ইলেক্ট্রনিক্সের নেশা ……. [পর্ব-২ ] ::নিজে নিজেই পরীক্ষা করি ইলেক্ট্রনিক্স পণ্য/যন্ত্রপাতি নিজের তৈরি সিরিজ বোর্ড দিয়ে !!!!

আসসালামু আলাইকুম । আশা করি সকলেই ভাল আছেন । এটি আমার দ্বিতীয় টিউন । আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে তৈরি করবেন সিরিজ লাইন বোর্ড এবং এটি কিভাবে ব্যবহার করবেন । কিভাবে এই বোর্ড দিয়ে ফ্যান , সোলডারিং আয়রন, আয়রন (লণ্ড্রী ), টিউব লাইতের অটো বালাসট ইত্যাদি পরীক্ষা করবেন ।
বোর্ডটি তৈরি করতে লাগবে সুইচ বোর্ড, সুইচ্‌, সকেট, বাটাম হোল্ডার, টুপিন প্লাগ,প্রজন মত তার ও ৪০-২০০ ওয়াটের ক্লিয়ার বাল্ব । নিচের চিত্রের মত করে সংযোগ দিন ।
১নং চিত্রের মত করে সংযোগ দিলে সুধু সিরিজ হিসেবে ব্যবহার করতে পারবেন আর ২ নং চিত্রের মত করে সংযোগ দিলে বাল্বটি আলো জ্বালানর কাজে ব্যবহার করতে পারবেন ।
আমি যেটি ব্যবহার করি সেটি উপরের চিত্রের মতো ।
এবার ঠিক মতো সংযোগ দিয়ে নিচের তথ্য অনুযায়ী ইলেক্ট্রনিক্স পণ্য পরীক্ষা করতে পারেবেন ।
. ১। ইলেকট্রিক তারঃ- তারে কোন ফলট আছে কিনা পরীক্ষা করতে , তারে দুই মাথা টুপিন সকেটের দুই ছিদ্রে প্রবেস করান। দেখবেন বাল্বতি জ্বলছে । তাহলে তার ঠিক আছে । যদি বাল্ব না জ্বলে তাহলে তারে সমস্যা আছে ।
. ২। টিউব লাইটের অটো বালাসট পরীক্ষাঃ- অটো বালাসট এর এক দিকে দুই তার আর অন্য দিকে চারটা তার থাকে । চিত্রের মতো ৩,৪ ও ৫,৬ নং তার সংযুক্ত করি ।
এবার ১ ও ২ নং তার বোর্ডের সকেটের দুই ছিদ্রে প্রবেস করাই দেখবেন বাল্বের ফিলামেন্ট হাল্কা জ্বলে ওঠে তাহলে অটো বালাসট ঠিক আছে । আর না জ্বললে বা বাল্ব সম্পূর্ণ জ্বললে অটো বালাসট নষ্ট ।
৩। আয়রন (লন্ড্রি) পরীক্ষাঃ- আয়রন (লন্ড্রি) টুপিন সকেটে প্রবেশ করান দেখবেন বাল্ব উজ্জ্বল ভাবে জ্বলছে । আবার সিরিজ বোর্ডের সুইচ অন করুন অফ করুন আলো কম বেশি হচ্ছে তাহলে আয়রন (লন্ড্রি) ঠিক আছে। আলো কম বেশি না হলে বা বাল্ব নাজ্বললে আয়রন (লন্ড্রি) নষ্ট ।
৪। সোলডারিং আয়রন পরীক্ষাঃ- সোলডারিং আয়রন সকেটে প্রবেশ করালে বাল্ব হাল্কা জ্বলবে । তাহলে সোলডারিং আইরন ঠিক আছে । যদি বাল্ব না জ্বলে তাহলে সোলডারিং আয়রন এ সমস্যা আছে । সোলডারিং আইরন ব্যবহার করার সময় সিরিজ বোর্ড ব্যবহার করা ভালো । এতে সোলডারিং আয়রন অতিরিক্ত হিট হয়না ।null
৫। ক্যাপাসিটর পরীক্ষাঃ- এটা খুব ই গুরুত্বপূর্ণ ১ টা পয়েন্ট, আমি ১ বার শক খাইছিলাম, খুবই ভয়াবহ । তাই ক্যাপাসিটর খোলার সময় ক্যাপাসিটরের দুই পয়েন্ট টেষ্টার বা স্ক্র-ড্রাইভার এর ধাতব অংশ দ্বারা শর্ট করে নিতে হবে ।
চিত্রের ৩ এর মতো । পরীক্ষা করতে লাগবে চিত্রের ১ এর উপাদানগুলো । চিত্রের ২ এর মতো করে কয়েক সেকেন্ড ধরে রাখুন চিত্রের ৩ এর মতো ক্যাপাসিটরের দুই পয়েন্ট টেষ্টার বা স্ক্র-ড্রাইভার এর ধাতব অংশ দ্বারা শর্ট করে নিন । শর্ট করার সময় লক্ষ্য করুন ফায়ার করবে এবং শব্দ হবে । ফায়ার এবং শব্দ বেশী হলে ক্যাপাসিটর ভাল আছে । আর ফায়ার এবং শব্দ বেশী নাহলে ক্যাপাসিটর নষ্ট ।
৬। ভলিউম রেগুলেটর পরীক্ষাঃ- ভলিউম রেগুলেটরের দুই তার সকেটের দুই ছিদ্রে প্রবেশ করান । ভলিউম নবটি কম বেশি করুন দেখবেন বাল্বের আলো কম বেশি হচ্ছে । যদি আলো কম বেশি না হয় তাহলে ভলিউম রেগুলেটরটি নষ্ট ।

