খুব সহজেই নস্ট Rice cooker ঠিকঠাক করুন তাও আবার নিজে নিজেই, মাত্র ২৫ টাকায়

বন্ধুরা আসসালামুয়ালাইকুম। সবাই কেমন আছেন?

আচ্ছা  বন্ধুরা আজকে আমি আপনাদের জন্যে খুবি সিম্পল জিনিস নিয়ে হাজির হলাম। আপনাদের অনেকের  Rice cooker  নস্ট হয়ে আছে, মূলত তাদের জন্যেই আমার এই টিউন,

যাদের  Rice cooker/রাইস কুকার নস্ট হয়ে আছে তারা আর নতুন Rice cooker/রাইস কুকার না কিনে একটু চেস্টা করলেই নস্ট রাইস কুকারকে ঠিক করতে পারেন।

তাহলে বন্ধুরা শুরু করা যাক,

যা যা লাগবে…

  • ১. তাতাল
  • ২. রাং
  • ৩. রজন
  • ৪.  কসটেপ
  • ৫. rice cooker fuse

Rice cooker fuse এর দাম ২৫ টাকা নিবে। বাজারের যে কোন ইলেক্ট্রিক এর দোকানে পাবেন।

নিচে চিত্র দেওয়া হলো

১. তাতাল

২. রাং

৩. রজন

৫. rice cooker fuse

প্রথমে নিচের মত করে  খুলে নিই

হাত দিয়ে ধরে আস্তে করে টান দিলেই তার বের হয়ে  আসবে,

নিচের ছবির মত

এবার ১ নাম্বার চির্নিত জায়গার ছেড়া তারে ফিঊজ টা তাতাল দিয়ে লাগাইয়ে দেয়।

মোট কথা যেখানে ফিউজটা লাগানো ছিল সেই জায়গায় লাগালেই হবে ইনশিয়াল্লাহ।

বিঃদ্রঃ এই হলো রাইস কুকারের সাধারন প্রব্লেম,যা আমরা /আপনি নিজে নিজেই ঠিক ঠাক করতে পারবেন কিন্তু যদি কয়েল এর প্রবলেম হয় তবে নিজেও পারবেন কিন্তু মেকার গুলো সব না খেয়ে মরবে তাই বড় প্রবলেম হলে নিজে রিক্স না নিয়ে মেকার দিয়ে ঠিক করে নিন।

আমার জন্য দোয়া আর ভাল বাসা চাই।

আমাকে ফেসবুকে পেতে পারেন Maruf Cse অথবা  Whatsapp- 01714-744947

আমার আরো টিউন দেখতে

  1. চলুন নষ্ট মোবাইলের ব্যটারী দিয়ে টর্চ লাইট তৈরী করি মাএ ১৫ টাকায়
  2. খুব সহজেই Reset করুন Canon 2772/2770 ড্রাম/নরমাল প্রিন্টার আর প্রিন্টি প্রবলেম সমাধান করুন
  3. খুব সহজেই নস্ট Rice cooker ঠিকঠাক করুন তাও আবার নিজে নিজেই, মাত্র ২৫ টাকায়
  4. খুব সহজেই নস্ট হেড ফোনকে ঠিকঠাক করুন তাও আবার নিজে নিজেই,না দেখলে খুবই মিস করবেন
  5. লোডশেডিংও পূরোদমে পড়তে চান??? তা আবার নিজের বানানো লাইট দিয়ে,তাহলে তো টিউনটা দেখতেই হয়
  6. 1.5V বেটারি দিয়ে ছোট্ট টুনিমুনি লাইট বানাই মাত্র ২০ টাকাই (ইলেক্ট্রনিক্স প্রেমীরা এই দিকে আসুন)
  7. আসুন খুব সহজেই নিজের বায়োগ্রাফি এপস বানাই কোন রকম প্রোগরামিং জ্ঞান ছাড়াই এন্ড্রয়েড ফোনের জন্য

বন্ধুরা কোন ভুল হলে ক্ষমা করবেন আর  টিউমেন্ট তো আশা করছিই

Level 0

আমি Maruf CSE। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 183 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

No I am not along i know one day You will be Back....


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

লেখাটি দারুন হয়েছে।

    Level 0

    @Kamrul Cox: আপনাকে ধন্যবাদ

THANKS BROTHER, amon lakha aro chai

আমার মন বুঝলেন কিভাবে আমার জানা নেই। এই ট্রিক্স টা আমার সবচেয়ে বেশি দরকার ছিল। আম্মুকে কাল একটা ছমক দেখাবো 😛

    Level 0

    @SHAHREAR RAHMAN: আপনাকেও ধন্যবাদ।তবে রাইস কুকার ঠিক করে খিচুড়ি খাবার দাওয়াত না দিলে কিন্তু হবে না ভাই…।কি বলেন দাওয়াত দিবেন তো??????

vai amader etar prob hocche majhe moddhei je switch ta upore uthea dite hoi rannar jonno …ken jeno raana dhesh howar ugei neme jai majhe moddhe 🙁 🙁

    Level 0

    @SHAHREAR RAHMAN: ভাই ওইটা হল রাইস কুকারের মেগনেট এর প্রবলেম । যখন রান্না করবেন সুওইসটা কিছু দিয়ে আটকিয়ে দিয়ে রান্না করবেন । সার প্রবলেম হলে যানাবেন

ভাই আসংখ ধন্যবাদ। ভাই আমার অন্য একটা সমস্যার সমাধান যদি দিতে পারতেন! তাহলে আমি খুব উপক্রিত হতাম। আমার ফ্রিজের সমস্যা। ২ বার মেকার দিএ ঠিক কোরে ছিলাম কিন্তু ২-৩ মাসের মাথাই নস্ত হয়ে গেছে। এখন আমি আর সেটা ঠিক করিনি। আমি একজন কে দেখালাম ২ দিন আগে সে বলল যে আমার ফ্রিজের কম্প্রেসার নাকি ভাল, কন্দেঞ্চার নাকি খারাপ। এই ভাবে স্ক্রিনশট দিএ যদি দেখাতেন তাহলে আমি একটা রিস্ক নিতাম। আমার ফ্রিজের নাম lg.

Level 0

Darun vai, onek thanks

অনেক ভাল লাগলো ……………………দরকার ছিল

Level 2

হুম

kisu bujnar e parlam na