ইলেকট্রনিক্স এর জাদুগিরি [পর্ব-০৮] :: মোবাইলের নষ্ট ব্যাটারী কি করবেন ? আসুন কাজে লাগাই।

ইলেক্ট্রনিক্স এর জাদুগিরি

আসসালামু আলাইকুম টেকটিউনস এর সকল বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালবাসা।

টিউনস করার একান্ত ইচ্ছা থাকা সত্ত্বেও সময়ের অভাবে টিউন করতে পারিনা।

তাই আজ অনেক দিন পরে ছোট্ট একটি টিউন নিয়ে হাজির হলাম

আপনাদের মোবাইলের নষ্ট ব্যাটারী দিয়ে খুব সহজে পড়ার টেবিলের জন্য।
বানিয়ে ফেলুন টেবিল লেম্প। লেম্পটি তৈয়ার করতে,

মোবাইলে চার্জ থাকে না এ রকম একটি পুরাতন ব্যাটারি, সাদা কালার LED বাল্ব

একটি, অথবা দুই বা তিনটি, 10 ওহুমস এক ওয়াট রেজিস্টার একটি
যে কোন সুইচ একটি। হয়ে গেল আপনার টেবিল ল্যাম্প। এবার আসুন,

দেখি কিভাবে কাজ করব এবং পার্স গুলোর দেখে নেই,

এটি হলো একটি LED বাতি বাজারে কিনতে পাওয়া যায় দুই থেকে তিন টাকা দাম মাত্র

বাতি সাদা কালার কিনলে ভাল হয়। যেহেতু আমরা ল্যাম্প হিসেবে ব্যবহার করব,

এটি একটি 10 ওহম রেজিস্টর কালার কোড বাদামি কালো কালো, এক ওয়াট লাগালেই ভাল হয়।

ভালো করে লক্ষ করুন LED বাতি জ্বালাতে হলে শুধু একটি ব্যাটারী একটি রেজিষ্ট আর একটি বাতি হলে চলে

কিন্তু বাতিটা অফ করার জন্য একটি সুইচ লাগিয়ে নিলে ভাল হয়। এবার আসুন দেখি সুইচটা কোথায় লাগাবো

সুইচ লাগানোর পর এবার আসুন ব্যাটারির চার্জ শেষ হলে চার্জ কি ভাবে করব ?

উপরের ছবিটি ভালো করে লক্ষ করুন মোবাইলের চার্জার দিয়ে কিভাবে ব্যাটারী চার্য করবেন

এখানে অতিরিক্ত কয়েকটি পার্স ব্যবহার করা হয়েছে  1K রেজিষ্টর একটি D1 নরমাল রেকটিফায়ার ডায়োড

4007 অথবা যে কোন নাম্বারের একটি যে কোন কালার LED বাতী একটি। এই কয়েকটি পার্স

লাগানো হয়েছে শুধু ব্যাটারি চার্জ দেওয়ার সময় বাতি জ্বলে থাকলে বোঝা যাবে ব্যাটারি চার্জ হচ্ছে।

 মোঃ সেন্টু খান কিশোর গন্জ বাংলাদেশ আল্লাহ সর্ব শক্তিমান।        01713531965

Level 3

আমি সেন্টু খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 79 টি টিউন ও 565 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 23 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

জটিল ভাই জান ! কোথাই সিখেছেন আপনি এগুলা ?

    Level 3

    @mahbub rahman: আপনাদের কাছে ভাল লাগলেই আমার কষ্টটা সার্থক ধন্যবাদ ভাইয়া।

আর ভাই রেজিস্টর লাগার কারন কি ? রেজিস্টর ছাড়াও তো চলবে ??? আর রেক্টিফায়ার ডাইওড লাগানর কারন কি ?

