ইলেকট্রনিক্স এর জাদুগিরি [পর্ব-২৮] :: এখন ও যারা FM ট্রান্সমিটর তৈয়ার করতে পারেন নি তাদের জন্য।

ইলেক্ট্রনিক্স এর জাদুগিরি

ট্রান্সমিটর কি? ইলেক্ট্রনিক্সের পরিভাষায় কোন ইলেকট্রনিক্স সিগনাল কে এক স্তান থেকে
অন্যস্থানে প্রেরনের পদ্ধতিকে ট্রান্সমিটর বলে। আর যে যন্ত্রটি এ কাজটি করে তাকে ট্রান্সমিটর
বলে। একটি ট্রান্সমিটার সার্কিট তৈয়ারির জন্য তিনটি হচ্ছে বেসিক বা মুল অংশ।
অসিলেটর থেকে অসিলেশন এবং এমপ্লিফায়ার থেকে অডিও সিগন্যাল পাঠান হয়।
মডিউলেটর ষ্টেজে মডিউলেটর তার নিজেস্ব ধরন অনুযায়ী অসিলেশনকে ক্যারিয়র ফ্রিকোয়েন্সিতে
রুপান্তরিত করে।এর মধ্যে অডিও সিগনলকে বসিয়ে দেয়। আর অডিও সিগন্যেল মডিউলেটেড
হয়ে এন্টেনার মাধ্যমে বাতাসে ছড়িয়ে পড়ে। আজকে যে সারকিটটি টিউনস করেছি
যে সব বন্ধুরা এখন ও FM ট্রানসমিটর তৈয়ার করতে পারেন নি শুদু তাদের জন্য।
একটি ট্রান্জেষ্টার দিয়ে আবার চেষ্টা করুন কাজটি সফল ভাবে করেও ফেলতে পারেন।

এখানে  FM ভিডিওটি দেখতে পারবেন

প্রথমে একটি ট্রান্জষ্টর নেন ট্রান্জেষ্টারটির বেইজে থেকে R3=39Kরেজিষ্টর ও C2=102PF
একত্রিতকরে +V সাথে সংযুক্ত করুন। বেইজ থেকে C1=1MF ইলেকট্রলাইটিক
কেপাসিটর প্রজেটিভ পাটি সংযুক্ত করুন। কেপাসিটরের বাকিথাকা
নেগেটিভ পাটি R2=22K রেজিষ্টর হয়ে মাক্রফোনের প্রজেটিভ পায়ে লাগিয়ে দিন।
মাক্রফোনের প্রজেটিভ পাটি R1=22K রেজিষ্টর হয়ে মেইন প্রজেটিভ এ লাগিয়ে দিন।
মাক্র ফোনের অপর পাটি মেইন নেগেটিভ এর সাথে লাগিয়ে দিন।ট্রান্জেষ্টর ইমিটর
থেকে R4=100 ওহুমস রেজিষ্টর দিয়ে মেইন নেগেটিভ এর সাথে লাগিয়ে দিন।
ইমিটর থেকে C6=68PF হয়ে মেইন প্রজেটিভ এর সাথে লাগিয়ে দিন।
ট্রান্জেষ্টর এর ইমিটর থেকেC4=5PF হয়ে ট্রান্জেষ্টটির কালেক্ট পায়ে লাগিয়ে দিন।
 কালেক্টর থেকে C3=33PF ও একটি কয়েলএকত্রিত করে মেইন প্রজেটিভ এর সাথে লাগিয়ে দিন।
ট্রাজেষ্টার এর কালেক্টর থেকে C5=2PF হয়ে এন্টেনায় লাগিয়ে দিন।
এবার সারকিটটিতে দুইটি পেনসিল ব্যেটারী থেকে 3V সাপ্লাই দিন।
এবার একটি FM রেডিও হাতে নিন মাক্রফোনে আস্তে আস্তে টুকা দিন।
 সাথে সাথে FM রেডিওটির টিউনিং নব গুরিয়ে দেখুন কোথায় মাক্রফোনর টুকার সব্দটি শুনা যায়।
এখানেই টিউনিং নবটি রেখেদিন। আর মাক্রফোনে কথা বলুন মনের আনন্দে।
 একটি বিষয় খেয়াল রাখবেন ট্রান্জষ্টর এর কালেক্টর এ লাগানো কয়েলটিতে
 যদি চাপ লাগে তাহলে টিউনিং টি আবার করতে হবে। কালেক্টর এ লাগানো কয়েল টি

