Arduino শিখুন এক্সক্লুসিভ প্রজেক্ট তৈরি করুন [পর্ব-০১] :: ওপেন সোর্স হার্ডওয়্যার এবং Arduino

Arduino শিখুন প্রজেক্ট তৈরি করুন

সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি “Arduino শিখুন এক্সক্লুসিভ প্রজেক্ট তৈরি করুন” পূর্ণাঙ্গ চেইন কোর্সের এর প্রথম পর্বে। টেকটিউনস বিশ্বের সবচেয়ে বড় বাংলা সোশ্যাল নেটওয়ার্ক। এরকম একটা বড় প্লাটফর্মে “Arduino শিখুন এক্সক্লুসিভ প্রজেক্ট তৈরি করুন” কোর্সটি টেকটিউনস কতৃপক্ষের প্রত্যক্ষ সহযোগিতায় শুরু করতে পেরে ভালো লাগছে।

“Arduino শিখুন এক্সক্লুসিভ প্রজেক্ট তৈরি করুন” কোর্সটির ঘোষণা টেকটিউনসে প্রকাশ করার পর আপনাদের কাছ থেকে যে সাড়া পেয়েছি তা এই কোর্সটিকে সুন্দর করে পরিচালনা করতে সাহায্য করবে। সকলের সক্রিয় অংশগ্রহণ কামনা করছি।

আজ “Arduino শিখুন এক্সক্লুসিভ প্রজেক্ট তৈরি করুন” পূর্ণাঙ্গ চেইন কোর্সের এর প্রথম পর্বে ওপেন সোর্স হার্ডওয়্যার এবং আরডুইনো সম্পর্কে আলোচনা করা হবে।

 ওপেন সোর্স হার্ডওয়্যার
ওপেন সোর্স সফটওয়্যারের সাথে আমরা অনেক আগে থেকেই পরিচিত কিন্তু “ওপেন সোর্স হার্ডওয়্যার” ধারণাটি অনেকের কাছেই নতুন মনে হতে পারে। ওপেন সোর্স সফটওয়্যারের ক্ষেত্রে আমরা সবাই জানি যে, এর সোর্স কোড সবার জন্য উন্মুক্ত, আমরা ইচ্ছা করলেই এ ধরনের সফটওয়্যারকে কাস্টমাইজ করে ব্যবহার করতে পারি এবং বিতরণ করতে পারি। একই ধারণা থেকেই “ওপেন সোর্স হার্ডওয়্যার” বিষয়টির অবতারণা। ওপেন সোর্স হার্ডওয়্যার এর ক্ষেত্রে এর ডিজাইন, সার্কিট ডায়াগ্রাম, লে-আউট ডায়াগ্রাম, হার্ডওয়্যারটি তৈরি এবং ব্যবহারের জন্য প্রয়োজনীয় ড্রাইভার সফটওয়্যার, ফার্মওয়্যার, আই ডি ই সফটওয়্যার সমূহ সবার জন্য উন্মুক্ত রাখা হয়। আমরা চাইলেই যে কোন ওপেন সোর্স হার্ডওয়্যারের অফিসিয়াল ডিজাইন, সার্কিট ডায়াগ্রাম বা লে-আউট ডায়াগ্রাম পরিবর্তন করতে পারি, পরিবর্ধন করতে পারি, কার্যক্ষমতা বাড়াতে পারি, অপ্রয়োজনীয় অংশ বাদ দিতে পারি, এর উপর গবেষণা করে নতুন ধরনের হার্ডওয়্যার তৈরি করতে পারি, এমনকি বানিজ্যিকভাবে বিক্রয়ও করতে পারি।

সংক্ষেপে বলা যায় “ওপেন সোর্স হার্ডওয়্যার” হচ্ছে সেই সকল হার্ডওয়্যার যার ডিজাইন, এবং আনুসঙ্গিক সকল উপকরণ সর্বসাধারণের জন্য উন্মুক্ত, যে কোন ব্যক্তি এটার উপর গবেষণা, পরিবর্তন, বিতরণ, নতুনভাবে উৎপাদন এবং বিক্রয় করতে পারেন।

“Arduino” এ ধরনের একটা জনপ্রিয় ওপেন সোর্স হার্ডওয়্যার।
“Arduino” কি?

Arduino একটা দারুন ওপেনসোর্স ইলেকট্রোনিক প্রটোটাইপিং হার্ডওয়্যার টুলস যা ব্যবহার করে আপনি আপনার নিজের ইচ্ছেমতো ডিজিটাল ঘড়ি, ক্যালকুলেটর, রিমোট কন্ট্রোল, রোবট, এল ই ডি সাইন বোর্ড, ভয়েজ কন্ট্রোল ডিভাইস, অনলাইন কন্ট্রোল ডিভাইস, বিভিন্ন সেন্সর নিয়ন্ত্রিত ডিভাইস, ওয়্যারলেস কন্ট্রোল সিস্টেম, সিকিউরিটি সিস্টেম, এমন কি GPS, GSM কন্ট্রোল ডিভাইস বা ইলেকট্রনিক প্রজেক্ট সমূহ তৈরি করতে পারেন খুব সহজেই।

এটা একটা মাইক্রোকন্ট্রোলার নিয়ন্ত্রিত ডেভলপমেন্ট বোর্ড। সাধারণত Atmel সিরিজের মাইক্রোকন্ট্রোলার ব্যবহার করা হয়। Arduino সম্পর্কে আরো বিস্তারিত জানতে Arduino র অফিসিয়াল ওয়েব সাইট http://arduino.cc ভিজিট করতে পারেন।


বিভিন্ন মডেলের Arduino বোর্ড এবং Shield
বিভিন্ন ইলেকট্রনিক্স শপে বিভিন্ন মডেলের Arduino পাওয়া যায়, এগুলোর মধ্যে জনপ্রিয় হচ্ছে, Arduino Uno, Arduino Mega 2560, Arduino Mini, Arduino Fio, Arduino Leonardo, Arduino Due ইত্যাদি।

এছাড়া বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স বা রোবটিক্স প্রজেক্ট অথবা কোন কমার্শিয়াল প্রজেক্টে সহজে কাজ করার জন্য রয়েছে Arduino র কিছু অফিসিয়াল এবং নির্ভরযোগ্য কিছু প্রতিষ্ঠানের থার্ডপার্টি Shields। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য কিছু Shield হচ্ছে Motor Shield, Wi Fi Shield, RF Shield, Ethernet Shield, Solar Charger Shield, RTC Shield, Arduino TFT LCD Screen, GSM Shield, Xbee Radio Module, Joystick Shield ইত্যাদি। এই Shield সমূহ আপনাকে অনেক জটিল এবং অকর্ষণীয় প্রজেক্ট তৈরিতে সহযোগিতা করবে এবং আপনার কাজ সহজ করবে।


আপনি  কেন  ইলেকট্রনিক প্রজেক্ট তৈরিতে Arduino ব্যবহার করবেন?

  • Arduino একটা ওপেনসোর্স হার্ডওয়্যার।
  • Arduino উইন্ডোজ, লিনাক্স, ম্যাক  এই সবগুলো অপারেটিং সিস্টেম সাপোর্ট করে।
  • অনবোর্ড পাওয়ার সাপ্লাই সার্কিট ইন্ট্রিগ্রেটেড অবস্থায় রয়েছে। তাই এক্সটার্নাল রেগুলেটেড পাওয়ার সাপ্লাইয়ের প্রয়োজন নেই।
  • কম দামে অনেক ভালো ফিচার পাওয়া যায়।
  • অসংখ্যবার প্রোগ্রাম লোড করা যায়।
  • প্রোগ্রামার এবং ডেভলপমেন্ট এনভাইরনমেন্ট অনবোর্ড রয়েছে, তাই বাড়তি কোন হার্ডওয়্যার লাগে না।
  • প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সহজ এবং প্রোগ্রাম লোড করার পদ্ধতি সহজ।
  • Arduino ব্যবহার পদ্ধতি খুবই সহজ এবং নতুনদের জন্য বিশেষ সহায়ক একটা হার্ডওয়্যার।
  • প্রয়োজনীয় সফওয়্যার টিউটোরিয়াল, ড্রাইভার, প্রোগ্রাম সোর্সকোড http://arduino.cc  থেকে ফ্রিতে ডাউনলোড করা যায়।
  • Arduino সম্পর্কে বিস্তারিত তথ্য টিউটোরিয়াল, আপডেটেড নিউজ সব, তাদের অফিসিয়াল ওয়েব সাইট http://arduino.cc  থেকে পাওয়া যায়।
  • অনলাইনে Arduino এর উপর প্রচুর রিসোর্স রয়েছে।
  • আমাদের দেশে বিভিন্ন মডেলের Arduino বোর্ড এবং শিল্ড সহজলভ্য এবং সহজে বহণযোগ্য।
  • মাইক্রোকন্ট্রোলারের মত ইন্টার্নাল আর্কিটেকচার, মেমরি অর্গানাইজেশন ইত্যাদি খুব ভালোভাবে না জেনেও Arduino তে অনেক ভালো কাজ করা যায়।
  • Arduino প্রোগ্রামিং এর জন্য ব্যবহৃত IDE তে সমৃদ্ধ ফাংশন লাইব্রেরি রয়েছে, যা  কোডিং অনেক সহজ এবং সংক্ষিপ্ত করতে সাহায্য করে। অনেক জটিল সমস্যা সমূহ সহজেই সমাধান করা সম্ভব হয়।


