম লোড করার জন্যে কম্পিউটারের USB পোর্টের সাথে সংযোগ করার জন্য USB Interface পোর্ট ব্যাবহার করা হয়।

1. External Power Supply এই পোর্টে ৭-১২ ভোল্ট পর্যন্ত পাওয়ার সাপ্লাই দেয়া যাবে।
2. ATmega328 মাইক্রোকন্ট্রোলার
3. প্রোগ্রাম লোড করার জন্য কম্পিউটারের USB
পোর্টের সাথে সংযোগ করার জন্য

প্রশ্ন ১: বাইরে থেকে Arduino Uno তে পাওয়ার সাপ্লাই দেয়ার জন্য কোন পোর্ট ব্যবহার করা হয়, এবং এই পোর্টে কত ভোল্ট পাওয়ার সাপ্লাই দিতে হয়?

Ans : external Power Supply port

প্রশ্ন ২: Arduino Uno তে কোন মাইক্রোকন্ট্রোলার ব্যবহার করা হয়েছে ?
Ans : AT mega328 microcontrolar

প্রশ্ন ৩: USB Interface কেন ব্যবহার করা হয় ?

ans : For load Program

thanks vaia ,,,

Buy Arduino, shield, module,sensor and other electronics parts visit http://www.electronicsbuy.net