জল্পনা কল্পনার অবসান আর নাটকীয়তার মধ্যদিয়ে শেষ হলো RMA RoboRace 2013, রোবটিক্সে বাংলাদেশের সেরা তিন বিশ্ববিদ্যালয় BUBT,CUET এবং DUET

দীর্ঘ জল্পনা কল্পনার পর শেষ হলো RMA RoboRace 2013 । ৩০ এপ্রিল থেকে শুরু হওয়া প্রতিযোগিতাটি শেষ হয় ২ মে । RMA RoboRace 2013 কে কেন্দ্র করে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বসেছিলো সমগ্র বাংলাদেশের রোবটিক্স প্রেমী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মিলনমেলা। প্রতিযোগিতার আয়োজনে ছিলো চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রোবো মেকাট্রনিক্স অ্যাসোসিয়েশন (RMA)। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (BUBT)বিশ্ববিদ্যালয়ের “সাইবারট্রন” দলটি। প্রথম ও দ্বিতীয় রানার আপ যথাক্রমে আয়োযোক চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(CUET) এর “ইইভিএ” এবং ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (DUET) এর “ডুয়েট হারবিনজারস্”।

প্রতিযোগিতাটিতে অংশগ্রহণের জন্য বাংলাদেশের প্রায় ১৬ টি প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৬৭ টি টিম রেজিস্ট্রেশন করে। বেশ কয়েকবার তারিখ পেছানোর পর গত ৩০ এপ্রিল সন্ধায় পর্দা ওঠে RMA RoboRace এর ২য় আসরের। ‌

এক নজরে দেখে নেয়া যাক RMA RoboRace 2013 এর Demo ভিডিওটি।

 

RMA RoboRace 2013 এর প্রথম দিন

৩০ এপ্রিল সন্ধা ৬:০০ বাজে। চুয়েটের RoboRace Ground এ চলছে এক অন্যরকম উৎসবের আয়োজন। না, এটা কোন সাংস্কৃতিক বা ধর্মীয় উৎসব নয়, তারপরও ছিলো উৎসব মুখোর পরিবেশ। ততক্ষণে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১৬ টি টিম RMA RoboRace 2013 তে অংশ গ্রহণের জন্য চলে এসেছে। প্রতিটা টিমই নিজেদের মেধা, প্রযুক্তিগত জ্ঞান আর পরিশ্রমের মাধ্যমে তৈরি করেছে নিজেদের রোবট। এদিকে RoboRace Ground এর চতুর্দিকে শতশত উৎসুক শিক্ষার্থী, মিডিয়া কর্মী আর প্রযুক্তিপ্রেমীদের ঢল নেমেছে। সবাই প্রস্তুত, মাইকে ঘোষনা এলো প্রথম RMA RoboRace 2013-14 এর শুভ উদ্বোধনের। সবাই করতালি দিয়ে অভিনন্দন জানালো। এর পর শুরু হলো প্রতিযোগিতা। প্রথমেই নাম এলো রুয়েট ম্যাক্রোস আর ডুয়েট হারবিনজারস্ এর। উভয় দলই তাদের রোবট নিয়ে প্রস্তুত। শুরু হলো রেস, সবাই বেশ উপভোগ করছিলো, একে একে ডুয়েট হারবিনজারস্ টিমের রোবটটি ৩০ পয়েন্ট অর্জন করে ফেলেছে, রুয়েট ম্যাক্রোসও বেশ ভালোই এগিয়ে চলেছে। সবাই করতালির মাধ্যমে, এবং চিৎকার করে রেসটি উপভোগ করছে।

এরই মধ্যে শুরু হয়ে গেছে টেনশন, উৎকন্ঠা করণ, রুয়েট ম্যাক্রোসের রোবটটি  তার ট্রাক ছেড়ে বেরিয়ে এসে ঘুরতে শুরু করেছে, ততক্ষণে ডুয়েট হারবিনজারস্ এর রোবটটি মাথা উচু করে এগিয়ে চলেছে ট্রাকের মাঝে থাকা ব্রিজটি অতিক্রম করতে। হটাৎ সবাইকে হতবাক করে দিয়ে রোবটটি ব্রিজের উপর থেকে পরে গেল। এভাবেই বিভিন্ন নাটকীয় ঘটনার মধ্যদিয়ে শেষ হলো ১৬ দলের রোবটের প্রদর্শনী। হিট রাউন্ডের খেলা শেষে সবচেয়ে বেশি পয়েন্ট CUET এর ঘরের টিম “ইইভিএ” এর।

RMA RoboRace 2013 এর দ্বিতীয় দিন

১৬ টি প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৬৭ টি টিম রেজিস্ট্রেশন করলেও RMA RoboRace 2013 তে অংশ গ্রহণ করে মোট ১৬ টি দল। তাই হিট রাউন্ডটি হয়ে পরে আনুষ্ঠানিকতা মাত্র। প্রত্যেকটি দলই পরবর্তী নক-আউট রাউন্ডের জন্য নির্বাচিত হয়। সারারাত ধরে প্রতিটি টিম তাদের রোবটকে নক-আউট রাউন্ডের জন্য প্রস্তুত করতে কাজ করেন। কেউ সোল্ডারিং আইরন দিয়ে সার্কিট তৈরি করছে, কেউ ব্যস্ত স্ট্রাকচার মেরামত করতে, কেউ প্রোগ্রাম পরিবর্তন করে রোবটের কার্যক্ষমতা বাড়ানোর চেষ্টা করছেন। এ যেন অন্য রকম এক রাত, অনেকেই কাজের ফাঁকে ফাঁকে গান গাচ্ছেন, মজা করছেন, প্রয়োজনে একে অন্যকে প্রয়োজনীয় উপকরণ দিয়ে সহযোগিতা করছেন। চুয়েটের বেশ কয়েক জন প্রাক্তন বড়ভাই এসে সকল টিমের খোঁজ খবর নিলেন, সবাইকে প্রয়োজনীয় পরামর্শ দিলেন।

