সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি “Arduino শিখুন এক্সক্লুসিভ প্রজেক্ট তৈরি করুন” পূর্ণাঙ্গ চেইন কোর্সের এর প্রথম পর্বে। টেকটিউনস বিশ্বের সবচেয়ে বড় বাংলা সোশ্যাল নেটওয়ার্ক। এরকম একটা বড় প্লাটফর্মে “Arduino শিখুন এক্সক্লুসিভ প্রজেক্ট তৈরি করুন” কোর্সটি টেকটিউনস কতৃপক্ষের প্রত্যক্ষ সহযোগিতায় শুরু করতে পেরে ভালো লাগছে।
“Arduino শিখুন এক্সক্লুসিভ প্রজেক্ট তৈরি করুন” কোর্সটির ঘোষণা টেকটিউনসে প্রকাশ করার পর আপনাদের কাছ থেকে যে সাড়া পেয়েছি তা এই কোর্সটিকে সুন্দর করে পরিচালনা করতে সাহায্য করবে। সকলের সক্রিয় অংশগ্রহণ কামনা করছি।
আজ “Arduino শিখুন এক্সক্লুসিভ প্রজেক্ট তৈরি করুন” পূর্ণাঙ্গ চেইন কোর্সের এর প্রথম পর্বে ওপেন সোর্স হার্ডওয়্যার এবং আরডুইনো সম্পর্কে আলোচনা করা হবে।
সংক্ষেপে বলা যায় “ওপেন সোর্স হার্ডওয়্যার” হচ্ছে সেই সকল হার্ডওয়্যার যার ডিজাইন, এবং আনুসঙ্গিক সকল উপকরণ সর্বসাধারণের জন্য উন্মুক্ত, যে কোন ব্যক্তি এটার উপর গবেষণা, পরিবর্তন, বিতরণ, নতুনভাবে উৎপাদন এবং বিক্রয় করতে পারেন।
“Arduino” এ ধরনের একটা জনপ্রিয় ওপেন সোর্স হার্ডওয়্যার।
“Arduino” কি?
Arduino একটা দারুন ওপেনসোর্স ইলেকট্রোনিক প্রটোটাইপিং হার্ডওয়্যার টুলস যা ব্যবহার করে আপনি আপনার নিজের ইচ্ছেমতো ডিজিটাল ঘড়ি, ক্যালকুলেটর, রিমোট কন্ট্রোল, রোবট, এল ই ডি সাইন বোর্ড, ভয়েজ কন্ট্রোল ডিভাইস, অনলাইন কন্ট্রোল ডিভাইস, বিভিন্ন সেন্সর নিয়ন্ত্রিত ডিভাইস, ওয়্যারলেস কন্ট্রোল সিস্টেম, সিকিউরিটি সিস্টেম, এমন কি GPS, GSM কন্ট্রোল ডিভাইস বা ইলেকট্রনিক প্রজেক্ট সমূহ তৈরি করতে পারেন খুব সহজেই।
এটা একটা মাইক্রোকন্ট্রোলার নিয়ন্ত্রিত ডেভলপমেন্ট বোর্ড। সাধারণত Atmel সিরিজের মাইক্রোকন্ট্রোলার ব্যবহার করা হয়। Arduino সম্পর্কে আরো বিস্তারিত জানতে Arduino র অফিসিয়াল ওয়েব সাইট http://arduino.cc ভিজিট করতে পারেন।
বিভিন্ন মডেলের Arduino বোর্ড এবং Shield
বিভিন্ন ইলেকট্রনিক্স শপে বিভিন্ন মডেলের Arduino পাওয়া যায়, এগুলোর মধ্যে জনপ্রিয় হচ্ছে, Arduino Uno, Arduino Mega 2560, Arduino Mini, Arduino Fio, Arduino Leonardo, Arduino Due ইত্যাদি।
এছাড়া বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স বা রোবটিক্স প্রজেক্ট অথবা কোন কমার্শিয়াল প্রজেক্টে সহজে কাজ করার জন্য রয়েছে Arduino র কিছু অফিসিয়াল এবং নির্ভরযোগ্য কিছু প্রতিষ্ঠানের থার্ডপার্টি Shields। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য কিছু Shield হচ্ছে Motor Shield, Wi Fi Shield, RF Shield, Ethernet Shield, Solar Charger Shield, RTC Shield, Arduino TFT LCD Screen, GSM Shield, Xbee Radio Module, Joystick Shield ইত্যাদি। এই Shield সমূহ আপনাকে অনেক জটিল এবং অকর্ষণীয় প্রজেক্ট তৈরিতে সহযোগিতা করবে এবং আপনার কাজ সহজ করবে।
