৫০ টি ইলেকট্রনিক্স প্রজেক্ট নিয়ে বাংলা বই – প্রজেক্ট ইলেকট্রনিক্স

সালাম সবাইকে। আশাকরি সবাই ভালো আছেন। আজ ইলেকট্রনিক্স বিষয়ক নতুন একটি বইয়ের তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই বইটির নাম প্রজেক্ট ইলেকট্রনিক্স। বইটিতে ৫০ টি ছোট বড় ইলেকট্রনিক্স প্রজেক্ট রয়েছে। এদের মধ্য লাইট সেন্সর, সাউন্ড সেন্সর, ফায়ার এলার্ম, সিকিউরিটি এলার্ম, সাউন্ড সর্ম্পকিত বিভিন্ন প্রজেক্ট, ক্যালকুলেশন করতে সক্ষম সার্কিট, মোবাইল ফোনের সাহায্য কোন ডিভাইস নিয়ন্ত্রনের প্রজেক্ট রয়েছে। সাথে সাথে বইতে একটি হোম সার্ভিস রোবট নির্মানের প্রজেক্ট রয়েছে। রোবটটি ঘর ঝাড়ু দিতে পারে, মুছতে পারে এবং আলো চলে গেলে জরুরী আলোর ব্যবস্থা করতে পারে। প্রজেক্টগুলো নির্মানের সাহাযার্থে বইয়ের সাথে একটি সিডি রয়েছে।

বইটি

ভূমিকা

আমরা সবাই ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহার করি। যদিও আমাদের অধিকাংশই জানিনা ইলেকট্রনিক্স ডিভাইস সমূহের ভিতরে কি হচ্ছে। অবশ্যই আমাদের মনে হতে পারে ‘এসব জানার কি দরকার!’; না জানবার ব্যাপারটি অনেকটা এমন যে আমরা গাড়ী চালাচ্ছি কিন্তু গাড়ীর ইঞ্জিন সর্ম্পকে কিছুই জানিনা। অথবা আইপড ব্যবহার করছি; যদিও ইন্টেগ্রেটেড সার্কিট শব্দটির সাথেই আমরা পরিচিত নই। বস্তুত, ইলেকট্রিসিটি এবং ইলেকট্রনিক্স সর্ম্পকে জানবার কিছু সুবিধা রয়েছে।

প্রথমত ইলেকট্রনিক্স জানার মাধ্যমে আমরা জানতে পারি কিভাবে ইলেকট্রনিক্স ডিভাইস সমূহ কাজ করছে। ডিভাইস দ্বারা নিয়ন্ত্রিত না হয়ে, ডিভাইসকে নিয়ন্ত্রন করা ভালো একটি ব্যাপার। আর যখন ডিভাইসগুলো সমস্যা তৈরী করতে থাকে তখন হতাশ না হয়ে অনেক ক্ষেত্রেই নিজেই সমস্যাগুলো সমাধান করা যায়।

দ্বিতীয়ত, ইলেকট্রনিক্স শেখা আনন্দের একটি বিষয়; যদি সঠিকভাবে শুরু করা হয়। ইলেকট্রনিক্স পার্টস সমূহের দাম খুব বেশি নয় এবং এগুলো নিয়ে টেবিলের মতো অল্প জায়গায় কাজ করা যায়। এটি খুব বেশী সময়ও নেয় না। সেক্ষেত্রে এটি খুব ভালো একটি হবি হতে পারে।

এছাড়াও, ইলেকট্রনিক্স শেখার মাধ্যমে অনেকের কর্মক্ষেত্রে সুবিধা হতে পারে। অনেকের জন্য ইলেকট্রনিক্স কাজের নতুন ক্ষেত্র উন্মোচন করতে পারে।

‘প্রজেক্ট ইলেকট্রনিক্স’ বইটি ইলেকট্রনিক্স সিরিজের চতুর্থ বই। ইলেকট্রনিক্স সিরিজের প্রথম বই ‘হাতে কলমে ইলেকট্রনিক্স শিখি’ তে ইলেকট্রনিক্স এর থিওরী এবং প্রাকটিক্যাল জ্ঞানের সন্নিবেশ ঘটানো হয়েছে। পরবর্তী বই ‘ডিজিটাল ইলেকট্রনিক্স’ এবং ‘মাইক্রোকন্ট্রোলার প্রজেক্টস’ বইতে ইলেকট্রনিক্সের ডিজিটাল অংশ এবং মাইক্রোকন্ট্রোলার নিয়ে বিস্তারিত আলোকপাত করা হয়েছে।

