লোডশেডিংও পূরোদমে পড়তে চান??? তা আবার নিজের বানানো লাইট দিয়ে,তাহলে তো টিউনটা দেখতেই হয়

বন্ধুরা আসসালামুয়ালাইকুম।

সবাই কেমন আছেন?

আমি আপনাদের দোওয়াই ভালোই আছি।

আপনাদের পড়াশোনা কেমন চলছে?

অনেক দিন ধোরে ভাবছিলাম নতুন টিউন করব কিন্তু সময় এর অভাবে আর অলসতাই করা হয় না।

তাই এই ছোট্ট একটা কিছু…।

আচ্ছা এবার শুরু করা যাক…।।

আমরা আজকে আমি বানাবো ১২ ভোল্ট বেটারী দিয়ে কিভাবে LED বাল্ব জালানো যাই...

আমাদের সবার বাড়িতে ১২ ভোল্ট/ ৬ ভোল্ট এর বেটারী আছে।

অনেক সময় মটর সাইকেল/UPS/IPS/Handy Lamp/Rechargeable Fan বেটারী change করি?

সেই পুরনো বেটারী দিয়েই আমরা পড়ার জন্যে/কারেন্ট চলে গেলে Backup হেসেবে আলো পেতে পারি।

সবচেয়ে বড় কথা যে নিজের হাতের বানানো জিনিস এর আলাদা একটা ভালো লাগা আছে।

পথমে বেটারী সংগ্রহ করি,

যেমনঃ

১|মটর সাইকেলের বেটারী

২।UPS এর বেটারী

৩।Handy Lamp এর ৬ ভোল্টের বেটারী

৪।Rechargeble Fan এর বেটারী

৫।IPS এর বেটারী

আর পুরনো বেটারী যদি না পাওয়া যাই তবে দোকানে ৬ভোল্টের/১২ভোল্টের নতুন একটা বেটারী কিনে নিলে সব চেয়ে ভালো হয়,এ ক্ষেত্রে অনেক বেশি সময় আলো পাওয়া যাবে।

যা যা লাগবেঃ

১| একটি পুরনো/নতুন  ১২/৬ ভোল্টের বেটারী  দাম=০ টাকা

[বিঃদ্রঃ UPS এর ভেতরের বেটারী দিয়েও সরাসরি করা যাই আমি UPS এর বেটারী দিয়েই করেছি কারন আলাদা ভাবে বেটারী Charge করার ঝামেলা মুক্ত, UPS ই বেটারী Charge করে আবার UPS কম্পিউটারে ব্যবহার করা যাই।আর আলোও অনেক সময় ধরে চলে।]

২। 5W 10Ω চিনামাটির  Resistance দাম=১২টাকা / 2W Resistance দাম=১০টাকা / 78-5 ic দাম=২০টাকা

3।1k Ω Resistance

৪।LED বাল্ব ইচ্ছে মত

৫|কিছু তার

কাজ শুরু।

প্রথমে নিচের ছবির মত করে UPS এর ঢাকনা টা খুলি।

এবার বেটারীর  নেগেটিভ এবং পজেটিভ দুই পয়েন্ট এ তাতাল দিয়ে তার লাগাই

নীচের ছবির মত করে…

এবার বেটারীর নেগেটিভ – প্রান্ত সরাসরি LED Bulb এর নেগেটিভ প্রান্তে এবং

বেটারীর পজেটিভ + প্রান্ত 5W 10Ω চিনামাটির  Resistance এর যেকোন প্রান্তে লাগাই।

নিচের ছবিত মত করে,

5W 10Ω চিনামাটির  Resistance লাগালে  Resistance টা গরম হলে অটোমেটিক ঠান্ডা হবে।

চিনামাটির  Resistance না লাগালেও হবে…

নিচের 2W Resistance লাগালেও হবে,

এছাড়াও 7805/৭৮০৬ IC দিয়েও হবে।

নিচের ছবির মত...

