বন্ধুরা আসসালামুয়ালাইকুম।
সবাই কেমন আছেন?
আমি আপনাদের দোয়াই ভালোই আছি।
কি বন্ধুরা রোজা কেমন করছেন?
কি, খুব কস্ট হচ্ছে?
আল্লাহর কাজ করতে একটু কস্ট হয়েই থাকে,যাই হোক সবাই যেন সব গুলো রোজা করতে পারে,
এবং আমার জন্যে দোয়া করবেন যেন আমিও সব রোজা করতে পারি।
আচ্ছা যাই হোক বন্ধুরা আজকে আমি আপনাদের জন্যে খুবি সিম্পল জিনিস নিয়ে হাজির হলাম।
আপনাদের অনেকের হেড ফোন নস্ট হয়ে আছে,
মূলত তাদের জন্যেই আমার এই টিউন,
যাদের হেড ফোন নস্ট হয়ে আছে তারা আর নতুন হেড ফোন না কিনে একটু চেস্টা করলেই নস্ট হেদ ফোনকে ঠিক করতে পারেন।
তাহলে বন্ধুরা শুরু করা যাক,
➡ যা যা লাগবে…
➡ ১. তাতাল
➡ ২. রাং
➡ ৩. রজন
➡ ৪. ব্লেড
➡ ৫. কসটেপ
➡ নিচে চিত্র দেওয়া হলো
প্রথমে নিচের মত করে হেড ফোন খুলে নিই।/যাদের হেড ফোনের যে জাইগাই প্রব্লেম সেই জাইগাই খুললেই হবে,
আমারটা হেড ফোনের গোড়াই সমস্য...
এবার কেচি দিয়ে নিচের চিত্রের মত করে কেটে নিই।
খুব সাবধানতার সহিত কাটতে হবে যেন ভিতরের তার কেটে না যাই।
তার আর কাটা অংশ ধরে একটু আস্তে করে টানলেই হবে
এবার নিচের ছিত্রের তির চিন্নিত স্থানে দুই হাত দিয়ে ধরে আস্তে করে টান দিলেই তার বের হয়ে আসবে,
নিচের ছবির মত এমন কাটা অংশ পাওয়া যাবে।এই হলো কাটা অংশ,যার জন্যে শব্দ শোনা যেত না।
এবার কাটা অংশ টাকে মিডিল দিয়ে কেটে নিচের ছবির মত করে ব্লেড দিয়ে দুই মাথাই উপরের পাতলা প্লাস্টিকের আবরন তুলে নিই।
এবার ব্লেড উল্ট অংশ দিয়ে ঘসা দিলে ্তামার মত বের হলে নিচের ছবির মত তাতাল দিয়ে দুই মুখেই রাং লাগাই
এবার নিচের ছবির মত করে দুই মুখ রাং দিয়ে লাগিয়ে দিই
এবার দুই মুখ কসটেপ দিয়ে লাগিয়ে দিই নইলে দুই মুখ এক হয়ে গেলে শব্দ হবে না।
এবার ঠিক ঠাক মত নাট লাগিয়ে ধুমছে গান, ওয়াজ, গজল, রেডিও শুনতে থাকুন আর আমার জন্যে দুয়া করুন।
এছাড়াও আমার মোবাইলের হেড ফোন ও নস্ট হয়ে গিয়ে ছিলো
আমি এই ভাবে ই ঠিক করেছি
তো বন্ধুরা আপনার বন্ধুর/ বান্ধবীর নস্ট হেড ফোন কে ঠিক করে দিয়ে থ্যাংকিউ নিন আর খুশি থাকুন,যাদের হেড ফোন নস্ট হয়ে গেছে তারা নতুন না কিনে ঠিকঠাক করে চালান।
বাবা মায়ের তো অনেক টাকাই নস্ট করলেন আর কত করবেন??????
নিজের বানানো জিনিসের মজাই আলাদা...
আমার HP/CANON প্রিন্টারএ CISS নিয়ে টিঊনটি দেখতে পারেন আশা করি ভালো লাগবে
https://www.techtunes.io/tips-and-tricks/tune-id/220213
কোন প্রব্লেম হলে আমায় কল করবেন
Mobile: +8801740590493
শুধু নামাজের টাইমে কল না করার অনুরোধ করছি,
এ ছাড়াও আমি ফেসবুক এ https://www.facebook.com/maruf.cse.5 আমাকে পাবেন
এবং ইমেইলেও আমাকে পাবেন [email protected]
আর আশা করব আমার টেকটিউনের বন্ধুরা টিউন দেখলে ভালো লাগলেও টিউমেন্ট করবেন না লাগলেও টিউমেন্ট করবেন।
আল্লাহ হাফেজ
আমি Maruf CSE। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 183 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
No I am not along i know one day You will be Back....
খুব সুন্দর একটা টিউন করলেন…।অনেক অনেক ধন্যবাদ