সাধারনত ইলেকট্রনিক্স বিষয়ক অধিকাংশ বই বিভিন্ন ডেফিনেশন, সমীকরন, প্রমান, থিওরী দিয়ে শুরু হয় এবং শেষ পর্যন্ত পাঠককে সাধারন কিছু সার্কিট নির্মানের উপদেশ দিয়ে শেষ করা হয়। ইলেকট্রনিক্স সিরিজের অন্য বইসমূহের মতো ‘প্রজেক্ট ইলেকট্রনিক্স’ বইটি সম্পূন্ন বিপরীতভাবে কাজ করে। এই বইটি শুরুতেই পাঠককে সব সার্কিট কম্পোনেন্ট একসাথে করে সার্কিট নির্মান শুরু করতে বলে। সার্কিট নির্মানের পর পাঠক নিজেই বুঝতে পারেন কি হচ্ছে বা হতে যাচ্ছে। আমাদের বিশ্বাস, পড়ার মাধ্যমে শেখার চেয়ে কাজের মাধ্যমে শেখা অনেক বেশি কার্যকর।

কাজের মাধ্যমে শেখার বিষয়টি গবেষকগন প্রায়ই প্রয়োগ করে থাকেন। যখন কোন বিষয় বিজ্ঞানীরা কোন থিওরী দ্বারা ব্যাখা করতে পারেন না, তখন সেই বিষয়টি প্র্যাক্টিকালী বার বার ঘটানোর মাধ্যমে সে বিষয়টি আরো ভালোভাবে বুঝবার চেষ্টা করা হয়। এ উপায়ে সে বিষয় সর্ম্পকে আরো ভালো ধারনা লাভ করা যায়। এই বইতে আমাদের কাজের ধরনও অনেকটা একই রকম। কাজ করতে যেয়ে আমাদের অবশ্যই ভুল হবে এবং ভুল শেখার জন্য অতি প্রয়োজনীয় একটি বিষয়। বইটি নিয়ে কাজ করার সময় পাঠক ইলেকট্রনিক্স পার্টস পুড়িয়ে ফেলবেন, কোন পার্টসে বিস্ফোরন ঘটাবেন, সবকিছু এলোমেলো করে ফেলবেন; এটাই আমাদের কাম্য। কারন আমরা এভাবেই শিখতে পারবো কোন পার্টসের সীমাবদ্ধতা কি। যেহেতু এই বইয়ের প্রায় সবগুলো প্রজেক্ট ৯ ভোল্ট ব্যাটারী ব্যবহার করে নির্মান করা হয়েছে, সেহেতু ইলেকট্রিক শক খাবার তেমন কোন সম্ভবনা নেই। যেসব সার্কিটে এসি ব্যবহার করা হয়েছে সেসব সার্কিটের পূর্বে সর্তকবার্তা লিপিবদ্ধ করা হয়েছে এবং এসব সার্কিট নির্মানের সময় সাবধানতা অবল্মবন করতে হবে।

