ইলেকট্রনিক্স এর জাদুগিরি [পর্ব-৩০] :: যাদের মোবাইলে টাকা থাকে না, টাকা ছাড়া কথা বলবেন তাদের জন্য

ইলেক্ট্রনিক্স এর জাদুগিরি

যাদের মোবাইলে টাকা থাকে না, টাকা ছাড়া কথা বলবেন তাদের জন্য, এই সার্কিটটি খুবেই প্রয়োজন, অনেকেই দোকান থেকে গুডাউনে বার বার কথা বলতে হয়। এবং কাছা কাছি বাসা থাকলে বার বার কথা বলতে হয়।

সার্কিটটি পাঁচ তালা উপর থেকে নিচ তালায় অনায়াসে কথা বলা যায়।

নিজে বাসায় বসে সার্কিটটি তৈয়ার করে নিন, আর বিনা পয়সায় কথা বলুন সারা দিন।

-

-

-

এখানে যে সার্কিটটি দেয়া হয়েছে,সার্কিটটিতে দুইটি ট্রানজেষ্টর Q1 C183 এবং Q2 BF199, MIC লিখা হল কার্বন মাক্র ফোন। S/W কে সুইচ বুঝানো হয়েছে। কয়েলেটির পার্শে পেচের সংখ্য ও তারের গেজ নাম্বার দেয়া আছে। ট্রিমারটি গুরিয়ে ফ্রিকোয়েন্সি পরিবর্তন করা যায়। রিসিবার হিসাবে FM রেডিও অল্প দামে বাজারে কিনতে পাউয়া যায়। সার্কিটিতে যেভাবে দেখানো হেয়েছে পার্স গলি নিয়ে টিক সেই ভাবে কানেকশন করুন।

লংরেন্জ ট্রান্সমিটর লে আউট,ভাল করে মুখস্ত করুন কাজে লগবে কিন্তু।

এখানে যে সার্কিটটি দেয়া হয়েছে,তা ব্যবহারে কোন প্রশাসনিক বাধা নেই। এই সর্কিটটি রেন্জ মোটামুটি খুব একটা বেশী না।

যে সব বন্ধুরা আমার দেয়া টিউনস গুলি নিয়মিত দেখেন, তাদের জন্য সুসংবাদ আমি পালাক্রমে লং রেন্জের ট্রান্সমিটর দিব, যে ট্রান্সমিটর টি অনায়াসে তিন,থেকে চার কিলো মিটর দূরে কথা বলা যায়। বন্ধুরা সমস্য হল একটুক, যদি লং রেন্জে কোন ট্রন্সমিটর সব সময় ব্যবহার করেন তাহলে প্রশাসনের অনোমতি নিতে হবে। না হয় আইনগত ভাবে সমস্যয় পরবেন।

লং রেন্জের যে সার্কিটটির কথা বললাম,সার্কিটটির লে আউটটি আজকে দেব। লে আউটটি দেখে ভাল করে মুখস্ত করবেন। আশাকরি পরবর্তীতে আপনার জন্য সহজ হবে।

সার্কিটটি এখান থেকে ডাউনলোড করুন

আজকের মত বিদায় নিলাম =মোঃ সেন্টু খান

Level 3

আমি সেন্টু খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 79 টি টিউন ও 565 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 23 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সার্কিটটি তৈরি করতে কত টাকা খরচ হতে পারে?

ভাই আপনার TUNE গুলো পড়ে সত্যিই মজা লাগে . . . .

ভালই কিন্তু কিছুই বুঝিনা।

আমি যদি আপনাকে টাকা দেই তাহলে আমাকে আপনি একটা বানিয়ে দিবেন? আপনার পোষ্টটি অসাধারন হয়েছে। অনেক অনেক ধন্যবাদ। সময় পেলে আপনাকে ফোন করবো।

hahaha tofail bro valo e bolsen…

Level 3

সবাইকে আমার পক্ষথেকে আন্তরিক ভাল বাসা রইল । ভাই তোফায়েল বলেছেন কিছুই বুঝেন না ।
ভাই আপনি বলেন অল্প টিউনস এর মধ্য কি সব কিছু বুঝানো সম্ভব , আপনি কি যে বুঝেন না আমও
সেটা বুজতে পারলাম না । না হয়ত একটুক চেষ্টা করে দেখতাম ।

Level 2

লং রেন্জের ট্রান্সমিটার এর কিছু ডায়াগ্রাম কালেক্ট করেছিলাম। বেশীরভাগ ক্ষেত্রে দেখা যায় দুএকটি ট্রান্জিষ্টর এর অভাবে স্বপ্ন পুরন হয়না। দেখা যাক আপনার ঝুলিতে কি আছে। অপেক্ষায় রইলাম।

ধন্যবাদ।

Level 0

ব্যাপারটা ভালই কিন্তু কিছু বুঝি নাই, বিস্তারিত লিখলে হইত বুঝতাম

Level 0

তেমন কিছু বুঝি নাই, বিস্তারিত লিখলে হইত বুঝতাম

আরে ভাই,আমরা সবাই কি ইলেকট্রনিকস িনয়া পড়াশুনা করি নাকি……সা্কিট মানে কি এইটাই তো বুঝিনা……. একটু সহজ করে দেন না ভাই০০০০০০

Level 0

বানানোর ঝামেলায় আমি নাই আর শিখাত দুরের কথা, আমারে একটা রেডিমেট দিন টাকা দিয়া দিব কিন্তু বানাইতে বলবেন না প্লিজ

শান্ত ভাইয়া কত টাকা লাগবে বললে একটু সুবিধা হতো

ভাইজান যে কোন ওয়ারলেস ডিভাইসের প্রান হলো তার এন্টেনা কয়েল ভাই কয়েল তৈরী নিয়ে বিস্তারিত বল্লে বোধহয় নতুনদের জন্য ভালো হতো..

Level 3

ভাই সবার প্রতি আমার আন্তরিক ভালবাসা রইল, যে সব বন্ধুরা ডিভাইসটিরির, এন্টেনার পেচানো কয়েলটি বুঝতে পারেন না তাদের জন্য=কয়েলটি ভিতরের ফাকা যায়গা টুকু 3 মিলি মিটার ,কয়েলটির পেচের সংক্ষ্য 12
টি পেচ দিবেন ,কয়েলের তারের নাম্বার 26 ।আশাকরি এখন আর বুঝতে সমস্য হবে না,

vai. apni oshadharon !!!!!

Level 0

ভাই এত সংক্ষেপ তাই বুজতে পারিনি। একটু বিস্তারিত দিলে ভালো হত।

Level 0

Assa vai ai sokol jinish pabo kothay ??? r agula kinte price koto porbe ??

ভাই জিনিস পাওয়াই মুশকিল। আর আপনার সকল পোস্ট অনেক মজার। আপনাকে অসংখ্য ধন্যবাদ শেয়ার করার জন্য। চালিয়ে যান।

Level 0

ভালই কিন্তু কিছুই বুঝিনা।

ভালই কিন্তু কিছুই বুঝিনা। (রেজিমেট নাই..?)

santo vaiya 60-70 gaj er madhhye anek gulo fm transmiter eak e apor er sange contact korte parbe ei rakom short type circuit den na

etate to mic achhey kintu katha sonar jannyo speaker koi