ইলেকট্রনিক্স এর জাদুগিরি [পর্ব-১৮] :: টাকা বাঁচান আর বিনা পয়সায় কথা বলোন রাত দিন ২৪ ঘন্টা একে বারে ফ্রি।

টিউন বিভাগ ইলেক্ট্রনিক্স
প্রকাশিত
জোসস করেছেন

ইলেক্ট্রনিক্স এর জাদুগিরি

আল্লাহ ভরসা,

বেশ কয়েক দিন পর টিউনস করতে বসলাম। প্রথমেই বলেন বন্ধুরা সাবাই

কেমন  আছেন, আশা করি সবাই ভালো আছেন। বেশ কয়েকটি টিউনস করেছি FM নিয়ে

আজকে আর FM ট্রান্সমিটর নয়, আজ আপনাদের কে উপহার দিব ওয়ারল্যাস

ট্রান্সমিটার+রিসিভার এক সাথে। আপনি আউটডোর এন্টেনা ব্যবহার করলে

হাফ কিলোমিটার এর মধ্যে কথা রিসিভ এবং ট্রান্সমিটার করতে পারবেন খুব ভাল করে

বিনা পয়সায় কথা বলোন রাত দিন ২৪ ঘন্টা, মোবাইল ফোনের টাকা বাছান

আসুন এবার সার্কিটটির

ব্যবহার কিত ট্রান্জেষ্টর

গুলোর সাথে পরিচয় হয়ে নেই

BF 194 ট্রান্জেষ্টর সারকিটটি তে  বেশী ব্যবহার করা হয়েছে,

এ জন্যই আমরা ট্রান্জেষ্টরটি ভাল করে দেখে নেই, আমি

আগেও বলেছি একই নাম্বারের ট্রান্জেষ্টর বিভিন্ন কোম্পানি

তৈয়ার করে যে কারণে ট্রান্জেষ্টর এর বেইজ,কালেক্টর,

ইমির, এ গুলি টিক থাকে না,এভো মিটরদিয়ে B-C-E

বের করতে হয়। এভোমিটর দিয়ে B পা টি বের করা সহজ

কিন্তু C=E এভোমিটার দিয়ে নতুনদের জন্য বের করা কঠিন,

এ জন্য ট্রান্জেষ্টরটির দুইটি ছবি দিয়েছি

এবারে নিচের ছবিটি দেখুন

ভালো করে লক্ষ্য করুন, যদি BF 194 ট্রানজিস্টর বেজ মাঝখানে থাকে

তাহলে ডানের পা টি কালেক্টর, বামের পা টি ইমিটর হবে।

BF 194 ট্রান্জেষ্টর এর বামের পা টি বেইজ থাকে তাহলে ডানের পা টি

কালেক্টর, মাঝকানের পা টি ইমিটর হবে।এ ভাবেই ট্রান্জেষ্ট এর পা গুলি ছিনে নিব।

এবারে আসুন  BC 148 ট্রান্জেষ্টর, এই ট্রান্জেষ্টরটি মিটর দিয়ে না মাপলে ও

চলবে কারন  BC গ্রোপের সব ট্রান্জেষ্টটর এর মাঝে বেইজ ডানে ইমিটর

বামে কালেক্টর থাকে। এবার আসুন সার্কিট রিসিভার অংশ টুকু দেখি

Q1 থেকে Q3 =BF194 ট্রান্জেষ্টর ব্যবহার করা হয়েছে। Q4 = BC 148, Q5=SL100 ট্রান্জেষ্টর ব্যবহার করা হয়েছে। কোয়াটার ওয়াট রেজিষ্টর ব্যবহার করা হয়েছে 12 টি

3টি 10.7 মেগাহার্স সিরামিক ফিল্টার ব্যবহার করা হয়েছে। কেপাসিটর 6 টি ডায়ড 1 টি ভেরিএবল রেজিষ্টর 1 টি। এবারে আসুন রিসিভার এবং ট্রান্সমিটর এক সাথে দেখে নেই।

আইসিটির নাম্বার  CD4011। 6 পিনের একটি পুশ সুইচ ছবিটিতে যেমন দেখানু হয়েছে টিক এই রকম সাইজ দেখে কিনে নিবেন। ওয়ারলেস টান্সমিটর মানেই একাদিক কয়েলের ঝামেলা