পরদিন ১ মে দুপুর ৩ টার পরে শুরু হলো নক-আউট রাউন্ডের প্রতিযোগিতা। বেশির ভাগ টিমের জন্যই নক-আউট রাউন্ড বেশ হতাশা ব্যঞ্জক ছিলো। প্রতিযোগিতাটি দিনের বেলায় হওয়ায়, বেশিরভাগ রোবটের সেন্সরগুলো সূর্যের আলোতে ঠিকমতো কাজ করছিলো না। অনেক গুলো টিম তাদের প্রতিপক্ষ অনুপস্থিত থাকায় সরাসরি কোয়ার্টার ফাইনালে চলে যায়।একটা দুইটা রোবট বাদে প্রায় সবগুলো রোবটা ঠিকমতো কাজ করছিলো না। এরই মাঝে শেষের দিকে চমক দেখায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (BUBT)বিশ্ববিদ্যালয়ের “সাইবারট্রন” দলটি। তাদের রোবট ২ মিনিট ৪৪ সেকেন্ডে রেস সম্পন্ন করে পূর্ণ ২০০ পয়েন্ট অর্জন করে। ১৬ টি টিম থেকে নক-আউট রাউন্ড শেষে মোট ৮ টি দল মনোনীত হয় কোয়ার্টার ফাইনালের জন্য।

শেষ দিনের নাটকীয়তা

২ মে RMA RoboRace 2013 এর শেষ দিনে অনুষ্ঠিত হয় কোয়ার্টার ফাইনাল, সেমি ফাইনাল এবং ফাইনাল রাউন্ডের প্রতিযোগিতা। ডুয়েট হারবিনজারস্ টিমকে কেন্দ্র করে শেষ দিনে নাটকীয় মূহর্তগুলো জমজমাট হয়ে ওঠে।

কোয়ার্টার ফাইনাল

হিট রাউন্ডে প্রথম অংশ গ্রহণকারী দুটি দল রুয়েট ম্যাক্রোস এবং ডুয়েট হারবিনজারস্ আবার মুখোমুখি হয় কোয়ার্টার ফাইনালে। ডুয়েট হারবিনজারস্ ১৪০ পয়েন্ট নিয়ে সেমি ফাইনালে পৌছেঁ যাওয়ায় রুয়েট ম্যাক্রোসকে কোয়ার্টার ফাইনালেই থামতে হয়। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এই দলটি হিট রাইন্ড এবং নক-আউট রাউন্ডে ভালো করলেও কোয়ার্টার ফাইনালেই তাদের বিদায় নিতে হয়। নক-আউট রাউন্ডে ৭ নম্বরে থাকা ডুয়েট হারবিনজারস্ এর এই প্রদর্শনী সবাই প্রানভরে উপভোগ করে। এর পর “চুয়েট ইইভিএ” তাদের প্রতিপক্ষ না থাকায় বিনা প্রতিদ্বন্দীতায় সেমিফাইনালে পৌঁছে যায়। এরপর বিইউবিটি সাইবারট্রন দলটি চুয়েট ড্রিম থিয়েটার দলের সাথে প্রতিযোগিতায় অংশ নেয় এবং সেমিফাইনালে পৌঁছায়। সেমিফাইনালের শেষ প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় “উৎসুক চুয়েট” এবং “সাইকো এস 5 চুয়েট”  এর মধ্যে । তখনো তাদের রোবট সঠিকভাবে কাজ করছিলো না । শেষ পর্যন্ত “সাইকো এস 5 চুয়েট” সেমি ফাইনালে পৌঁছায়। ডুয়েট হারবিনজারস্ এবং "চুয়েট ইইভিএ" উভয়ের পয়েন্ট ১৪০ হলেও বিচারক মন্ডলীর রায়ে "চুয়েট ইইভিএ" কে কোয়ার্টার ফাইনালের প্রথম এবং ডুয়েট হারবিনজারস্কে ২য় ঘোষণা করা হয়।

 