বইটি সহজ কিছু ইলেকট্রনিক্স প্রজেক্ট দিয়ে শুরু করা হয়েছে; যা পাঠককে সার্কিট নির্মানে আত্নবিশ্বাসী করে তুলবে। এরপর কিছু মধ্যম মানের প্রজেক্ট নির্মান করা হয়েছে; যেগুলো থেকে পাঠক সার্কিট কম্পোনেন্ট সমূহ কিভাবে ব্যবহার করতে হয় সে সর্ম্পকে ধারনা পাবেন। এরপর কিছু বড় প্রজেক্ট নির্মান করা হয়েছে। সর্বশেষে, কয়েকটি ধারাবাহিক প্রজেক্টের মাধ্যমে ‘হোম সার্ভিস রোবট’ নামক একটি রোবট প্রজেক্ট নির্মান করা হয়েছে। প্রজেক্টের রোবটটি ঘরের ভিতরের কাজে সাহায্য করবে, এমন একটি রোবট। এটি স্ব-নিয়ন্ত্রিত বা রিমোট নিয়ন্ত্রিত উভয়ভাবে কাজ করতে পারবে। এই রোবটটি ঘরের ভিতর নিজে নিযে পথ খুজে নিতে পারে। রোবটটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যে, এটি সকাল- বিকাল দুটি সময়ে নিজে থেকেই চালু হতে পারে। এটি ঘর পরিষ্কার করা, ঘর মোছা, ঘরের আলো চলে গেলে জরুরী আলোর ব্যবস্থা করা ইত্যাদি নিজে থেকেই করতে পারে। এই রোবটটি নির্মানের মাধ্যমে পাঠক শুধুমাত্র দৈন্দদিন জীবনে ব্যবহার করা যায়, এমন রোবট নির্মান সর্ম্পকে ধারনা পাবেন তাই নয়; বরং একটি ফুল প্রজেক্ট নির্মানের অভিজ্ঞতা লাভ করবেন। যদি এই বইটি ব্যবহার করে ইলেকট্রনিক্স শেখা কিছুটা হলেও সহজ হয়; তবেই আমাদের চেষ্টা সার্থক হবে।

কিভাবে বইটি ব্যবহার করতে হবে?  

এই বইটি সাধারন দুটি অংশে বিভক্ত। এদের একটি হচ্ছে পার্টস সংগ্রহ এবং অন্যটি হচ্ছে সার্কিট নির্মান। সার্কিট নির্মান বিষয়টি আবার দুইভাগে বিভক্ত। একটি হচ্ছে সিম্যুলেশন নির্মান এবং অন্যটি হচ্ছে সার্কিট নির্মান। বইয়ের সাথে সিডিতে সিম্যুলেশন সফটওয়ার এবং প্রয়োজনীয় সব সিম্যুলেশন সংযুক্ত করা হয়েছে। সার্কিট নির্মানের পূর্বে এসব সিম্যুলেশন চালনা করে পাঠক সার্কিট সর্ম্পকে ধারনা পাবেন এবং বিভিন্ন পরীক্ষা করতে পারবেন। ইতিপূর্বেই বলা হয়েছে, বইয়ের প্রজেক্ট সমূহ ছোট, মাঝারী এবং বড় এই তিনটি অংশে বিভক্ত। যাদের ইলেকট্রনিক্স সর্ম্পকে ধারনা নেই তারা ছোট প্রজেক্ট থেকে শুরু করতে পারেন। যারা ইলেকট্রনিক্স সিরিজের অন্য বই সমূহের সাথে পরিচিত অথবা ইলেকট্রনিক্স সর্ম্পকে জ্ঞান রাখেন তারা তাদের পছন্দনীয় প্রজেক্ট সমূহ নিয়ে কাজ করতে পারেন। কারন এই বইয়ের প্রজেক্টগুলো বিশেষভাবে নির্বাচন করা হয়েছে; যেগুলো অনেক ডিভাইসের সার্কিটের বেসিক ব্লিডিং ব্লক হিসাবে কাজ করে। এই বেসিক বিল্ডিং ব্লক গুলোকে একসাথে করে জটিল সার্কিট নির্মান করা সম্ভব হয়। বইয়ের সার্কিট সমূহ সহজলভ্য এবং কমমূল্যর পার্টস দিয়ে ডিজাইন করা হয়েছে। বইয়ের শেষে, বইতে ব্যবহার হওয়া সবগুলো পার্টসের লিষ্ট দেয়া হয়েছে। দেশের অধিকাংশ জেলা শহরে, এমনকি লোকাল ইলেকট্রনিক্স রিপেয়ার শপগুলোতেও এসব পার্টস সহজলভ্য হবার কথা। যদি কোন কারনে এসব পার্টস না পাওয়া যায় তবে বইয়ের শেষে দোকানের ঠিকানা সংযোজিত আছে, যেখান থেকে পার্টস সংগ্রহ করা যাবে। এছাড়া অনলাইনে অর্ডারের মাধ্যমে পার্টস কিট বক্স সংগ্রহ করা যাবে।