“Arduino শিখুন এক্সক্লুসিভ প্রজেক্ট তৈরি করুন” কোর্সটির জন্য প্রয়োজনীয় Arduino বোর্ড কিভাবে সংগ্রহ করবেন।
আমরা যে সকল Arduino বোর্ডের সাথে পরিচিত হয়েছি এগুলোর মধ্যে কম খরচে সবচেয়ে ভালো এবং জনপ্রিয় Arduino বোর্ডটি হচ্ছে Arduino Uno। এই কোর্সের সকল প্রজেক্ট Arduino Uno ব্যবহার করে করা হবে। এটার দাম ১২০০ থেকে ১২৫০ টাকার মধ্যে হবে। ভ্যাট এবং ট্যাক্সের কারণে বিভিন্ন বিক্রতার কাছে কিছুটা দামের পার্থক্য হতে পারে। এক্ষেত্রে ভালো কোন প্রতিষ্ঠান থেকে সঠিক দামে Arduino Uno সংগ্রহ করাই যুক্তিযুক্ত। অনেক সময় বাজারে নিম্নমানের Arduino Uno কিছুটা কম দামে পাওয়া যায় এগুলো না সংগ্রহ করাই ভালো।  অনেকেই ভ্যাট এবং ট্যাক্স ফাঁকি দিয়ে নিম্নমানের Arduino বোর্ড ইমপোর্ট করে থাকে।

কোর্সে সক্রিয় অংশগ্রহণকারীদের জন্য কিছু  করণীয়

প্রতিটা  পর্বে কোর্সে সক্রিয় অংশগ্রহণকারীদের জন্য কিছু প্রশ্ন, প্রজেক্ট বা বিশেষ কিছু করণীয় থাকবে। এগুলো সম্পন্ন করে কোর্সে  আপনার সক্রিয়তা নিশ্চিৎ করুন। এই কোর্সের সাথে সম্পৃক্ত বিচারক মন্ডলী এগুলো পর্যবেক্ষণ করবেন এবং প্রয়োজনীয় নির্দেশনা  প্রদান করবেন।  টেকটিউনস কতৃপক্ষের সহযোগিতায় মাঝে মাঝে  কিছু পুরস্কারের ব্যবস্থাও থাকবে।

Arduino শিখুন এক্সক্লুসিভ প্রজেক্ট তৈরি করুন [পর্ব-০১] এর জন্য কিছু সহজ প্রশ্ন থাকছে। আপনারা টিউমেন্ট করে প্রশ্ন গুলোর সঠিক উত্তর প্রদানের চেষ্টা করুন।

  • প্রশ্ন ১:  একটা ওপেন সোর্স হার্ডওয়্যারের নাম উল্লেখ করে  কি কি কাজে এটা ব্যবহার করা যাবে সংক্ষেপে লেখুন?
  • প্রশ্ন ২: জনপ্রিয় Arduino কিছু বোর্ড এবং Shield এর নাম উল্লেখ করুন?
  • প্রশ্ন ৩: আমাদের কোর্সটা পরিচালনা করার ক্ষেত্রে কোন Arduino বোর্ডটি ব্যবহার করা হবে?

কোর্স শেষে পাবেন টেকটিউনস ভেরিফায়েড সার্টিফিকেট!

এই কোর্সটি আপনি সফলভাবে এবং সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে সমাপ্ত করে এই কোর্সের টেকটিউনস ভেরিফায়েড সার্টিফিকেট গ্রহণ করতে পারবেন। এজন্য অংশগ্রহণকারীদের জন্য প্রতি পর্বে যে  যে সকল প্রশ্ন, প্রজেক্ট এবং  করণীয় থাকবে  তা সঠিকভাবে সম্পাদন করুন এবং কোর্স শেষে আপনাদেরকে টেকটিউনসের নির্দেশনা অনুযায়ী এক বা একাধিক সিমুলেশন প্রজেক্ট সাবমিট করতে হবে। যেগুলো টেকটিউনস কতৃপক্ষ বিশ্লেষণ করে দেখবেন, এবং এর উপর ভিত্তি করে সার্টিফিকেট প্রদান করা হবে।

Level 2

আমি অসীম কুমার পাল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 147 টি টিউন ও 469 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 17 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি অসীম কুমার পাল। ইলেকট্রনিক্স এবং ওয়েব ডিজাইনকে অন্তরে ধারণ করে পথ চলতেছি। স্বপ্ন দেখি এই পৃথিবীর বুকে একটা সুখের স্বর্গ রচনা করার। নিজেকে একজন অতি সাধারণ কিন্তু সুখী মানুষ ভাবতে পছন্দ করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Ardunio সম্পর্কে এত কিছু জানতে পেরে খুব ভাল লাগল। Ashim Kumar ভাই, ভাল মানের Ardunio Uno কোথায় পাব..??

    @শাকিল মাহমুদ: ধন্যবাদ ভাই, ইলেকট্রনিক্সের কিছু কিছু অনলাইন শপ আছে এছাড়া বঙ্গবন্ধু স্টেডিয়াম মার্কেট এবং পাটুয়াটুলী থেকে সংগ্রহ করতে পারবেন। শুভ কামনা রইলো। অরিজিনাল Italian Arduino uno এর দাম ২৫০০ টাকার মতো। বর্তমানে বেশ কিছু চাইনা প্রোডাক্ট মার্কেটে কম দামে পাওয়া যায় । একটু দেখে শুনে কিনতে হবে।
    —————————————————————————————————————–
    প্রতিটা পর্বে কোর্সে সক্রিয় অংশগ্রহণকারীদের জন্য কিছু প্রশ্ন, প্রজেক্ট বা বিশেষ কিছু করণীয় থাকবে। এগুলো সম্পন্ন করে কোর্সে আপনার সক্রিয়তা নিশ্চিৎ করুন।

    @ শাকিল মাহমুদ Bhai,
    eeeboxbd.com এ ভালো প্রোডাক্ট পাওয়া যায় 100% real আমি কিনেসে 24 h ডেলিভারি সাথে 10% Discount.
    help link: https://eeeboxbd.com/product/arduino-nano-v3-0/C8
    USA VERSION:
    https://eeeboxbd.com/product/arduino-uno-rev3/

bah ! atlast post pailam thax

    @IHK শাওন: ধন্যবাদ ভাই, শুভ কামনা রইলো।

    —————————————————————————————————————–
    প্রতিটা পর্বে কোর্সে সক্রিয় অংশগ্রহণকারীদের জন্য কিছু প্রশ্ন, প্রজেক্ট বা বিশেষ কিছু করণীয় থাকবে। এগুলো সম্পন্ন করে কোর্সে আপনার সক্রিয়তা নিশ্চিৎ করুন।

অপেক্ষার অবসান ঘটলো !!

    @জুয়েল: ধন্যবাদ ভাই, শুভ কামনা রইলো।

    —————————————————————————————————————–
    প্রতিটা পর্বে কোর্সে সক্রিয় অংশগ্রহণকারীদের জন্য কিছু প্রশ্ন, প্রজেক্ট বা বিশেষ কিছু করণীয় থাকবে। এগুলো সম্পন্ন করে কোর্সে আপনার সক্রিয়তা নিশ্চিৎ করুন।

ধন্যবাদ অসীম কুমার সাহেব…
আরডুইনো বিষয়ক প্রথম সংকলনটি প্রকাশিত হলো দীর্ঘ প্রতিক্ষার পর, আমরা অতীব গুরুত্বের সাথে উক্ত বিষয়টি গ্রহণ করেছি। প্রতি পর্বে সক্রিয় থাকার জন্য কিছু করণীয় ব্যাপার থাকবে বলে উলেখ্য ছিল যার পরিপ্রেক্ষিতেই আমার নিম্নুক্ত টিউমেন্ট :
প্রশ্ন ১: একটা ওপেন সোর্স হার্ডওয়্যারের নাম উল্লেখ করে কি কি কাজে এটা ব্যবহার করা যাবে সংক্ষেপে লেখুন?
উত্তর : ওপেন সোর্স হার্ডওয়্যারের বিভিন্ন কার্যসম্পাদন যন্ত্রাংশের মধ্যে আমরা ইতিমধ্যেই আরডুইনোর ব্যাপারে অবগত হয়েছি। উক্ত ওপেন সোর্স হার্ডওয়্যারটির ক্ষেত্রে এর ডিজাইন, সার্কিট ডায়াগ্রাম, লে-আউট ডায়াগ্রাম, হার্ডওয়্যারটি তৈরি এবং ব্যবহারের জন্য প্রয়োজনীয় ড্রাইভার সফটওয়্যার, ফার্মওয়্যার, আই ডি ই সফটওয়্যার সমূহ সবার জন্য উন্মুক্ত রাখা হয়। যার ফলে আমরা অতি সহজেই উক্ত হার্ডওয়্যারের ডিজাইন, সার্কিট ডায়াগ্রাম বা লে-আউট ডায়াগ্রাম পরিবর্তন করতে পারি, পরিবর্ধন করতে পারি, কার্যক্ষমতা বাড়াতে পারি, অপ্রয়োজনীয় অংশ বাদ দিতে পারি। আর একটু নির্দিষ্ট করে যদি বলি, তবে আরডুইনো দ্বারা আমরা আমাদের নিজেদের ইচ্ছেমতো ডিজিটাল ঘড়ি, ক্যালকুলেটর, রিমোট কন্ট্রোল, রোবট, এল ই ডি সাইন বোর্ড, ভয়েজ কন্ট্রোল ডিভাইস, অনলাইন কন্ট্রোল ডিভাইস, বিভিন্ন সেন্সর নিয়ন্ত্রিত ডিভাইস, ওয়্যারলেস কন্ট্রোল সিস্টেম, সিকিউরিটি সিস্টেম, জি পি এস / জি এস এম কন্ট্রোল ডিভাইস বা ইলেকট্রনিক প্রজেক্ট সমূহ তৈরি করতে পারি। উক্ত হার্ডওয়্যারটির বিশেষ গুনাবলীর একটি হচ্ছে, প্রোগ্রামার এবং ডেভলপমেন্ট এনভাইরনমেন্ট অনবোর্ডেই স্থাপিত, অসংখ্যবার প্রোগ্রাম লোড করা যায় এবং সহজলভ্য।