সেমি ফাইনাল

সেমি ফাইনালের প্রথম রেসটি ছিলো প্রতিযোগিতার সর্বোচ্চ প্রতিদ্বন্দীতা পূর্ণ এবং নাটকীয় একটা রেস। ইতোমধ্যেই সবাই বুঝে নিয়েছিলো যে রেস সম্পূর্ণ করার মতো সামর্থ ডুয়েট হারবিনজারস্ এবং বিইউবিটি সাইবারট্রন দলের  উভয় রোবটেরই রয়েছে। সবাই উৎসাহিত করছে এবং অপেক্ষায় আছে হাই ভোল্টেজ ম্যাচটি দেখার জন্য। শুরু হলো রেস। সফলতার সাথে সকল বাধা অতিক্রম করে এগিয়ে চলেছে দুই দলের রোবট। ডুয়েট হারবিনজারস্ এর রোবটটি যখন অবজেক্ট গ্রিপ করে রেসের এন্ডিং পয়েন্টে রাখা বাক্সের কাছে পৌছে গেছে তখন সময় অতিক্রান্ত হয়েছে ২ মিনিট ৩০ সেকেন্ড, অন্যদিকে বিইউবিটি সাইবারট্রন দলের রোবটটি অনেকটাই পেছনে। দর্শক, সমর্থক, প্রতিযোগী সবাই ধরেই নিয়েছে যে ডুয়েট হারবিনজারস্ ফাইনালে পৌঁছে গেছে। কিন্তু সবাইকে হতাশ করে রোবটটি অবজেক্টটি ফেললো বাক্সের কর্ণারে, এবং অবজেক্টটি গড়িয়ে বাইরে পরে গেল। এরই সাথে শেষ হয়ে গেলো ডুয়েট হারবিনজারস্ এর ফাইনালে পৌঁছানোর স্বপ্ন। ততক্ষণে বিইউবিটি সাইবারট্রন দলের রোবটটি ২ মিনিট ৩৮ সেকেন্ড সময় নিয়ে রেস সম্পূর্ণ করে পৌঁছে যায় ফাইনালে।

দর্শকদের অনেকের মতামত সেমি ফাইনালের এই প্রথম প্রতিযোগিতাটি ছিলো RMA RoboRace 2013 এর সবচেয়ে সেরা আকর্ষণ।

এর পর “চুয়েট ইইইভিএ” প্রতিযোগিতা করে “সাইকো এস 5 চুয়েট” এর সাথে। সাইকো এস 5 চুয়েট এর রোবটটি তখনো অসম্পূর্ণ ছিলো, কারণ তাদের রোবটে অবজেক্ট গ্রিপ করার মতো কোন টেকনোলজি ছিলো না। তাই "চুয়েট ইইভিএ " খুব সহজেই  সেমি ফাইনাল থেকে ফাইনালে পৌঁছে যায়।

ফাইনাল

RMA RoboRace 2013 এর ফাইনালটি সেমিফাইনালের ম্যাচটির মত এতবেশি প্রতিদ্বন্দীতা পূর্ণ ছিলোনা, তারপরেও বিইউবিটি সাইবারট্রন টিমের প্রদর্শনী সবাইকে মুগ্ধ করেছে। ফাইনালে বিইউবিটি সাইবারট্রন টিমের রোবট ২ মিনিট ১৬ সেকেন্ড সময় নিয়ে রেস সম্পূর্ণ করে পরাজিত করে “চুয়েট ইইভিএ” টিমের রোবটকে। দিন শেষে চ্যাম্পিয়ন “বিইউবিটি সাইবারট্রন” আর রানার্স-আপ “চুয়েট ইইভিএ” । দর্শক, সমর্থক, শিক্ষক মন্ডলী, মিডিয়া কর্মী সবাই সেরা এই দুটি দলকে অভিনন্দন জানায়। “বিইউবিটি সাইবারট্রন” এবং “চুয়েট ইইভিএ” উভয় দলের সদস্যরাও প্রতিযোগিতায় তাদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে পেরে খুঁশি।

   

মেয়েরাও যে রোবটিক্সে পিছিয়ে নেই তার একটা বাস্তব উদাহরণ  টিম "চুয়েট ইইভিএ " । প্রথম দিন থেকেই দারুন পারফর্ম করে সকলের মনে স্থান করে নিয়েছিলো "চুয়েট ইইভিএ "।

৩য় স্থান নির্ধারণী ম্যাচ

৩য় স্থান নির্ধারণী ম্যাচকে কেন্দ্র করে নাটক জমে ওঠে, “ডুয়েট হারবিনজারস্” ইতোমধ্যেই মাঠ থেকে তাদের রোবট সরিয়ে নিয়েছে। তারা আর ৩য় স্থান নির্ধারণী ম্যাচে অংশ গ্রহণ করতে আগ্রহী নয়। দর্শক সমর্থক আর প্রযুক্তি প্রেমিদের অনুরোধে শেষ মূহর্তে “ডুয়েট হারবিনজারস্” তাদের রোবট নিয়ে মাঠে ফিরে এলে, সবাই করতালি দিয়ে তাদের অভিনন্দন জানায় । সবাই অরো একটা ভালো রেস দেখার জন্য প্রস্তুত। সবাইকে অবাক করে দিয়ে “ডুয়েট হারবিনজারস্” এর রোবট সফলভাবে রেস সম্পূর্ণ করে মাত্র ২ মিনিট ৬ সেকেন্ডে। যেটা ছিলো RMA RoboRace 2013 এর সবচেয়ে সেরা রেকোর্ড পারফরম্যান্স । ডুয়েট হারবিনজারস্ আরো একবার তাদের দক্ষতার প্রমাণ করলো। দর্শক, সমর্থক, শিক্ষক মন্ডলী, মিডিয়া কর্মী সবাই তাদের এই সেরা পারফরম্যান্সকে করতালির মাধ্যমে অভিনন্দিত করেন।

