খুব সহজেই নস্ট হেড ফোনকে ঠিকঠাক করুন তাও আবার নিজে নিজেই,না দেখলে খুবই মিস করবেন

বন্ধুরা আসসালামুয়ালাইকুম।
সবাই কেমন আছেন?
আমি আপনাদের দোয়াই ভালোই আছি।
কি বন্ধুরা রোজা কেমন করছেন?
কি, খুব কস্ট হচ্ছে?
আল্লাহর কাজ করতে একটু কস্ট হয়েই থাকে,যাই হোক সবাই যেন সব গুলো রোজা করতে পারে,
এবং আমার জন্যে দোয়া করবেন যেন আমিও সব রোজা করতে পারি।
আচ্ছা যাই হোক বন্ধুরা আজকে আমি আপনাদের জন্যে খুবি সিম্পল জিনিস নিয়ে হাজির হলাম।
আপনাদের অনেকের হেড ফোন নস্ট হয়ে আছে,
মূলত তাদের জন্যেই আমার এই টিউন,

যাদের হেড ফোন নস্ট হয়ে আছে তারা আর নতুন হেড ফোন না কিনে একটু চেস্টা করলেই নস্ট হেদ ফোনকে ঠিক করতে পারেন।

তাহলে বন্ধুরা শুরু করা যাক,
➡ যা যা লাগবে…
➡ ১. তাতাল
➡ ২. রাং
➡ ৩. রজন
➡ ৪. ব্লেড
➡ ৫. কসটেপ
➡ নিচে চিত্র দেওয়া হলো

প্রথমে নিচের মত করে হেড ফোন খুলে নিই।/যাদের হেড ফোনের যে জাইগাই প্রব্লেম সেই জাইগাই খুললেই হবে,

আমারটা হেড ফোনের গোড়াই সমস্য...

এবার কেচি দিয়ে নিচের চিত্রের মত করে কেটে নিই।

খুব সাবধানতার সহিত কাটতে হবে যেন ভিতরের তার কেটে না যাই।

তার আর কাটা অংশ ধরে একটু আস্তে করে টানলেই হবে

এবার নিচের ছিত্রের তির চিন্নিত স্থানে দুই হাত দিয়ে ধরে আস্তে করে টান দিলেই তার বের হয়ে  আসবে,

নিচের ছবির মত এমন কাটা অংশ পাওয়া যাবে।এই হলো কাটা অংশ,যার জন্যে শব্দ শোনা যেত না।

এবার কাটা অংশ টাকে মিডিল দিয়ে কেটে নিচের ছবির মত করে ব্লেড দিয়ে দুই মাথাই উপরের পাতলা প্লাস্টিকের আবরন তুলে নিই।

এবার ব্লেড উল্ট অংশ দিয়ে ঘসা দিলে ্তামার মত বের হলে নিচের ছবির মত তাতাল দিয়ে দুই মুখেই রাং লাগাই

এবার নিচের ছবির মত করে দুই মুখ রাং দিয়ে লাগিয়ে দিই

এবার দুই মুখ কসটেপ দিয়ে লাগিয়ে দিই নইলে দুই মুখ এক হয়ে গেলে শব্দ হবে না।

এবার ঠিক ঠাক মত নাট লাগিয়ে ধুমছে গান, ওয়াজ, গজল, রেডিও শুনতে থাকুন আর আমার জন্যে দুয়া করুন।

এছাড়াও আমার মোবাইলের হেড ফোন ও নস্ট হয়ে গিয়ে ছিলো

আমি এই ভাবে ই ঠিক করেছি

তো বন্ধুরা আপনার বন্ধুর/ বান্ধবীর নস্ট হেড ফোন কে ঠিক করে দিয়ে  থ্যাংকিউ নিন আর খুশি থাকুন,যাদের হেড ফোন নস্ট হয়ে গেছে তারা নতুন না কিনে ঠিকঠাক করে চালান।

বাবা মায়ের তো অনেক টাকাই নস্ট করলেন আর কত করবেন??????

নিজের বানানো জিনিসের মজাই আলাদা...

