কিভাবে মাত্র ২/৩ টাকায় ঘরে বসেই ইন্ডিকেটর তৈরী করতে পারবেন?
আশাকরি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আজ ছোট্ট একটা মজার টিপস নিয়ে আপনাদের সামনে আসলাম। যদি এটি পূর্বে প্রকাশিত হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
আমরা বাসা-বাড়ীতে, অফিসে কিংবা কলকারখানায় যেসব এসি সাকিট বোর্ড -এ লাগানো ইন্ডিকেটর দেখতে পাই তা খুবই ভাল জিনিস কারণ কারেন্ট আছে কিনা বুঝা যায়।
আজ তেমনি একটি সাকিট বানাতে শিখব আর তৈরী করতে খরচ মাত্র ২ টাকা।
কালার কোড নিচে দিলাম।
ব্রাউন, ব্লাক, গ্রীন, গোল্ড কালার কোড মানে = ১ মেগা ওহমস রেজিষ্ট্যান্স। আর সাথে ১/২ টাকা দামের এলইডি (লাইট ইমিটিং ডায়োড)।
ব্যস তৈরী হয়ে গেল ইন্ডিকেটর।
পোষ্টটি ভাল লাগলে কমেন্ট করিয়েন আর না লাগলে প্লিজ খারাপ মন্তব্য করবেন না। আমার সাইটে আরও সুন্দর মজার টিপস আছে।
আমি skytipsbd। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 233 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভালো লাগলো। আপনার ওয়েব সাইটটি বাংলায় হলে ভালো হতো। তবে আপনার প্রকাশ টি আরও সহজ হলে ভালো হতো। ধন্যবাদ