প্রশ্ন ২: জনপ্রিয় Arduino কিছু বোর্ড এবং Shield এর নাম উল্লেখ করুন?
উত্তর : বোর্ডের ক্ষেত্রে Arduino Uno, Arduino Mega 2560, Arduino Mini, Arduino Fio,Arduino Leonardo,Arduino ডুয়ো গুলোই বেশি প্রচলিত। আর থার্ডপার্টি শিল্ড গুলো হচ্ছে Motor Shield, Wi Fi Shield, RF Shield,Ethernet Shield,Solar Charger Shield, RTC Shield,Arduino TFT LCD Screen, GSM Shield,Xbee Radio Module,Joystick Shield ইত্যাদি।

প্রশ্ন ৩: আমাদের কোর্সটা পরিচালনা করার ক্ষেত্রে কোন Arduino বোর্ডটি ব্যবহার করা হবে?
উত্তর : আমরা উক্ত কোর্সের জন্য Arduino Uno ব্যবহার করবো।

    @জুয়েল: কোর্সে সক্রিয়ভাবে অংশ গ্রহণের জন্য আপনাকে ধন্যবাদ, শুভ কামনা রইলো।

উফস অবশেষে অপেক্ষার অবসান ঘটালেন। ধন্যবাদ ভাই।।।

    @রিদোয়ান হোসেন: আপনাকেও ধন্যবাদ , শুভ কামনা রইলো।

    —————————————————————————————————————–
    প্রতিটা পর্বে কোর্সে সক্রিয় অংশগ্রহণকারীদের জন্য কিছু প্রশ্ন, প্রজেক্ট বা বিশেষ কিছু করণীয় থাকবে। এগুলো সম্পন্ন করে কোর্সে আপনার সক্রিয়তা নিশ্চিৎ করুন।

প্রশ্ন ১: একটা ওপেন সোর্স হার্ডওয়্যারের নাম উল্লেখ করে কি কি কাজে এটা ব্যবহার করা যাবে সংক্ষেপে লেখুন ?

উত্তরঃ একটি ওপেন সোর্স হার্ডওয়্যার এর কথা বলতে গেলে Arduino । Arduino এর কাজের ক্ষেত্রঃ- Arduino হল একতা ওপেন সোর্স প্লাটফর্ম যেটা যে কেও চাইলে ব্যবহার করতে পারবে,সংযোজন বা কমাতে পারবে নিজের চাহিদা মত। যেমনটি linux অপারেটিং সিস্টেম এর কত্থা আমরা বলতে পারি। খুব সহজ থেকে জটিল অনেক সার্কিট বানানো সম্ভব এর মাধ্যমে যেমন একতা ছোট ক্যালকলেটর থেকে শুরু করে রিমোট কন্ট্রোল ডিভাইস, সেন্সর, রোবট অনেক কিছুই।

প্রশ্ন ২: জনপ্রিয় Arduino কিছু বোর্ড এবং Shield এর নাম উল্লেখ করুন?
উত্তরঃ
Arduino Bords : Arduino Yùn,Arduino Leonardo,Arduino Uno,Arduino Due,Arduino Mega2560,Arduino Ethernet,Arduino Fio,Arduino Nano,The LilyPad Arduino,Arduino Pro,Arduino Esplora ইত্যাদি।

Arduino Shields: Motor Shield, Wi Fi Shield, RF Shield,Ethernet Shield,Solar Charger Shield, RTC Shield,Arduino TFT LCD Screen, GSM Shield,Xbee Radio Module,Joystick Shield ইত্যাদি।

প্রশ্ন ৩: আমাদের কোর্সটা পরিচালনা করার ক্ষেত্রে কোন Arduino বোর্ডটি ব্যবহার করা হবে?
উত্তরঃ
আমাদের কোর্সটা পরিচালনা করার ক্ষেত্রে Arduino Uno বোর্ডটি ব্যবহার করা হবে ।

    @ফাহিম চৌধুরী: পোস্ট টা অনেক ভালো হয়েছে। পরের পোস্ট এর অপেক্ষায় রইলাম ।

    @ফাহিম চৌধুরী: কোর্সে সক্রিয়ভাবে অংশ গ্রহণের জন্য আপনাকে ধন্যবাদ, শুভ কামনা রইলো।

      @Ashim Kumar: অাপনাদের উৎসাহ এবং সক্রিয় অংশগ্রহণ, সামনের টিউন গুলোর উজ্জ্বলতা আরো বৃদ্ধি বরবে বলে মনে করি।

ভাই,
এর আগেও আপনার সব গুলো লেখা পড়েছি।সেগুলো অবশ্য টিউটোহোস্ট সাইট থেকে। খুব ভালো ভাবে বুঝাতে পারেন আপনি। অনেক দিন যাবৎ এরকম একটি সিরিজ এর আশা করছিলাম। আমি আশা করব মাঝ পথে যেন হারিয়ে না যান। এবার প্রশ্নের উত্তর দেবার চেষ্টা করি জানিনা কতটুকু পারব ।

প্রশ্ন ১: একটা ওপেন সোর্স হার্ডওয়্যারের নাম উল্লেখ করে কি কি কাজে এটা ব্যবহার করা যাবে সংক্ষেপে লেখুন ?
উত্তরঃ একটা ওপেন সোর্স হার্ডওয়্যারের নাম হল Arduino।
ডিজিটাল ঘড়ি, ক্যালকুলেটর, রিমোট কন্ট্রোল, ওয়্যারলেস কন্ট্রোল সিস্টেম, রোবট, এল ই ডি সাইন বোর্ড, ভয়েজ কন্ট্রোল ডিভাইস, অনলাইন কন্ট্রোল ডিভাইস, বিভিন্ন সেন্সর নিয়ন্ত্রিত ডিভাইস, সিকিউরিটি সিস্টেম, GPS, GSM কন্ট্রোল ডিভাইস ইত্যাদি তৈরিতে এটা ব্যবহার করা যাবে।

প্রশ্ন ২: জনপ্রিয় Arduino কিছু বোর্ড এবং Shield এর নাম উল্লেখ করুন?
উত্তরঃ জনপ্রিয় Arduino কিছু বোর্ড এর নাম যথা Arduino Uno, Arduino Mega 2560, Arduino Mini, Arduino Fio,Arduino Leonardo,Arduino Due ইত্যাদি।
জনপ্রিয় কিছু Shield এর নাম যথা Motor Shield, Wi Fi Shield, RF Shield,Ethernet Shield,Solar Charger Shield, RTC Shield,Arduino TFT LCD Screen, GSM Shield,Xbee Radio Module,Joystick Shield ইত্যাদি।

প্রশ্ন ৩: আমাদের কোর্সটা পরিচালনা করার ক্ষেত্রে কোন Arduino বোর্ডটি ব্যবহার করা হবে?
উত্তরঃ আমাদের কোর্সটা পরিচালনা করার ক্ষেত্রে Arduino Uno বোর্ডটি ব্যবহার করে করা হবে।
আগামীতে আবার কথা হবে ইনশাল্লাহ।

    @আজিজুল ইসলাম: কোর্সে সক্রিয়ভাবে অংশ গ্রহণের জন্য আপনাকে ধন্যবাদ, শুভ কামনা রইলো।

প্রশ্ন ১: একটা ওপেন সোর্স হার্ডওয়্যারের নাম উল্লেখ করে কি কি কাজে এটা ব্যবহার করা যাবে সংক্ষেপে লেখুন ?

উত্তরঃ একটা ওপেন সোর্স হার্ডওয়্যারের নাম হল Arduino. খুব সহজ থেকে জটিল অনেক সার্কিট বানানো সম্ভব এর মাধ্যমে। ডিজিটাল ঘড়ি, ক্যালকুলেটর, রিমোট কন্ট্রোল, ওয়্যারলেস কন্ট্রোল সিস্টেম, রোবট, এল ই ডি সাইন বোর্ড, ভয়েজ কন্ট্রোল ডিভাইস, অনলাইন কন্ট্রোল ডিভাইস, বিভিন্ন সেন্সর নিয়ন্ত্রিত ডিভাইস, সিকিউরিটি সিস্টেম, GPS, GSM কন্ট্রোল ডিভাইস ইত্যাদি তৈরিতে এটা ব্যবহার করা যাবে।

প্রশ্ন ২: জনপ্রিয় Arduino কিছু বোর্ড এবং Shield এর নাম উল্লেখ করুন?