এই সার্কিটটিতে একটি কয়েল ও ব্যবহার করা হয় নাই, এ জন্যই আমি মনে করি সার্কিটটি নুতন দের জন্য তৈয়ার করতে সহজ হবে। ধৈর্য সহকারে চেষ্টা করুন। আশা করি হয়ে যাবে।

এবার আসুন সার্কিটটি কি ভাবে ব্যবহার করবেন

প্রথমে আপনাকে এরকম দুইটি সার্কিট তৈয়ার করতে হবে।কথা বলার সময় পুশ সুইচ টা চাপ দিয়ে কথা বলবেন, কথা বলা শেষ হলে সুইচটা চাপ ছেড়ে দিবেন। এ ভাবেই সর্কিটটি

ব্যবহার করবেন। সার্কিটটিতে Dc 6 v পাওয়ার সাপ্লাই দিবেন। আশা করি সবাই সর্কিটটি তৈয়ার করবেন।মজার বিষয় হল ঠিক এরকম সার্কিট যত গুলিই তৈয়ার করবেন সব সার্কিট

গুলির সাথে। এক সাথে কথা বলা যাবে, পুশ সুইচ টি চাপ দিয়ে কথা বললে সব সার্কিটেই কথা শোনা যাবে।

আজকের মত বিদায় নিলাম। মোঃ সেন্টু খান   কিশোরগন্জ।

01713531965

Level 3

আমি সেন্টু খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 79 টি টিউন ও 565 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 23 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই আপনার টিউনগুলা পুরা মাথা ঘুরাইয়া দেয় ।

    Level 3

    @আমি কে !!!: ভাই আপনার কমেন্টস পড়ে ভালই লাগল

      @santo khan: দারুন টিউন শান্ত ভাই , এরকম টিউন গুলো করতেই থাকবেন, আরও এগিয়ে যেতে থাকুন আমরা আপনার সাথে আছি । অনেক শুভেচ্ছা, ভালবাসা আর দোয়া আপনার জন্য আমার পক্ষ থেকে দিলাম ।

        Level 3

        @skytipsbd: @ইশতিয়াক: ইশতিয়াক ভাই আপনার দোয়া আল্লাহ দরবারে কবুল হউক ।

          @santo khan: ভাই আপনার নাম টা কি আমি ভুল করলাম ? ভাই আপনি শান্ত বা সান্টু বা সেন্টু কোনটা ? ভাই আপনার জন্য আবারো দোয়া করছি
          আমার জন্য দোয়া করবেন , আর ভাই একটি ক্যাপাসিটর এর মাণ দেয়া নেই দয়া করে ওটার মাণ
          আল আমিন ভাই কে জানিয়ে দিন , ভাই আমি ওটার মাণ বলে দিতে পারছিনা , তাহলে আজকে বিদায় নিলাম টিউমেন্ট থেকে , ভাল থাকুন , আসসালামুয়ালাইকুম ।

        Level 3

        @ইশতিয়াক: ইশতিয়াক ভাই আমার নাম টা, আলী মোহাম্নদ খান ( সেন্টু ) ভাই একটি PF এর নাম্বার দিতে মনে নাই। 4.7k রেজিষ্টর এর সাথে পেরালাল কানেকশনের= 1K PF অথবা 102 লাগিয়ে নিবেন।

          @santo khan: আসসালামুয়ালাইকুম সেন্টু ভাই , অনেক শুভেচ্ছা আপনাকে , ভাই আমি আপনার মাদ্ধমে আল আমিন ভাই কে জানিয়ে দিলাম , অনেক বেশী খুশি হলাম ভাই , দোয়া করি আপনি যেন আমাদের জন্য আরও নতুন সব সার্কিট নিয়ে টিউন করতে পারেন , আপনি যেন সুস্থ আর সুখী থাকেন ।

বস মাইন্ড কইরেন না। আমি হ্যান্ড সেট দিয়া কল দিয়া ফ্রি কথা বলতাম।
যখন রিং হত তখন রিং না হয়ে মোবাইল অটো মাইত্রেু সাইন্ড সাপালাই দিত।
আর আমি বসে বসে শুধু শুনতাম। ৩১ সেকেন্ট পর আমাকে কল দিত আমি বলতাম।
আর বউ আমার শুন্তু । এখন এই টা কাজ করছে। সব সেটে হয় না। নকিয়া তো একে বারে না।

