প্রোজেক্ট বুক :২: 555 টাইমার আইসি (Integrated Circuit)

555 টাইমার আইসি (Integrated Circuit)

আসসালামুয়ালাইকুম , বন্ধুরা । আপনাদের সবাইকে আমার টিউন এ স্বাগতম । আমি আজকে আপনাদের একটি খুবই গুরুত্বপূর্ণ I.C (Integrated Circuit)নিয়ে কথা বলব। এর কারন হচ্ছে আমি ইনশাআল্লাহ সামনেই অনেক গুলো প্রোজেক্ট নিয়ে টিউন করবো যার মধ্যে এই আইসি থাকবে প্রান  (heart)। তাই আপনাদের সবাইকে এই আইসি সম্পর্কে জানানর জন্য আমার আজকের এই টিউন । আশা করি মোটামুটি একটা ধারণা পাবেন এই আইসি সম্পর্কে । তাহলে আসুন শুরু করা যাক ।

 555 আসলে কি ?

এটা হচ্ছে একপ্রকার আইসি যাকে তড়িৎ প্রকোশলির ভাষায় বলা হয় টাইমার আইসি । এটার ৮ টি পা (pods) । এর একপাশে খায কাটা আছে । যার বাম পাশ থেকে ১ নম্বর পিন । যথাক্রমে  GROUND , TRIGGER , OUTPUT , RESET , CONTROL , THRESHOLD , DISCHARGE , VCC (applied volts.). এটা ৫ ভোল্ট এ চালু হয় । তবে আরও ভোল্ট দেয়া যায় কিন্তু দুর্ঘটনা এড়ানোর জন্য এই নিয়ম । এর মাধ্যমে আপনি একটি নির্দিষ্ট সময় কোন সার্কিট এ ভোল্ট (ডি সি)দিতে পারবেন ।আবার আপনি ইচ্ছা করলে নির্দিষ্ট সময় বিরতি দিয়ে নির্দিষ্ট পিন এ ভোল্ট দিতে পারবেন । এর জন্য এর আরেক নাম হচ্ছে টাইমার । এর অনেকগুলো ভার্সন আছে । এর মধ্যে NE 555 , ICM 7555 . এর মধ্যে জনপ্রিয় হচ্ছে প্রথমটি ।

কিভাবে কাজ করে ?

এর বিভিন্ন পিন গুলোর মধ্যে পিন TRIGGER , THRESHOLD  উপর মুলত এর সব কাজ নির্ভর করে । যেমনঃ যখন এই আইসির ভোল্ট ১/৩ মুল ভোল্টের  (৫/৬ ভোল্ট) এর কম থাকবে তখন  এর Trigger output pin  ভোল্ট দিবে আর যখন  ভোল্ট ২/৩  মুল ভোল্টের  (৫/৬ ভোল্ট) বেশি থাকবে Threshold পিন output পিন এ ভোল্ট দেয়া বন্ধ করে দিবে । আর  control pin দিয়ে আপনি ঠিক করে নিতে পারবেন যে কতখন এর জন্য TRIGGER , THRESHOLD পিন output পিন এ ভোল্ট দিবে না দিবে। আর যখন আইসির ভোল্ট ০.৭ এর কম থাকবে তখন RESET পিন OUTPUT  পিন এ ভোল্ট দেয়া স্বয়ঙ্ক্রিয় ভাবে বন্ধ করে দিবে ।

এটা বিভিন্ন ভাবে কাজ করে । এখন পর্যন্ত আবিষ্কৃত হল তিনটি পদ্ধতি ।

১...MONOSTABLE MODE (ONE SHOT)

২...ASTABLE MODE (OSCILLATOR)

৩...BISTABLE MODE

যদিও এর মধ্যে প্রথম ২ টি দিয়ে আপনি আপনার সব রকম কাজ করতে পারবেন । আমি আজকে আপনাদের ২ টি নিয়েই কথা বলব ।

১ - MONOSTABLE MODE

এই মোডে আপনি খুব অল্প সময়ের জন্য প্রয়োজন এমন কাজ করতে পারবেন ।

এটা হচ্ছে আদর্শ সার্কিট কাজ করার জন্য । মান গুল কম বেশি করে দেখবেন আশা করি কাজ হবে । এখানে OUTPUT পিন এ মুলত আমাদের কাঙ্ক্ষিত ডিভাইস যুক্ত করা হয় । যেমনঃ LED , MOTOR , BUZZER , etc.

