ইলেকট্রনিক্স এর জাদুগিরি [পর্ব-২১] :: DC 12V ব্যেটারী দিয়ে রঙিন TV ও সিলিং পাখা চালান। 180W বিদ্যুৎ তৈয়ার করুন নিজের হাতে

ইলেক্ট্রনিক্স এর জাদুগিরি

টেকটিউনসের বন্ধুরা সবাই কেমন আছেন অনেক দিন পর টিউনসে আপনাদের সাথে দেখা হলো। আজকে আপনাদের কে খুব সুন্দর একটি সার্কিট উপহার দেব। দেখতে সার্কিট যদি ও ছোট কাজটি করে কিন্তু বেশ জটিল। সার্কিটটি ছোট বলে কেউ অবহেলা করবেন না। DC 12V ব্যেটারী থেকে AC 220V তৈয়ার হয়।

যা দিয়ে আপনি রঙিন টিভি অথবা সিলিং পাখা ইত্যাদি চালাতে পারবেন। ট্রান্সফরমারটি যদি ভাল কোয়ালিটর হয় তাহলে 180W লোড দিতে পারবেন। আসুন সবাই মিলে এক নজর সার্কিটটি দেখে নেই।

সারকিটটিতে সকেট ট্রান্জেষ্টর ব্যবহার করা হয়েছে দুইটি (2N3055) সার্কিটটিতে যখন লোড দেয়া হবে তখন সকেট ট্রান্জেষ্টর গুলি বেশ গরম হবে, তাই ভালমানের হিটসিং লাগিয়ে নিবেন। বন্ধুরা কেমন হয় যদি আপনার রুমের সিলিং পাখা এবং আপনার রুমের যে কোন বাতী।

VCD/DVD/TV=যে কোন রিমোট দিয়ে অফ অন করতে পারেন তা হলে কেমন হয়। সার্কিটটি যে কোন দিন টিউনস করতে পারি। টিউনস এর দিকে খেয়াল রাখুন।

অনেক বন্ধুদের টিউনস টি বুঝতে সমস্য হইতেছে ভেবেই সার্কিটটির পার্স গুলির

সামান্য ডিটেলস দিলাম এবার দেখে সার্কিট সবাই তৈয়ার করতে পারেন কি না

উপরে দেয়া ট্রান্সফরমারের ছবিটির দিকে লক্ষ করুন  ডান পাশে তিনটি পা আর বাম পাশে দুইটি পা রয়েছে

এই ট্রান্সফরমারটি হল ষ্টেপ আপ ট্রান্সফরমার।

এখানে লক্ষ করুন ট্রান্সফরমারটি যে পাশ দিয়ে দুইটি তার এদিক হল AC 220V আউটপুট। এবার আসুন কয়েলের পেচের সংখ্যা,এবং তার টি কত নাম্বার দিবেন।

30 নাম্বার তার 1400 পেচ দিবেন। এবার নিচে আসুন।

ট্রান্সফরমারটি অপর পাশটি লক্ষ করুন তিনটি পা রয়েছে দুই পাশের নীল রঙের তার দুটি 2N3055 ট্রান্জষ্টরের কলেক্টরে যাবে। মাঝ খানের পাটি BD680 ট্রানজিস্টর ইমিটার যাবে।

এবারে আসুন তার ও পেচের সংখা, 20নাম্বর তার 120+120 পেচ দিবেন।

এটি হল 2N3055 ট্রান্জেষ্টর।হিটসিং লাগানোর সময় খেয়াল রাখবেন বেজ ইমিটার শর্ট যেন না হয়

ট্রান্জেষ্টর নিচের দিকটা খেয়াল করুন। মাঝাকানের দুইটা পা হইতে উপরের দিকটা নিচে থেকে দূরত্ব বেশি এএই পজিশনে ট্রান্জেষ্টর রেখে ডানের পাটি B বামের পাই টি E বডি C

ট্রানজিস্টর বেজ ইমিটার এবং কালেক্টর দেখানো হয়েছে

এখানে আরো যে কত গুলি ট্রান্জিস্টর ব্যবহার করা হয়েছে এ গুলির বেজ ইমিটার কালেক্টর ছবি সহকারে দেইনি

কারণ ট্রান্জেষ্টর গুলো বিভিন্ন কোম্পানি তৈয়ার করে যে কারণ B-E-C অনেক সময় উল্টা পাল্টা থাকে