    Level 3

    @শুভেচ্ছা: বস কিছুই বুঝলাম না

      @santo khan: ফ্রি কল । কল যখন দিবেন রিং হবে গুত গুত শব্দ না হয়ে ও পাশের সাইন্ড শোনা যাবে । যত খন রিং তত খন গুত গুত শব্দ বদলে কথা শুনা যায়।
      আমি নিজে বিশ্বাস করতাম না। যখন কোন এক মেকানিক আমাকে দেখালে তখন আমি তো থ মেরে গেলাম। এ্যালেকেটাল সেট দিয়া করা যায়। তবে ২ টা এ্যলকেটাল লাগবে। যাই হোক এখন আমার তো
      এ্যলকেটাল নাই তাই ফ্রি কথা নাই। বাজারে এ্যলকেটাল এই সেট খানা অনেক খুজছি। আপনি বস যে হুতু আইসি ভাল বুজেন আমি বিশ্বাস করি আপনি পারবেন।

        Level 3

        @শুভেচ্ছা: ভাইয়া আমার টিউনস এর উপর কমেন্টস করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

Level 0

ভাল!! আমার এলাকার লোক এজন্য বলছি না!! সত্যি ই ভাল হইছে

    Level 3

    @chetamal: দেশি ভাই আপনাকে অনেক ধন্যবাদ।

Level 3

@AfiA Multifarious Biz: ভাই আপনার যে সমস্য প্রথমে আমার ও
হয়ে ছিল । আমার মনে হয় আপনার টিউনসে কোথাও সমস্য রয়েছে ।

Level 0

ভাই,santo khan আমার কিছু BC 148 , SL100 ট্রানজিষ্টর লাগবে । এই 20/25 টা হলে চলবে। কোথাও পাচ্ছি না। সাপ্লাই দিলে খুব খুশি হব।

    Level 3

    @skytipsbd: ভাই BC148 ট্রান্জষ্ট কোথাও পাচ্ছেন না, ঐ টা ত কমন একটি ট্রান্জেষ্টটর টেলিভিশনের সারকিটে ব্যবহার করা হয়ে থাকে । যাই হোক BC148 এর পরিবর্তে C9014
    লাগিয়ে নিবেন । বেইজ ইমিটর কালেক্টর এবোমিটর দিয়ে দেখে তার পর লাগাবেন। SL100 পরিবর্তে C9018 লাগিয়ে নিবেন।

@santo khan: ভাই আইসির ৭ নং কানেকশন টা কোথায় লাগবে?
আর যে সব জায়গায় তিনটা করে দাগ দেওয়া ওগুলি কি সব নেগেটিভ এ সংযোগ হবে?
চিত্রে প্রতিটি রেজিষ্টর এর মান যা দেওয়া আছে সেই অনুযায়ী কিনতে হবে,নাকি সব একই মান কিনলে হবে?
কোয়াটার ওয়াট বলতে কি বুঝানো হয়েছে?
ভাই রেঞ্জ বাড়ানোর কি কোন উপায় আছে? থাকলে জানাবেন।
0A89 এটার নাম কি? ডায়ড না ভেরিএবল রেজিষ্টর।
100m,102.104,220n,10m,10kp,100mf v16 এগুলি কি সব কেপাসিটর?
BF194 তার ডান পাশে 100m এর পরের বক্স = (এই রকম দাগ আছে) তার মান দেওয়া নাই। এর মান কত?
ভাই কোন মাল কত পিচ লাগবে,মান/মডেল সহ একটা তালিকা দিলে আমার জন্য খুবিই উপকার হত।

