ইলেকট্রনিক্স এর জাদুগিরি [পর্ব-১০] :: ডিজিটাল সিষ্টেমে ব্যাটারী চার্য করুন অল্প কয়েকটি পার্সদিয়ে।

টিউন বিভাগ ইলেক্ট্রনিক্স
প্রকাশিত
জোসস করেছেন

ইলেক্ট্রনিক্স এর জাদুগিরি

আল্লাহ মহান

আসসালামু আলাইকুম টেকটিউনস এর সকল বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালবাসা।

আজ টেকটিউনসের আমার সকল বন্ধুদের প্রতি সালাম ও

ভালবাসা রেখে শুরু করলাম। আজ আপনাদের জন্য খুবই প্রয়োজনীয়
একটি সার্কিট দেখাব। আমরা অনেকেই ব্যাটারি চার্জার হয়ত
নিজের হাতে তৈয়ার করেছি কিন্তু আজ আমি যে চার্জার
আপনাদেরকে উপহার দিব এই চার্যারটি একটু ভিন্ন রকম।
এই চার্যারটিতে অতিরিক্ত কয়েকটি সিস্টেম দেয়া হয়েছে
যেমন আমরা যে কোন চার্জার দিয়ে ব্যাটারি চার্জ করি যখন
ব্যাটারি ফুল চার্জ হয়ে যায় সাথে সাথে চার্জার থেকে ব্যাটারি
খুলে ফেলি কারন ব্যাটারি অতিরিক্ত চার্জ হয়ে নষ্ট হয়ে যেতে পারে
আজকের এই সার্কিট অটো সিস্টেম দেয়া হয়েছে
ব্যাটারি যখনি ফুল চার্জ হবে সার্কিটে লাগানোর রিলের সুইচটা
অফ হয়ে যাবে ফলে ব্যাটারি চার্জ দেয়া বন্ধ করে দিবে
আবার যখনই ব্যাটারির চার্জ কমে আসবে তখনি অটোমেটিক
সিস্টেমে রিলে সুইচ টা চালু হয়ে ব্যাটারির চার্জ দেয়া
শুরু করবে।

সম্পূর্ণ সারকিটটির জন্য (এখানে ক্লিক করুন)

আজকে এখানে রাখলাম কোন সমস্যা হলে 01713531965 =মোঃসেন্টু খান আল্লাহাফেজ।

Level 3

আমি সেন্টু খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 79 টি টিউন ও 565 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 23 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অনেক সুন্দর হয়েছে @ আপসোস আমি কাজে লাগাতে পারছি না। ধন্যবাদ সেন্টু ভাই ।।

    কাজে লাগাতে পারবেন না, তাইলে কেমনে বুঝলেন সুন্দর হইছে?

Level 3

হোসাইন ভাই অনেক ধন্যবাদ আপনাকে ।

কতো volt চার্জ করা যাবে? আপানাকে আমি একটা ইমেল পাঠিয়েছিলাম, কিন্তু উত্তর পাইনাই।

কি ব্যাটারি ? কত ভল্ট ………….

    Level 3

    @সোহেল: 12V রিচার্যেবল বেটারী, রিলে সুচটি ও 12V লাগাবেন। ধন্যবাদ ভাইয়া।

মো: সেন্টু খান কি টিউনি করার আগে আইসি (IC) আপনার নিজের নামে করে নেন???
IC no koi??? অসম্পূর্ন টিউন দয়া্ করে করবেন না। আপনার কাছ থেকে আমরা ভলো
কিছু আশা করি। ধন্যবাদ………

    Level 3

    @জ্ঞান পিপাসু (R@FIZ): ভাই আমার মনে হয় আপনি টিউনসটি
    ভাল করে পড়েন নাই আইসির নাম্বার দিয়েছিত। সম্পূর্ণ সরকিটটি দেখার জন্য এখানে ক্লিক করুন দয়া করে এই লিংকে যান। ভাল থাকেন ভাইয়া।

সার্কিটের ডায়াগ্রাম গুলা যদি আরো সহজ করে দিতেন ভাই, তাহলে অনেক উপকৃত হতাম। আমার এ বিষয়ে ব্যপক আগ্রহ আছে। ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন

Level 0

link kaj koray na, sob kichu khulay bolan, r amra sobai jani a rokom tune apnieeeee koran. barbar apner nam lakher dorkar asha bolay apni monay koran ki??????????????????

Vai, bistarito bornona dile valo hoto. Bornona na pore sudhu chobi dekhe bujha jaina

আফসো যদি তৈরি করতে পারতাম।

ভাই লিংক কাজ করছে না।।।।। ।। দয়া করে আইসি নাম্বারটি কি দিবেন

লিংক কাজ করে না

অন্ন্য কোনো সাধারন সার্কিট (ic) ছাড়া থাকলে দয়া করে দেন,
আমার খুব দরকার

    অন্ন্য কোনো সাধারন সার্কিট (12v autocut/ overcharge protection) (ic) ছাড়া থাকলে দয়া করে দেন,
    আমার খুব দরকার