    Level 3

    @mahbub rahman: রেজিষ্টর লাগানো এ কারনেই বাজারে যে LED বাতী গুলি কিনতে পাওয়া যায় সব গুলির ভোল্ট এক রকম থাকে না সামান্য কিছু কম বেশী থাকে যে কারনে মোবাইল ব্যাটারী 4.7V সাপ্লাই দিলে LED বাতি টি নষ্ট হয়ে যেতে পারে । রেক্টিফায়ার ডায়ড টি না লাগালে আপনার চার্য ইন্ডিকেটর বাতীটি সব সময় জ্বলতে থাকবে। ধন্যবাদ

Level 2

fine

    Level 3

    @motaleb52: ধন্যবাদ ভাইয়া

ভাবছিলাম নতুন কিছু জানবো , অনেক আশা নিয়ে টিউন টা দেখতে বসেছিলাম কিন্তু আশাহত হলাম । 🙁

    Level 3

    @ধীমান সরকার বাপ্পী: ভাই আশাহত হবার কোন কারন নাই
    আল্লাহ তৈাফিক দিলে আপনার পছন্দের টিউনস করতেও পারি।

charge full hole bojha jabe amon kisu den pls

    Level 3

    @সবুজ ভাই: ভাই একটি টিউনস করলে সকলের দিকে লক্ষ্য করে টিউনস করতে হয়, সামান্য একটুক সার্কিট বড় হলেই অনেকেই ফোনকরে বলেন কিছুই বুঝিনা
    আপনি যে সার্কিটটির কথা বলেছেন সার্কিটটি বেশ বড়, তাই ভাবতেছি

1.5 to 5v step up circuit niye 1ta tune karun na, khub upokar hoy,,plz.. plz.. plz..

    Level 3

    @avijitsarkar: ঠিক আছে ভাইয়া চেষ্টা করব ধন্যবাদ

Level 0

অনেক উপকারি একটা টিউন করেছেন ভাই!! আপনার বাড়ি কিশোরগঞ্জ শুনে ভালো লাগলো, আমার বাড়িও কিশোরগঞ্জ। ধন্যবাদ ভাই 🙂

    Level 3

    @Sohag: সোহাগ ভাই আপনার সবগুলি টিউনস আমার কাছে খুব ভাল লাগে কারণ টা এখন বুঝতে পেরেছি দেশী মানুষ ত এ জন্যই । কিশোরগন্জ কোথায় ভাইয়া

      Level 0

      @santokhan: আমার গ্রামের বাড়ি নিকলী, কিন্তু আমরা সবাই সদরে থাকি, নগুয়া।

Level 0

Sundor hoise Tune Ta Uncle……..Onek Din por tune korlen Mone hoy 🙁

Level 3

ধন্যবাদ তোমাকে

Level 0

aree koy ki???? shohag vai er bari o kishoregonj??? :O…. jai hok… santo khan vi er o desher bari kishoregonj jene khub valo lagtese….. vai apnader fb id ta dile khu khushi hotam! 🙂 @santo khan vai & @sohag vai……..
(vaiera dialaiin…. kishorgonj jedin jayam afnera re khuijja bair korbam ne! 😛 :P)
thanx.. 🙂 (Hasan Asjad Khan)

Assalamu Alaikum
I want to know about registor.
Example: LED=1.7 V
LED=4.5 v-(resister value)
LED=6V-(register value)
what is the formulla of register value to drop down voltage for LED
Thanks

Level 0

আপনাকে অনেক ধন্যবাদ চেষ্টা করব।

এক কথায় জটিল টিউন।

আপনার মত বিজ্ঞানীকেই খুঁজছে বাংলাদেশ। চালিয়ে যান!

ভাই আপনার সব লেখাই আমার ভালো লেগেছে
আমি টেকটিউনে নতুন তাই প্রফাইলে কিভাবে ছবি add করবো বলে দিবেন প্লিজ

আমি অনেক বার চেষ্টা করেও বারবার ব্যর্থো হয়েছি!
যে সমেস্য হোস্চে সেগুলো হোলো নিন্নোরুপ….

1)চার্জিং বালপ টা সব সময়ে জলছে.

2)বাটারি তে চাজ হচ্ছে না.

আমি 10 টি LED বাল্প জলতে চায়
plz অপনী ছর্কিট টা আমর email এ send করেন.

Santo Khan বড় ভাই টেকটিউন এ আপনার সকল টিউন আমি পড়সি আমি একটা সাউন্ড সিস্টেম বানেতে চাই
৮” ২ টা মাইক দিয়ে কোন সারগিট ব্যবহার করা জাই বা কি মাইক কিনা জাই কতো দাম পরবে জানেলে খুব উপক্রিত হবো ভাই।

চমৎকার টিউন