ডুয়েট হারবিনজারস্ দুর্ভাগ্যক্রমে ফাইনালে অংশ গ্রহণ করতে না পারলেও তাদের টেকনোলজির দক্ষতা আর সৃজনশীলতার প্রদর্শনী দর্শকদের হৃদয় জয় করে নিতে সক্ষম হয়েছে। এই প্রাপ্তি প্রতিযোগিতায় প্রথম হওয়ার থেকে কোন অংশে কম নয়। প্রতিযোগিতায় নিয়মের বেড়াজালে পরে, অনেক সময়ই দক্ষতার মূল্যায়ন সঠিকভাবে করা সম্ভব হয় না। কিন্তু নান্দনিকতা, সৃজনশীলতা, পরিশ্রম আর দক্ষতার জয় সব সময়ই হয়। RMA RoboRace 2013 এ এসে ডুয়েট হারবিনজারস্ সেটাই প্রমান করেছে।

রোবটিক্সে বাংলাদেশের সেরা তিন বিশ্ববিদ্যালয় BUBT,CUET এবং DUET

বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (BUBT)বিশ্ববিদ্যালয়ের “সাইবারট্রন” দলটির সদস্যরা হলেন সালসেং মরং, আবু সায়েম মোহাম্মদ, মীর মাজেদুর রহমান, দীপক কুমার বর্মণ ও রিয়াদুল ইসলাম।

 

প্রথম  রানার আপ আয়োযোক চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(CUET) এর “ইইভিএ” দলটির সদস্যরা হলেন Nadia Tabassum, Rebeka Sultana ,Afsana Rahman, Fatema Choudhury এবং Afrida Alam ।

দ্বিতীয় রানার আপ ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (DUET) এর “ডুয়েট হারবিনজারস্” সদস্যরা হলেন রূপায়ন হালদার, মিজানুর রহমান,অসীম কুমার পাল, শরিফুল ইসলাম এবং হাবিবুর রহমান।

Level 2

আমি অসীম কুমার পাল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 147 টি টিউন ও 469 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 17 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি অসীম কুমার পাল। ইলেকট্রনিক্স এবং ওয়েব ডিজাইনকে অন্তরে ধারণ করে পথ চলতেছি। স্বপ্ন দেখি এই পৃথিবীর বুকে একটা সুখের স্বর্গ রচনা করার। নিজেকে একজন অতি সাধারণ কিন্তু সুখী মানুষ ভাবতে পছন্দ করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

চমৎকার একটি টিউনের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশে বাচ্চাদের জন্য এরকম একটা প্রতিযোগিতা করলে ভাল হতো। তবে টেকটিউন্সে ভাল টিউনের কদর নেই। এ পর্যন্ত মাত্র ১ জন প্রিয়তে নিয়েছে আর ১৯৫ বার দেখা হয়েছে। ফ্রি ইন্টারনেট নিয়ে একটা পোস্ট দিলে এতক্ষনে নির্বাচিত হয়ে যেত। ভাল একটি পোস্টের জন্য আপনাকে অসম্ভব ধন্যবাদ।

    @TYMO BDCyclists: ধন্যবাদ ভাই, টিউনটাকে শুধুমাত্র একটা খবর হিসেবে না করে একটু ভিন্ন ভাবে উপস্থাপনার চেষ্টা করেছি । যদিও টিউমেন্ট কম তার পরেও প্রায় ৭০ জনের মতো ফেসবুক লাইক দিয়েছে, এটাই বা কম কিসে। আপনাদের উৎসাহ আরো ভালো টিউন উপহার দেয়ার আগ্রহকে বাড়িয়ে দেবে। শুভ কামনা রইলো ।

    Level New

    @TYMO BDCyclists: আপনি চাইলে RAM তে যুক্ত সক্রিয় Member দের সাথে যোগাযোগ করে দেখতে পারেন।ধন্যবাদ।

Level New

Same opinion with TYMO BDCyclists. Nice & Excellent… program.

    @piousmore: ধন্যবাদ ভাই , শুভ কামনা রইলো ।

নিউজটা পরে খুব ভালো লাগলো। ধন্যবাদ সবার সাথে শেয়ার করার জন্য।

    @রাহাতুল ইসলাম: ধন্যবাদ
    রাহাতুল ভাই ,টিউন ভলো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। শুভ কামনা রইলো ।

Level New

@ Ashim Kumar ভাইয়া চমৎকার একটি টিউনের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ২ দিন ছিলাম ক্যাম্পাসে। শেষের দিন থাকতে পারেনি। অসাধারন এক প্রোগ্রাম।

    @Habibur333: শেষের দিনের প্রোগ্রাম খুবই উপভোগ্য ছিলো। চুয়েটে RMA এর সাথে সংযুক্ত সবাই অনেক বেশি আন্তরিক। তাদের আন্তরিকতা এবং বন্ধুত্বপূর্ণ সহযোগিতা আমাদের মুগ্ধ করেছে । আশা করছি পরবর্তীতে এ ধরণের কোন আয়োজন হলে, অবশ্যই উপস্থিত থাকার চেষ্টা করব। Habibur333 ভাই এবং চুয়েটের সবার জন্য শুভ কামনা রইলো ।