এ জন্যই এভোমিটার দিয়ে B-C-E বের করে নিবেন।

সবাই ভাল থাকেন। মোঃ সেন্টু খান =01713531965

Level 3

আমি সেন্টু খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 79 টি টিউন ও 565 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 23 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

kottokkhon akta fan cholbe 12 volt 7.5amp diye

Level 3

ব্যেটারীর এম্পিয়ারের উপর নির্ভর করবে

    @santo khan: ampier to 7.5

      Level 3

      @সবুজ ভাই: 7.5 AMP ব্যেটারী দিয়ে ভাল ব্যেকাপ দিবেনা
      কমের পক্ষে 150/200 AMP ব্যেটারী লাগাবেন। আপনার লোডের উপর নির্ভর করবে ব্যেকাপ।

Level 0

কত ওয়াটের রেজিসটেন্ট ব্যবহার করব আর ট্যান্ডিষ্টার কি মিডিল ট্যান্ডিষ্টার

    Level 3

    @shemul1990: শিমুল ভাই সব সময় খেয়াল রাখবেন কোন সারকিটে যদি কোয়াটার ওয়াট রেজিষ্টর ব্যহার করা হয় তাহলে আর রেজিষ্টরের ওয়াট লিখে দেয়ার প্রয়োজন হয় না।
    আপনি যদি সব গুলি 1W রেজিষ্টর ব্যবহার করেন তাহলে আরো ভাল। সারকটটির সাথে সব পার্স এর
    মান দেয়া আছে। 2N3055 ট্রান্জেষ্টর গুলি মেটাল ।

আমি মনে করি একজন টিউনারের সার্থকতা তখনই,যখন পাঠক তার লেখা পড়ে সবকিছু ক্লিয়ার বুঝতে পারে।

আপনাকে কত বার বলেছি দয়া করে বিস্তারিত সহ গুছিয়ে টিউন করুন।কিন্তু আপনি আপনার গতিতে চলছেন,যে লেখক তার পাঠকের চাওয়া পাওয়ার দিকে অবশ্যই খেয়াল রাখা উচিত।আর তা না হলে বুঝবো,টপ টিউনার লিস্টের মধ্যে নিজেকে দেখার বিরাট সখ আপনার হয়েছে।

15 দিনে ।5 টা নয় 1টা টিউন করুন আর খেয়াল রাখুন সেটা যেন পাঠক হৃদয় জয় করতে পারে।

আপনি হয়ত জেনে অবাক হবেন যে,প্রচন্ড আগ্রহ থাকা সত্ত্বেও প্রয়োজনীয় তথ্যের অভাবে আপনার দেওয়া একটা সার্কিটও আমি তৈরী করতে পারিনী।আপনি ছাড়া,অন্য যারা এখানে টিউন করেন তাদের প্রায় প্রতিটা সার্কিট আমি তৈরী করেছি।

যাহোক,আগামী তে অনেক সুন্দর টিউন করবেন এই রাখি।ভাল থাকবেন।

ও আর একটা কথা এটা ভেবে কখনই দুঃখ/রাগ করবেন না যে আমি আপনাকে জ্ঞান/উপদেশ দিচ্ছি।এটা ছোট ভাইয়ের অনুরোধ।

    @শ্যামল কুমার (জয়): আমি আপনার সাথে সম্পূর্ণ একমত।

    Level 3

    শ্যামলকুমার জয় যে সুন্দর কাল চসমা লাগিয়েছ ভালই খুব সুন্দর লাগতাছে । কিন্তু ছোট ভাই কাল চসমা
    পরে যদি ডায়গ্রামের দিকে তাকাও তাহলেত রেজিষ্টেন্সের কালার কোড ছিনবানা দয়া করে কাল চসমাটা
    খুলেনিও। পিঠার খায় শিশুরা যখন দাত না উঠে । শিশুর যখন দাত উঠে তখন আর পিঠার খাওয়া টিকনা।
    তখন তাকে শক্ত খাবর খেতে হয়। @শ্যামল কুমার (জয়): ডায়গ্রাম
    দেখে সারকিট তৈয়ার করতে হলে ইলেক্টনিক্স পার্স চিনতে হবে । সারা জীবন তোমাকে ডিটেলস দিয়ে সারকিট বুঝাতে হবে তাহলে কেমন হয় ছোট ভাই। নিজেকে বদলানোর চেষ্টা কর প্রাইমারি থেকে হাইস্কুলে যাবার চেষ্টা কর । অন্যের পা দিয়ে কত দিন হাটবা নিজের পায়ে দিয়ে হাটার চেষ্টা কর । তাহলে মনে হয় । ডিটেলস এর প্রোয়জন হবেনা । ডায়গ্রাম দেখে নিজেই সব কিছু তৈয়ার করতে পারবা । ছোট ভাই মনে কষ্টনিও না তোমার ভালর জন্যই কথা গুলি বললাম।