এত সুন্দর টিউন এর জন্য অনেক অনেক ধন্যবাদ। আর উত্তর এর আশায় রইলাম।

    @আল আমিন: আল আমিন ভাই ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য ,
    শান্ত ভাই এর হয়ে আমি উত্তরটা দিচ্ছি
    # ৭ নং কানেকশন টা কোথায় লাগবে?
    উত্তর = নেগেটিভ বা গ্রাউন্ড এ
    # চিত্রে প্রতিটি রেজিষ্টর এর মান যা দেওয়া আছে সেই অনুযায়ী কিনতে হবে,নাকি সব একই মান কিনলে হবে?
    উত্তর = হ্যাঁ ভাই মাণ এবং ওয়াট যা আছে তাই দিতে হবে, (ওয়াট হল বিদ্যুতশক্তির একক/
    বিদ্যুতশক্তির মাত্রা) ওয়াট বেশী দিলে সার্কিট
    বোর্ড এ জায়গা সংকীর্ণ হয়ে পরবে আর এতে করে পার্টস গুলো গায়ে গায়ে লেগে যেতেও পারে ।
    # কোয়াটার ওয়াট বলতে কি বুঝানো হয়েছে?
    উত্তর = ১ ওয়াট এর ৪ ভাগের ১ ভাগ , ওয়াট টা নির্ভর করে কতটা কতটা বিদ্যুৎ পরিবহণ করবে সেটার উপর ।
    # ভাই রেঞ্জ বাড়ানোর কি কোন উপায় আছে?
    উত্তর = শান্ত ভাই দিবেন ।
    # 0A89 এটার নাম কি?
    উত্তর = এটা সুইচিং / সিগন্যাল ডায়োড এর আরও বিকল্প আছে যেমন “4148” অনেক কমন ।
    # 100m,102.104,220n,10m,10kp,100mf v16 এগুলি কি সব কেপাসিটর?
    উত্তর = হ্যাঁ ভাই সব গুলো ই বিভিন্ন মানের ক্যাপাসিটর ।
    #BF194 তার ডান পাশে 100m এর পরের বক্স = এই রকম দাগ আছে তার মান দেওয়া নাই। এর মান কত?
    উত্তর = দেখুন আগে ওটার নীচে 4.7k রেজিস্টর আছে কিনা ? তারপর বলছি ।
    #ভাই কোন মাল কত পিচ লাগবে,মান/মডেল সহ একটা তালিকা দিলে আমার জন্য খুবিই উপকার হত
    উত্তর – ১ নাম্বার চিত্রের নীচেই দেয়া আছে ।
    আল আমিন ভাই তাহলে আমি আজ আর কিছু লিখতে পারিনা , কারণ টিউনটা শান্ত ভাই এর, তাই পুরো কৃতিত্ব উনার,
    আমি উনার সাহায্যকারী হিসেবে উত্তর দিলাম , ভাল থাকবেন , আর শান্ত ভাই এর কাছে আমার হয়ে একটু দোয়া চাইবেন।

      @ইশতিয়াক: #BF194 তার ডান পাশে 100m এর পরের বক্স = এই রকম দাগ আছে তার মান দেওয়া নাই। এর মান কত?
      উত্তর = দেখুন আগে ওটার নীচে 4.7k রেজিস্টর আছে কিনা ? তারপর বলছি ।

      হ্যাঁ আছে ভাই।

        Level 3

        @আল আমিন: লাম আমিন ভাই আপনি 1K PF অথবা 102 লাগিয়ে নিবেন । ধন্যবাদ

    @আল আমিন:
    #যে সব জায়গায় তিনটা করে দাগ দেওয়া ওগুলি কি সব নেগেটিভ এ সংযোগ হবে?
    উত্তর = হ্যাঁ ভাই সব নেগেটিভে হবে ।

      Level 3

      @ইশতিয়াক: ভাই আমার হয়ে আল আমিন ভাইয়ের উত্তর টি
      সুন্দর করে দেয়ার জন্য আপনাকে আমার পক্ষ থেকে অনেক ধন্যবাদ।

      @ইশতিয়াক: ভাই উত্তর গুলি দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

মাথা নস্ট টিউন!! 😀 😀 আপনারে ওস্তাদ মানলাম! 😛

Level 0

ভাই আপনার টিউনগুলা পুরা মাথা ঘুরাইয়া দেয় ।মাথা নস্ট টিউন!! 😀 😀 আপনারে ওস্তাদ মানলাম! :P. দেশি ভাই আপনাকে অনেক ধন্যবাদ। but বস কিছুই বুঝলাম না

    Level 3

    @snake3:দেশি ভাইয়া এক সময় আমিও কিছুই বুঝতাম না এখন আপনাদের দোয়াতে সামান্ন কিছু বুঝি । আপনি যে কি বুঝেন না এটা আমিও বুঝতে পারলাম না।

Level 0

বস আমার মাথা নষ্ট

    Level 3

    @TechPrinch: ভাইয়া আমার জন্য দোয়া করবেন।

Level 0

এটা বানাতে কত খরচ পড়বে আনুমানিক? মানে পার্টস কিনে নিজে বানাতে গেলে?

