ডিজিটাল ইলেক্ট্রনিক্সে হাতে খরি-ডিজিটাল IC Configuration ( OR-GATE ) ও বেসিক ডিজিটাল সার্কিট তৈরি করার পদ্ধতি : (১.১)


এটি টেকটিউনসে আমার প্রথম টিউন । টেকটিউনসে অনেক  টিউন পড়ে নিজেকে টিউন করা থেকে বিরত রাখতে পারলাম না । আবার কাজের কথায় আসা যাক ........ডিজিটাল  সম্পর্কে জানার প্রথম ধাপ হল ডিজিটাল IC সম্পর্কে জানা  । অনেকগু্লো ডিজিটাল IC র মধ্যে   মূল IC গুলো নিয়ে আলোচনা করব ।

মূল IC গুলো হল :

1. IC 7400 ( NAND GATE  -  UNIVERSAL GATE )

2. IC 7402 ( NOR GATE - UNIVERSAL GATE )

3. IC 7406 ( INVERTER)

4. IC 7408 ( AND GATE )

5. IC 7432 ( OR GATE )

6 .IC 7486 ( X- OR )

## IC 7432 ( OR GATE )

Digital Trainer board and IC implementation

এই IC গুলো ডিজিটাল ট্রেইনার BOARD এ Implement করতে হয়

OR GATE
OR GATE

> এখানে  A ও B হচ্ছে Inputs আর Y হচ্ছে  Output

OR TRUTH TABLE
OR GATE TRUTH TABLE

এই INPUT গুলো নিতে হয় ঊপরে দেখান ছবির নিচের সুইচ (Data Switch) গুলো থেকে । আর এই IC দিয়ে যোগের কাজ করা যায় । একে ডিজিটালের ভাষায় বুলিয়ান অ্যালজাবব্রা বলে।

অর্থাৎ      Y = A+B .   এখানে INPUT  গুলো BINARY সংখ্যা দেয়া হচ্ছে । ঊল্লেখ্য  ডিজিটালের  মূল ভিত্তি হলো এই BINARY সংখ্যা  । এই সংখ্যা দিয়েই সব হিসেব করা হয় ।

Conversion Table - Decimal, Hexadecimal, Octal, Binary
Conversion Table - Decimal, Hexadecimal, Octal, Binary
7432-OR GATE pinout
7432-OR GATE pinout
IC 7432 Internal circuit diagram
IC 7432 Internal circuit diagram

এখানে Vcc হলো input voltage আর GND হল Ground. A1 , B1 হল ইনপুট আর C1 = Y = Output

যদি A= 0 B=0 তবে Y= o হবে -----

0+0=0

0+1=1

1+0=1

1+1=1

Y=0 এর অর্থ হল LED জলবে না । আর Y=1 এ LED জলবে । এই টিউন  এই পর্যন্ত ..........বাকিটুকু পরের টিউনে বলব।

Level 0

আমি dl। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 16 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

57


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমি এই সব কম বুঝি তবে আপনাকে স্বাগতম টিউনটাও ভাল হইছে ধন্যবাদ।

প্লাবন খান ডিজিটাল ইলেক্ট্রনিক্স এত সহজ না রে ভাই , আর আপনি এখানে OR gate নিয়ে কি বুঝাতে চেয়েছেন বুজলাম না । আর একটু গুছিয়ে লেখলে ভাল হত । যাই হক চালিয়ে যান………………………………

    ডিজিটাল ইলেক্ট্রনিক্স সহজ না , কিন্তু লজিক বুঝলে সব সোজা । আমি এখানে লজিকগুলোই বুঝাতে চেয়েছি । আর OR gate হচ্ছে বেসিক gate এর মাধ্যমেই ডিজিটাল ইলেক্ট্রনিক্স শুরু হয় । তাই এখানে or gateর বেসিক দেখান হয়েছে ।

    ভাই আপনি যেভাবে OR গেট টা বুঝাতে ছেন । সাধারন কোন ভিজিটর দেখলে তার মাথার সব চুল উঠে যাবে । একটু সহজ করেন লেখার চেস্টা করেন ।

Level 0

স্বাগতম আপনাকে।

Good Job Bro..
চালিয়ে যান ।
ভাল হচ্ছে ।

ভাই সার্কিট দেখলেই মাথায় আগুন ধরে যায়। সুধু তারের প্যাচ

    Level 0

    ভাই , নিজের হাতে করেন । সহজ লাগবে ।

স্বাগতম টেকটিউন্সে। ধন্যবাদ।

Level New

স্বাগতম আপনাকে।ভাই আরেকটু সহজ করে লিখলে ভালো হত।এটাতো হাতে খড়ি হলো না।এটাতো মিডিয়াম থেকে প্রায় এডভান্স লেভেলের লেখা হয়ে গেল।হঠাৎ করে কেনইবা লজিকের প্রাথমিক বর্ণনা শুরু করলেন তাওতো ভুমিকায় ঊল্লেখ করেন নাই।এমন যদি হত/হয় আপনি কোন প্রজেক্ট ঊপস্থাপন করতে চাইছেন যার জন্য লজিকের ধারণা থাকা দরকার তাহলে এ টিউনটা প্রায় ওকে।আর লজিক স্বমন্ধে যদি ধারণা যদি দিতেই হয় আরেকটু বিস্তারিত লেখার আবেদন রইল গেট এর শুধু গ্রাফস ও টেবিল না দেখিয়ে ইন্টারনাল সুইচিং সহ দেখানো যেতে পারলে ভাল হয়।

    ধন্যবাদ । এটাকে প্রাথমিকই বলা যায় । ঠিক আছে , পরবর্তী্তে আরো সহজ করে লিখব । আমি ডিজিটাল ইলেক্ট্রনিক্সের উপর একটা প্রজেকট নিয়ে টিউন করব তাই বেসিক লজিক দিয়ে শুরু করেছি ……।

ভালোই ত ….. তবে আরেকটু সিম্পল করা যেত …. এখানে যেহেতু সবাই ইলেক্ট্রনিক্সের স্টুডেন্ট না ….

Level 0

FLOYDএর digital fundamentals book এ সুনডোর কোরে সোব কিসু লিকা আসে …। একেবারে গোসানো….পোরলেই বুজে জাবেন খুব সোহোজে..

ধন্যবাদ। ভাল হইছে ………………………………..

Level 0

কিরে প্লাবন?তুই কি এখানে DLD পড়াশ? চালাইয়াজা।

Level 0

Thanks for ur tune…If u have any idea about Transformer pls tune thats thing or send me some pdf book about Transformer..My mail id is [email protected]…I hope u dont disapoint me…

Level 0

If any one have any idea about electronical Transformer pls tune thats thing or send me some pdf book about Transformer..My mail id is [email protected]…I hope u dont disapoint me…