      Level New

      @Ashim Kumar: চুয়েটে RMA এর সাথে সংযুক্ত সবাই অনেক বেশি আন্তরিক। তাদের আন্তরিকতা এবং বন্ধুত্বপূর্ণ সহযোগিতা আমাদের মুগ্ধ করেছে….শুনে খুব ভালো লাগলো। আপনাদের প্রশংসা ই আমদের প্রেরনা। ভাইয়া আমরা চুয়েটিয়ানরা চেষ্টা করছি যাতে প্রতি বছর এমন প্রোগ্রাম করতে পারি সকলকে এক সাথে নিয়ে। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Level 0

ei post abar repost? Kal o toh dekhcilam ei post ta! Amar ekta jinis jante icce hocce.. Remote diye ekta cholonto bostu/garike control kora gelei seta robot hoa jai? Taile bazare erokom onk gari kintu pawa jai jegula remote diye control kora jai segulao robot? Khelna gari gular dam o toh beshina matro 300tk theke shuru! Beshi dam diye kinle orginal garir moto controling system er o gari pawa jai!

    @Ratul007: Ratul007 ভাই আপনার ধারণা ভুল। কোন চলমান বস্তুকে রিমোট দ্বারা পরিচালনা করলেই সেই জিনিসটা রোবট হয়ে যায় না, সেটাকে রিমোট কন্ট্রোল ডিভাইস বলা যেতে পারে।
    “রোবট হচ্ছে এমন একটা ইলেকট্রো-ম্যাকানিক্যাল মেশিন যা কম্পিউটার প্রোগ্রাম এবং ইলেকট্রনিক কন্ট্রোল দ্বারা পরিচালিত হয়ে একটি বা একাধিক নির্দিষ্ট কাজ সময়,গতি এবং সুক্ষতা ঠিক রেখে বারবার করতে পারে।” ধন্যবাদ । শুভকামনা রইলো।

Level 0

খুবই চমতকার ব্যাপার । ভাল লাগল

Level 0

Robot er meaning janen? Jontro manob / manusher moto ba manusher bikolpo hishebe kaj korte pare emon shoyong shomporno device ke Robot bola hoi. Kono remote control garike robot bola hoina. Jodi bola hoi tobe seta vul bola hoi. Reply asha korci. Apni kothai poren cuet a? R eshob khelna gari jake apnara robot bolcen eshob ke sensor diye kaj korano hoina. Kaj korano hoi frequency signal diye. Sensor diye kaj korano jabe kinu ete dur theke valo kaj korbena. Orthat simito range er baire r kaj korbena.

    @Ratul007: ধন্যবাদ রাতুল ভাই, রোবট সম্পকৃত আপনার সংজ্ঞাটি আর একবার বাংলায় লেখার চেষ্টা করছি ভুল হলে ক্ষমা করবেন। রাতুল ভাই আপনি লিখেছেন

    ” যন্ত্রমানব / মানুষের মত বা মানুষের বিকল্প হিসেবে কাজ করতে পারে এমন স্বয়ং সম্পন্ন ডিভাইস কে রোবট বলা হয়। কোনো রিমোট কন্ট্রোল গাড়িকে রোবট বলা হয় না। যদি বলা হয় তাহলে ভুল বলা হয়।”

    ——————————————————————————————————————–
    আমার রোবট সম্পর্কে জ্ঞান অ, আ, ক,খ থেকেও কম। এটা আমি স্বীকার করি । সব সময় নিজে যতটুকু জানি সেটা ভুল বা শুদ্ধ হোক সবার সাথে শেয়ার করার চেষ্টা করি। এতে করে ভুলগুলো ঠিক করার সুযোগ হয়ে যায়। যা হোক, আমাকে যদি রোবটকে সংজ্ঞায়িত করতে বলেন তাহলে বলা যেতে পারে,

    “রোবট হচ্ছে এমন একটা ইলেকট্রো-ম্যাকানিক্যাল মেশিন যা কম্পিউটার প্রোগ্রাম এবং ইলেকট্রনিক কন্ট্রোল দ্বারা পরিচালিত হয়ে একটি বা একাধিক নির্দিষ্ট কাজ সময়,গতি এবং সুক্ষতা ঠিক রেখে বারবার করতে পারে।”

    হয়তোবা আমার জানার মধ্যে সীমাবদ্ধতা থাকতে পারে। রাতুল ভাইয়ের কাছ থেকে আমার হয়তো রোবট সম্পর্কে অনেক বিস্তারিত জানতে পারব।

    …………………………………………………………………………………………………………………………………
    রাতুল ভাই আপনার কয়েকটা প্রশ্নের উত্তর দেয়া যাক।
    আপনার ১ম প্রশ্ন: Robot er meaning janen?
    উত্তর: আশা করছি উত্তর ইতোমধ্যেই পেয়েছেন।

    ২য় প্রশ্ন: Apni kothai poren cuet a?
    উত্তর: CUET এ পড়ার সুযোগ পেলে মন্দ হতো না। এতোদিনে অনেক এগিয়ে যেতে পারতাম। তবে আমার বর্তমান অবস্থানে থেকে আমি খুঁশি।

