ইলেকট্রনিক্স এর জাদুগিরি [পর্ব-২৭] :: নিজেই তৈরী করুন সুরের মুর্ছনা অল্প টাকায়। সুন্দর একটি সার্কিট

ইলেক্ট্রনিক্স এর জাদুগিরি

আল্লাহ ভরসা সবার প্রতি আমার সালাম রইল আশা করি সবাই ভালো আছেন

আজকে আপনাদের কে একটি মজার সার্কিট দেখাব। তিন পিনের ছোট

একটি আইসি। ROM আইসি। ROM আইসিটি থেকে মজার মজার সুর

উৎপন্ন হবে সুইচ অন অবস্থায় থাকলে

এই সার্কিট কলিং বেল হিসেবে ও ব্যবহার করতে পারবেন

যাই হোক সার্কিট এবার দেখে নেই আমরা সবাই

মিলে তৈয়ার করতে পারি কি না। তার আগে দেখে নেই সার্কিট
ব্যবহিত পার্স গুলি।

এটি একটি ইলেক্ট্রলাইটিক কেপাসিটর

এখানে ক্যাপাসিটর টির মান হিসেবে 10mf ব্যবহার করা হয়েছে

ছোট স্পিকার যা বাজারে কিনতে পাওয়া যায়

এটা হলো একটি c1815 কমন ট্রানজিস্টর সবখানেই কিনতে পাবেন

দেখতে ট্রান্জিস্টর এর মত কিন্তু এটি একটি আইসি UM66 দেখতে যেমন ছুট দামেও সস্তা

এটি হলো একটি কোয়াটার ওয়াট রেজিস্টার যার মান 220 ওহুস

টা হলো মূল সার্কিট ডায়াগ্রাম যে সব বন্ধুরা ডায়াগ্রাম বুঝেন না তাদের জন্য নিচে এক টুক সহজ করে দেয়া হল

সার্কিট ভালো করে লক্ষ্য করে দেখুন আইসিটি থেকে কিভাবে অন্য পার্স গুলোর সাথে কানেকশন করা হয়েছে টিক এই ভাবেই কানেকশন গুলি করুন।

সার্কিটটি 3 থেকে 6volt এ চলে আশা করি এখন  আর কারু বুঝতে অসুবিধা হবে না।

মোঃসেন্টু খান =01713531965

Level 3

আমি সেন্টু খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 79 টি টিউন ও 565 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 23 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই আপনার প্রত্যকটা পোষ্ট আমার কাছে খুবই ভালো লাগে কারন আপনি খুব সুন্দরভাবে বুঝিয়ে লিখেন।আর সবচেয়ে ভাল লাগে আপনি প্রত্যেক পার্টসের ছবিসহকারে দেন যারফলে বুঝতে আরো সহজ হয়।আপনাকে অনেক ধন্যবাদ

Level 3

আপনা কে অনেক ধন্য বাদ ।

ভাই UM-66 এর এই সার্কিটটা আমার জিবনের তৈরী করা প্রথম সফল সার্কিট .. এটা বোধহয় ১৯৯৬সালের ঘটনা। সোজা এই সার্কিটটি নতুন হবিষ্টদের জন্য চমতকার একটা সার্কিট। তাদের অনেক উৎসাহের যোগান হবে.. ভালো.. চালিয়ে যান …

ধন্যবাদ এবারের পোষ্ট পড়তে কোন অসুবিধা নেই

Level 0

অবশেষে http://www.imgur.com এ ছবি আপলোড করে দিলেন :p ।ধন্যবাদ দারুন লিখেছেন।চালিয়ে যান।

ভাই, কি মানের Speaker ব্যবহার করবো? কত ohms, কত watt?

Level 2

বস । আপনার সাথে যোগাযোগ করার কি কোন ব্যাবস্থা আছে ?

আমি কোন লিংক খুজে খুজেও পেলাম না । প্লিজ যদি কোন এভেইলেভল আইডি দিতেন । যেটাতে আপনাকে পাওয়া যাবে ।

Level New

Bhai ami jodi apnake electronic chips kenar jonno pay kori tahole ki apni amake walki talki banaya diben…?

Level 3

NAHID ভাইয়া আশাকরি ভালই আছেন । ভাইয়া যোগা যোগের জন্য ত মোবাইল নাম্বার দেয়াই আছে।ধন্যবাদ
ভাইয়া।

HUM66 IC টার মিউজিক আরো সুন্দর। এটা কি মার্কেট এ এখনও পাওয়া যায়? আমিও সেই ১৯৯৬ মালে প্রথম তৈরী করে স্কুলে নিয়ে গিয়ে হাঙ্গামা বাধিয়ে দিয়েছিলাম।

Level 3

বাবু ভাই আইসিটি এখন বাজারে কিনতে পাউয়া যায়।