তিনটার যেকোন একটা দিয়েই করা যাবে তবে হাতের কাছে যা পাওয়া যাই তা দিয়েই করা উচিত।

{বিঃদ্রঃ বন্ধুরা, যারা ৬ভোল্ট বেটারী দিয়ে বানাবে, তারা অবশ্যই ৭৮০৫ IC ব্যেবহার করতে হবে কারন,৭৮০৫ এমন এক IC ৬/১২/আরো বেশি ভোল্ট দিলেও তার থেকে 4.5 v ভোল্টই সাপ্লাই করবে।

৬ ভোল্টে Resistance  লাগালে ভোল্ট আরো কমে যাবে এতে বাল্বের আলো কমে যাবে।তাই যারা ৬ ভোল্ট বেটারী দিয়ে বানাবেন তারা IC দিয়ে বানানো ভালো।

১২ভোল্ট এর বেটারী দিয়ে বানালে IC ব্যেবহার করা যাবে   }

ভোল্ট নিয়ন্ত্রন আরো অনেক ভাবে করা যাই তবে উপরের গুলো সহজেই পাওয়া যাই।

এবার সব কিছু ঠিক ঠাক রেখে কাজ করি।

সংখিপ্ত বিবরনঃ

প্রথমে ১২ভোল্ট বেটারীর পজেটিভ প্রান্তে Resistance এর যেকোন প্রান্ত লাগাই

এরপর Resistance এর অপর প্রান্তে তার দিয়ে লাগিয়ে LED বাল্বের পজেটিভ প্রান্তে লাগাই।

এরপর বেটারীর নেগেটিভ প্রান্তে তার লাগাই এবং সরাসরি LED বাল্বের নেগেটিভ প্রান্তে লাগাই।

বেটারীর নেগেটিভ প্রান্ত ও LED বাল্বের নেগেটিভ প্রান্তের মাঝে একটা ON/OFF সুইচ লাগাব যাতে করে ব্যেবহারের সময় অন অফ করতে পারি।

এই হয়ে গেলো সুন্দর পড়ার লাইট

বন্ধুরা নিচে Circuit Diagram দিলাম যাতে বুঝতে সুবিধা হয়।

প্রথমটা রেজিস্টেন্স দিয়ে আর তার পরেরটা IC দিয়ে।

Circuit Diagram  1.

নিচেরটা IC দিয়ে...

বন্ধুরা আপ্নারা  IC দিয়েও করতে পারেন...

Circuit Diagram 2.

UPS এর বেটারীতে তার লাগানোর পরে নিচের ছবির মত করে তার UPS এর যেকোন ফুটো দিয়ে তার বের করে নিয়ে লাগাই তেহলে আপনাদের একটু সুবিধা হবে,

বন্ধুরা  উপরের  ডায়াগ্রামের মত করে লাগাবেন।

সুইচটা তারের নেগেটিভ প্রান্তে লাগাবেন যাতে করে ব্যবহার না করলে বন্ধ করে রাখতে পারেন...

বন্ধুরা  কাজ কিন্তু শেষ, সমস্ত পয়েন্ট গুল ভালো করে কস টেপ দিয়ে লাগাবেন,এরপর সুইচ অন করুন ...

কি আলো জলছে ?

জলতেই হবে ইনশিআল্লাহ

এবার মনের খুশিতে কারেন্ট চলে গেলেও  পড়তে  থাকেন আর আমার জন্যে শুধু একটু দুয়া করবেন।

বন্ধুরা  নিচের বেটারী দিয়েও বানাতে পারবেন... দুইটাতেই রেজিস্টেন্স/IC ব্যবহার করতে পারবেন...

ওহ্যা বন্ধুরা আপনারা এই সিস্টেমে ছোট মটারের ফেনও চালাইতে পারবেন।

বন্ধুরা আপনাদের বাড়িতে খেলনা গাড়ি/জাহাজের ভেতরে যা মটার আছে তাদিয়েও বানাইতে পারবেন

এ ক্ষেত্রে মটারে রেজিস্টেন্স লাগিয়ে নিতে হবে,সাপ্লাই ভোল্ট যেনো তিন এর বেশি না হয়।

তাই মিটার দিয়ে মেপে মেপে করবেন

 

সাবধানতাঃ

১| কারেন্ট এর কাজ একটু সাবধানতার সহিত করা উচিত।

২| নিজে না পারলে যে ইলেক্ট্রনিক্স যে বুঝে তার কাছ থেকে হেল্প নেওয়া।

৩| মাল্টিমিটার দিয়ে সব কিছু দেখে লাগাতে হবে,যাদের মাল্টিমিটার নেই তারা কিনে নিতে পারেন দাম বেশি না ছোট্টটা ৯০টাকা,মাল্টিমিটার অনেক কাজে লাগে তাই নিজের কাছে রাখা ভালো।

৪। IC উলটা ভাবে লাগালে পূড়ে যেতে পারে।

৫। LED বাল্ব এর কানেকশান সঠিক ভাবে দিতে হবে।

৬| তার অনেক বড় করা যাবে না কারন তার বড় করলে আলো কমে যাবে।

৭।UPS এর বেটারীতে থেকে লাইন সঠিক ভাবে নিতে হবে {কাজ করার সময় UPS এর কারেন্টের লাইন খুলে কাজ করতে হবে।