    আপনার ৩য় বক্তব্য: R eshob khelna gari jake apnara robot bolcen eshob ke sensor diye kaj korano hoina. Kaj korano hoi frequency signal diye. Sensor diye kaj korano jabe kinu ete dur theke valo kaj korbena. Orthat simito range er baire r kaj korbena

    আমার মতামত: বাংলাদেশে যারা রোবটিক্স নিয়ে কাজ করেন। আমার মনে হয় তারা শুধুমাত্র নিজেদের কৃতিত্ব জাহির করার জন্য কাজ করেন না। তারা অবশ্যই প্রযুক্তিকে সমৃদ্ধ করার জন্য কাজ করেন। একজন যদি একটা ভালো মানের খেলনা গাড়িও তৈরি করেন সেটাই বা কম কিসে। বাংলাদেশে প্রযুক্তি নিয়ে কাজ করার ক্ষেত্রে একটা জোয়ার এসেছে। এখন সমালোচনা করে সময় নষ্ট করার সময় নয়। গতিশীল বিশ্বের সাথে প্রতিযোগিতায় আসতে হলে আমাদের এক হয়ে কাজ করতে হবে।
    তাই আসুন আমরা একে অপরকে ছোট করার মন মানষিকতা ত্যাগ করে একসাথে কাজ করি।

    —————————————————————————————————————-
    রাতুল ভাই আমার বিশ্বাস রোবটিক্সে আপনার অভিজ্ঞতা অনেক বিস্তৃত। তাই আপনার অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করাটা একজন সচেতন প্রযুক্তিপ্রেমী হিসেবে আপনার দ্বায়িত্বের মধ্যে পরে। আপনার কাছ থেকে রোবটিক্সের উপর ভালো কিছু টিউন আশা করছি। ধন্যবাদ , শুভ কামনা রইলো।

“রোবটিক্সে বাংলাদেশের সেরা তিন বিশ্ববিদ্যালয় BUBT,CUET এবং DUET”
আপনার এই কথাটা একটু বুঝায়া বললে ভাল হত। এই প্রতিযোগিতা দিয়ে আপনি কিভাবে রোবটিক্সে দেশের সেরা তিন নির্ধারণ করে ফেললেন?

    @pagla dashu: বাংলাদেশে রোবটিক্স কম্পিটিশনের যতগুলো বড় আয়োজন হয়, তাদের মধ্যে একটি RMA RoboRace । এই প্রতিযোগিতায় দেশের সনামধন্য পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয় সমূহের ৬৭ টি টিম অংশ গ্রহণ করে। এবং প্রতিযোগিতাটির ঘোষণা হয় প্রায় দের বছর আগে। আপনি RMA RoboRace 2013 এর Demo ভিডিওটি দেখতে পারেন, কম্পিটিশনের টাস্কটি সহজ ছিলো না। এরকম একটা প্রতিযোগিতার যারা তাদের পরিশ্রম এবং মেধা দিয়ে সেরা পারফর্ম করে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করলো, তাদেরকে উৎসাহ প্রদানের জন্য যদি সেরা বলা হয়, তাহলে কি সেটা খুব বেশি অন্যায় করা হবে? এর পরেও যদি আপনার আপত্তি থাকে, তাহলে আপনার মতামত প্রদান করুন। টেকটিউনস কতৃপক্ষ যদি মনে করেন, টিউনটিতে কোন পরিবর্তন আনা দরকার, তাহলে পরিবর্তন করা হবে। ধন্যবাদ , শুভ কামনা রইলো।

      @Ashim Kumar:
      হ্যাঁ, RMA RoboRace অবশ্যই দেশের রোবটিক্স নিয়ে বড় আয়োজন গুলোর একটি।তাই বলে আপনি IRC কিংবা iARC এর কথা ভুলে যাবেন না যাদের ফাইনাল Round অনুষ্ঠিত হয় ভারতে এবং যেগুলোতে দেশের বাইরের অনেক টিম অংশগ্রহণ করে। এই কম্পিটিশন গুলোতে দেশের অনেক ভার্সিটি বেশ ভাল করে আসছে প্রতিবার।
      আর আমার যানামতে এবারের RoboRace এ অনেক ভার্সিটি যেমন বুয়েট থেকে তেমন ভাল টিম আসতে পারে নাই তাদের টার্ম ফাইনাল পরিক্ষার কারণে।
      তার পরেও এতদিনের হাড় ভাঙ্গা পরিশ্রমের পরে যারা টুর্নামেন্ট এ ভাল করেছে তারা অবশ্যই প্রশংসার দাবি রাখে। তবে আপনি তাদের শুধুমাত্র উৎসাহ দেবার জন্যই বলে দিবেন যে তাদের ভার্সিটি রোবটিক্সে দেশ সেরা?? ব্যাপারটা আপনার নিজের কাছেও কি হাস্যকর লাগল না??