উত্তরঃ জনপ্রিয় Arduino কিছু বোর্ড এর নাম যথা Arduino Uno, Arduino Mega 2560, Arduino Mini, Arduino Fio,Arduino Leonardo,Arduino Due ইত্যাদি।

জনপ্রিয় কিছু Shield এর নাম যথা Motor Shield, Wi Fi Shield, RF Shield,Ethernet Shield,Solar Charger Shield, RTC Shield,Arduino TFT LCD Screen, GSM Shield,Xbee Radio Module,Joystick Shield ইত্যাদি।

প্রশ্ন ৩: আমাদের কোর্সটা পরিচালনা করার ক্ষেত্রে কোন Arduino বোর্ডটি ব্যবহার করা হবে?
উত্তরঃ আমাদের কোর্সটা পরিচালনা করার ক্ষেত্রে Arduino Uno বোর্ডটি ব্যবহার করে করা হবে।

    @jhorapalok: কোর্সে সক্রিয়ভাবে অংশ গ্রহণের জন্য আপনাকে ধন্যবাদ, শুভ কামনা রইলো। আশা করছি আপনাদের এই ধরণের সক্রিয় অংশ গ্রহণ কোর্সের কার্যক্রমকে আরো সুন্দর করবে।

প্রশ্ন ১: একটা ওপেন সোর্স হার্ডওয়্যারের নাম উল্লেখ করে কি কি কাজে এটা ব্যবহার করা যাবে সংক্ষেপে লেখুন ?
উত্তরঃ একটা ওপেন সোর্স হার্ডওয়্যারের নাম হল Spykee।এটি একটি রোবটিক ওপেন সোর্স হার্ডওয়্যারের ।এটি তৈরি করেন Erector / Meccano ।এটিতে একটি ইউএসবি ওয়েবক্যাম, মাইক্রোফোন এবং স্পিকার রয়েছে ।কম্পিউটার দ্বারা স্থানীয়ভাবে বা ইন্টারনেটের মাধ্যমে নিয়ন্ত্রিত, মালিক অন বোর্ড মাইক্রোফোনে আশেপাশের শুনতে, ছবি এবং ভিডিও গ্রহণ করা, স্থানীয় রাউটার এর পরিসীমা মধ্যে বিভিন্ন অবস্থান থেকে রোবট সরানো এবং শব্দ ও ছবি রেকরদ করতে পারে । Spyke তে wifi ও ইন্টারনেট সংযোগ দেওয়া আছে।Spykee ভিতরে WaveStorm ইলেকট্রনিক্স নামক একটি ফরাসি স্টার্ট আপ দ্বারা নির্মিত হয়েছিল।

প্রশ্ন ২: জনপ্রিয় Arduino কিছু বোর্ড এবং Shield এর নাম উল্লেখ করুন?
উত্তরঃ
জনপ্রিয় Arduino কিছু বোর্ড : Arduino Uno, Arduino Leonardo, Arduino Due, Arduino Yún, Arduino Tre, Arduino Micro ইত্যাদি।
জনপ্রিয় Arduino কিছু Shield : Arduino GSM Shield, Arduino Ethernet Shield, Arduino WiFi Shield, Arduino Wireless SD Shield ইত্যাদি।

প্রশ্ন ৩: আমাদের কোর্সটা পরিচালনা করার ক্ষেত্রে কোন Arduino বোর্ডটি ব্যবহার করা হবে?
উত্তরঃ আমাদের কোর্সটা পরিচালনা করার ক্ষেত্রে Arduino Uno বোর্ডটি ব্যবহার করে করা হবে।

    @ওমর ফারুক: কোর্সে সক্রিয়ভাবে অংশ গ্রহণের জন্য আপনাকে ধন্যবাদ, শুভ কামনা রইলো। কোর্সের কার্যক্রমকে আরো সুন্দর করার জন্য আপনাদের কোনো মতামত থাকলে, জানাতে পারেন, টেকটিউনস কতৃপক্ষ সমর্থন করলে, সেগুলো কার্যকর করা হবে।

Level 0

সত্যিই অসীম !মানুষের শেখার ও জানার আগ্রহ থাকলে সে অনেক কিছুই শিখতে ও জানতে পারে।সাধারনত টেকটিউনসে কোন রিপরাই দেওয়া হয় না। বিন্তু অনেক দিন পর আবার কমেন্ট দিলাম. সুন্দর হয়েছে সিরিজ টিউনটি।

    @Viru: ধন্যবাদ ভাই। শুভ কামনা রইলো।

প্রশ্ন ১: একটা ওপেন সোর্স হার্ডওয়্যারের নাম উল্লেখ করে কি কি কাজে এটা ব্যবহার করা যাবে সংক্ষেপে লেখুন ?
উত্তরঃ Arduino Uno এটির সাহায্যে বিভিন্ন ধরনের ইলেক্ট্রনিক প্রজেক্ট করা যাবে।যেমনঃ ডিজিটাল ঘড়ি, ক্যালকুলেটর, রিমোট কন্ট্রোল, রোবট, এল ই ডি সাইন বোর্ড

প্রশ্ন ২: জনপ্রিয় Arduino কিছু বোর্ড এবং Shield এর নাম উল্লেখ করুন?
উত্তরঃ Arduino বোর্ডঃ Arduino Uno, Arduino Mega 2560, Arduino Mini
Arduino Shield: Motor Shield, Wi Fi Shield, RF Shield,Ethernet Shield

প্রশ্ন ৩: আমাদের কোর্সটা পরিচালনা করার ক্ষেত্রে কোন Arduino বোর্ডটি ব্যবহার করা হবে?
উত্তরঃ Arduino Uno

    @apon_adhora: কোর্সে সক্রিয়ভাবে অংশ গ্রহণের জন্য আপনাকে ধন্যবাদ, শুভ কামনা রইলো। কোর্সের কার্যক্রমকে আরো সুন্দর করার জন্য আপনাদের কোনো মতামত থাকলে, জানাতে পারেন, টেকটিউনস কতৃপক্ষ সমর্থন করলে, সেগুলো কার্যকর করা হবে।

      @Ashim Kumar: প্রতিটি ক্লাস বা ফুল কোর্সের এর টাইম সিডিউল দিলে ভাল হত। মানে কতটি ক্লাস হবে এবং কতদিন পরপর নতুন টিউন হবে ইত্যাদি ইত্যাদি।

Level 0

উত্তর ১- Arduino একটি open source hardware. এটি ব্যাবহার করা যাবে ডিজিটাল ঘড়ি, LED সাইন বোর্ড, রোবট ইত্যাদি প্রজেক্ট-এ।
উত্তর ২- arduino uno, arduino micro, arduino mini ইত্যাদি।
উত্তর ৩- arduino uno

Level 0

২নং প্রশ্নের একাংশের উত্তর ভুল বশতঃ লেখা হয়নি। উত্তরটি হবে motor shield, wifi shield, ethernet shield. অনিচ্ছাকৃত এই ভুলের জন্য ক্ষমা চাইছি।

    @jimad: কোর্সে সক্রিয়ভাবে অংশ গ্রহণের জন্য আপনাকে ধন্যবাদ, শুভ কামনা রইলো। কোর্সের কার্যক্রমকে আরো সুন্দর করার জন্য আপনাদের কোনো মতামত থাকলে, জানাতে পারেন, টেকটিউনস কতৃপক্ষ সমর্থন করলে, সেগুলো কার্যকর করা হবে।

Level 0

প্রশ্ন ১: একটা ওপেন সোর্স হার্ডওয়্যারের নাম উল্লেখ করে কি কি কাজে এটা ব্যবহার করা যাবে সংক্ষেপে লেখুন ?
উত্তরঃ একটা ওপেন সোর্স হার্ডওয়্যারের নাম হল Arduino. খুব সহজ থেকে জটিল অনেক সার্কিট বানানো সম্ভব এর মাধ্যমে। ডিজিটাল ঘড়ি, ক্যালকুলেটর, রিমোট কন্ট্রোল, ওয়্যারলেস কন্ট্রোল সিস্টেম, রোবট, এল ই ডি সাইন বোর্ড, ভয়েজ কন্ট্রোল ডিভাইস, অনলাইন কন্ট্রোল ডিভাইস, বিভিন্ন সেন্সর নিয়ন্ত্রিত ডিভাইস, সিকিউরিটি সিস্টেম, GPS, GSM কন্ট্রোল ডিভাইস ইত্যাদি তৈরিতে এটা ব্যবহার করা যাবে।
প্রশ্ন ২: জনপ্রিয় Arduino কিছু বোর্ড এবং Shield এর নাম উল্লেখ করুন?
উত্তরঃ জনপ্রিয় Arduino কিছু বোর্ড : Arduino Uno, Arduino Leonardo, Arduino Due, Arduino Yún, Arduino Tre, Arduino Micro ইত্যাদি।
জনপ্রিয় Arduino কিছু Shield : Arduino GSM Shield, Arduino Ethernet Shield, Arduino WiFi Shield, Arduino Wireless SD Shield ইত্যাদি।
প্রশ্ন ৩: আমাদের কোর্সটা পরিচালনা করার ক্ষেত্রে কোন Arduino বোর্ডটি ব্যবহার করা হবে?
উত্তরঃ আমাদের কোর্সটা পরিচালনা করার ক্ষেত্রে Arduino Uno বোর্ডটি ব্যবহার করে করা হবে।