      @santo khan: আমি জানি,আপনার নিকট থেকে ভাল ব্যাবহার পাওয়া আর সোনার হরিণ পাওয়া এক কথা।যেই আপনাকে একটু ভাল কথা বলবে তার সাথেই আপনি খারাপ ব্যাবহার করবেন,এই অভ্যাস টা ছাড়ুন।টিউনার হতে গেলে আগে অনেক বড় একটা মনের অধিকারী হতে হয়।যেটা আপনার নেই।এরকম ভাবে চলতে থাকলে সর্বস্তরের পাঠকদের ভালবাসা আপনি কখনই পাবেননা।

      আপনি যে সার্কিট গুলো শেয়ার করেন,সেগুলো তো আর এক্সপার্টদের সার্কিট না,প্রতিটা হবিষ্টদের সার্কিট।আর হবিষ্ট কারা?যাদের ইলেকট্রনিকসে আগ্রহ আছে,ইলেকট্রনিকস নিয়ে ছোট খাট কাজ করতে ভালবাসে,তারা।তাইতো?যদি তাই হয়,তাহলে আপনার দেওয়া সার্কিট গুলো বানানোর জন্য তাদেরকে কি ইলেকট্রনিকস সায়েন্স শেষ করে আসতে হবে?

      কারো চেহারা,শ্রী বা পোশাক পরিচ্ছেদ নিয়ে কথা বলার অধিকার আপনাকে কে দিয়েছে(বাচ্চাদের মত ব্যাবহার করবেননা)?যদি জোর করে এরকম করেন তাহলে ছোট করে একটা কথা বলতে চায়,প্রতিটা সার্কিট ডায়াগ্রাম,পোষ্টের ফিচার্ড ইমেজে ঐ মটু লোকটার ছবি ব্যাবহার করেন কেন?নিজের কপিরাইট প্রটেক্ট করার জন্য?যদি তাই হয়,তাহলে ছোট একটা সিগনেচার ব্যাবহার করলে হয় গোটা একটা প্রাণী ডায়াগ্রামে ঢুকিয়ে দেবার কি দরকার?

      যাহোক,আপনার সাথে বেকার তর্ক করার কোন ইচ্ছা আমার নেই।তবে সময় পেলে,ইলেকট্রনিকস সার্কিট নিয়ে কিভাবে টিউন করতে হয় তার একটা স্যাম্পেল দেখাবো(যদিও আমার আগে অনেক বড় ভাই করে দেখিয়েছেন)।

      বিঃ দ্রঃ আপনার টিউনে আমি কখনও আর কোন কমেন্ট করবনা।ভাল থাকবেন। @sikor: @Tauhidul Islam:

        Level 3

        @শ্যামল কুমার (জয়): বাবু কারো কাছ থেকে কিছু যানতে
        হলে বিনয় এবং আকুতি মিনতি করে জানতে হয় যোর করে কিছু পাউয়া যায় না।
        আপনার গর্ভ ভাবটা ছেরে দিয়ে কমান্ট করবেন। গর্ভ ভাবটা ফেরাউন আর নমরুদের জন্য শুভা পায়
        এটা আপনার জন্য নয়। যে যত বড়ই হউক না কেন গর্ভ করে কথা বললে আমার মেজাজ টিক থাকে না। যাই হোক বাবু মনে কোনা কষ্ট নিবেন না। আপনা কে কষ্ট দেয়ার জন্য আমি কথা গুলি
        বলিনি । তার পরেও যদি কষ্ট পেয়ে থাকেন আমি একান্ত ভাবে দুঃখিত। ভাল থাকেন

        Level 0

        @শ্যামল কুমার (জয়): santo khan এর কথাই রাগ করিয়েন না ভাই।
        ও নিজেকে বড় ভাই হিসেবে দাবি করে,তাই আপনাকে ছোট ভাই ছোট ভাই বলছে,
        উনি মানুসকে সম্মান দিতে জানেন না,
        ভাই আমিও ওনাকে একবার কিছু কথা বলেছিলাম,তো আমার প্রত্যেকটি টিউনে উনি খারাপ খারাপ মন্তব্য করেছেন,উনি নিজেকে ভিসন জানলে ওয়ালা মনে করেন।

      Shento vai apne nije ki. Internet theke onner cuircit niye nijer chobi deye chaliye dilen.egula ekdom thik noy
      Parle nije circuit banan,othoba jei site ba jar cuircit take ba she site ke credit den.

