ইলেকট্রনিক্স এর জাদুগিরি [পর্ব-১৯] :: মাত্র দুইটি ট্রান্জিস্ট দিয়ে LED বাতির নাচ দেখুন

ইলেক্ট্রনিক্স এর জাদুগিরি

টেকটিউনসের সকল বন্ধুদের প্রতি আমার আন্তরিক ভালোবাসা রইল,

আশা করি সবাই ভাল থাকেন, আজকে আপনাদের সামনে হাজির হলাম

মাত্র দুইটি টান্জেষ্টর চারটি রেজিষ্টর দুইটি কেপাসিটর আর চারটা

LED বাতি হয়ে গেল আপনার সার্কিট তৈয়ার করার সব পার্স

এই অল্প কয়েকটি পার্সদিয়ে চারটি LED বাতি খুব সুন্দর করে নাচা নাচী করবে।

আসুন দেখি সার্কিট টি তৈয়ার করতে কি লাগে পার্টস গুলো একবার দেখে নেই

সার্কিটের পার্সগুলীর সাথে পরিচিত হয়ে নেই।

এটি হল সার্কিটে ব্যবহৃত 10Mf 16V ইলেক্ট্রলাইটিক কেপাসিটর

এই কেপাসিটর পোলারিটি রয়েছে, যেমন একটি + পা,অপরটি - পা, কেপাসিটি সার্কিটে সংযোগ দেওয়ার সময়

পা গুলো উল্টো কানেকশন যাতে করে না হয় সেদিকে খেয়াল রাকবেন। এই ক্যাপাসিটরের মান পরিবর্তন করে

LED বাতি গুলির নাচা নাচীর স্পিড এর পরিবর্তন হবে।

সার্কিটে ব্যবহার কিত এই পার্টস টির নাম হল ট্রানজিস্টর  C828 টান্জেষ্টর এই

পজিশনে রাখলে ডান পাশে বেইজ,মাঝ কানেকালেক্টর,

বাম পাশে ইমিটার, ট্রানজিস্টর ছবিতে দেখুন দুই সিস্টেমে দেখানো হয়েছে।

Q1 ছবিটি লক্ষ্য করুন ডায়াগ্রাম এভাবেই দেয়া থাকে।

সার্কিটে ব্যবহার কৃত রেজিস্টার 68K কালার কোড গুলো দেয়া হয়েছে যে সব বন্ধুরা

এখনো ভালো করে রেজিস্টার চেনেন না তাদের জন্য।

সার্কিটে ব্যবহার কিত 120 ওহুমস রেজিস্টর কালার কোড গুলো দেখে নিন

আসুন সার্কিট এবার দেখি

সার্কিট ভালো করে খেয়াল করুন ট্রানজিস্টর সাথে রেজিস্টার এবং

ক্যাপাসিটর গুলো কিভাবে কানেকশন করা হয়েছে

এ ভাবে কানেকশন করুন এই সার্কিটটি বুঝতে তাদের সমস্যা হয় আসুন নিচের সার্কিটটি দেখি

আশা করি সকলেই সারকিটটি তৈয়ার করতে পারবেন

বিঃদ্রঃ একটা বিষয় আমার খেয়াল নেই LED বাতির কিন্তু পা গুলোর পোলারিটি রয়েছে যে কারণে

LED বাতির পা উল্টো লাগালে বাতি গুলো জ্বালা নিবা করবে না

তাই আমরা যখন নতুন LED বাতি কিনব তখন বাতি পা গুলো লক্ষ্য করে এক পা ছোট

অপরটি লম্বা। LED বাতীর লম্বা পা টি সর্কিটের +vc (প্রজেটিভ) এর সাথে কানেকশন হবে।

বিদায় নিলাম= মোঃ সেন্টু খান, কিশোরগন্জ। 01713531965=   facebook.com/santo.khan.921

এই ছবিটি টিউনসের কোন অংশ না ছবিটি আপনাদের কে দেখানো একটি মাত্র কারণ,

এই লোকটি কারো না কারো ভাই অথবা ছেলে পুত্র যাই হোক

হতে পারে তার মাসিক বেতনের পুরু সংসার টাই চলে, সে নিজে ও মরল পাশা পাসি

সংসার ও ধংস হলো,শুধু একটি মাত্র ভুলের জন্য সব সময়

আমরা মনে রাখব সময়ের চাইতে জীবনের মূল্য অনেক বেশি, এ কথাটা আমরা

সবাই বলি কিন্তু কেহই মনে রাখি না, নবী করিম সাঃ বলেছেন

মুমিন লোক কখনও এক সাপের গর্তে দুইবার পা দিবেন না।

কাজেই আপনার এবং আমার জীবনে এরকম পরিস্থিতির হবার আগেই সাবধান হব।

Level 3

আমি সেন্টু খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 79 টি টিউন ও 565 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 23 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

কত ভোল্টে চলবে। আর চবিখানা চরম হইচে বস।

    Level 3

    @আশরাফ: ভাইয়া আপনি আমার মনে হয় সারকিটটি ভাল করে
    দেখেননি সারকিটটিতে ভোল্ট দেয়া আছে । 6V / 12V DC চলবে।

santo vai apnar project gulo amar darun lage,tnkzzz,
amar 2 ta circuit diagra with details lagbe-
1>walki talkiduplex, eksathey anekgulo contact korte parbe.
2>intractive led sensor circuit
abaroo,,, tnkzzzz….

    Level 3

    @avijitsarkar: ধন্যবাদ ভাইয়া আপনার কমন্টটা আমার
    বুঝতে একটুক সমস্য হইতেছে কষ্ট করে ফোন দিবেন।

Level 0

santo vai, apnar sob gula post pose ar valo lagse, apnake onek donnobad,

Level 0

ধন্যবাদ ভাইয়া এতো সুন্দর একটা প্রোজেক্ট উপস্থাপনের জন্য……………।।

    Level 3

    @nahid: নাহিদ ভাইয়া তোমাকেও অনেক ধন্যবাদ

সাধারন 1টা ওযাকি টকির সার্কিট ডায়াগ্রাম দরকার
plz……

    Level 3

    @avijitsarkar: ভাইয়া সাধারন কেন অসাধারন ওয়াকি টকি ডায়গ্রাম
    দিব অপেক্ষা করুন।