Level 0

উত্তরঃ১-একটি ওপেন সোর্স হার্ডওয়ারের নাম অর্ডুইনো।এটি ব্যবহার করে ডিজিটাল ঘড়ি,রোবট,ক্যালকুলেটর,রিমোট কন্ট্রোল সিস্টেম ইত্যাদি তৈরী করা যায়।
উত্তরঃ২-কয়েকটি জনপ্রিয় অরডুইনো বোর্ড হলো অর্ডুইনো উনো,ডিউ,ট্রি,মাইক্রো ইত্যাদি।কয়েকটি শিল্ড হলো ওয়াইফাই,জিএসএম,ইথারনেট শিল্ড ইত্যাদি।
উত্তরঃ৩-আমাদের কোর্সে অর্ডুইনো উনো ব্যবহৃত হবে।
ধন্যবাদ অসীম ভাই।

    @Sayedkp: কোর্সে সক্রিয়ভাবে অংশ গ্রহণের জন্য আপনাকে ধন্যবাদ, শুভ কামনা রইলো।

প্রশ্ন ১: একটা ওপেন সোর্স হার্ডওয়্যারের নাম উল্লেখ করে কি কি কাজে এটা ব্যবহার করা যাবে সংক্ষেপে লেখুন ।
উত্তরঃ একটা ওপেন সোর্স হার্ডওয়্যারের নাম হল Arduino। প্রোগ্রামিং এর মাধ্যমে এটি দ্বারা ডিজিটাল ঘড়ি, ক্যালকুলেটর, রিমোট কন্ট্রোল, রোবট, এল ই ডি সাইন বোর্ড, ভয়েজ কন্ট্রোল ডিভাইস, অনলাইন কন্ট্রোল ডিভাইস, বিভিন্ন সেন্সর নিয়ন্ত্রিত ডিভাইস, ওয়্যারলেস কন্ট্রোল সিস্টেম, সিকিউরিটি সিস্টেম, GPS, GSM কন্ট্রোল ডিভাইস ইত্যাদি তৈরি করা যায়।
প্রশ্ন ২: জনপ্রিয় কিছু Arduino বোর্ড এবং Shield এর নাম উল্লেখ করুন।
উত্তরঃ জনপ্রিয় কিছু Arduino বোর্ড : Arduino Uno, Arduino Mega 2560, Arduino Mini, Arduino Fio,Arduino Leonardo,Arduino Due ইত্যাদি।
জনপ্রিয় কিছু Arduino Shield : Motor Shield, Wi Fi Shield, RF Shield,Ethernet Shield,Solar Charger Shield, RTC Shield,Arduino TFT LCD Screen, GSM Shield,Xbee Radio Module,Joystick Shield ইত্যাদি।
প্রশ্ন ৩: আমাদের কোর্সটা পরিচালনা করার ক্ষেত্রে কোন Arduino বোর্ডটি ব্যবহার করা হবে?
উত্তরঃ আমাদের কোর্সটা পরিচালনা করার ক্ষেত্রে Arduino Uno বোর্ডটি ব্যবহার করে করা হবে।

    @mehedi hasan: কোর্সে সক্রিয়ভাবে অংশ গ্রহণের জন্য আপনাকে ধন্যবাদ, শুভ কামনা রইলো।

প্রশ্ন ১: একটা ওপেন সোর্স হার্ডওয়্যারের নাম উল্লেখ করে কি কি কাজে এটা ব্যবহার করা যাবে সংক্ষেপে লেখুন ?
উত্তরঃ ওপেন সোর্স হার্ডওয়্যারের মধ্যে Arduino অন্যতম। ওপেন সোর্স হউয়ায় এটির ডিজাইন এবং প্রয়োজনীয় সফটউয়ার সবার জন্য উন্মুক্ত তাই প্রয়োজনমতো এর যেকোন পরিবর্তন করা যায়। এই ওপেন সোর্স হার্ডওয়্যারটি ব্যবহার করে ডিজিটাল ঘড়ি, ক্যালকুলেটর, রিমোট কন্ট্রোল, রোবট, এল ই ডি সাইন বোর্ড, ভয়েজ কন্ট্রোল ডিভাইস, অনলাইন কন্ট্রোল ডিভাইস, বিভিন্ন সেন্সর নিয়ন্ত্রিত ডিভাইস, ওয়্যারলেস কন্ট্রোল সিস্টেম, সিকিউরিটি সিস্টেম, এমন কি জিপিএস, জিএসএম কন্ট্রোল ডিভাইস বা ইলেকট্রনিক প্রজেক্ট সমূহ তৈরি করা যায়।

প্রশ্ন ২: জনপ্রিয় Arduino কিছু বোর্ড এবং Shield এর নাম উল্লেখ করুন?
উত্তরঃ
*জনপ্রিয় কিছু Arduino Board এর নাম উল্লেখ করা হলো
1) Arduino Uno
2) Arduino Leonardo
3) Arduino Due
4) Arduino Yún
5) Arduino Tre
6) Arduino Micro
7) Arduino Robot
8) Arduino Esplora
9) Arduino Mega ADK
10) Arduino Ethernet
11) Arduino Mega 2560
12) Arduino Mini
13) LilyPad Arduino USB
14) LilyPad Arduino Simple
15) LilyPad Arduino SimpleSnap
16) LilyPad Arduino
17) Arduino Nano
18) Arduino Pro Mini
19) Arduino Pro
20) Arduino Fio

*জনপ্রিয় কিছু Arduino Shield এর নাম উল্লেখ করা হলো
1) Arduino GSM Shield
2) Arduino Ethernet Shield
3) Arduino WiFi Shield
4) Arduino Wireless SD Shield
5) Arduino Motor Shield
6) Arduino Wireless Proto Shield
7) Arduino Proto Shield

প্রশ্ন ৩: আমাদের কোর্সটা পরিচালনা করার ক্ষেত্রে কোন Arduino বোর্ডটি ব্যবহার করা হবে?
উত্তরঃ কোর্সটি পরিচালনা ক্ষেত্রে Arduino Uno বোর্ডটি ব্যবহার করা হবে।

ধন্যবাদ অসীম কুমার এবং টেকটিউন্স পরিবারকে এই উদ্যোগের জন্য।

    @নুরমোহাম্মদ ভুইয়া: কোর্সে সক্রিয়ভাবে অংশ গ্রহণের জন্য আপনাকে ধন্যবাদ, শুভ কামনা রইলো।

প্রশ্ন ১ :
Arduino একটি open source হার্ডওয়্যার ।
এটি ব্যবহার করে ডিজিটাল ঘড়ি, ক্যালকুলেটর, রিমোট কন্ট্রোল, রোবট, এল ই ডি সাইন বোর্ড, ভয়েজ কন্ট্রোল ডিভাইস, অনলাইন কন্ট্রোল ডিভাইস, বিভিন্ন সেন্সর নিয়ন্ত্রিত ডিভাইস, ওয়্যারলেস কন্ট্রোল সিস্টেম, সিকিউরিটি সিস্টেম, এমন কি GPS, GSM কন্ট্রোল ডিভাইস বা ইলেকট্রনিক প্রজেক্ট সমূহ তৈরি করা যায়।

প্রশ্ন ২ :
Arduino Board – কিছু জনপ্রিয় Arduino Board হল Arduino Uno, Arduino Mega 2560, Arduino Mini, Arduino Fio,Arduino Leonardo,Arduino Due ইত্যাদি।
Arduino Shield – কিছু উল্লেখযোগ্য Arduino Shield হল Motor Shield, Wi Fi Shield, RF Shield,Ethernet Shield,Solar Charger Shield, RTC Shield,Arduino TFT LCD Screen, GSM Shield,Xbee Radio Module, Joystick Shield ইত্যাদি ।

প্রশ্ন ৩ :

আমরা এই কোর্সে Arduino Uno বোর্ডটি ব্যবহার করব ।

    @green poison: কোর্সে সক্রিয়ভাবে অংশ গ্রহণের জন্য আপনাকে ধন্যবাদ, শুভ কামনা রইলো।

Level 0

1. Arduino একটা দারুন ওপেনসোর্স ইলেকট্রোনিক প্রটোটাইপিং হার্ডওয়্যার টুলস যা ব্যবহার করে নিজের ইচ্ছেমতো ডিজিটাল ঘড়ি, ক্যালকুলেটর, রিমোট কন্ট্রোল, রোবট, এল ই ডি সাইন বোর্ড, ভয়েজ কন্ট্রোল ডিভাইস, অনলাইন কন্ট্রোল ডিভাইস, বিভিন্ন সেন্সর নিয়ন্ত্রিত ডিভাইস, ওয়্যারলেস কন্ট্রোল সিস্টেম, সিকিউরিটি সিস্টেম, এমন কি GPS, GSM কন্ট্রোল ডিভাইস বা ইলেকট্রনিক প্রজেক্ট সমূহ তৈরি করা যায়।

2. জনপ্রিয় Arduino Board গুলো হচ্ছে Arduino Uno, Arduino Mega 2560, Arduino Mini, Arduino Fio,Arduino Leonardo,Arduino Due ইত্যাদি।
Arduino র অফিসিয়াল এবং নির্ভরযোগ্য কিছু প্রতিষ্ঠানের থার্ডপার্টি Shields গুলোর মধ্যে উল্লেখযোগ্য কিছু Shield হচ্ছে Motor Shield, Wi Fi Shield, RF Shield,Ethernet Shield,Solar Charger Shield, RTC Shield,Arduino TFT LCD Screen, GSM Shield,Xbee Radio Module,Joystick Shield ইত্যাদি।

