ইলেকট্রনিক্স এর জাদুগিরি [পর্ব-২৯] :: বিদ্যুৎ চলেগেলে আর টেনশান নেই। জ্বলে উটবে অটো লাইট। সাথে কিছু FM ট্রান্সমিটর না দেখলে অনেক

ইলেক্ট্রনিক্স এর জাদুগিরি

আল্লাহ্ ভরসা আশাকরি টেকটিউনস সখল বন্ধুরাই ভালই আছেন। আমিও ভালই আছি। আজকে যে সার্কিটটি নিয়ে আপনাদের সমনে হাজির হলাম। সার্কিটটি হল ইমার্জেন্সি লাইট। সার্কিটটি সবচাইতে মজার বিষয় হল,অল্প কয়েকটি পার্স দিয়ে দুইটা কাজ করে।

আজ বাংলাদেশের বিদ্যুৎ এর যে অবস্তা,কতবার বিদ্যুৎ যায় আর আসে হিসব করা কঠিন। ঘন ঘন লোডসেডিং এর কারনে অনেক সমস্য হয়ে যায়। যদি ব্যবস্য প্রতিষ্টানে হঠাৎ করে বিদ্যুৎ চলে যায় আর যদি দোকানে অনেক ক্রেতা থাকে,তা হলে দোকানে মালা মাল চুরি হবার সম্ভবনা থাকে বেশী। তেমনি ভাবে বাসা বাড়িতেও হঠাৎ করে লোড সেডিং এর কারনে বাতি খুজে পাউয়া যায় না,আরও বিভিন্ন সমস্য হয়ে থাকে।

যে কারনে আজকের দেয়া সার্কিটটি সুবিধা হল বিদ্যুৎ চলে যাবর সাথে সাথে অটোমেটিক ভাবে বাতিটি জ্বলে উটবে আবার বিদ্যুৎ চলে আসার সাথে সথে বাতিটি অটোমেটিক ভাবেই নিবে যাবে,আবার সাথে থাকা ব্যাটারিটি চার্য হওয়া শুরু করবে।

এবার সার্কিটটি দিকে একটুক লক্ষ করুন,T1 হল 6volt এর 800 মিলি এম্পিয়া ফুলওয়ে ট্রান্সফরমার একটি। 4007 রেক্টিফায়ার ডায়ড তিনটি। 1000mf ইলেক্ট্রলাইটিক কেপাসিটর দুইটি। A614 হাফ সকেট ট্রান্জেষ্টর একটি। 2.2K রেজিষ্টর একটি। 6volt ব্যাটারী একটি। 6volt এর যেকোন বাতী চলবে।

কিন্তু বাজারে DC 6volt এনার্জীসেভ বাতী কিনতে পাউয়া যায় এই বাতীটি হলে সবচাইে ভাল হয়। আজ আর বেশী কিছু লিখতে পারবনা রুজার দিন ইপ্তারীর সময় হয়ে আসতেছে। সবাই ভল থাকেন। সার্কিটটি এখান থেকে ডাউনলোড করুন

আমার অনেক টেকটিনস এর বন্ধুরা মোবাইলে বলেন সার্কিটটি যাতে সহজ হয় এবং রেন্জ ও বেশী হয় এরকম  সার্কিট টিউনস করার জন্য তাই আপনাদেরকে অল্প কয়েটি সার্কিট

দেখাব। এর মধ্য যে সার্কিটটি বেশী ভোট পাই সেই সার্কিটটিই সম্পুর্ন সার্কিটটি টিউনস করব। লং রেন্জ সার্কিটটিতে অডিও মিক্ছার +মডিওলেটর+ক্রিষ্টাল। সার্কিটটি ইচ্ছা করলে

আপনি FM ছুট খাট ষ্টোডিও দিতে পারবেন।

সার্কিটটি দেখে কি বুঝলেন। এই সর্কিটটি রেন্জ কত হবে আপনি নিজেই বলেন। একটি মাত্র ট্রান্জেষ্টর দিয়ে FM ট্রান্সফরমার তৈয়ার করলে প্রায় 200 গজ পযন্ত রেন্জ হয়।

FM লংরেন্জ এর এত সহজ সার্কিট ডায়গ্রাম গুলি আর কোথাও পাবেন না।

একটি ট্রান্জেষ্টর দিয়ে FM ট্রানসমিটর বানান যে বন্ধুরা একেবারে নুতন। ছবিতে সব পার্স গুলি দেখে পার্স গুলি কিনে ফেলুন। ট্রান্জিষ্ট C1664 নিবেন।

আজকে  FM নিয়ে আর কথা বলব না। টিউনস এর দিকে খেয়াল রাখুন FM এর বিস্তারিত লিখব। আজকের মত বিদায় নিলাম মোঃসেন্টু খান। 01713531965

Level 3

আমি সেন্টু খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 79 টি টিউন ও 565 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 23 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

vai aro details dorkar

Level 0

vai ami kintu apner tune alltime pori
execelent

Level 0

vai Remote system fan light kivaba korban jodi janaten khub valo hoto
thanks

Level 0

HELP!
vai apnar FM transmetr dekhlam. transstr kinte gele khuje paina model gula.apnak akta kotha je apni amak akta FM transmetr banie den.then ami ta apnar theke er upojukto mullo die kine nibo eshe.plz ans dien bro.
thakx for nice tune.

ভাই একটু ডিটেইল লিখলে বুঝতে সুবিধা হতো

Level 0

ভাই আপনি http://www.imgur.com এ ছবি আপলোড করে দিয়েন।আপনার ছবি গুলা দেখা যায়না ।

aro kichhu simple emergancy light er circuit lagbe,
tnksssssss,,,,,,,,,,,,,,,,,,,,

Level 0

Bhai, Help me.

Level New

Santo vai kamon accen. vai ami ekta device bananur janna apner kacha help chacci. eta holo ek ta masque e microphone diya computer speaker chalabo . kinto somassa holo ter janna ekta amplifire lagba naki .amara chacci samanno taka e amon ek ta machine jer maddomay amera just micro phone er data speaker e sound ta jabay. please vai amaka ekto first replay ta diyen. er amaka e-mail kora janata o paren( [email protected]) .

ভাই, আনার প্রথম circuit টা বুঝতে একটু অসুবিধা আছে। Transistor A614 এর emitter থেকে নেমে লাইন এর পর দুটো লাল gap কি switch বোঝাতে চেয়েছেন?

santo vaiya 60-70 gaj er madhhye anek gulo fm transmiter eak e apor er sange contact korte parbe ei rakom short type circuit den na

Level 0

দ্বিতীয় সার্কিটটি নিয়ে কিছু বললেন না যে…

Level 0

অসাধারণ ভাই