Electronics Instruments Tester
এটি একটি Transistor Tester হলেও এই টেস্টারের মাধ্যমে বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স পার্টস পরীক্ষা করা যাবে এবং বের করা যাবে Transistor এর পিন কনফিগারেশন (E.C.B)। আসলে টেস্টার টি তৈরি করেছিলাম আমার নিজের প্রয়োজনেই।
বিভিন্ন ইলেকট্রনিক্স প্রোজেক্ট তৈরি করতে আমাকে প্রায়ই ট্রানজিস্টর ব্যবহার করেতে হতো। কিন্তু ট্রানজিস্টর যুক্ত সার্কিট তৈরি করতে গিয়ে আমাকে পরতে হতো নানা সমস্যায় কারণ অনেক সময়ই ট্রানজিস্টরের পিন কনফিগারেশন জনা থাকতো না। ফলে সার্কিটে সঠিক ভাবে ট্রানজিস্টর বসাতে ঝামেলা হতো। আবার বাজার থেকে ট্রানজিস্টর কিনে আনার পর তা ভালো না খারাপ তা সার্কিটে বসানোর আগে জানা সম্ভব হতো না। যদিও মাল্টিমিটারের সাহায্যে ট্রানজিস্টর পরীক্ষা করা যায় কিন্তু তা করা যে কত ঝামেলার কাজ তা কেবল যে করেছে সেই বুঝতে পারবে। মাল্টিমিটারের সাহায্যে ট্রানজিস্টর পরীক্ষা করা বেশ সময় সাপেক্ষ একটি কাজ। বেশ কয়েক ধাপে পরীক্ষা করার পর জানা যায় ট্রানজিস্টরটি ভালো না খারাপ। এবং এর জন্য জানতে হয় ট্রানজিস্টর পিন কনফিগারেশন। আর এসকল সমস্যা সমাধানের জন্য আমি তৈরী করলাম ট্রানজিস্টর টেস্টার। যার সাহায্যে মুহূর্তের মধ্যেই নির্ভুল ভাবে জানা যায় একটি ট্রানজিস্টর ভালো না খারাপ এবং ট্রানজিস্টর টি কোন টাইপের অর্থাৎ PNP নাকি NPN এবং ট্রানজিস্টরটির পিন কফিগারেশন অর্থাৎ কোনা লীডটি ইমেটর, কালেক্টর এবং বেজ। খুব দ্রুত ট্রানজিস্টরের কতগুলো গুরুত্বপূর্ণ তথ্য আমার তৈরি এ টেস্টারের সাহায্যে পাওয়া যাবে। যা একজন ইলেকট্রনিক্স হবিস্ট বা ইলেকট্রনিক্স প্রফশনাল সবারই খুব কাজে লাগবে। আমি নিজেই এ টেস্টারটি ব্যাপক ভাবে ব্যবহার করছি। শুনলে হয়তো অবাক লাগবে আমি মাত্র ২৫টাকা খরচ করে ট্রানজিস্টর টেস্টার টি তৈরি করেছি।
ট্রানজিস্টর টেস্টারটি তৈরি করতে আমি ট্রানজিস্টরের খুব সাধারন একটি ধর্ম কাজে লাগিয়েছি। ট্রানজিস্টরকে ইলেকট্রনিক্স সার্কিটে বির্বধক বা উচ্চ গতির সুইচ হিসেবে ব্যবহার করা হয়। আমি আমার সার্কিটে যে ট্রানজিস্টরটি পরীক্ষা করতে হবে তাকে একটি সুইচ হিসেবে ব্যবহার করেছি। ফলে যখনই ট্রানজিস্টরের বেজ লীডে উপযুক্ত ভেল্টেজ প্রয়োগ করা হয় তখন কালেক্টর লীডে যুক্ত দুইটি (লাল এবং সবুজ) এল,ই,ডির যে কোন একটি জ্বলে উঠে; যদি লাল এল,ই,ডি জ্বলে তাহলে বুঝব পরীক্ষণরত ট্রানজিস্টরটি একটি NPN ট্রানজিস্টর কিন্তু যদি সবুজ এল,ই,ডি জ্বলে তাহলে বুঝব পরীক্ষণরত ট্রানজিস্টর টি একটি PNP ট্রানজিস্টর। এখন ট্রানজিস্টরের বেজ লীডে ভোল্টেজ বন্ধ করে দিলে যদি এল,ই,ডি নিভে যায় তাহলে বুঝা যাবে ট্রানজিস্টরটি সম্পূর্ন ঠিক আছে। এভাবে কোন অজানা ট্রানজিস্টরের ধরন এবং পিন কনফিগারেশন খুব সহবেই বের করা যাবে। বর্তমানে আমি এই টেস্টারটির সাথে আরও কিছু বাড়তি সুবিধা যুক্ত করেছি ফলে এখন ট্রানজিস্টর পরীক্ষার পাশাপাশি এ টেস্টাটির সাহায্য নিন্মোক্ত পার্টসগুলোও পরীক্ষা করা যাবে:
১. ট্রানজিস্টর (PNP or NPN)
২. ডায়োড
৩. কেপাসিটর (ইলকট্রিক)
৪. ভেরিএবেল রেজিস্টর
৫. L.E.D (Light Emitting Diode)
৬. L.D.R ( Light Dependent Resistor)
৭. I.C (555)
৮. DC Polarity Indicator
৯. AC/DC Indicator
১০. বাল্ব
১১. রিলে
১২. কয়েল
১৩. ট্রান্সফরমার
১৪. মোটর
১৫. কেবল লিকেজ
এবং আরও অনেক কিছু
২৫ তম জাতীয় বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সপ্তাহে আমার এ প্রজেক্টটি জাতীয় পুস্কার করে।
প্রোজেক্টটি নিয়ে একটি বিস্তারিত প্রতিবেদন দিগন্ত টিভি তে প্রচারিত হয় | আর টিভি নিউজে প্রচারিত রিপোর্ট |
দৈনিক সমকালে প্রকাশিত রিপোর্ট | দৈনিক নয়াদিগন্তে প্রকাশিত রিপোর্ট |
আমি আকাশছোঁয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 80 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ছোটবেলা থেকেই বিজ্ঞানের প্রতি আলাদা একটা টান অনুভব করতাম। বিভিন্ন যন্ত্রপাতি বিশেষকরে ইলেক্ট্রনিক্সের প্রতি ছিলো আলাদা একটা ভালোবাসা। ইলেক্ট্রনিক্সের কোন খেলনা পেলে তা না খুলে দেখা পর্যন্ত মনে শান্তি পেতাম না। কেমন করে কাজ করে এগুলো এই প্রশ্ন ঘুরপাক খেতো মাথায়। বাসার টর্চলাইট থেকে শুরু করে বড়ভাইয়ের ক্যালকুলেটর কোন কিছুই...
খুব ভালো আবিষ্কার। কিন্তু আপনি সার্কিটের লে আউট দেন নি কেন।
আমাদের তো তা দেখা দরকার।
আশা করি অতিসত্ত্বর আপনি সার্কিটের লে আউট প্রকাশ করবে।