3. আমরা এই কোর্সে জন্য Arduino Uno ব্যবহার করবো

    @j0k3r: কোর্সে সক্রিয়ভাবে অংশ গ্রহণের জন্য আপনাকে ধন্যবাদ, শুভ কামনা রইলো।

১। একটি ওপেন সোর্স হার্ডওয়্যারের নাম হল আরডুইনো। এটি দিয়ে বিভিন্ন প্রজেক্ট করা যায় যেমন রোবট কন্ট্রল, ডিজিটাল ক্লক, ইন্ডাস্ট্রিয়াল কাজে ব্যাবহার করা, ড্রোন কনট্রোল, ইন্ডিকেটর লাইট ইত্যাদি।
২। কয়েকটি আরডুইনো বোর্ডের নাম হল Arduino Uno,Arduino Mega,Arduino Pro Mini,Arduino Yun,Arduino Leonardo,Arduino Flora ইত্যাদি।
৩। আমরা এই কোর্সে Arduino Uno ব্যাবহার করব। ( আমার জন্য সুবিধাই হল, আমার অলরেডি একটা Arduino Uno বোর্ড আছেই।

    @TYMO BDCyclists: কোর্সে সক্রিয়ভাবে অংশ গ্রহণের জন্য আপনাকে ধন্যবাদ, শুভ কামনা রইলো।

Level 0

প্রশ্ন ১: একটা ওপেন সোর্স হার্ডওয়্যারের নাম উল্লেখ করে কি কি কাজে এটা ব্যবহার করা যাবে সংক্ষেপে লেখুন ?
উত্তরঃ একটা ওপেন সোর্স হার্ডওয়্যারের নাম হল Arduino।
ডিজিটাল ঘড়ি, ক্যালকুলেটর, রিমোট কন্ট্রোল, ওয়্যারলেস কন্ট্রোল সিস্টেম, রোবট, এল ই ডি সাইন বোর্ড, ভয়েজ কন্ট্রোল ডিভাইস, অনলাইন কন্ট্রোল ডিভাইস, বিভিন্ন সেন্সর নিয়ন্ত্রিত ডিভাইস, সিকিউরিটি সিস্টেম, GPS, GSM কন্ট্রোল ডিভাইস ইত্যাদি তৈরিতে এটা ব্যবহার করা যাবে।

প্রশ্ন ২: জনপ্রিয় Arduino কিছু বোর্ড এবং Shield এর নাম উল্লেখ করুন?
উত্তরঃ জনপ্রিয় Arduino কিছু বোর্ড এর নাম যথা Arduino Uno, Arduino Mega 2560, Arduino Mini, Arduino Fio,Arduino Leonardo,Arduino Due ইত্যাদি।
জনপ্রিয় কিছু Shield এর নাম যথা Motor Shield, Wi Fi Shield, RF Shield,Ethernet Shield,Solar Charger Shield, RTC Shield,Arduino TFT LCD Screen, GSM Shield,Xbee Radio Module,Joystick Shield ইত্যাদি।

প্রশ্ন ৩: আমাদের কোর্সটা পরিচালনা করার ক্ষেত্রে কোন Arduino বোর্ডটি ব্যবহার করা হবে?
উত্তরঃ আমাদের কোর্সটা পরিচালনা করার ক্ষেত্রে Arduino Uno বোর্ডটি ব্যবহার করে করা হবে।

    @MBT2000: কোর্সে সক্রিয়ভাবে অংশ গ্রহণের জন্য আপনাকে ধন্যবাদ, শুভ কামনা রইলো।

আমি মনে হয় অনেক দেরি করে ফেলেছি। তারপর দেখি কিছু শিখতে পারি কি না ।ধন্যবাদ আপনাকে।আরো ধন্যবাদ টিটি কে ।
প্রশ্ন ১: একটা ওপেন সোর্স হার্ডওয়্যারের নাম উল্লেখ করে কি কি কাজে এটা ব্যবহার করা যাবে সংক্ষেপে লেখুন ?
উত্তরঃ একটা ওপেন সোর্স হার্ডওয়্যারের নাম হিসেবে আমরা ইতি মধ্যে আরডুইনো সম্পর্কে জানতে পারলাম ।ডিজিটাল ঘড়ি,কেলকোলেটর,রিমোট কন্ট্রোল ,রোবট ,এল ই ডি সাইন বোর্ড,ভয়েস কন্ট্রোল ডিভাইস,অনলাইন কন্ট্রোল ডিভাইস,ওয়্যারলেস কন্ট্রোল ডিভাইস,সিকিউরিটি সিস্টেম,এমন কি GPS,GSM কন্ট্রোল ডিভাইস তৈরি সহ ইত্যাদি কাজে ব্যবহার করা যায় ।এই ওপেন সোর্স হার্ডওয়্যারটি(আরডুইনো) দিয়ে আমরা একটা ইলেকট্রনিক প্রজেক্ট তৈরি করতে পারি ।
প্রশ্ন ২: জনপ্রিয় Arduino কিছু বোর্ড এবং Shield এর নাম উল্লেখ করুন?
উত্তরঃ বিভিন্ন ইলেক্ট্রনিক্স মার্কেটে বিভিন্ন ধরনের আরডুইনো পাওয়া যায় ।এর মাঝে উল্লেখ করা যায়-Arduino Uno,Arduino mega 2560,Arduino Fio,Arduino mini,Arduino Leonardo,Arduino Due ইত্যাদি ।আরডুইনোর কিছু অফিসিয়াল এবং নির্ভরযোগ্য কিছু প্রতিষ্ঠানের থার্ডপার্টি শিল্ড রয়েছে এর মাঝে উল্লেখ করা যায়-Motor shield,Wi Fi Shield,RF Shield,Ethernet Shield,Solar Shield,Charger Shield,RTC Shield,Arduino TFT LCD Screeb,GSM Shield,Xbee Redio Module,Joystick Shield ইত্যাদি ।
প্রশ্ন ৩: আমাদের কোর্সটা পরিচালনা করার ক্ষেত্রে কোন Arduino বোর্ডটি ব্যবহার করা হবে?
উত্তরঃ আমাদের কোর্সটা পরিচালনা করার জন্য Arduino Uno ব্যবহার করা হবে ।

    @Md.Ishaq Mia: দেড়িতে হলেও কোর্সে সক্রিয়ভাবে অংশ গ্রহণের জন্য আপনাকে ধন্যবাদ, শুভ কামনা রইলো।

Level 0

উত্তর-১: বিভিন্ন ওপেন সোর্স হার্ডওয়্যারের মধ্যে Arduino একটি ওপেন সোর্স হার্ডওয়্যার। ব্যবহারকারীর প্রয়োজন অনুসারে এটি অগুনিত কাজে ব্যবহার করা যায়; তথাপি ওপেন সোর্স হার্ডওয়্যার হওয়ায় একে ব্যবহারকারী তার ইচ্ছে অনুযায়ী Modify করতে পারেন। তন্মদ্ধে কয়েকটি ব্যবহার হলঃ Analog & Digital data measuring device, Analog & Digital data processing, Analog-Digital data conversion, Seven segment & LCD display control, Wireless transmitter & receiver circuit, Small scale control system ইত্যাদি। এছারাও ডিজিটাল ঘড়ি, ক্যালকুলেটর, রিমোট কন্ট্রোল, রোবট, এল ই ডি সাইন বোর্ড, ভয়েজ কন্ট্রোল ডিভাইস, অনলাইন কন্ট্রোল ডিভাইস, বিভিন্ন সেন্সর নিয়ন্ত্রিত ডিভাইস, ওয়্যারলেস কন্ট্রোল সিস্টেম, সিকিউরিটি সিস্টেম, এমন কি GPS, GSM কন্ট্রোল ডিভাইস ইত্যাদি তৈরী করা সম্ভব।

উত্তর-২: কিছু Arduino বোর্ডের নাম হলঃ Arduino Uno, Arduino Mega 2560, Arduino Mini, Arduino Fio, Arduino Leonardo, Arduino Due ইত্যাদি।
কিছু Arduino শিল্ডের নাম হলঃ GSM Shield, Wi Fi Shield, Xbee Radio Module, RF Shield, Motor Shield, Ethernet Shield, Solar Charger Shield, RTC Shield, Arduino TFT LCD Screen, Joystick Shield ইত্যাদি।

উত্তর-৩: টেকটিউন্সের এই কোর্সটি পরিচালনার ক্ষেত্রে Arduino Uno বোর্ডটি ব্যবহার করা হবে।

আমার একটি প্রশ্নঃ Arduino Uno এবং Arduino Uno R3 কি একই?

    @rafi13: কোর্সে সক্রিয়ভাবে অংশ গ্রহণের জন্য আপনাকে ধন্যবাদ, শুভ কামনা রইলো।

    ** Arduino Uno এবং Arduino Uno R3 একই

Level 0

ধন্যবাদ এত সুন্দর একটি টিউনের জন্য।

প্রশ্ন ১: একটা ওপেন সোর্স
হার্ডওয়্যারের নাম উল্লেখ করে
কি কি কাজে এটা ব্যবহার
করা যাবে সংক্ষেপে লেখুন ?

