বন্ধুরা আসসালামুয়ালাইকুম।
সবাই কেমন আছেন?
আমি আপনাদের দোওয়াই ভালোই আছি।
আপনাদের পড়াশোনা কেমন চলছে?
অনেক দিন ধোরে ভাবছিলাম নতুন টিউন করব কিন্তু সময় এর অভাবে আর অলসতাই করা হয় না।
তাই এই ছোট্ট একটা কিছু…।
আচ্ছা এবার শুরু করা যাক…।।
আমরা আজকে আমি বানাবো ১২ ভোল্ট বেটারী দিয়ে কিভাবে LED বাল্ব জালানো যাই...
আমাদের সবার বাড়িতে ১২ ভোল্ট/ ৬ ভোল্ট এর বেটারী আছে।
অনেক সময় মটর সাইকেল/UPS/IPS/Handy Lamp/Rechargeable Fan বেটারী change করি?
সেই পুরনো বেটারী দিয়েই আমরা পড়ার জন্যে/কারেন্ট চলে গেলে Backup হেসেবে আলো পেতে পারি।
সবচেয়ে বড় কথা যে নিজের হাতের বানানো জিনিস এর আলাদা একটা ভালো লাগা আছে।
পথমে বেটারী সংগ্রহ করি,
যেমনঃ
১|মটর সাইকেলের বেটারী
২।UPS এর বেটারী
৩।Handy Lamp এর ৬ ভোল্টের বেটারী
৪।Rechargeble Fan এর বেটারী
৫।IPS এর বেটারী
আর পুরনো বেটারী যদি না পাওয়া যাই তবে দোকানে ৬ভোল্টের/১২ভোল্টের নতুন একটা বেটারী কিনে নিলে সব চেয়ে ভালো হয়,এ ক্ষেত্রে অনেক বেশি সময় আলো পাওয়া যাবে।
যা যা লাগবেঃ
১| একটি পুরনো/নতুন ১২/৬ ভোল্টের বেটারী দাম=০ টাকা
[বিঃদ্রঃ UPS এর ভেতরের বেটারী দিয়েও সরাসরি করা যাই আমি UPS এর বেটারী দিয়েই করেছি কারন আলাদা ভাবে বেটারী Charge করার ঝামেলা মুক্ত, UPS ই বেটারী Charge করে আবার UPS কম্পিউটারে ব্যবহার করা যাই।আর আলোও অনেক সময় ধরে চলে।]
২। 5W 10Ω চিনামাটির Resistance দাম=১২টাকা / 2W Resistance দাম=১০টাকা / 78-5 ic দাম=২০টাকা
3।1k Ω Resistance
৪।LED বাল্ব ইচ্ছে মত
৫|কিছু তার
কাজ শুরু।
প্রথমে নিচের ছবির মত করে UPS এর ঢাকনা টা খুলি।
এবার বেটারীর নেগেটিভ এবং পজেটিভ দুই পয়েন্ট এ তাতাল দিয়ে তার লাগাই
নীচের ছবির মত করে…
এবার বেটারীর নেগেটিভ – প্রান্ত সরাসরি LED Bulb এর নেগেটিভ প্রান্তে এবং
বেটারীর পজেটিভ + প্রান্ত 5W 10Ω চিনামাটির Resistance এর যেকোন প্রান্তে লাগাই।
নিচের ছবিত মত করে,
5W 10Ω চিনামাটির Resistance লাগালে Resistance টা গরম হলে অটোমেটিক ঠান্ডা হবে।
চিনামাটির Resistance না লাগালেও হবে…
নিচের 2W Resistance লাগালেও হবে,
এছাড়াও 7805/৭৮০৬ IC দিয়েও হবে।
নিচের ছবির মত...
