প্রথম টিউন https://www.techtunes.io/electronics/tune-id/207973
দ্বিতীয় টিউন https://www.techtunes.io/electronics/tune-id/208501
তৃতীয় টিউন https://www.techtunes.io/electronics/tune-id/208667
আসসালামুয়ালাইকুম , আজকে আমি আপনাদের জন্য একটি প্রোজেক্ট নিয়ে আসলাম এটি হচ্ছে খুবই চমৎকার একটি প্রোজেক্ট সার্কিট । এর নাম হচ্ছে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল (Automatic Traffic Signal)। আমি এর আগে আপনাদের কয়েকটি আইসি নিয়ে বলেছি কারন হচ্ছে সেই আইসি গুলো এইখানে দরকার পরবে ।
লাল , হলুদ , সবুজ
কি কি যন্ত্রাংশ লাগবে ?
ব্রাকেটের ভিতর সংখ্যা আর পাশে লেখা K = kilo , M= mega , U = micro ,
১- রোদক (RESISTOR) 100k ohm (1) , 470 ohm(3) , 22k ohm (1)
২- ক্যাপাসিটর (CAPACITOR) 10 UF(1) , 0.1 UF(1), 1 UF(1)
৩- প্রিসেট (PRESET=Variable resistor) 2.2M ohm (1)
৪- LED (Light Emitter Diode) RED (1) , YELLOW(1) , GREEN(1).
৫- 13 VOLT Supply (D.C)
৬ – 555 Timer IC
৭- 4017 Counter IC
৮ – Silicon Diode (7)
৯ - Breadboard
...............................................
এটি নেট থেকে নামানো কিন্তু এতে কিছু ভুল থাকার জন্য আমি একটু সংশোধন করে দিয়েছি । একটু খেয়াল করলে দেখবেন কলমের দাগ দেয়া গুলো সংশোধন করা ।
যেখানে 1 Mohm লেখা 2.2 Mohm সেখানে হবে আর যেখানে 100n J100 , 104J 2A C আছে সেটা হচ্ছে ক্যাপাসিটর এর মডেল ।
কোন রঙের হবে সেটা আপনার উপর নির্ভর করে । আপনি যদি মনে করেন লাল বাতি বেশীক্ষণ জ্বলবে তাহলে ১ , ৫ , ৬ ,৯ এ লাল লেড যুক্ত করবেন আর বাকি গুলোতে ইচ্ছা মত হলুদ , সবুজ দিবেন । তবে একটা কথা এখানে বলে রাখা ভালো হলুদ বাতি < লাল বাতি < সবুজ বাতি
LED RED GREEN YELLOW
কিভাবে কাজ করে ?
এর কাজ করা খুবই মজার । সেটা হচ্ছে এরকম যে 555 টাইমার এর 3 নম্বর পিন থেকে যে পাল্স আসবে সেটা যাবে 4017 এ output 0 থেকে output 9 পর্যন্ত সাপ্পলাই দিবে , আ জন্য আপনি যদি ১০ টা পিন ব্যাবহার করতে চান তাহ্লে আরও ভালো ভাবে এটা কাজ করবে । এটা হচ্ছে শুধু একটি মডেল । এবং 8 ও 13 নম্বর ENABLE এবং VSS পিন GND করা থাকবে আর 15 নম্বর একটি ক্যাপাসিটর , রেসিস্তর দিয়ে GND করে দেয়া থাকবে । আর যখন সার্কিটটি চালু করবেন তখন দেখবেন স্বয়ংক্রিয় ভাবে একবার লাল , আরেকবার হলুদ , অন্যবার সবুজ বাতি জ্বলবে একটু সময় বিরতি দিয়ে ।
পিসিবিতে বসালে ঠিক এরকম দেখাবে ।
Photo courtesy : from internet(googling)
আজকে এই পর্যন্তই । ইনশাআল্লাহ্ সামনে আরও ভালো প্রোজেক্ট নিয়ে হাজির হব।
আর আমার ফেসবুক অ্যাড্রেস [email protected].
ফেসবুকে আমার গ্রুপ WE THE ENGINEER’S
আমি মুন্না। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 231 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
ACTUALLY , i am a introvert type boy . But i think it's the time to open before my friends.
ধন্যবাদ আপনার প্রোজেক্ট এর জন্য।
ভাই এলইডি পুলিশ ফ্ল্যাশ লাইট (গাড়ীর উপরে যেমনটি থাকে) তৈরির একটা ডায়াগ্রাম হবে কি?