ঊত্তর : বিভিন্ন প্রকার ওপেন সোর্স হার্ডওয়্যারের মধ্যে আর্ডুইনো (Arduino) অন্যতম । এটা একটা মাইক্রোকন্ট্রোলার নিয়ন্ত্রিত ডেভলপমেন্ট বোর্ড।
সাধারণত Atmel (যেমন:Atmega128,Atmega326,Atmega2560 etc) সিরিজের
মাইক্রোকন্ট্রোলার ব্যবহার করা হয়।

ব্যাবহার: আর্ডুইনো বহুবিদ কাজে ব্যবহার করা যেতে পারে। যেমন -ডিজিটাল ঘড়ি,ক্যালকুলেটর, রিমোট কন্ট্রোল, রোবট, এল ই ডি সাইন বোর্ড, ভয়েজ কন্ট্রোল
ডিভাইস, অনলাইন কন্ট্রোল ডিভাইস, বিভিন্ন সেন্সর নিয়ন্ত্রিত ডিভাইস, ওয়্যারলেস কন্ট্রোল সিস্টেম, সিকিউরিটি সিস্টেম, জি পি এস /জি এস এম কন্ট্রোল ডিভাইস
ইত্যাদি তোরিতে। এ ছাড়াও বিভিন্ন জটিল ইলেকট্রনিক প্রজেক্ট তৈরিতে Arduino বর্তমানে ব্যেপক ভাবে ব্যবহৃত হচ্ছে ।

প্রশ্ন ২: জনপ্রিয় Arduino কিছু বোর্ড এবং Shield এর নাম উল্লেখ করুন?

ঊত্তর : জনপ্রিয় Arduino কিছু বোর্ড এর নাম: Arduino Uno,
Arduino Mega 2560, Arduino Mini,
Arduino Fio,Arduino
Leonardo,Arduino Due ইত্যাদি।
জনপ্রিয় Arduino কিছু Shield এর নাম: Motor Shield, Wi Fi Shield, RF
Shield,Ethernet Shield,Solar Charger Shield, RTC Shield,Arduino TFT LCD Screen, GSM Shield,Xbee Radio Module,Joystick Shield ইত্যাদি।

প্রশ্ন ৩: আমাদের কোর্সটা পরিচালনা করার ক্ষেত্রে কোন Arduino বোর্ডটি ব্যবহার করা হবে?

ঊত্তর : কম দাম ও সহজ লভ্যতার জন্য এই কোর্স এ “Arduino Uno” বোর্ড ব্যবহৃত হবে।

    Level 0

    @mizbah:
    typing error *(Atmega168,Atmega328) 😛

    @mizbah: কোর্সে সক্রিয়ভাবে অংশ গ্রহণের জন্য আপনাকে ধন্যবাদ, শুভ কামনা রইলো।

Level 0

typing error *(Atmega168,Atmega328) 😛

Level 0

উত্তরঃ
1. বর্তমানে একটি অত্যন্ত জনপ্রিয় ওপেন সোর্স ডিজিটাল ইলেকট্রনিক্স হার্ডওয়ার হচ্ছে Arduino. বর্তমানে এটি একটি বহুল ব্যবহ্নত ডিভাইস, এর অন্যতম প্রধান ব্যবহার হচ্ছে- ডিজিটাল ঘড়ি, ক্যালকুলেটর,রোবট, এল ই ডি ডিসপ্লে, রিমোট কন্টো্ল সুইচ, অনলাইন কন্টোল সুইচ, ডিজিটাল তাপমাত্রা পরিমাপক যন্ত্র,বিভিন্ন ধরনের সেন্সর ইন্টারফেসিং ইত্যাদি।

2. বর্তমানে বিভিন্ন ধরনের Arduino Shield রয়েছে , তার মধ্য অন্যতম হচ্ছে
a. Arduino Uno
b. Arduino Mega 2560
c. Arduino mini
d. Arduino Fio
e. Arduino Leonardo
f. Arduino Due

3. এই কোর্স টি তে Arduino Uno বোর্ড ব্যবহার করা হবে।

    @shariful: কোর্সে সক্রিয়ভাবে অংশ গ্রহণের জন্য আপনাকে ধন্যবাদ, শুভ কামনা রইলো।

ভাইয়া, আমি এই কোর্সটির সব লেসন গুলোতে অংশগ্রহণ করেছি এবং এ অনুযায়ী কাজ করেছি। আসলে আমি কোর্সের শেষে যে প্রশ্ন গুলো করা হয় তার উত্তরগুলো আগে জমা দিই নাই। এখন দিয়ে দিছি।
১. একটা ওপেন সোর্স হার্ডওয়্যারের নাম উল্লেখ করে কি কি কাজে এটা ব্যবহার করা যাবে সংক্ষেপে লিখুন?
উত্তর: একটা জনপ্রিয় ওপেন সোর্স হার্ডওয়্যারের নাম হলো আরডুইনো।
আরডুইনো ব্যবহার করে বিভিন্ন ধরনের ক্যালকুলেটর, ডিজিটাল ঘড়ি, ডিজিটাল থার্মোমিটার, রোবট , রিমোট কন্ট্রোল ডিভাইস, এল ই ডি মুভিং মেসেজ ডিসপ্লে এবং মাল্টি ফাংশনাল বিভিন্ন ইলেকট্রনিক্স যন্ত্র তৈরী করা যায়।
২. জনপ্রিয় Arduino কিছু বোর্ড এবং Shield এর নাম উল্লেখ করুন?
উত্তর: জনপ্রিয় কিছু Arduino বোর্ডের নাম হলো: Arduino Uno, Arduino Mega 2560, Arduino Mini, Arduino Fio,Arduino Leonardo,Arduino Due ইত্যাদি
এবং Shield এর নাম হলো: Arduino GSM Shield, Arduino Ethernet Shield, Arduino WiFi Shield, Arduino Wireless SD Shield, Arduino Motor Shield, Arduino Wireless Proto Shield, Arduino Proto Shield
৩. আমাদের কোর্সটা পরিচালনা করার ক্ষেত্রে কোন বোর্ডটি ব্যবহার করা হবে?
উত্তর: Arduino Uno

▓▓Ques 1: একটা ওপেন সোর্স হার্ডওয়্যারের নাম উল্লেখ করে কি কি কাজে এটা ব্যবহার করা যাবে সংক্ষেপে লেখুন ?

Ans: একটি ওপেন সোর্স হার্ডওয়্যার এর কথা বলতে গেলে Arduino । Arduino এর কাজের ক্ষেত্রঃ- Arduino হল একতা ওপেন সোর্স প্লাটফর্ম যেটা যে কেও চাইলে ব্যবহার করতে পারবে,সংযোজন বা কমাতে পারবে নিজের চাহিদা মত। যেমনটি linux অপারেটিং সিস্টেম এর কত্থা আমরা বলতে পারি। খুব সহজ থেকে জটিল অনেক সার্কিট বানানো সম্ভব এর মাধ্যমে যেমন একতা ছোট ক্যালকলেটর থেকে শুরু করে রিমোট কন্ট্রোল ডিভাইস, সেন্সর, রোবট অনেক কিছুই।

▓▓Ques 2: জনপ্রিয় Arduino কিছু বোর্ড এবং Shield এর নাম উল্লেখ করুন?
Ans: জনপ্রিয় Arduino কিছু বোর্ড এবং Shield এর নাম :
Arduino Bords : Arduino Yùn,Arduino Leonardo,Arduino Uno,Arduino Due,Arduino Mega2560,Arduino Ethernet,Arduino Fio,Arduino Nano,The LilyPad Arduino,Arduino Pro,Arduino Esplora ইত্যাদি।

Arduino Shields: Motor Shield, Wi Fi Shield, RF Shield,Ethernet Shield,Solar Charger Shield, RTC Shield,Arduino TFT LCD Screen, GSM Shield,Xbee Radio Module,Joystick Shield ইত্যাদি।

▓▓Ques 3: আমাদের কোর্সটা পরিচালনা করার ক্ষেত্রে কোন Arduino বোর্ডটি ব্যবহার করা হবে?
Ans: কোর্সটা পরিচালনা করার ক্ষেত্রে Arduino Uno বোর্ডটি ব্যবহার করা হবে ।

১ম উত্তরঃ Arduino একটি ওপেন সোর্স হার্ডওয়্যার। যা হচ্ছে সেই সকল হার্ডওয়্যার- যার ডিজাইন, এবং আনুসঙ্গিক সব উপকরণ সবার জন্য উন্মুক্ত, সবাই এটার উপর গবেষণা, পরিবর্তন, বিতরণ, নতুনভাবে উৎপাদন এবং বিক্রি করতে পারেন।
২য় উত্তরঃ Arduino Board হচ্ছে Arduino Uno, Arduino Mega 2560, Arduino Mini, Arduino Fio,Arduino Leonardo,Arduino Due ইত্যাদি। জনপ্রিয় Arduino কিছু Shield হচ্ছে Motor Shield, Wi Fi Shield, RF Shield,Ethernet Shield,Solar Charger Shield, RTC Shield,Arduino TFT LCD Screen, GSM Shield,Xbee Radio Module,Joystick Shield ইত্যাদি।
৩য় উত্তরঃ Arduino Uno বোর্ডটি ব্যবহার করা হবে।

অনেক ধন্যবাদ ভাই এমন গুরুত্যপূর্ন একটা কোর্স শুরু করার জন্য।।।

Level 0

প্রশ্ন ১: একটা ওপেন সোর্স হার্ডওয়্যারের নাম
উল্লেখ করে কি কি কাজে এটা ব্যবহার করা যাবে
সংক্ষেপে লেখুন?