    Level 3

    @BluBerry: ভাইয়া খরচ এর তালিকা টা আমি দেইনা কারন কোন দোকানে পার্সে লাভ করে 5% আবার কোন দোকানে 50% তখন ক্রেতা বিক্রেতা দুজনেরেই গালি শুনতে হয়।
    আপনি পার্স কেনার সময় কয়েকটা দোকনে দেখে পার্স গুলি কিনে নিবেন।

Level 0

vai mirpur theke badda kotha bola jabe emon kicu ache????

    Level 3

    @rocky888: ভাইয়া মিরপুর থেকে বাড্ডার দূরত্ত আমার জানা নাই।

Level 2

Good

Level 2

এইগুলি আমার মাথায় ঢুকবেনা রে ভাই। সুন্দর টিউন।

দোয়া করি ভাই আরও বড় কিছু আবিস্কার করে আমদের সামনে তুলে ধরুন। আমিন।
আপনার সব টিউন ই অনেক সুন্দর।
ট্রিক্স এবং টিপস

    Level 3

    @Shaheen Parvez: ভাইয়া আপনাদের জন্যই টিউনস করি
    আপনাদের কাছে ভাল লাগলেই আমার কষ্ট টা মনে করি কাজে লাগল।

অনেক সুন্দর হয়েছে

    Level 3

    @হোছাইন আহম্মদ: হোছাইন ভাইয়া কেমন আছেন। ভাইয়া আপনার
    টিউনস গুলিও আমার কাছে খুব ভাল লগে।

সেন্টু ভাই আপনি কিশোরগঞ্জের কোন থানার বাসিন্দা? আমি কিশোরগঞ্জের ৷ Add me at Facebook http://www.facebook.com/nmahmudbd

সেন্টু ভাই আপনি কিশোরগঞ্জের কোন থানার বাসিন্দা? আমি কিশোরগঞ্জের ৷ আপনি তো জটিল টিউন করেন ৷Add me at Facebook http://www.facebook.com/nmahmudbd

Level 2

@santo khan: ভাই আমার একজোড়া দরকার, আমি টাকা দেব আপনি তৈরি করে দিতে পারেবন????

Level 2

ভাই আমার একজোড়া দরকার আমি টাকা দেব আপনি তৈরি করে দিতে পারবেন???????????

    Level 3

    @Try Again: ভাইয়া আপনার আসে পাশে কোন সার্ভিসিং এর দোকানে ডায়গ্রামটি দেখালেই তৈয়ার করে দিবে। ধন্যবাদ

দারুন

Level 0

ভাইয়া আমি ইলেক্ট্রনিক্সে আমি একবারে অজ্ঞ। আমি যদি কোন মেকানিকের সাহায্যে বানিয়ে নিই তবে খরচ কত পরবে? ভাই খরচের বিষয়টা না বললেতো বুঝতেছিনা এটা আমার পুষাবে কিনা। সব শেষে আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর টিউন করার জন্য।

    Level 3

    @marahim: ভাইয়া টাকার হিসাব টা ত আমি দেই না । আপনার আইসিটি মূল্য ৩৫ টাকা ট্রান্জেষ্টর bf194 একটুক দাম বেশী অন্য গুলি ৪থেকে ৫ টাকা রেজিষ্টর ৫০ পয়সা করে। কেপাসিটর বাকি অন্য গুলিও প্রায় এরকমেই দাম ভাইয়া ভয়ের কোন কারন নেই মনে সাহস রাখেন।

Level 0

সান্ত খা, মিয়া, সোজাসুজি কইবা, আমার একখান বানায়া কুরিয়ার করে পাঠাইতে অইব, তোমারে কত দিমু ??
আর এইডা দিয়া সবচেয়ে বেশি কত দূরত্বে কথা কওন যায় ?