৮।LED বেশি লাগানো উচিত, ১০টার কম না দেওয়াই উচিত।

৯।UPS Charging এর সময় লাইট এ হাত না দেওয়াই ভালো,শক করতে পারে

১০| প্রতিটি LED বাল্ব এর একই রকম আলো দেখে কিনতে হবে তাহলে আলো দেখতে ভালো হবে,LED বাল্ব একটু দামিটা কেনা ভালো এতে বাল্ব অনেক দিন লাস্টিং করবে, পাথর LED বাল্ব কিনলে আলো অনেক অনেক বেশি হয়।

বন্ধুরা আজ এখানেই শেষ করলাম,

ভুল মানুষ এরই হয় তাই আমার যদি কোথাও কোন ভুল হলে ধরিয়ে দিলে খুব খুব খুবই খুশি হব।

আমি CSE তে পড়ছি, ইলেক্ট্রনিক্স তেমন বুঝি না,তবে যা বুঝি তা নিজের জন্ন্যে কাজে লাগানোর চেস্টা করি।

এই চেস্টা করতে গিয়ে যে কত ভালো ভালো জিনিস নস্ট করেছি তা বলার মত না।এর জন্যে আব্বুর হাতের মারও খেয়েছি, কি বন্ধুরা হাসছেন?

আপনারা বুঝি নস্ট করেন নি????????

আচ্ছা যাই হোক

কারো ও যদি কোন প্রবলেম হয় তবে আমায় কল / ইমেইল করতে পারে

Mobile: +8801740590493

যদি প্রয়োজন মনে করেন তবে শুধু নামাজের টাইমে কল না করার জন্যে অনুরোধ করছি,

এ ছাড়াও আমি ফেছবুক এফেসবুকে আমাকে পাবেন অথবা  Whatsapp- 01714-744947

এবং ইমেইলেও আমাকে পাবেন [email protected]

আর আশা করব আমার টেকটিউনের বন্ধুরা টিউন দেখলে ভালো লাগলেও টিউমেন্ট করবেন না লাগলেও টিউমেন্ট করবেন।

আল্লাহ হাফেজ

আমার আগের ইলেক্টনিক্সের উপরে করা টিউন ইছে হলে দাখতে পারেন।

1.5V বেটারি দিয়ে ছোট্ট টুনিমুনি লাইট বানাই মাত্র ২০ টাকাই (ইলেক্ট্রনিক্স প্রেমীরা এই দিকে আসুন)

https://www.techtunes.io/electronics/tune-id/196343

নষ্ট মোবাইলের ব্যটারী দিয়ে ডিজিটাল টর্চ লাইট তৈরী করি মাএ ১৫ টাকায়

https://www.techtunes.io/electronics/tune-id/146417

Level 0

আমি Maruf CSE। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 183 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

No I am not along i know one day You will be Back....


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

valo laglo….

Level 0

ভাই অনেক ধন্যবাদ । ভালো লাগলো আপনার পোস্ট টা পরে । পোস্ট করার জন্য অনেক ধন্যবাদ ।

    Level 0

    @tsujon: ভাই আপনাকেও অনেক ধন্যবাদ সুন্দর কমেন্ট করার জন্যে…

সুন্দর পোস্ট 🙂 আমার কিছু প্রশ্ন ছিল । যেহেতু আপনি নিজে বানিয়েছেন সেহেতু আপনার থেকে ভাল ধারনা পাব আশা করি ।
১। ১০০ টা বাল্বের লাইটের জন্য ১২ ভোল্টের ব্যাটারি উপযুক্ত হবে ?
২। ১০০ টা বাল্ব ব্যাবহার করলে কোন ic ব্যাবহার করলে ভাল হবে ?
৩। ১০০ টা বাল্ব ব্যাবহার করলে ১২ ভোল্টের ব্যাটারি দিয়ে কতক্ষন ব্যাকআপ পাওয়া যাবে ?
৪। বাল্ব যেহেতু বেশি, সেক্ষেত্রে সবগুলো বাল্ব কি ভাল ভাবে উজ্ঝল আলো দেয়ার মত ভোল্টেজ পাবে ?
৫। ৬ ভোল্টের ups দিয়ে ১২ ভোল্টের ব্যাটারি চার্জ করা সম্ভব ? নাকি ১২ ভোল্টের ব্যাটারির জন্য ১২ ভোল্টের ups লাগবে ?
৬। ups ছাড়া ১২ ভোল্টের ব্যাটারি চার্জ দেয়ার কোন আলাদা সার্কিট অথবা কোন ইলেক্ট্রনিক সামগ্রী বাজারে পাব ? দাম কত হতে পারে ?