উত্তর : ওপেন সোর্স হার্ডওয়্যারের বিভিন্ন
কার্যসম্পাদন যন্ত্রাংশের মধ্যে আমরা ইতিমধ্যেই
আরডুইনোর ব্যাপারে জে‌নে‌ছি। ওপেন
সোর্স হার্ডওয়্যারটির ক্ষেত্রে এর ডিজাইন,
সার্কিট ডায়াগ্রাম, লে-আউট ডায়াগ্রাম, হার্ডওয়্যারটি তৈরি
এবং ব্যবহারের জন্য প্রয়োজনীয় ড্রাইভার
সফটওয়্যার, ফার্মওয়্যার, আই ডি ই সফটওয়্যার সমূহ
সবার জন্য উন্মুক্ত রাখা হয়। যার ফলে আমরা অতি
সহজেই উক্ত হার্ডওয়্যারের ডিজাইন, সার্কিট ডায়াগ্রাম
বা লে-আউট ডায়াগ্রাম পরিবর্তন করতে পারি,
পরিবর্ধন করতে পারি, কার্যক্ষমতা বাড়াতে পারি,
অপ্রয়োজনীয় অংশ বাদ দিতে পারি। আরডুইনো দ্বারা আমরা
আমাদের নিজেদের ইচ্ছেমতো ডিজিটাল ঘড়ি,
ক্যালকুলেটর, রিমোট কন্ট্রোল, রোবট, এল ই
ডি সাইন বোর্ড, ভয়েজ কন্ট্রোল ডিভাইস,
অনলাইন কন্ট্রোল ডিভাইস, বিভিন্ন সেন্সর
নিয়ন্ত্রিত ডিভাইস, ওয়্যারলেস কন্ট্রোল সিস্টেম,
সিকিউরিটি সিস্টেম, জি পি এস / জি এস এম কন্ট্রোল
ডিভাইস বা ইলেকট্রনিক প্রজেক্ট সমূহ তৈরি করতে
পারি। উক্ত হার্ডওয়্যারটির বিশেষ গুনাবলীর একটি
হচ্ছে, প্রোগ্রামার এবং ডেভলপমেন্ট
এনভাইরনমেন্ট অনবোর্ডেই স্থাপিত, অসংখ্যবার
প্রোগ্রাম লোড করা যায় এবং সহজলভ্য।

প্রশ্ন ২: জনপ্রিয় Arduino কিছু বোর্ড এবং Shield
এর নাম উল্লেখ করুন?

উত্তর : বোর্ডের ক্ষেত্রে Arduino Uno,
Arduino Mega 2560, Arduino Mini, Arduino
Fio,Arduino Leonardo,Arduino ডুয়ো গুলোই
বেশি প্রচলিত। আর থার্ডপার্টি শিল্ড গুলো হচ্ছে
Motor Shield, Wi Fi Shield, RF Shield,Ethernet
Shield,Solar Charger Shield, RTC Shield,Arduino
TFT LCD Screen, GSM Shield,Xbee Radio
Module,Joystick Shield ইত্যাদি।

প্রশ্ন ৩: আমাদের কোর্সটা পরিচালনা করার
ক্ষেত্রে কোন Arduino বোর্ডটি ব্যবহার করা
হবে?
উত্তর : আমরা উক্ত কোর্সের জন্য Arduino Uno
ব্যবহার করবো।

Arduino-র জন্য IR receiver sensor বানিয়ে ফেলুন [পর্ব-০১] :: Arduino শিক্ষক (A-Z projects)

https://www.techtunes.io/electronics/tune-id/405387

Hello i get a error like this on proteus 8. “mixed model AVR2.DLL failed to authorize – Missing or invalid Customer Key..

প্রশ্ন ১: একটা ওপেন সোর্স হার্ডওয়্যারের নাম উল্লেখ করে কি কি কাজে এটা ব্যবহার করা যাবে সংক্ষেপে লেখুন ?
উত্তরঃ ওপেন সোর্স হার্ডওয়্যারের মধ্যে Arduino অন্যতম। ওপেন সোর্স হউয়ায় এটির ডিজাইন এবং প্রয়োজনীয় সফটউয়ার সবার জন্য উন্মুক্ত তাই প্রয়োজনমতো এর যেকোন পরিবর্তন করা যায়। এই ওপেন সোর্স হার্ডওয়্যারটি ব্যবহার করে ডিজিটাল ঘড়ি, ক্যালকুলেটর, রিমোট কন্ট্রোল, রোবট, এল ই ডি সাইন বোর্ড, ভয়েজ কন্ট্রোল ডিভাইস, অনলাইন কন্ট্রোল ডিভাইস, বিভিন্ন সেন্সর নিয়ন্ত্রিত ডিভাইস, ওয়্যারলেস কন্ট্রোল সিস্টেম, সিকিউরিটি সিস্টেম, এমন কি জিপিএস, জিএসএম কন্ট্রোল ডিভাইস বা ইলেকট্রনিক প্রজেক্ট সমূহ তৈরি করা যায়।

প্রশ্ন ২: জনপ্রিয় Arduino কিছু বোর্ড এবং Shield এর নাম উল্লেখ করুন?
উত্তরঃ
*জনপ্রিয় কিছু Arduino Board এর নাম উল্লেখ করা হলো
1) Arduino Uno
2) Arduino Leonardo
3) Arduino Due
4) Arduino Yún
5) Arduino Tre
6) Arduino Micro
7) Arduino Robot
8) Arduino Esplora
9) Arduino Mega ADK
10) Arduino Ethernet
11) Arduino Mega 2560
12) Arduino Mini
13) LilyPad Arduino USB
14) LilyPad Arduino Simple
15) LilyPad Arduino SimpleSnap
16) LilyPad Arduino
17) Arduino Nano
18) Arduino Pro Mini
19) Arduino Pro
20) Arduino Fio

*জনপ্রিয় কিছু Arduino Shield এর নাম উল্লেখ করা হলো
1) Arduino GSM Shield
2) Arduino Ethernet Shield
3) Arduino WiFi Shield
4) Arduino Wireless SD Shield
5) Arduino Motor Shield
6) Arduino Wireless Proto Shield
7) Arduino Proto Shield

প্রশ্ন ৩: আমাদের কোর্সটা পরিচালনা করার ক্ষেত্রে কোন Arduino বোর্ডটি ব্যবহার করা হবে?
উত্তরঃ কোর্সটি পরিচালনা ক্ষেত্রে Arduino Uno বোর্ডটি ব্যবহার করা হবে।

ধন্যবাদ অসীম কুমার এবং টেকটিউন্স পরিবারকে এই উদ্যোগের জন্য।

সাথে সাথে নুরমোহাম্মদ ভুইয়া সাহেবের নিকট কৃতজ্ঞতা জানাই তার নিকট থেকে copy করে নিয়েছি বলে।

প্রশ্ন ১: একটা ওপেন সোর্স হার্ডওয়্যারের নাম উল্লেখ করে কি কি কাজে এটা ব্যবহার করা যাবে সংক্ষেপে লেখুন।
উত্তর: Electronics জগতে Arduino একটি অন্যতম ওপেন সোর্স হার্ডওয়্যার। Arduino ব্যাবহার করে ডিজিটাল ঘড়ি, ক্যালকুলেটর, রিমোর্ট কন্ট্রোল, রোবট, LED সাইন বোর্ড , ভয়েজ কন্ট্রোল ডিভাইস, অনলাইন কন্ট্রোল ডিভাইস, বিভিন্ন সেন্সর কন্ট্রোল্ড ডিভাইস ইত্যাদি তৈরি করা সম্ভব।

প্রশ্ন ২: জনপ্রিয় Arduino কিছু Board এবং Shield এর নাম উল্লেখ করুন?
উত্তর: নিচে Arduino এর জনপ্রিয় কিছু Board এবং Shield এর নাম উল্লেখ করা হল:

Arduino Board`s-
1) Arduino Uno
2) Arduino Leonardo
3) Arduino Due
4) Arduino Yún
5) Arduino Tre
6) Arduino Micro
7) Arduino Robot
8) Arduino Esplora
9) Arduino Mega ADK
10) Arduino Ethernet
11) Arduino Mega 2560
12) Arduino Mini
13) LilyPad Arduino USB
14) LilyPad Arduino Simple
15) LilyPad Arduino SimpleSnap
16) LilyPad Arduino
17) Arduino Nano
18) Arduino Pro Mini
19) Arduino Pro
20) Arduino Fio

Arduino Shield`s-
1) Arduino GSM Shield
2) Arduino Ethernet Shield
3) Arduino WiFi Shield
4) Arduino Wireless SD Shield
5) Arduino Motor Shield
6) Arduino Wireless Proto Shield
7) Arduino Proto Shield

প্রশ্ন ৩: আমাদের কোর্সটা পরিচালনা করার ক্ষেত্রে কোন Arduino বোর্ডটি ব্যবহার করা হবে?
উত্তর: Techtunes এর কোর্স পরিচালনায় Arduino Uno বোর্ডটি ব্যাবহার করা হবে।

Buy Arduino, shield, module,sensor and other electronics parts visit http://www.electronicsbuy.net