        @pagla dashu: ভাই এই টিউনটি কোন বিতর্ক সৃষ্টির উদ্দেশ্যে লেখা হয় নি।টিউনটির শিরোনাম “জল্পনা কল্পনার অবসান আর নাটকীয়তার মধ্যদিয়ে শেষ হলো RMA RoboRace 2013, রোবটিক্সে বাংলাদেশের সেরা তিন বিশ্ববিদ্যালয় BUBT,CUET এবং DUET”

        এখানে শিরোনামে স্পষ্টভাবে RMA RoboRace কথাটি রয়েছে।

        RMA RoboRace একটা রোবটিক্স কম্পিটিশন তাই সংক্ষেপে শিরোনামের পরের অংশে “রোবটিক্সে” লেখা হয়েছে।
        BUBT,CUET এবং DUET বাংলাদেশে অবস্থিত তাই শিরোনামের পরের অংশে “বাংলাদেশের” লেখা হয়েছে।

        RMA RoboRace এ BUBT,CUET এবং DUET সেরা পারফর্ম করেছে তাই শিরোনামের পরের অংশে “সেরা” লেখা হয়েছে।

        ৬৭ টি টিম থেকে শেষ পর্যন্ত সেরা ৩ টা টিম নির্বাচন করা হয়েছে তাই শিরোনামের পরের অংশে “তিন” লেখা হয়েছে।

        BUBT,CUET এবং DUET এর তিনটা টিম RMA RoboRace এ তাদের বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করে,তাই শিরোনামের পরের অংশে “বিশ্ববিদ্যালয়” লেখা হয়েছে।

        ———————————————————————————————————
        ভাই আপনি অনাকাংক্ষিতভাবে বিতর্ক সৃষ্টির চেষ্টা করছেন এবং যে সকল বিশ্ববিদ্যালয় RMA RoboRace এ অংশ গ্রহণ করেনি তাদেরকে অপমানিত করার চেষ্টা করছেন। আপনাকে বলেছিলাম ” আপনার আপত্তি থাকলে, শিরোনাম পরিবর্তন করার জন্য অথবা টিউনটি মুছে দেয়ার জন্য টেকটিউনস কতৃপক্ষকে বলুন। টেকটিউনস কতৃপক্ষ যদি মনে করেন, টিউনটিতে কোন পরিবর্তন আনা দরকার, তাহলে নিশ্চয় তারা পদক্ষেপ নেবেন।
        ———————————————————————————————————–

        সকলের উদ্দেশ্যে বলছি। অসুন আমরা বাংলাদেশকে প্রযুক্তিতে সমৃদ্ধ করতে এধরণের বিতর্ক এড়িয়ে চলি। প্রযুক্তি নিয়ে এক সাথে কাজ করি গবেষণা করি। সফলতা আসবেই। আমরা নিজেরা নিজেদের মধ্য যদি বিতর্ক করে সময় নষ্ট করি তাহলে অন্যান্য দেশের সাথে প্রতিযোগিতায় আসতে পারব না। আমার টিউনটির কোন অংশ যদি বিতর্ক তৈরি করে থাকে তাহলে সুনির্দিষ্ট করে কিভাবে পরিবর্তন করতে হবে উল্লেখ করুন।যে কোন ধরণের বিতর্ক ভালো কোন ফলাফল বয়ে আনে না। আমার অনাকাংক্ষিত যে কোনো ভুল ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
        ধন্যবাদ , শুভ কামনা রইলো।

হা হা, ভাই আপনার নিজের যুক্তি টিকিয়ে রাখার চেষ্টা দেখে মজা পেলাম।
সামান্য বাংলা ভাষার জ্ঞান থাকলেই একজন বুঝতে পারবে যে, “জল্পনা কল্পনার অবসান আর নাটকীয়তার মধ্যদিয়ে শেষ হলো RMA RoboRace 2013, রোবটিক্সে বাংলাদেশের সেরা তিন বিশ্ববিদ্যালয় BUBT,CUET এবং DUET”
আপনার এই লাইনটার দ্বারা আপনি যা বুঝাতে চাইলেন তার প্রতিফলন হয় না।
হয়ত সেটা আপনার অনিচ্ছাকৃত ভুল। সেক্ষেত্রে দুঃখিত আমি, আপনাকে হয়ত ভুল ধরিয়ে দেয়া উচিত হয় নি আমার।কোন বিতর্কে যাবার ইচ্ছাও আমার নেই।

Level 0

Paglu Dashu@ ভাই বলদ এর মতো ভুলভাল কথা বলছেন কেন ??? Ashim Kumar@ কি বলেছে সেটা না বুঝেই প্যাক প্যাক করা সুরু করছেন । Ashim Kumar@ বলেছে দেশ সেরা BUBT , CUET , DUET , উনি তো পৃথিবী সেরা বলে নাই । আপনি যে সব ইভেন্ট এর কথা বলছেন ওগুলা তো পৃথিবী এর বিভিন্ন দেশ অংশ গ্রহন করে ওইটাতে জিতলে দেশ সেরা হবে না পৃথিবী সেরা হবে কোনটা ??? । Ashim Kumar@ ভাই কে বলি না বুইঝা তর্ক করার পাগল অনেকে থাকবে তাই বলে হতাস হবেন না , আপনার পোস্ট টা পরছি ভাল লাগছে কমান্ট করার ইচ্ছা ছিল না , তবে না করে পারলাম না ,
ধন্যবাদ Ashim Kumar@

