এটি টেকটিউনসে আমার প্রথম টিউন । টেকটিউনসে অনেক টিউন পড়ে নিজেকে টিউন করা থেকে বিরত রাখতে পারলাম না । আবার কাজের কথায় আসা যাক ........ডিজিটাল সম্পর্কে জানার প্রথম ধাপ হল ডিজিটাল IC সম্পর্কে জানা । অনেকগু্লো ডিজিটাল IC র মধ্যে মূল IC গুলো নিয়ে আলোচনা করব ।
মূল IC গুলো হল :
1. IC 7400 ( NAND GATE - UNIVERSAL GATE )
2. IC 7402 ( NOR GATE - UNIVERSAL GATE )
3. IC 7406 ( INVERTER)
4. IC 7408 ( AND GATE )
5. IC 7432 ( OR GATE )
6 .IC 7486 ( X- OR )
## IC 7432 ( OR GATE )
এই IC গুলো ডিজিটাল ট্রেইনার BOARD এ Implement করতে হয়
> এখানে A ও B হচ্ছে Inputs আর Y হচ্ছে Output
এই INPUT গুলো নিতে হয় ঊপরে দেখান ছবির নিচের সুইচ (Data Switch) গুলো থেকে । আর এই IC দিয়ে যোগের কাজ করা যায় । একে ডিজিটালের ভাষায় বুলিয়ান অ্যালজাবব্রা বলে।
অর্থাৎ Y = A+B . এখানে INPUT গুলো BINARY সংখ্যা দেয়া হচ্ছে । ঊল্লেখ্য ডিজিটালের মূল ভিত্তি হলো এই BINARY সংখ্যা । এই সংখ্যা দিয়েই সব হিসেব করা হয় ।
এখানে Vcc হলো input voltage আর GND হল Ground. A1 , B1 হল ইনপুট আর C1 = Y = Output
যদি A= 0 B=0 তবে Y= o হবে -----
0+0=0
0+1=1
1+0=1
1+1=1
Y=0 এর অর্থ হল LED জলবে না । আর Y=1 এ LED জলবে । এই টিউন এই পর্যন্ত ..........বাকিটুকু পরের টিউনে বলব।
আমি dl। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 16 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
57
আমি এই সব কম বুঝি তবে আপনাকে স্বাগতম টিউনটাও ভাল হইছে ধন্যবাদ।