25 নাম্বার তার 4 পেচ দিতে হবে।

Level 3

আমি সেন্টু খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 79 টি টিউন ও 565 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 23 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Thanks vaia. Apner project gulo amer khub valo lage. Long range FM TRANRMITTER er kono project amader janaben ki?

Level 0

ভাই, আপনার ভাষাজ্ঞান তো চরম..

.একটি বিষয় খেয়াল রাখবেন ট্রান্জষ্টর এরকালেক্টর এ লাগানু কয়েলটি
যদি লরেছরে যায় তাহলে টিউনিংটি আবার করতে হবে।

(মাইন্ড খাইয়েন না। আপনার পোস্টগুলা ভালো হইতেসে।) চালায় যান ভাই।

কয়েলের ব্যাপারটা বুজে আসেনায়

Level 2

কিছুই বুঝিনি । আরেকটু সহজ ভাষায় সবার জন্য বললে ভালো হতো ।
মানে যদি আরেকটু খুলে বলতেন আর কি ।

Level 0

ভাই আপনাকে একটা জিনিস বার বার বলতে বলতে বিরক্ত লাগে। আপনি ফেসবুকে ছবি আপলোড করে দেন কেন ?ছবি গুলাত দেখা যায় না । http://www.imgur.org এ আপলোড করে দিতে পারেন না ?

ভাই এইডা বানাইতে কত খরচ হইবার পারে। একটু কইবেন প্লিজ!

শান্ত ভাই পোষ্ট করার পরে কি একবারো নিজে পড়েছেন? যদিনাপড়েন তাহলে পোষ্টা আবার নতুন করে লিখে পোষ্ট করেন। আপনার লেখা সব ভেঙ্গে গিয়েছে। পোষ্ট করার জন্য ধন্যবাদ

Level 2

কোন প্রোগ্রাম দিয়া লিখসেন। কিছু ভালভাবে আসে না।

Level 3

ভাইয়া আমার pc তে লিখা ও ছবি গুলিত ভালই আসতেছে। আমি কিছু বুঝতে পারতেছি না।

ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ শেয়ার করার জন্য। চালিয়ে যান। আরও পোস্ট আশা করছি…

Level 3

যে কোন FM ট্রান্সমিটর এর ট্রান্জেষ্টর যদি না পান তাহলে পরিবর্তে NPN গ্রোপের হলে C9018 ট্রান্জিষ্টর লাগিয়ে নিবেন । কমন ট্রান্জেষ্টর সবকানেই পাবেন ।

এমন ভাবে টিউন করেন যেন জে কেও এটি বানা পারে।

Level 0

আমাদের ক্লাশ এ ২০০ জন শিক্কাথী। এই সারকিট এর সাহাযে ক্লাশ এ সার এর উপকার হবে?

ভাই কয়েল এর কোরটা কিধরনের হবে ফেরাইট রডের উপর নাকি এয়ার কোর… হলে কত ডায়ার কোর………?

    Level 0

    @ভাইজান মামা: আমি যতদুর জানি, কয়েলের জন্য কোন এক্সট্রা কোর দরকার হয় না। জাস্ট পেন্সিলের উপর চারটা প্যচ দিয়ে পেন্সিল খুলে নিবেন। তারপর কয়েলটা ঝালাই করে দিবেন। কাজ হবে বলে মনে হয়। কেননা আমি এইরকম কয়েল একজন টেকনিশিয়ান কে বানাতে দেখেছি।

Level 0

২০ কিলোমিটার শব্দ পাঠাতে কতো টাকা খরচ করতে হবে

PARTS GULAR PIC HOI LE VALO BUZTAM