আল্লাহ মহান
আসসালামু আলাইকুম টেকটিউনস এর সকল বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালবাসা।
আজ টেকটিউনসের আমার সকল বন্ধুদের প্রতি সালাম ও
ভালবাসা রেখে শুরু করলাম। আজ আপনাদের জন্য খুবই প্রয়োজনীয়
একটি সার্কিট দেখাব। আমরা অনেকেই ব্যাটারি চার্জার হয়ত
নিজের হাতে তৈয়ার করেছি কিন্তু আজ আমি যে চার্জার
আপনাদেরকে উপহার দিব এই চার্যারটি একটু ভিন্ন রকম।
এই চার্যারটিতে অতিরিক্ত কয়েকটি সিস্টেম দেয়া হয়েছে
যেমন আমরা যে কোন চার্জার দিয়ে ব্যাটারি চার্জ করি যখন
ব্যাটারি ফুল চার্জ হয়ে যায় সাথে সাথে চার্জার থেকে ব্যাটারি
খুলে ফেলি কারন ব্যাটারি অতিরিক্ত চার্জ হয়ে নষ্ট হয়ে যেতে পারে
আজকের এই সার্কিট অটো সিস্টেম দেয়া হয়েছে
ব্যাটারি যখনি ফুল চার্জ হবে সার্কিটে লাগানোর রিলের সুইচটা
অফ হয়ে যাবে ফলে ব্যাটারি চার্জ দেয়া বন্ধ করে দিবে
আবার যখনই ব্যাটারির চার্জ কমে আসবে তখনি অটোমেটিক
সিস্টেমে রিলে সুইচ টা চালু হয়ে ব্যাটারির চার্জ দেয়া
শুরু করবে।
সম্পূর্ণ সারকিটটির জন্য (এখানে ক্লিক করুন)
আজকে এখানে রাখলাম কোন সমস্যা হলে 01713531965 =মোঃসেন্টু খান আল্লাহাফেজ।
আমি সেন্টু খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 79 টি টিউন ও 565 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 23 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
অনেক সুন্দর হয়েছে @ আপসোস আমি কাজে লাগাতে পারছি না। ধন্যবাদ সেন্টু ভাই ।।