উত্তর গুলো জানালে উপকৃত হব 🙂

    Level 0

    @Litu.carter: আপনার কমেন্ট এর জন্য ধন্যবাদ…

    ১|১। ১০০ টা বাল্বের লাইটের জন্য ১২ ভোল্টের ব্যাটারি উপযুক্ত হবে ?

    আপনার প্রশ্নের উত্তর> হ্যা উপযুক্ত হবে

    ২|২। ১০০ টা বাল্ব ব্যাবহার করলে কোন ic ব্যাবহার করলে ভাল হবে ?
    আপনার প্রশ্নের উত্তর> 7805/7806 এর যেকোন IC / 2W এর রেজিস্টেন্স লাগালেও হবে এক্ষেত্রে আপনার ডায়াগ্রেম গরম হয়ে IC/রেজিস্টেন্স পুড়ে যেতে পারে ,তাই IC/রেজিস্টেন্স এর সাথে হিটচিন লাগালে লাস্টিং বেশি করবে
    ৩। ১০০ টা বাল্ব ব্যাবহার করলে ১২ ভোল্টের ব্যাটারি দিয়ে কতক্ষন ব্যাকআপ পাওয়া যাবে ?
    আপনার প্রশ্নের উত্তর> একটানা চালালে ৮ ঘন্টার ও বেশি চলবে আর বেটারি যদি নতুন হয় তবে একটানা ২০ ঘন্টাও বেশি জলবে

    Level 0

    @Litu.carter:
    ৪। বাল্ব যেহেতু বেশি, সেক্ষেত্রে সবগুলো বাল্ব কি ভাল ভাবে উজ্ঝল আলো দেয়ার মত ভোল্টেজ পাবে ?
    আপনার প্রশ্নের উত্তর>হ্যা পাবে
    ৫। ৬ ভোল্টের ups দিয়ে ১২ ভোল্টের ব্যাটারি চার্জ করা সম্ভব ? নাকি ১২ ভোল্টের ব্যাটারির জন্য ১২ ভোল্টের ups লাগবে ?
    আপনার প্রশ্নের উত্তর>৬ ভোল্টের ups দিয়ে ১২ ভোল্টের ব্যাটারি চার্জ করা যাবে
    ৬। ups ছাড়া ১২ ভোল্টের ব্যাটারি চার্জ দেয়ার কোন আলাদা সার্কিট অথবা কোন ইলেক্ট্রনিক সামগ্রী বাজারে পাব ? দাম কত হতে পারে ?

    আপনার প্রশ্নের উত্তর>হ্যা এমন সার্কিট আলাদা বানানোওই পাবেন দামও খুব কম,
    কিন্তু এডাপ্টারের দামটাই বেশি
    তাই বাড়িতে যদি UPS থাকে তবে শুধু বেটারি কিনলেও হবে।
    আপনার বাড়িতে UPS না থাকলে ইলেক্টনিক্স সারাই এর দোকানে পুরনো ভালো UPS পাওয়া যাই তাই আপনি
    পুরনোটা কম দামে কিনে চালাইতে পারেন।

    আপনার প্রশ্নের জন্যে ধন্যবাদ

      @Maruf CSE: অনেক ধন্যবাদ ভাই 🙂 এই উত্তর গুলো আমাকে অনেক হেল্প করবে। চালিয়ে যান 🙂 এমন আর পোস্ট চাই ।

Tuner jonno donnobad.90 takai multimeter?Kothay pabo?ki name bolle dokani cinbe?

R ekta question…Vai amar ekta ups acha…..Ups er cover a likha acha input volt 140v-300v.Kintu amader ekhankar viddht liner voltage sob somoy 140v er nicha thakha,jar fola pc(destop)calaite parina…….Vai UPS ta ki kono vabe modify kore emon kora jaina je,input voltage 80v-220v er moddhe thakle UPS ta kaj korbe…..Please vai ekta somadhan din….

Ogrim donnobad thaklo.