কথা বার্তা না পেচাইয়া DIRECT উত্তর দিলে মনটা খুশি অইব, বুঝলা মিয়া । আউল ফাউল বইলা মনটা বেজার কইরনা যেন আবার 🙁 ।

    Level 3

    @Mr. Wrong: ভাই আপনার আত্তীয় সজনদের মধ্যে কি কোন মাস্তা আছে ? ভাই মনে কষ্ট নিবেন না আমি দঃখিত।

assalamoalaikom santo vai……;kamon asan??
vai apnar tunesgolo amar kob balo laga,,,, ami onak kaj korta gia somossai pore,,,,
somossai porla ke apnaka mail korta pari …….???

    Level 3

    @Tanjin ahmad: ছোট ভাই আসলে সময়ের অভাবে ইমেল দেখার সময় টুকু পাই না তোমি fb তে মেসেজ করু facebook.com/santo.khan.921

ভাই এরকম দুই পিচ কুরিয়ার করলে কত নিবেন কন?

    Level 3

    @আশরাফ: ভাইয়া মনে কষ্ট নিবেন না আপনি নিজে না পারলে আপনার আসে পাশে ভাল টেকনিশিয়ান দিয়ে তৈয়ার করে নিবেন। ভাইয়া ভাল থাকেন।

অসাধারন। সমস্যা হলো আপনার পোস্ট অনেক মারাত্মক এবং কাজের কিন্তু আমি মুল বেসিক কাজগুলিই পারি না। তাই করতে পারি না। যেমন : সার্কিট ডায়াগ্রাম আঁকা দেখে তৈরি করতে পারি না। 🙁

santo vai
daya kore “http://www.elektroda.pl/rtvforum/files-rtvforum/schtable_7735.gif”
ei link te j picture ta achhey,deti dekhun.
sekhane “220nf” capacitor achey,..
eita kono dokane khuje pachhi na,etir badole annyo kichu lagano jabe kina bolben plzzz…

    Level 3

    @avijitsarkar: ভাইয়া 220nf খোজে পান না । কাগজ কলম হাতে নেন আর লিখেন 220nF=224=220000=.22mF পরিবর্তে যে কোন একটি লাগিয়ে নিবেন।

dish antenna কিভাবে বানাব এইতাটা নিয়া একটা টিউন করেন plz

kono tai to pachhi na-“220nf,0.22uf,022mf(224)”, sab dokane unabailable
bolchhey,
jodi ami .1uf(104) polyester capacitor use kori tahole ki habe, na ki
kichhu poriborton korte habe,

I have some design of circuit.Its working well.And also Activate the LED’s when I move any object or hand on the IR LED and IR photodiode.But I don’t know how to make the LED’s fade in/out switching.Or if the hand on sensor for some time I want to blink those LED’s like,when Object soo close with the sensor LED’s are so bright and when object moving out from the sensor LED’s get slowly fade out.

I will post a Circuit and please If you can do this effect for this circuit tell me how to do.

http://images.elektroda.net/10_1320855945.png

ata banata koto taka khoroch hobe?

Boro bhi ra akto help koran plz android phn a teletalk a kivaba free internet r walton NX kamn root korbo help me r jodi karo free shopping card/credit card ba kono bank support lagla call me 01836795898 ami help korbo
tnx

circuit ta abar ektu den

@santo ভাইয়া, আপনার টুউন গুলো আমার খুব খুব ভালো লাগে, ইচ্ছা করছে এইটা বানাতে, কিন্তু মনের সাহস পাচ্ছি না। আমি কি পারবো?

@”শান্ত” ভাইয়া আপনি কোথায় থাকেন? আমার খুব ইচ্ছা আপনার সাথে দেখা করার। আমি ফার্মগেট এ থাকি। আমি না এইগুলা একটু কম বুঝি……তো আমি চেষ্টা করতাছি দেখি কি হয়…তো এখন কেন জানি মনে হচ্ছে আমি পারবো ইনশাল্লাহ………আর আপনার জন্য দোয়া করি আল্লাহ যেন আপনাকে খুব ভালো রাখে।

সেন্টু ভাই
plz help me.
আমি রেজিস্টর,ক্যাপাসিটর এর মানগুলো খুজে পাচ্ছি না।।