বন্ধুরা আজ এ খানেই শেষ করছি

আমার HP/CANON  প্রিন্টারএ CISS নিয়ে টিঊনটি দেখতে পারেন আশা করি ভালো লাগবে

https://www.techtunes.io/tips-and-tricks/tune-id/220213

কোন প্রব্লেম হলে আমায় কল করবেন

Mobile: +8801740590493

শুধু নামাজের টাইমে কল না করার অনুরোধ করছি,

এ ছাড়াও আমি ফেসবুক এ https://www.facebook.com/maruf.cse.5  আমাকে পাবেন

এবং ইমেইলেও আমাকে পাবেন [email protected]

আর আশা করব আমার টেকটিউনের বন্ধুরা টিউন দেখলে ভালো লাগলেও টিউমেন্ট করবেন না লাগলেও টিউমেন্ট করবেন।

আমাকে ফেসবুকে পেতে পারেন Maruf Cse

আমার আরো টিউন দেখতে

  1. চলুন নষ্ট মোবাইলের ব্যটারী দিয়ে টর্চ লাইট তৈরী করি মাএ ১৫ টাকায়
  2. খুব সহজেই Reset করুন Canon 2772/2770 ড্রাম/নরমাল প্রিন্টার আর প্রিন্টি প্রবলেম সমাধান করুন
  3. খুব সহজেই নস্ট Rice cooker ঠিকঠাক করুন তাও আবার নিজে নিজেই, মাত্র ২৫ টাকায়
  4. খুব সহজেই নস্ট হেড ফোনকে ঠিকঠাক করুন তাও আবার নিজে নিজেই,না দেখলে খুবই মিস করবেন
  5. লোডশেডিংও পূরোদমে পড়তে চান??? তা আবার নিজের বানানো লাইট দিয়ে,তাহলে তো টিউনটা দেখতেই হয়
  6. 1.5V বেটারি দিয়ে ছোট্ট টুনিমুনি লাইট বানাই মাত্র ২০ টাকাই (ইলেক্ট্রনিক্স প্রেমীরা এই দিকে আসুন)
  7. আসুন খুব সহজেই নিজের বায়োগ্রাফি এপস বানাই কোন রকম প্রোগরামিং জ্ঞান ছাড়াই এন্ড্রয়েড ফোনের জন্য

আল্লাহ হাফেজ

Level 0

আমি Maruf CSE। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 183 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

No I am not along i know one day You will be Back....


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

খুব সুন্দর একটা টিউন করলেন…।অনেক অনেক ধন্যবাদ

    Level 0

    @রাজ্: আপানাকেও অনেক অনেক ধন্যবাদ প্রথম কমেন্ট করার জন্যে…।
    জাজা কাল্লাহ খাইরান

ছবি সহ সুন্দর করে পোসোষ্ট দেওয়ার জন্য ধন্যবাদ।

    Level 0

    @raihanruhin: আপানাকেও অনেক অনেক ধন্যবাদ

Level 0

বস খুব সুন্দর একটা টিউন উপহার জন্য তোমাকে ধন্যবাদ… ইমন….

    Level 0

    @emranul: আপানাকেও অনেক অনেক ধন্যবাদ

Vai Dhorjo dekhalen……………

    Level 0

    @মেহেদী: ভাঈ এ আর এমন কি/////////
    শুধু দোয়া করলেই আরো বড় টিউন করার সাহস পাব।

অনেক খেটেছেন । ধন্যবাদ………

ভাই ফাটাইয়া দিলেন।।।।চালাইয়া যান আমরা আছি আপনার সাথে।।।

    Level 0

    @KAZI ANISUR: আপানাকেও অনেক অনেক ধন্যবাদ

Level 0

জটিল বস…..

Level 0

জটিলজ।

    Level 0

    @taposh_roy: জটিলজ। ভাই আপনার কমেন্ট পড়ে খুব হা হা হা হা

darun, chaliye jan

Level 0

অসাধারণ বললেও কম বলা হবে। আপনে একখান জিনিয়াস বস!