    Level 0

    @শ্যামল কুমার (জয়): ভাইয়া খুব ছোট্ট সমাধান।
    ভোল্টেজ স্টেবুলাইজার নিলেই হবে
    ভোল্টেজ স্টেবুলাইজার ৮০v-৩০০ এর নিয়ন্ত্রন করে।

    দোকানে গিয়ে ছোট্ট মাল্টিমিটার বলে চাইলেই দিবে…।

      @Maruf CSE: Donnobad vai…Amar barite ekta voltage stabilizer acha(250watt).Kintu oita diya kaj hoyna.

      Ami chaiteci main line er sathe voltage stabilizer connect korbo.Then ups..Tar por pc.

      Amar koto watt er voltage stabilizer lagbe and price ta kemon porbe jodi ektu bolten,tahole khub upokar hoto.Amar pc er power supply 450watt and monitor LED 16inch.

      Eita ki bangladesh a paoya jai.

Level 0

এতো কাহিনি না করে একটা চার্জার লাইট কিনলেই তো হয় 🙂

upne jode 20 ta LED 4 ta kora series a lagan(5 ta line hoba) & then oy 5 ta line ka parallel a lagala r kono resistance/ic/ etc. erdorker hoba na 12V bataryer jonno [per LED 1/4 w * 20= 5w (total) ]

Level 0

আপনার স্ক্র-ড্রাইভারের অবস্থা দেখেই বুঝতে পারছি আপনাকে দিয়ে হবে। ভাইজানের ইউপিএসের গায়ে এতো ধুলা কেন? এতো লোকে আপনার পোষ্ট পড়বে তাদেরকে একটু পরিস্কার করে দেখাতে পারলেন না? কোন স্যার আপনার বেসিক ইলেকট্রনিক্স পড়াইছে (নামের পাশে সিএসই দেখে লিখলাম)? স্যার মনে হয় রেজিস্টর আর রেজিস্ট্যান্স এর পার্থক্যটা এখনও শিখে নাই। আপনার বাংলা বানানে বড়ই সৌন্দর্য। বানানের জন্য নুবেল এপ্লাই করতে পারেন। ৩ লাইনের পোস্ট ৭০ লাইন বানাইছে।

    Level 0

    @Ahsan: ভাই গাইতে গাইতে গায়েন বাজাতে বাজাতে বায়েন।
    সব কিছু বইয়ে থাকে না , মানুষ্ কে ভালোবাসতে শিখুন।
    সবাই আপনাকে ভালো বাসবে।
    কেও ভুল করলে তাকে মিস্টি কথা দিয়ে শিখিয়ে দিতে হয়।
    বোঝা যাচ্ছে ইলেকট্রনিক্স এর উপরে আপনার অগাধ পান্ডিত্ত।
    ভালো থাকবে ন

Level 0

@ Ahsan & mamun
Apra ato kisu janennn tooo nije tO r post koren ny jodi ato kisu bujhen nije 1ta kore dekhan
ulta palta cmmmt korer dorker ki uni to post a bolse E jodi bhul hoye thake khoma kore dewar jnnn & uner ups a moyla hok r ja E hok oi ta ki apnake kinte bola hoyse? faul cmmmt na kore utsaho dile bhalo hobe & uni ja bhul korse una K oi ta bhujhi dile E to hoy uner namer pichone ki likse ai ta dekhe luv ki namer pichone scntst likle ki uni scntst hoye jabe ?

Maruf bhy apni chaliye jannn amra apner sate asi ai sob faul manusher koty apni mon kRp koriyen na

    Level 0

    @Rony: রনি ভাই সবাই যদি আপনার মতো হতো তবে হয়ত অনেকেই ভালো টিউন করার উতসাহ পেত।
    আমি আহসান ভাইএর কথাই একট কস্ট পেয়েছি।
    ওনার কমেন্ট পড়ে ভাবছিলাম আর টিঊন ই করব না।
    রনি ভাই,একটা টিউন করা অনেক সময় নস্ট করা।
    আমরা স্টুডেন্ট মানুষ পড়াশুনার ফাকে ফাকে এই ছোট কিছু করা।
    ভাই নিন্দুককে আমি খুব ভালো বাসি কারন সে আমার ভুল গুলো ধরিয়ে দেই,তাই উনার উপরে আমার কোন রাগ নেই বরং অভিবাদন।
    আমি আমর ভুল গুলো শুধ্রানোর চেস্টা করব।ইনশি আল্লাহ
    আপানেকে অনেক ধন্যবাদ।

Level 0

মারুফ সাহেব রাগ করবেন না। রেগে গেলে হেরে যাবেন। letg go ahead….

@Ahsan তুমি মিয়া একটা FAUL ,ভাল কোন comment করা পার না?
@Maruf CSEভাই টিউনটা পছন্দ হইছে।