Level 0

কোন Comment এর রিপ্লাই করে না

Level 0

Vi Amar 12V—- 12Plat— 47Am Akta Batare Asa Ataka Charge Korta Koto* Am* ar Transformer Lak va
Ar transformer ame kothy pabo ….Akto jode bol tan

    Level 3

    @sralmamun:
    ভাই আপনার 12V ব্যেটারী চার্য করার জন্য 6A 12V ট্রান্সরমার কিনে নিবেন। সাথে দুইটা রেক্টিফায়ার 5A

সান্থ ভাই আপনি যে ছারকিট দিছেন সেটা তো স্কয়ার ফ্রিকুএঞ্চি সাপ্লাই দিবে। সেটা কি সিলিং ফ্যানের জন্য স্বাস্থ্যকর হবে। উত্তরের অপেক্ষাই থাকলাম।

    Level 0

    @tarikulislam: সহমত। সাইন ওয়েভ দরকার। স্কয়ার ওয়েভ ব্যবহার করলে ফ্যন অসুস্থ হয়ে যেতে পারে।

    Level 3

    @tarikulislam:
    ভাই তারিকুল ইসলাম কেমন আছেন । নামের সাথে ইসলাম লাগানু কোভ ভাল নাম। ভাই পাচ ওয়াক্ত নামজ পরেনত । ভাই মানুষের মধ্যে দুই প্রকার মানুষ রয়েছে । 1 নং শুদু মানুষের গুন গুলি খুজে বেড়ানো। আর
    2 নং শুদু মানুষের দোষ গুলি খুজে বেড়ানো । ভাই আপনি কত নাম্বারে আছেন আমি জানি না। ছবিটি যদি
    স্কয়ারে সমস্য হয় তাহলে লম্বা দেয়ার চেষ্টা করব। ভাই ভাল থাকেন।

      Level 0

      @tarikulislam: স্কয়ার ওয়েভ অবশ্যই ফ্যানের জন্য এবং অধিকাংশ ম্যাগনেটিক ইন্সট্রুমেন্টের জন্য ক্ষতিকর এটা ঠেকা কাজ চালানোর জন্য। @santo khan: আপনার টিউন গুলো ভাল লাগে। আর সার্কিট ডায়াগ্রাম যারা বোঝে তাতের ডিটেই পরার দরকার হয়না কিন্তু সবাইকে এক মাপে ধরলে হবে। শান্ত ভাই এত রাগলে চলবে। টিউনারের কাজ শুধুই টিউন করা না বুঝানো এবং প্রশ্নের উত্তর দেওয়াটাও তার কাজ। আপনি যত ভাল-ই রাধুনী হননা কেন আপনার রান্না পাবলিক খেতে না পারলে ফলাফল জিরো।

শান্ত ভাই, আমি বরাবরই আপনার পোস্টগুলো পড়ার চেষ্টা করি।
ছোটলো থেকেই ইলেক্ট্রনিক্সের প্রতি শখ ছিল।
কিন্তু দুখের ব্যাপার হল আমিও এপর্যন্ত আপনার টিওনগুলো থেকে কিছু দাড় করাতে পারিনি।
আমি হাইস্কুল তো দুরের কথা বেবী ক্লাসেরও যোগ্য না।
তাই ভাই একটা অনুরোধ, টিউনের শিরোনামে লিখে দিবেন, “শুধুমাত্র এক্সপার্টদের জন্য”
তা না হলে সাধারণ লোকজন টিউন পড়ে কিছু বুঝতে না পেরে শ্যামল ভাইয়ের মত কমেন্ট করবে আর অপনারও মেজাজ গরম হবে।
তাছাড়া যদি মনে করেন যে আপনার টিউন গুলো এক্সপার্টদের জন্য, সে ধারণাও ভুল।
কারণ যারা এক্সপার্ট তাদের আপনার মত টিউনের কোন দরকার নেই।
নেটে ভুরিভুরি সার্কিট ডয়াগ্রাম পাওয়া যায়। সেখানথেকেই তারা অনেক কিছু বানাতে পারবেন।
আর যদি মনে করেন সর্বসাধারণের জন্য কোন টিউন করবেন তাহলে ২ টা অনুরোধ,
১। “সহজ সার্কিট ডায়াগ্রাম শিক্ষা” নামে এক বা একাধিক টিউন করিয়েন।
২। ডায়াগ্রাম দেয়ার পাশাপাশি একটু কষ্ট করে লিখে বিস্তারিত তরজমা করে দিয়েন। উদাহরণ স্বরুপ আজকে যে ডায়াগ্রাম দিয়েছেন সম্ভবত 220v AC এর আগে কোন ট্রান্সফরমার ব্যাবহার করেছেন। কিন্তু কয়েকটা কলমের প্যাচ দেখে সাধারণের বুঝার কোন উপায় নেই সেখানে কি ধরণের কত মাণের ট্রান্সফরমার use করেছেন। সম্ভব হলে একটা ছবি দিলে আরও সহজবোধ্য হত।
আমার এত কথার ২টা উদ্দেশ্য,
১। সামনে প্রিয় খাবার (আপনার টিউন), কিন্তু খেতে পারি না।
২। আমার শখের জিনিস ইলেকট্রনিক্সের উপর টিউন করছেন কিন্তু লোকজন বুঝতে না পেরে কষ্টদায়ক কমেন্ট করছে, আপনারও কষ্ট হচ্ছে, আমারও খারাপ লাগছে।
আশা করি বুঝতে পারবেন।
ধন্যবাদ, ভাল থাকবেন।