    Level 0

    @tanvirbd5: ্ধন্যবাদ ,ভাই আমি কিছুই জানিনা ,একটু জানার চেস্টা করি মাত্র…
    দোয়া চাই

অসাধারণ টিউন, আমার হেডফোনটাও ঠিক করতে হবে । ধন্যবাদ আপনাকে ।

    Level 0

    @ক্যাপ্টেন নিমো: ক্যাপ্টেন নিমো ভাই আপনার নামের বিস্তারিত জানতে চাই, আর হেডফোন ঠিক করতে সফল হলে জানাবেন…।

এসব টিউনের দরকার। ধন্যবাদ সুন্দর টিউনটির জন্য।

Level 0

ধন্যবাদ ।

অনেক সুন্দর টিউনের জন্য ধন্যবাদ… তবে ভাইয়া, “তাতাল”, “রাং”, “রজন” এগুলা কি বুঝিনি :s

    Level 0

    @ফাইয়াজ বিন সালাম: ্ভাই “তাতাল”, “রাং”, “রজন” আমরা সব সময়ই ব্যবহার করি।
    আপনার কম্পিউটার এর সারকিট গুলো “তাতাল”, “রাং”, “রজন” দিয়ে লাগায়েই বানানো হয়েছে,
    আর আরও জানতে চাইলে ইলেক্ট্রনিক্স এর দোকানে গিয়ে বললেই ওরা বলবে

প্রথম তিনটা কোথায় পাব?যদি একটু বলতেন……….

    Level 0

    @Iron maiden: ইলেক্ট্রনিক্স এর দোকানে পাবেন

ভাই আমার headphone এর তার ঠিক আছে কিন্তু বাজে না……কেন?

    Level 0

    @সিহান: ভাই আপনার হেডফোনের তার এর ই প্রব্লেম আছে,
    তাই ভালো উপরের নিয়ম ব্যবহার করে দেখতে পারেন

vai 1ta speaker nosto hoe gese..cosonic er…..

eta ki kinte paoa jay?[chumbook]

অনেক ধন্যবাদ।

Level 2

আপনার টিউন পড়ে মনে হলো আপনি টিউনটি করার জন্য কোন কার্পন্য করেননি। আমি আপনার মাধ্যমে সকলকে একটি কথা স্মরণ করিয়ে দিতে চাই, রাসুল (সাঃ) বলেছিলেন শিক্ষা গ্রহন করার জন্য যদি তোমাদেরকে সুদুর চীনে যেতে হয় তবুও সেখানে গিয়ে শিক্ষা অর্জন কর। টেকটিউনস আমাদেরকে চীনের দুরত্ব কমিয়ে শিক্ষাকে আমাদের ঘরের দরজায় নিয়ে এসেছে। অভিনন্দন বন্ধু আপনাকে এবং ধন্যবাদ জানাই টেকটিউসকে।

    Level 0

    @kabirul: জ়াজ়া কাল্লাহ খারান।
    আপনার কথা শুনে আমি খুবই খুশি হলাম যে আপনার দারা সমাজের উপকার হবে,
    ভাই আপনি প্রত্যেকে এমন সুন্দর সুন্দর কথা দিয়ে উতসাহ দিন।আমিন

Level 3

সব হেড ফোন এর তার যে কপারের ভিতরে এক জাগাতেই নষ্ট হয় এটা টিক না । হেড ফোনের তারে একটুকযোরে টান লাগলে কপারের ভিতর তামার চিকন তারটি যে কোন যায়গা তেই চিরতে পারে । তখন আপনার দেয়া কবিরাজি শেষ । মিষ্টার CSE আপনার দেয়া দের হাত লম্বা ছবির টিউনস এর কোন প্রয়োজন ছিল না। আপনার হয়ত জানা নাও থাকতে পারে হেডফোনে যেক সহকারে তারটি মাত্র ১৫ টাকায় বাজারে
কিনতে পাওয়া যায় । হেড ফোনের কয়েল গুলি ভাল থাকলে যেক সহ কারে তারটি নুতন লাগিয়ে নিলেই হয় । এ জন্য এত লম্বা টিউস এর কি দরকার পরে । অযতা সময় নষ্ট।

@santo khan আমি আপনার সাথে একমত।