ইলেকট্রনিক্স এর জাদুগিরি [পর্ব-৩১] :: চার্মিং বার্ড কলিং বেল এখন থেকে টুনি পাখির ডাক শোনুন কলিং বেলে।

ইলেক্ট্রনিক্স এর জাদুগিরি

যে সব বন্ধুরা টুনি পাখির ডাক শুনতে চান কলিং বেলে,তাহলে আর দেরি না করে বসে পরেন 
আমার সাথে,নিয়ে নিন অল্প কয়েক টি পার্স, তিন টা কোয়াটার ওয়াট রেজিষ্টর,দুইটা
সিরামিক কেপাসিটর,দুইটা ইলেক্ট্রলাইটি কেপাসিটর,একটি আউট পুট ট্রান্সফরমর,
একটি ছুট স্পিকার,এই কয়েকটা পার্স মিলিয়ে হয়েগেল আমাদের নিজের হাতে তৈয়ারি 
পাখির ডাক কলিং বেলটি।

ইলেক্ট্রলাইটিক  ক্যাপাসিটর  পোলারেটি রয়েছে লম্বা পা টি +আর চুট পা টি - পা

সিরামিক কেপাসিটর পায়ের কোন পোলারেটি নাই উল্টা পাল্টা কানেকশন হলেও সমস্য নাই

ট্রান্জেষ্ট ডান পা বেইজ মাযের পা কালেক্ট বায়ের পা টি ইমিটর।

সার্কিটটি কিভাবে তৈয়ার করবেন, প্রথমে একটি D400 ট্রান্জষ্ট  নিবেন,একটি ওয়ান বেন্ড পুরাতন
রেডিও থেকে আউট পুট কয়েল টি নিবেন,আবশ্য মার্কেটে নুতন কিনতে কয়েল টি পাওয়া যায়।
আউট পুট নিয়ে,আউট পুটটিতে কয়েল হিসেবে যে তার পেচানু আছে সব গুলি তার খলে ফেলতে হবে,
নুতন করে কয়েলটিতে 40 নং তার দিয়ে কয়েল টি তৈয়ার করে নিতে হবে,প্রাইমারিতে উপরে 200 নিচে 200 
মোট 400 পেচ দিতে হবে।কয়েল টিকে দুইটি ভাগে ভাগ করা হয়েছে কয়েলটির বাম পার্শে  বলতে বুঝানো হয়েছে যে পাশে ট্রান্জটর এর
কালেক্টর টি লাগানো সেটি হল প্রাইমারি। আর যে পার্শে স্পিকার লাগনো সেটি হল সেকেন্ডরি কয়েল 
এখানে একটুক লক্ষ করুন প্রাইমারি কয়েলে উপরে এবং নিচে দুইটি কয়ল ব্যবহার করা হয়েচে
পেছের সংখা 200x200 উপরে 200 নিচে 200 মোট 400 পেচ। সেকেন্ডারি কয়েলে উপরেএবং নিচে 
মিলিয়ে একটি কয়েল উপর থেকে নিচে 200 পেচ। যাই হোক এবার কাজের কথায় আসা যাক।
প্রথেম D400 থেকে শুরু করি d400 ট্রান্জেষ্টরি তিনটি পা থাকে, ডানের পাটি B মাঝের পা টি c
বামের পা টি E। সার্কিট এ যে ভাবে দেখানো হয়েছে টিক সেই ভাবে কানেকশন গলি করুন।
সার্কিটির ডান পার্শে যে রেজিষ্ট এবং ডায়ড দেখানো হয়েচে। যদি কেও 9v/12 Volt ব্যাটারী দিয়ে চালাতে না চান।
তাদের জন্য সরাসরি 220Volt AC লাইন থেকে চালাতে পারবেন। যে ভাবে ছবিতে দেখানো হেয়ছে।
যখন 220v Ac তে চালাবেন তখন সবধান সার্কিটটিতে কোন অংশে কেও হাত দিবেন না।
তাহেল সর্ট করবে। সার্কিটটিতে দেখবেন সিরামিক ক্যাপাসিটর দুইটি মান দেয়া আছে 403/.1 একটা একটা করে লাগিয়ে
দেখবেন যে সিরামিকটি দিয়ে পাখির ডাকটি সুন্দর শুনা যায় সেটিই লাগাবেন। তেনি ভাবে ইলেক্ট্রলাটিক কেপাসিটার ও দুইটি মান দেয়া আছে।
সিরামিক ক্যাপাসিটরের কোন পোলারেটি নাই। কিন্তু ইলেক্ট্রলাইটিক ক্যাপাসিটরের পোলারেটি রয়েছে কাজেই ক্যাপাসিটরটির + পা টি + এ
লাগাতে হবে আর-পা টি - এ লাগাতে হবে নাহয়ত ক্যাপাসিটরটি ব্রাষ্ট হয়ে যেতে পারে  আসা করি সখলেই সার্কিটটি তৈয়ার করতে পারবেন।
সার্কিটটি এখান থেকে ডাওনলোড করুন // আজকের মত বিদায় নিলাম মোঃ সেন্টু খান// 01713531965

Level 3

আমি সেন্টু খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 79 টি টিউন ও 565 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 23 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Vai apni asole ki koren..? ak somoy agoulo niya kub vabtam….
http://www.hugescript.com

thanks……….

ভাই আমি দেখেছি আপনি কমেন্টের উত্তর দেন না, তারপরও বলছি আপনি আসলে কি করেন ???

Level 3

ভাই আমি কমেন্টের উত্তর দেই, কিন্তু ভাইয়া আমি ইদানিং একটুক ব্যাস্ত তাই উত্তর দিতে পারি না
আমি গ্রামের ছেলে সাধারন একজন মানুষ গ্রামেই পরে থাকি সাধারন জীবন যাপন করি এর চাইতে
বড় পরিচয় আমার আর কিছু নাই । ধন্যবাদ ভাইয়া।