    Level 3

    @Tauhidul Islam: তৈাহিদ ভাই কেমন আছেন ভাই আপনার কমান্ট
    পড়ে আমার কাছে খুব ভালই লাগল ট্রান্সফরমরটি সামান্য ডিটেলস দিলাম দেখেনত এবার কিছু বুঝেন কি না।

আরেকটা কথা, আমার মনে হয় আপনি তারিকুল ভাইয়ের প্রশ্নটি ঠিকমত বুঝতে পারেননি। উনি ছবির কথা বলেননি, out put AC current এর কথা বলেছেন।

আমার একটা ১২ ভোল্ট লেড-এসিড ব্যাটারি আছে। আমি এর আম্পিয়ার কত –তা জানি না। কিভাবে তা বের করব —- জানাবেন কি? জানালে কৃতজ্ঞ থাকব।

আমি অবাক হলাম আপনার উত্তর দেখে, আমি আসলে জানতে চাসসিলাম যে এর আউটপুট তো স্কয়ার ওয়েব, সেটা তো আবার বাড়ির ব্যাবহার করা জিনিসসের ক্ষতি করবে। যাক আপনি জেভাবে গ্রহন করেচেন সেভাবে উত্তর দিএচেন।

Level 0

আপনার টিউনে কমেন্ট করতে ভয় লাগে। তারপরও বাধ্য হয়ে একটা প্রশ্ন করছি। আপনি ডায়াগ্রামে ট্রান্সফর্মার দিয়েছেন ৯-০-৯ ভোল্ট এর, কিন্তু ট্রান্সফর্মারের ছবিতে দেখা যাচ্ছে ট্রান্সফর্মারটি ১২-০-১২ ভোল্ট। বিষয়টা একটু পরিষ্কার করে বলুন আসলে ট্রান্সফর্মার কোনটা ব্যাবহার করতে হবে। আর শব্দের বানানের দিকে একটু খেয়াল করলে ভাল হয়।

    Level 3

    @Roni: ভাই ট্রান্সফরমারটির কয়েল যখন নুতন করে তৈয়ার করবেন
    তখন কভারে লিখার সাথে ভোল্ট এর কোন মিল থাকবে না ।

ধন্যবাদ ভাই, ছবি দিয়ে ডিটেইল দেয়ার জন্য।
ট্রানসিস্টর এর বেইজ, ইমিটর কালেক্টর এর ব্যাপারে ভাল তথ্য দিয়েছেন।
ভবিষ্যতে আরও টিউনের অপেক্ষায় থাকলাম।

আমি এই পার্টস টা কিনতে চাই, এর দাম কত, আমি বানাতে পারিনা তাই কিনতে চাই, প্লিস কিভাবে আমি এই পার্টস টা পেতে পারি আমাকে জানালে অনেক উপকার হবে,

ভাইয়া ৬ ভোলটের ব্যাটারী থেকে ৩০++ ওয়াট তৈরি করার ডায়াগ্রামটা দিলে খুব খুবই উপকৃত হতাম। আমি একটি তৈরি করেছি তবে তা মাত্র ১৫ ওয়াট টানতে পারে। তাই………….আপনার শরণাপন্ন…..please please please chesta korben. আমি [email protected]

সেন্টু ভাই কেমন আছেন?একটা প্রশ্নঃ সার্কিট ডায়াগ্রামে input দিয়েছেন 12 v R transforma দিয়েছেন 9 v, এভাবে কাজ করলে কোন সমস্যা হবে নাকি same volt এর transfoma লাগাতে হবে,জানালে উপকার হতো।

মেশিন সাহায্যে সিলিং ফ্যান নাম কি

মেশিন সাহায্যে সিলিং ফ্যান বঁাধানোর মেশিনের নাম কি