এর জন্য একটি ছোট সূত্র আছে ঃ-

Time period T = 1.1 × R1 × C1

Time period  হচ্ছে যে এই আইসি কতক্ষণ ধরে output পিন এ ভোল্ট দিবে তার সময় কাল । এখানে R1 এর মান কম বেশি করে Time period ঠিক করা হয় ।

এর মান ১ কিলো ওহম থেকে ১ মেগা ওহম পর্যন্ত হতে হবে । এই মোডে আপনি ১ সেকেন্ড এর জন্য বিরতি দিয়ে ভোল্ট পাবেন ।

২ - ASTABLE MODE

এর নাম শুনেই বুঝছেন যে এটি কোন অবস্থায় স্থির নয় । তাই এটার নাম ASTABLE । এটি ০ ভোল্ট এবং ৫ ভোল্ট এর মধ্যে কাজ করে । ঠিক মনে করুন আপনি একটি DIMMER লাইট তৈরি করলেন যেখানে লাইটটি একবার জ্বলবে একবার নিববে । এটা পুনরায় করতে থাকবে । সেই সব জায়গায় এই সার্কিট ব্যাবহার করা হয় ।

T = 0.7 × (R1 + 2R2) × C1   and 

f =   1.4 (R1 + 2R2) × C1

আজ এ পর্যন্তই থাক । ইনশাআল্লাহ্‌ আগামিতে আপনাদের জন্য অনেক সুন্দর সার্কিট প্রোজেক্ট নিয়ে খুব স্রিঘই হাজির হচ্ছি । খোদা হাফেয ।

Level 0

আমি মুন্না। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 231 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

ACTUALLY , i am a introvert type boy . But i think it's the time to open before my friends.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

খুব ভাল পোস্ট, আমি আমার শিফট রেজিস্টার টেস্ট করতে debouncing switch বানাতে 555 ic ব্যবহার করি। এটি সত্যি খুব অল্প দামের ম্যাজিক ic.

    Level 0

    @n2roy: ধন্যবাদ আপনাকে । ইনশাআল্লাহ্‌ সামনে আরও ভালো কিছু করার ইচ্ছা আছে ।

Ek kothay osadaron.Er age onik a bivenno circut niya tune koracen,kintu parts gula somporke details a keo bolen ni….Upnake onik donnobad.Asha kore samner tune gula o arokom sundor vabe korben.

Ekhon pray Sob Business shop,Market i Glow Sign use kore. Ei Glow sign gulo sondhya theke modhyo rat porjyonto jwole. Ei poddhoti ta automatic (sondhya 6 ta theke rat 12 porjyonto automatic jwolbe) korar kono circuit jodi dite paren , ta hole anekei upkrito hobe bole mone hoy.
Thanks.

Level 0

আপু আপনি যে সমস্যার কথা বলছেন আমি মনে করি এই জন্য কোন সার্কিট এর দরকার নেই । একটু সচেতন হলেই হবে । তারপর ও বলছি এটা খুবই সাধারন । আপনি শুধু একটি টাইমার ব্যাবহার করতে পারেন । আমি ইনশাআল্লাহ্‌ আগামীতে এটা দিব । শুধু একটু সময় চেয়ে নিচ্ছি আপনাদের কাছ থেকে । ধন্যবাদ।

Level 0

স্কুলজীবনে রহস্যপত্রিকার ‘মজার হবি ইলেকট্রনিক্স’ দেখে এই ৫৫৫ আই.সি দিয়ে একবার একটা এল.ই.ডি লাইটের সার্কিট বানিয়েছিলাম।

Level 0

😀

Level 0

555 ic দিয়ে কি accurate 60k hz সিগনাল পাওয়া যাবে? একদম accurate হতে হবে। কম বেশী হলে হবে না। এর আগে এটা নিয়ে কাজ করতে গিয়ে সমস্যা ফেস করেছি। কেননা, টলারেন্সের কারনে রোধের মান কম বেশী হওয়ায় ফ্রিকুএন্সি বদলে যায়। আর আমার প্রজেক্টও বাঁশ খায়। পুরা accurate 60khz ফ্রিকুএন্সি আউটপুট কিভাবে পাবো???? নতুন কোন সার্কিট আছে কি? without micro controller coz I know only a little about this thing…….