তিনটার যেকোন একটা দিয়েই করা যাবে তবে হাতের কাছে যা পাওয়া যাই তা দিয়েই করা উচিত।
{বিঃদ্রঃ বন্ধুরা, যারা ৬ভোল্ট বেটারী দিয়ে বানাবে, তারা অবশ্যই ৭৮০৫ IC ব্যেবহার করতে হবে কারন,৭৮০৫ এমন এক IC ৬/১২/আরো বেশি ভোল্ট দিলেও তার থেকে 4.5 v ভোল্টই সাপ্লাই করবে।
৬ ভোল্টে Resistance লাগালে ভোল্ট আরো কমে যাবে এতে বাল্বের আলো কমে যাবে।তাই যারা ৬ ভোল্ট বেটারী দিয়ে বানাবেন তারা IC দিয়ে বানানো ভালো।
১২ভোল্ট এর বেটারী দিয়ে বানালে IC ব্যেবহার করা যাবে }
ভোল্ট নিয়ন্ত্রন আরো অনেক ভাবে করা যাই তবে উপরের গুলো সহজেই পাওয়া যাই।
এবার সব কিছু ঠিক ঠাক রেখে কাজ করি।
সংখিপ্ত বিবরনঃ
প্রথমে ১২ভোল্ট বেটারীর পজেটিভ প্রান্তে Resistance এর যেকোন প্রান্ত লাগাই
এরপর Resistance এর অপর প্রান্তে তার দিয়ে লাগিয়ে LED বাল্বের পজেটিভ প্রান্তে লাগাই।
এরপর বেটারীর নেগেটিভ প্রান্তে তার লাগাই এবং সরাসরি LED বাল্বের নেগেটিভ প্রান্তে লাগাই।
বেটারীর নেগেটিভ প্রান্ত ও LED বাল্বের নেগেটিভ প্রান্তের মাঝে একটা ON/OFF সুইচ লাগাব যাতে করে ব্যেবহারের সময় অন অফ করতে পারি।
এই হয়ে গেলো সুন্দর পড়ার লাইট
বন্ধুরা নিচে Circuit Diagram দিলাম যাতে বুঝতে সুবিধা হয়।
প্রথমটা রেজিস্টেন্স দিয়ে আর তার পরেরটা IC দিয়ে।
Circuit Diagram 1.
নিচেরটা IC দিয়ে...
বন্ধুরা আপ্নারা IC দিয়েও করতে পারেন...
Circuit Diagram 2.
UPS এর বেটারীতে তার লাগানোর পরে নিচের ছবির মত করে তার UPS এর যেকোন ফুটো দিয়ে তার বের করে নিয়ে লাগাই তেহলে আপনাদের একটু সুবিধা হবে,
বন্ধুরা উপরের ডায়াগ্রামের মত করে লাগাবেন।
সুইচটা তারের নেগেটিভ প্রান্তে লাগাবেন যাতে করে ব্যবহার না করলে বন্ধ করে রাখতে পারেন...
বন্ধুরা কাজ কিন্তু শেষ, সমস্ত পয়েন্ট গুল ভালো করে কস টেপ দিয়ে লাগাবেন,এরপর সুইচ অন করুন ...
কি আলো জলছে ?
জলতেই হবে ইনশিআল্লাহ
এবার মনের খুশিতে কারেন্ট চলে গেলেও পড়তে থাকেন আর আমার জন্যে শুধু একটু দুয়া করবেন।
বন্ধুরা নিচের বেটারী দিয়েও বানাতে পারবেন... দুইটাতেই রেজিস্টেন্স/IC ব্যবহার করতে পারবেন...
