ইলেকট্রনিক্স এর জাদুগিরি [পর্ব-০৭] :: মোবাইলের বেটারী চার্য করুন অটো সিষ্টেমে।

ইলেক্ট্রনিক্স এর জাদুগিরি

আল্লাহ সর্ব শক্তিমান

বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালই আছেন
আমিও আপনাদের দোয়ায় ভালো আছি
আজ আপনাদের এমন একটি সার্কিট দেখাব
যে সার্কিট দিয়ে মোবাইলের ব্যাটারি অতি সহজে
অটোমেটিক সিস্টেমে চার্জ করতে পারবেন
অটোমেটিক সিস্টেম বলতে যেমন মোবাইল
ব্যাটারি যখন চার্জ দিবেন তখন একটি বাতি
জলে থাকে আবার যখনই ব্যাটারির ফুল চার্জ হয়ে
যাবে তখন অটোমেটিক সিষ্টেমে সার্কিট লাগানো রিলে সুইচ টি ব্যাটারী তে চার্য
দেওয়া বন্ধ করে দিবে। এবং বাতিটা নিভে গিয়ে অন্য একটি বাতি জলে উটবে
তখন আমরা বুঝতে পারি ব্যাটারি ফুল চার্জ হয়েছে
এখানে অল্প কিছু পার্টস এর মান পরিবর্তন করে 6v 9v অথবা 12v বেটারি
এ সিস্টেমে চার্জ করতে পারবেন
সুবিধা হল ব্যাটারি ফুল চার্জ হওয়ার পর চার্জ দিতে
থাকলে ব্যাটারি ওভার চার্যের কারণে ভাল ব্যাটারি নষ্ট হয়ে যায়।

আসুন সারকিটটিতে ব্যবহার কিত পার্স গুলি একবার দেখে নেই =

এটি হল একটি রেগুলেটর আইসি LM317 আইসিটির তিনটি পা থাকে, আইসির মাঝের পাটি  আউটপুট,ডানের পাটি ইনপুট,

বাম পার্টি ভোল্ট এডজাস্ট করা। এবারে আসুন আরো কিছু পার্স দেখি=

এটি হল আট পিনের ছোট একটি আইসি LM358

LM358 আইসির পিন কানেকশন গুলি। এবারে আসুন সম্পূর্ণ সার্কিটটি দেখি=

max ভোল্টেজ বলতে ফুল চার্জ করা এরকম একটি বেটারী লাগাবেন তারপর ভেরিএবল
রেজিস্টার আস্তে আস্তে ঘুরিয়ে দেখুন রিলে সুইচ টা বন্ধ হলে ভেরিএবল রেজিস্টার আর
গোরাবেন না। তারপর একটি কম চার্যের বেটারী লাগান যখনি বেটারী ফুল চার্জ হবে অটো সিস্টেমে চার্জ দেয়া বন্ধ হয়ে যাবে।

সার্কিট সকল পার্টস এর মান সার্কিট এর সাথেই দেয়া আছে সার্কিট দেখে যদি কারো বুঝতে সমস্যা হয় তাহলে=

মোঃসেন্টু খান কিশোরগন্জ /01713531965 ধন্যবাদ সবাইকে।

Level 3

আমি সেন্টু খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 79 টি টিউন ও 565 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 23 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ভাই আপনার টিউন গুলু ভাল লাগে কিন্তু বানাতে পারিনা

    Level 3

    @skynet: ভাইয়া চেষ্টা চালিয়ে যান

Level 0

relay ta to DPDT relay?