বইয়ের প্রজেক্ট সমূহ
  

প্রজেক্ট একঃ সুইচের ব্যবহার

প্রজেক্ট দুইঃ সুইচ ব্যবহার করে সিকিউরিটি এলার্ম

প্রজেক্ট তিনঃ সুইচ দিয়ে বিদ্যুৎ প্রবাহের দিক পরিবর্তন

প্রজেক্ট চারঃ সুইচ ব্যবহারে দুই তারের রিমোট কন্ট্রোল

প্রজেক্ট পাঁচঃ রিলে নিয়ন্ত্রনের সার্কিট

প্রজেক্ট ছয়ঃ সার্কিটে বিদ্যুৎ প্রবাহ নিয়ন্ত্রন

প্রজেক্ট সাতঃ ভোল্টেজ এবং কারেন্ট ডিভাইডার সার্কিট

প্রজেক্ট আটঃ ইন্টিগ্রেশন করতে সক্ষম সার্কিট নির্মান

প্রজেক্ট নয়ঃ ডিফারেন্সিয়েশন করতে সক্ষম সার্কিট নির্মান

প্রজেক্ট দশঃ ক্যাপাসিটর ব্যবহার করে অসিলেটর সার্কিট

প্রজেক্ট এগারোঃ স্টেপ আপ এবং স্টেপ ডাউন ট্রান্সফরমার [সাবধানতাঃ এসি প্রজেক্ট]

প্রজেক্ট বারোঃ আইসোলেশন ট্রান্সফরমার [সাবধানতাঃ এসি প্রজেক্ট]

প্রজেক্ট তেরোঃ রেকটিফায়ার সার্কিট [সাবধানতাঃ এসি প্রজেক্ট]

প্রজেক্ট চৌদ্দঃ ভোল্টেজ ড্রপার এবং রেগুলেটর সার্কিট [সাবধানতাঃ এসি প্রজেক্ট]

প্রজেক্ট পনেরোঃ ক্লাম্প, ক্লিপার এবং পোলারিটি প্রটেকশন সার্কিট [সাবধানতাঃ এসি প্রজেক্ট]

প্রজেক্ট ষোলোঃ জেনার ডায়োড ব্যবহার করে ক্লিপার সার্কিট [সাবধানতাঃ এসি প্রজেক্ট]

প্রজেক্ট সতেরোঃ ট্রানজিষ্টর ব্যবহার করে সুইচিং সার্কিট

প্রজেক্ট আঠারোঃ ট্রানজিষ্টর ব্যবহার করে রিলে নিয়ন্ত্রন সার্কিট

প্রজেক্ট উনিশঃ ডিফারেন্সিয়াল এমপ্লিফায়ার সার্কিট নির্মান

প্রজেক্ট বিশঃ মাল্টি-ভাইব্রেটর (Multi-Vibrator) সার্কিট

প্রজেক্ট একুশঃ অডিও এমপ্লিফায়ার (Audio Amplifier) সার্কিট

প্রজেক্ট বাইশঃ ভোল্টেজ লেভেল ইন্ডিকেটর সার্কিট

প্রজেক্ট তেইশঃ লজিক প্রোব (Logic Probe) সার্কিট

প্রজেক্ট চব্বিশঃ তিন রঙ এর লিড (LED) সার্কিট

প্রজেক্ট পঁচিশঃ আলো দিয়ে নিয়ন্ত্রিত সুইচ সার্কিট

প্রজেক্ট ছাব্বিশঃ ভোল্টেজ এবং কারেন্ট বিবর্ধক সার্কিট

প্রজেক্ট সাতাশঃ সাধারন ব্যাটারী চার্জার সার্কিট

প্রজেক্ট আটাশঃ সাম ও ডিফারেন্স (Sum & Difference) এমপ্লিফায়ার সার্কিট

প্রজেক্ট উনত্রিশঃ ইন্টেগরেটর ও ডিফারেন্সিয়েটর (Integrator & Differentiator) সার্কিট

প্রজেক্ট ত্রিশঃ ভোল্টেজ লেভেল ইন্ডিকেটর সার্কিট ডায়াগ্রাম

প্রজেক্ট একত্রিশঃ বেসিক এসি টু ডিসি সার্কিট ডায়াগ্রাম [সাবধানতাঃ এসি প্রজেক্ট]

