সবাই কেমন আছেন ? আজ আমি আপনাদের যেই সার্কিট উপহার দিব, এর মাধ্যমে আপনি সহজেই বুঝতে পারবেন আপনার Supply লাইনের ফিউজ ঠিক আছে কি না ! যেমন ধরুন , আপনার বাসার একটি রুমের বৈদ্যুতিক লাইনের একটি সুইচও কাজ করছে না ! মানে ফ্যান , লাইট কিছুই জ্বলছে না ! তাহলে এই সার্কিটের মাধ্যমে আপনি বুঝতে পারবেন সমস্যা কোথায় ! এই সার্কিটে একটি LED বাল্ব থাকবে যেটি ফিউজ ভাল থাকা অবস্থায় বন্ধ থাকবে ! যদি ফিউজ পুরে যায় তাহলে LED বাল্বটি জ্বলে উঠবে ! আপনি যদি দেখেন LED জ্বলছে তাহলে বুঝবেন ফিউজ পুরে গেছে ! আর যদি না জ্বলে , তাহলে বুঝবেন অন্য কোথাও সমস্যা ! সোজা কথা এই সার্কিটের মাধ্যমে আপনি বুঝতে পারবেন ফিউজ ঠিক আছে কি না ! এর জন্য নিচের কম্পোনেন্টগুলো সংগ্রহ করুন !
R1=1MΩ
R2=100Ω
R3=1kΩ
D1=2.7V 0.5W
D2=5.6V 0.5W
C1=C2= 0.47uf 250v যার কোড 474
Q1=BC547
D3=ছোট লাল LED !
এবার সুইচ বোডের ফিউজের সাথে নিচের চিত্রের মত করে সংযোগ দিন !
যদি বুঝতে সমস্যা হয় তাহলে নিম্বাজ , ইয়াহু ও ফেজবুক থেকে rubelttc দিয়ে আমাকে ADD দিন আর মেসেজ পাঠান ! আপনার সমস্যা দ্রুত সমাধানের চেষ্টা করবো ! সবাই ভাল থাকবেন !
বিঃদ্রঃ আমার এই তথ্যগুলো ভুল ধরার আগে, এই তথ্য অনুযায়ী কাজ করে দেখুন সফলতা পান কি না ! যদি না পান তাহলে অবশ্যই ফোনের মাধ্যমে আমাকে জানাবেন , সঠিক তথ্য কি হবে ! আমার মোবাইল নম্বর 8801716218847 .
আমি রুবেল টিটিসি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 99 টি টিউন ও 416 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 13 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
অজানাকে জানতে আর জানাতে ভালোবাসি!
Thans vaiaa . apnar lekhagulu pore khub valo laglo, chaliye jan