    @tsujon:
    হা হা, ভাই আপনি এত জোস কেনু?
    আমি যে ইভেন্ট গুলার কথা বললাম অইগুলার একটা Qualifying Round অনুষ্ঠিত হয় দেশে, যেগুলাতে শুধু মাত্র দেশের টিম গুলাই অংশ নেয়। ওটাতে যারা চ্যাম্পিয়ন হয় তাদের কি বলবেন আপনি? দেশ সেরা? পৃথিবী সেরা?
    আর এগুলার ফাইনাল Round এ পৃথিবীর সব দেশ অংশ ও নেয় না যে তাদের পৃথিবী সেরা বলা যাবে।
    আর Ashim kumar ভাই ত একবার বলসেন,তিনি বিজয়ী দের উৎসাহ দেয়ার জন্য তাদের ভার্সিটি কে রোবটিক্সে দেশ সেরা বলসেন, পরে আরেক বার বলেন যে উনি নাকি অইটা বুঝান নাই। কি জানি ভাই বুঝিনা -____-
    সব শেষে আপনার উদ্দেশ্যে একটা কথা, মানুষরে বলদ বলার আগে নিজে কোন গোয়ালঘরে বড় হইসেন সেটার খবর ও রাইখেন।

      @pagla dashu: pagla dashu ভাই, আপনি কিন্তু একবারের জন্যও বলেন নাই যে টিউনের কোন অংশ পরিবর্তন করা দরকার। আপনার উদ্দেশ্য বিতর্ক সৃষ্টি করা এটা প্রমাণিত।

      আপনাকে কিছু তথ্য দেই।

      IRC র কথা বলেছেন না । IRC র ন্যাশনাল রাইন্ডের ফলাফল নিশ্চয় আপনার জানা থাকার কথা। যেখানে BUET চাম্পিয়ান আর DUET রানার্স আপ হয়। অন্যদিকে CUET এর রোবটিক্সের কার্যক্রম সম্পর্কে সবার জানা আছে। যারা RMA RoboRace এর মত একটা বড় আয়োজন করতে পারে তাদের দেশ সেরাদের মধ্যে অন্তর্ভূক্ত করতে আমার কোন আপত্তি নেই। আর BUBT র কথা বলছেন , তারা তো শুধুমাত্র সেরা দুটি নয় অনেক গুলো দলকে ডিঙ্গিয়ে RMA RoboRace 2013 র চাম্পিয়ান হয়ে প্রমাণ করেছেই যে , তারাও সেরাদের অন্তর্ভূক্ত।

      ————————————————————————————————–
      pagla dashu ভাই BUET সব সময়ই রোবটিক্সে ভালো করে, BUET যদি RMA RoboRace 2013 এ অংশ গ্রহণ করতো হয়তবা তাদের নামও এই তালিকায় থাকতে পারতো। আমি কিন্তু এটা বলিনি যে দেশে এই তিনটি বিশ্ববিদ্যালয় ছাড়া রোবটিক্সে ভালো আর কোন বিশ্ববিদ্যালয় নেই। আপনি অর্থহীন ভাবে বিতর্ক সৃষ্টি করছেন।

      BUET এর অংশ গ্রহণ না করা প্রসঙ্গে বলেছেন, যে তাদের পরীক্ষা চলছিলো। আপনি কি জানেন DUET এর টিম “ডুয়েট হারবিনজারস্” এর সদস্যরা ৩ মে ক্যাম্পাসে ফিরে ৪ মে পরীক্ষায় অংশ গ্রহণ করেন।

      তাই, ভাই বিতর্ক করার আগে একবার দেশকে নিয়ে চিন্তা করুন। BUET,DUET,CUET বলে কোন কথা আছে, আমাদের দেশের বিশ্ববিদ্যালয় গুলো রোবটিক্সে ভালো করছে, এটাই কি আসল কথা নয়। বিতর্ক না ছড়িয়ে আসুন আমরা একটা পতাকা বুকে নিয়ে সবাই মিলে এগিয়ে যাই।

    @tsujon: tsujon ভাই , এভাবে pagla dashu ভাইকে আক্রমণাত্নক কথ বলা আপনার ঠিক হয়নি। টেকটিউনস বিতর্ক সৃষ্টির কোন স্থান নয়, টেকটিউনস মানুষের সৃজনশীলতাকে বিকশিত করতে কাজ করে। আসুন আজ থেকে নিজেদের একটু বদলে ফেলি। নিজের ভুল গুলোকে সংশোধন করার চেষ্টা করি এবং অন্যকে অক্রমণ করে নয়, একজন বন্ধুর মত আচরণ করে তার ভুল গুলো সংশোধন করতে সহযোগিতা করি।

Level 0

pagla dashu@ আপনার কাছে পৃথিবী সেরা হতে হলে সেখানে কত গুলা দেশ এর অংশগ্রহণ করা লাগবে ?? ভাই World cup Cricket এ ১০ টা দেশ খেলে কিন্তু এটাকে কেন World cup বলা হয় ,পৃথিবীর সব দেশ তো এখানে খেলে না , তারপরও বলা হয় কারন শুধু World cup উল্লেখ করা থাকে না থাকে “World cup Cricket” ।
ঠিক তেমনই RMA RoboRace দেশ সেরা বলা যায় । আর এতে বুঝা যায় RMA RoboRace এর সেরা ।
আপনি যে ইভেন্ট গুলার কথা বলছেন সেটার সাথে তুলনা করা হয় না ।
আর ভাই আপনি কি জগন্নাথ বিশ্ববিদ্যালয় পড়াশুনা করেন নাকি ??