ওহ্যা বন্ধুরা আপনারা এই সিস্টেমে ছোট মটারের ফেনও চালাইতে পারবেন।
বন্ধুরা আপনাদের বাড়িতে খেলনা গাড়ি/জাহাজের ভেতরে যা মটার আছে তাদিয়েও বানাইতে পারবেন
এ ক্ষেত্রে মটারে রেজিস্টেন্স লাগিয়ে নিতে হবে,সাপ্লাই ভোল্ট যেনো তিন এর বেশি না হয়।
তাই মিটার দিয়ে মেপে মেপে করবেন
সাবধানতাঃ
১| কারেন্ট এর কাজ একটু সাবধানতার সহিত করা উচিত।
২| নিজে না পারলে যে ইলেক্ট্রনিক্স যে বুঝে তার কাছ থেকে হেল্প নেওয়া।
৩| মাল্টিমিটার দিয়ে সব কিছু দেখে লাগাতে হবে,যাদের মাল্টিমিটার নেই তারা কিনে নিতে পারেন দাম বেশি না ছোট্টটা ৯০টাকা,মাল্টিমিটার অনেক কাজে লাগে তাই নিজের কাছে রাখা ভালো।
৪। IC উলটা ভাবে লাগালে পূড়ে যেতে পারে।
৫। LED বাল্ব এর কানেকশান সঠিক ভাবে দিতে হবে।
৬| তার অনেক বড় করা যাবে না কারন তার বড় করলে আলো কমে যাবে।
৭।UPS এর বেটারীতে থেকে লাইন সঠিক ভাবে নিতে হবে {কাজ করার সময় UPS এর কারেন্টের লাইন খুলে কাজ করতে হবে।
৮।LED বেশি লাগানো উচিত, ১০টার কম না দেওয়াই উচিত।
৯।UPS Charging এর সময় লাইট এ হাত না দেওয়াই ভালো,শক করতে পারে
১০| প্রতিটি LED বাল্ব এর একই রকম আলো দেখে কিনতে হবে তাহলে আলো দেখতে ভালো হবে,LED বাল্ব একটু দামিটা কেনা ভালো এতে বাল্ব অনেক দিন লাস্টিং করবে, পাথর LED বাল্ব কিনলে আলো অনেক অনেক বেশি হয়।
বন্ধুরা আজ এখানেই শেষ করলাম,
ভুল মানুষ এরই হয় তাই আমার যদি কোথাও কোন ভুল হলে ধরিয়ে দিলে খুব খুব খুবই খুশি হব।
আমি CSE তে পড়ছি, ইলেক্ট্রনিক্স তেমন বুঝি না,তবে যা বুঝি তা নিজের জন্ন্যে কাজে লাগানোর চেস্টা করি।
এই চেস্টা করতে গিয়ে যে কত ভালো ভালো জিনিস নস্ট করেছি তা বলার মত না।এর জন্যে আব্বুর হাতের মারও খেয়েছি, কি বন্ধুরা হাসছেন?
আপনারা বুঝি নস্ট করেন নি????????
আচ্ছা যাই হোক
কারো ও যদি কোন প্রবলেম হয় তবে আমায় কল / ইমেইল করতে পারে
Mobile: +8801740590493
যদি প্রয়োজন মনে করেন তবে শুধু নামাজের টাইমে কল না করার জন্যে অনুরোধ করছি,
এ ছাড়াও আমি ফেছবুক এফেসবুকে আমাকে পাবেন অথবা Whatsapp- 01714-744947
এবং ইমেইলেও আমাকে পাবেন [email protected]
আর আশা করব আমার টেকটিউনের বন্ধুরা টিউন দেখলে ভালো লাগলেও টিউমেন্ট করবেন না লাগলেও টিউমেন্ট করবেন।
আল্লাহ হাফেজ
আমার আগের ইলেক্টনিক্সের উপরে করা টিউন ইছে হলে দাখতে পারেন।
1.5V বেটারি দিয়ে ছোট্ট টুনিমুনি লাইট বানাই মাত্র ২০ টাকাই (ইলেক্ট্রনিক্স প্রেমীরা এই দিকে আসুন) |
https://www.techtunes.io/electronics/tune-id/196343
নষ্ট মোবাইলের ব্যটারী দিয়ে ডিজিটাল টর্চ লাইট তৈরী করি মাএ ১৫ টাকায়
আমি Maruf CSE। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 183 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
No I am not along i know one day You will be Back....
valo laglo….