প্রজেক্ট বত্রিশঃ টোন জেনারেটর (Tone Generator) সার্কিট

প্রজেক্ট তেত্রিশঃ মোবাইল ফোন ব্যবহার করে দুরের ডিভাইস নিয়ন্ত্রন

প্রজেক্ট চৌত্রিশঃ স’টুথ ওয়েভ জেনারেটর সার্কিট

প্রজেক্ট পঁয়ত্রিশঃ প্রি - এমপ্লিফায়ার সার্কিট ডায়াগ্রাম

প্রজেক্ট ছত্রিশঃ মেগাফোন সার্কিট ডায়াগ্রাম

প্রজেক্ট সাইত্রিশঃ শব্দ দিয়ে নিয়ন্ত্রিত সুইচ সার্কিট ডায়াগ্রাম

প্রজেক্ট আটত্রিশঃ ফায়ার এলার্ম সার্কিট ডায়াগ্রাম

প্রজেক্ট উনচল্লিশঃ আলো দ্বারা নিয়ন্ত্রিত এডাভান্স সেন্সর সার্কিট

প্রজেক্ট চল্লিশঃ হোম সার্ভিস রোবট (Home Service Robot)

প্রজেক্ট একচল্লিশঃ হোম সার্ভিস রোবটের ভ্যাকুয়াম ক্লিনার

প্রজেক্ট বিয়াল্লিশঃ হোম সার্ভিস রোবটের মপার নির্মান

প্রজেক্ট তেতাল্লিশঃ হোম সার্ভিস রোবটের ইমার্জেন্সী লাইট

প্রজেক্ট চুয়াল্লিশঃ হোম সার্ভিস রোবটের টাইমার সার্কিট

প্রজেক্ট পয়তাল্লিশঃ হোম সার্ভিস রোবটের চার্জার

প্রজেক্ট ছেচল্লিশঃ হোম সার্ভিস রোবটের মুভমেন্ট

প্রজেক্ট সাতচল্লিশঃ হোম সার্ভিস রোবটের রিমোট এবং পাওয়ার ম্যানেজমেন্ট

প্রজেক্ট আটচল্লিশঃ হোম সার্ভিস রোবট চালনা

প্রজেক্ট উনপঞ্চাশঃ হোম সার্ভিস রোবট নির্মান

প্রজেক্ট পঞ্চাশঃ মোবাইল রোবটের ফিলোসফী

 

বইটি পড়ুন নিচের লিঙ্কে

https://docs.google.com/file/d/0B_2MZD6mxahXR3JtQndCazVDbEk/edit

 

Level 2

আমি hanif254। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 22 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Bhai,download link kothai?

Level 0

link koi?

Level 0

ইডা কি কিনা নাগবি নাকি?

ভাই বিজ্ঞাপনটি তো খুব সাজিয়ে গুছিয়ে লিখেছেন….. ভাল বিজ্ঞাপন

No Ads on Techtunes.

আপনি কি প্রজেক্ট বই+সিডি বিক্রেতা নাকি। আর ভাল কথা ডউনলোড লিংক কই?

Level 0

vai apnar boi-er price koto?

🙁
Confused

Level 2

Ad hoileo o kisu komu na. index ta valo lagse. koi paowa jabe. Soft copy dowload link ta dile valo hoito. Dekhe sune buje hard-copy ta kintam. Soft copy thakle share koren.

Level 2

Writer name ki???
Price koto?? (with cd & without cd).

Level 2

বইতো এই মাসেই বের হলো, এজন্য ডাউনলোড লিঙ্ক এখনো পাওয়া যায় নাই। ডায়নামিক পাবলিকেশন থেকে লেখক জাকির হোসেন। আর দাম জেনে জানাচ্ছি।

can anyone tell me how to write bangla? i don’t know Bangla typing, Please help!

download link ছাড়া মজা পেলাম!

Level 0

Download link den……………………………..

বইটার দামসহ বিস্তারিত জানান,

Level 0

boie description kom. boi ta ami dekhechi.

এটা দেখতে পারেন!

বইটা ডাউনলোড করলাম,যাই হোক,চেষ্টার জন্য অসংখ্য ধন্যবাদ! আরো চাই! চালিয়ে যান!

Full Book ta koi pabo?