    Level 3

    @towfiq.eee: 12v এর নরমাল রিলে বাজারে কিনতে পাওয়া যায়
    ধন্যবাদ ভাইয়া

Level 0

set max voltage er pasher “BAT1+” ta ki? circuit explain koren

    Level 3

    @towfiq.eee: ভাইয়া একটি ভাল প্রশ্ন করেছেন
    max ভোল্টেজ বলতে ফূল চার্য করা এরকম একটি বেটারী লাগাবেন তার পর ভেরিএবল
    রেজিষ্টরটি আস্তে আস্তে গুরিয়ে দেখুন রিলে সুইচটি বন্দ হলেই ভেরিএবল রেজিষ্টরটি আর
    গুরাবেন । তারপর একটি কম চার্যের বেটারী লাগান যখনি বেটারী ফূল চার্য হবে অটোসিষ্টেমে
    চার্য দেয়া বন্দ হয়ে যাবে।

ভাই শেখার আগ্রহ আছে কিন্তু আপনার দেওয়া ক্যাটালগ শুধু প্রফেশনাল ভালো মেকাররাই বুঝবে, তাই যদি এই সব সার্কিট তৈরির নিয়ম মোবাইলে ভিডিও করে ইউটিউবে আপলোড করে দিতেন তাহলে ভিডিও দেখে যদি কিছু শিখতে পারতাম।

    Level 3

    @santokhan: @মাহমুদ কলি।: ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ চেষ্টা করব।

jewel thief circuit/1.5v-5v converter circuit niye alochona karun

    Level 3

    @avijitsarkar: ভাইয়া 1.5v-5v কনভাটার বলতে কি বুঝাইতেছেন
    আমি ঠিক বুঝতে পারলাম না দয়া করে বিস্তারিত লিখুন।

খুশি হলাম , এই টিউন এ পেট টা একটু ভরল !!!
তবে আরেকটু ডিটেইলস লিখলে ভাল হইত ।

কিশোরগঞ্জ আমার মামার বাড়ি । সো আপনিও আমার মামা । আপনাকে মামা ডাকব । সমস্যা আছে ???

    Level 3

    @ধীমান সরকার বাপ্পী: ঠিক আছে ভাগিনা লিখব।

Level 0

proteus simulation e choltese. output e 5 volt diche

Level 0

relay 2ta use na kore, 1ta DPDT miniature relay use korle hobe, jayga kom lagbe

    Level 3

    @towfiq.eee: ভাইয়া ভাল করে লক্ষ্য করুন রিলে কিন্তু এখানে একটাই ব্যবহার করা হয়েছে

ভাই ময়মনসিংহ কৃষি কলেজে পড়ার ইচ্ছা আছে, যদি ভর্তি হওয়ার সুযোগ হয় তাহলে কিশোরগঞ্জে আপনার কাছে গিয়ে মাঝে মধ্যে এইসব বিষয় শিখব। আপনার মতামতের অপেক্ষায় রইলাম।

    Level 3

    @মাহমুদ কলি।: ভাইয়া তোমার সাথে পরে কথা হবে ভাল থাক

Level 0

ভাই আপনার টিউন আমার খুব ভালো লাগে , LM358 N I.C তে 3 NO leg এ BAT1+ কোথায় সংযোগ করব একটু লিখবেন প্লিজ

    Level 3

    @ASHRAF: ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ। bat 1+ কানেকশানটি যেখানে লাগাবেন সারকিটটির ডান পার্শে একেবারে শেষের দিকে দেখুন B1 3.6v লিখা আছে
    মোবাইল বেটারির ( + প্রজেটিভ ) প্রান্তে লাগাবেন।

ভাই ১২ ভোল্ট ৭ আম্পের‍্যার এর ব্যাটারি চার্জ দেয়ার জন্য কোন কোন পার্টস পরিবর্তন করা লাগবে ?

    Level 3

    @সৌ্রভ: আপনি ট্রান্সফরমা এবং আইসি 2 পরিবর্তন করবেন R1 রেজিষ্টরের ওয়াট বাড়িয়ে দিবেন।

Level 0

আপনাকে অনেক ধন্যবাদ চেষ্টা করব। but amar parts manage kora khub kothin . 3 mas theke 1ta 6v relay manage kote parini

Level 0

ক্যাপাসিটর কত ভোল্টের? আর ৬ ভোল্টের একটা সানকা ব্যাটারি চার্য করতে কি কি পরিবর্তন আনতে হবে? দয়াকরে বলবেন কী?