“Arduino শিখুন এক্সক্লুসিভ প্রজেক্ট তৈরি করুন” কোর্সটির জন্য প্রয়োজনীয় Arduino বোর্ড কিভাবে সংগ্রহ করবেন।
আমরা যে সকল Arduino বোর্ডের সাথে পরিচিত হয়েছি এগুলোর মধ্যে কম খরচে সবচেয়ে ভালো এবং জনপ্রিয় Arduino বোর্ডটি হচ্ছে Arduino Uno। এই কোর্সের সকল প্রজেক্ট Arduino Uno ব্যবহার করে করা হবে। এটার দাম ১২০০ থেকে ১২৫০ টাকার মধ্যে হবে। ভ্যাট এবং ট্যাক্সের কারণে বিভিন্ন বিক্রতার কাছে কিছুটা দামের পার্থক্য হতে পারে। এক্ষেত্রে ভালো কোন প্রতিষ্ঠান থেকে সঠিক দামে Arduino Uno সংগ্রহ করাই যুক্তিযুক্ত। অনেক সময় বাজারে নিম্নমানের Arduino Uno কিছুটা কম দামে পাওয়া যায় এগুলো না সংগ্রহ করাই ভালো। অনেকেই ভ্যাট এবং ট্যাক্স ফাঁকি দিয়ে নিম্নমানের Arduino বোর্ড ইমপোর্ট করে থাকে।
প্রতিটা পর্বে কোর্সে সক্রিয় অংশগ্রহণকারীদের জন্য কিছু প্রশ্ন, প্রজেক্ট বা বিশেষ কিছু করণীয় থাকবে। এগুলো সম্পন্ন করে কোর্সে আপনার সক্রিয়তা নিশ্চিৎ করুন। এই কোর্সের সাথে সম্পৃক্ত বিচারক মন্ডলী এগুলো পর্যবেক্ষণ করবেন এবং প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবেন। টেকটিউনস কতৃপক্ষের সহযোগিতায় মাঝে মাঝে কিছু পুরস্কারের ব্যবস্থাও থাকবে।
Arduino শিখুন এক্সক্লুসিভ প্রজেক্ট তৈরি করুন [পর্ব-০১] এর জন্য কিছু সহজ প্রশ্ন থাকছে। আপনারা টিউমেন্ট করে প্রশ্ন গুলোর সঠিক উত্তর প্রদানের চেষ্টা করুন।
এই কোর্সটি আপনি সফলভাবে এবং সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে সমাপ্ত করে এই কোর্সের টেকটিউনস ভেরিফায়েড সার্টিফিকেট গ্রহণ করতে পারবেন। এজন্য অংশগ্রহণকারীদের জন্য প্রতি পর্বে যে যে সকল প্রশ্ন, প্রজেক্ট এবং করণীয় থাকবে তা সঠিকভাবে সম্পাদন করুন এবং কোর্স শেষে আপনাদেরকে টেকটিউনসের নির্দেশনা অনুযায়ী এক বা একাধিক সিমুলেশন প্রজেক্ট সাবমিট করতে হবে। যেগুলো টেকটিউনস কতৃপক্ষ বিশ্লেষণ করে দেখবেন, এবং এর উপর ভিত্তি করে সার্টিফিকেট প্রদান করা হবে।
আমি অসীম কুমার পাল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 147 টি টিউন ও 469 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 17 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি অসীম কুমার পাল। ইলেকট্রনিক্স এবং ওয়েব ডিজাইনকে অন্তরে ধারণ করে পথ চলতেছি। স্বপ্ন দেখি এই পৃথিবীর বুকে একটা সুখের স্বর্গ রচনা করার। নিজেকে একজন অতি সাধারণ কিন্তু সুখী মানুষ ভাবতে পছন্দ করি।
Ardunio সম্পর্কে এত কিছু জানতে পেরে খুব ভাল লাগল। Ashim Kumar ভাই, ভাল মানের Ardunio Uno কোথায় পাব..??