এছাড়া আরও অনেক কিছু পরীক্ষা করা যাই এই বোর্ডের সাহায্যে । আমি এই বোর্ডটি মিটার হিসেবে ব্যবহার করি ।

বিঃ দ্রঃ ইলেক্ট্রনিক্স সম্পর্কে কোন ধারনা না থাকলে চেষ্টা না করাই ভালো ।

Level 0

আমি sopnopagol। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 74 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

chaliea jan vai

যদিও বিষয়টা অনেক আগে থেকেই জানা ছিলো তার পরও নতুনদের হয়তো কাজে আসবে।

    Level 0

    @মাহমুদ কলি।: নতুনদের হয়তো কাজে আসবে tai tune korlam ,

ধন্যবাদ ভাই সুন্দর হইছে। নিজেরা কি করে বাসায় তৈরি করব সিরিজ বোর্ড এটা নিয়ে ১টা টিউন করেন।

Level 0

@রাহাতুল ইসলাম: @রাহাতুল ইসলাম: 2 ta diagram dea ace maje amar pic. Somossa hole a nea ar 1ta tune korbo

    @sopnopagol: এটা ভালো বুঝতে পারি নাই। একটু বিস্তারিত লিখলে ভালো হত। তাই বলছিলাম নতুন ১টা টিউন করতে। ধন্যবাদ

      Level 0

      @রাহাতুল ইসলাম: ami friday o saturday khubi basto 2 din por tune korbo ektu opekha korun. Please

Level 0

@রাহাতুল ইসলাম: ami friday o saturday khubi basto 2 din por tune korbo ektu opekha korun. Please

    Level 0

    @EKHLAS-01675778260 [fb/Es md’kiron]:thanks

আশচর্য এত সুন্দর একটা টিউন অথছ টিউনমেন্ট এত কম ক্যনো..?

    Level 0

    @মাহমুদ কলি।: সবার কাছে সুন্দর নাও হতে পারে।
    আপনার কাছে সুন্দর সে জন্য ধন্যবাদ ।

যদিও বিষয়টি জানা ছিলো কিন্তু আপনি পর্যাপ্ত পরিমান চমৎকার সব ছবির মাধ্যমে বিষয়টি উপস্থাপন করেছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আগামীতে আরো সুন্দর সুন্দর টিউন চাই।

    Level 0

    @মোহাম্মদ খালিদ হোসাইন: টিউন করতে ছবি আপলোড করতে পারছিনা। help me
    any one

Level 0

ধন্যবাদ ভাই সুন্দর হইছে।

    Level 0

    @Md Emran: ধন্যবাদ !!!!!

, ” দারুন। ইলেকট্রিক . সম্পর্কে অনেক তথ্য জানতে পারলাম। ধন্যবাদ শেয়ার করার জন্য” .

Level 0

ধন্যবাদ ভাইয়া। চালিয়ে যান।