আমার যত মজার ইলেকট্রনিক্সের টিউটেরিয়াল [পর্ব-০৪] :: 220v এসি বিদ্যুতের সাথে বন্ধুত্ব করুন!

সবাই কেমন আছেন ? অনেক দিন হয়ে গেল আপনাদের কোন টিউন উপহার দিতে পারিনি ! আজ থেকে নিয়মিত টিউন দেওয়ার চেষ্টা করবো ! শিরোনাম দেখেই বুঝতে পারছেন কি নিয়ে টিউন করবো ! কি ? অবাক হলেন ! বিদ্যুতের সাথে আবার কি ভাবে বন্ধুত্ব করা যায় ! তাও আবার এসি বিদ্যুত্‍ ! যেই বিদ্যুত্‍ আপনাকে আমাকে কাউকে ছারে না ! আজকে আমি শিখাবো কিভাবে আপনি সেই বিদ্যুত্‍ নিয়ে নারাচারা করতে পারবেন অথচ অপনার কোন ক্ষতি হবে না !

এর জন্য আপনাকে কিছু নিয়ম অনুসরন করতে হবে ! এই নিয়ম গুলো হয়তো অনেকেই জানেন ! যারা এখনো জানেন না তাদের জন্য এই পোস্ট ! এই বিষয়টি সকলেরই জেনে থাকা দরকার ! বিশেষ করে যারা সুইচ বোডে মেইন সুইচ বন্ধ না করেই কাজ করতে চান তাদের জন্য এই তথ্যটি খুবই দরকার ! এসি 220v বিদ্যুতের ফেজ তারে সরাসরি হাত দিলেই আপনি বিদ্যুত্‍ পৃষ্ট হবেন ! যেখানে আপনার জীবন চলে যেতে পারে ! তবে আপনি যদি এই তথ্য অনুযায়ী ফেজ তারে হাত দেন তাহলে আপনার কোন ক্ষতি হবে না ! এর জন্য আপনাকে প্লাস্টিক বা শুকনো কাঠের চেয়ার সংগ্রহ করতে হবে !

এবার চেয়ারে উঠে শুধু ফেজ তারে সরাসরি হাত দিন ! দেখবেন, কিছুই বুঝতে পারবেন না ! তখন কেউ যদি আপনার শরীরের যেকোন অঙ্গতে নিয়ন টেস্টার ধরে তাহলে টেস্টার জ্বলবে ! তার মানে এসি বিদ্যুত্‍ আপনার শরীরে চলে এসেছে কিন্তু আপনার কোন ক্ষতি হচ্ছে না ! এইভাবে আপনি বিদ্যুত্‍ থাকা অবস্থায় কাজ করতে পারবেন ! কিন্তু সাবধান ! ফেজ তারে হাত দেওয়ার সময় যেন আপনার শরীরের কোন অংশ দেওয়াল বা মাটি বা বিদ্যুত্‍ পরিবহন করতে পারে এমন কোন পদার্থের সাথে লেগে না থাকে ! এমন কি নিচে থেকেও যেন কেউ আপনার শরীর স্পর্শ না করে ! যখন ফেজ তারে হাত দিবেন তখন যেন হাত শুধু ফেজ তারেই থাকে ! নিউটালে যেন হাত না যায় !

মোট কথা আপনি ফেজ তারে হাত দিলেই বিদ্যুত্‍ আপনার শরীরে চলে আসবে এবং এই বিদ্যুত্‍ যেন কোন ভাবেই আপার শরীরের মাধ্যমে নিউটাল বা আর্থিং এ যেতে না পারে ! তাহলেই বিদ্যুত্‍ আপনার কোন ক্ষতি করতে পারবে না ! যদি কেউ প্রথম এটা টেস্ট করতে চান তাহলে অবশ্যই একজনকে মেইন সুইচের পাশে রেখে দিবেন ! হঠাত্‍ যদি কোন সমস্যা হয তাহলে সে মেইন সুইচ বন্ধ করে দিবে ফলে আপনার কোন ক্ষতি হবে না ! এই নিয়ম শুধু 220v এসি বিদ্যুতের ক্ষেত্রে প্রজোয্য ! HT লাইনে এই নিয়ম কাজ করবে না ! খুব সাবধানে কাজ করবেন ! আশা করি সফল হবেন !যদি কোন ক্ষতি হয় আমাকে দায়ী করতে পারবেন না !

যদি বুঝতে সমস্যা হয় তাহলে নিম্বাজ , ইয়াহু ও ফেজবুক থেকে rubelttc দিয়ে আমাকে ADD দিন আর মেসেজ পাঠান ! আপনার সমস্যা দ্রুত সমাধানের চেষ্টা করবো ! সবাই ভাল থাকবেন !

বিঃদ্রঃ আমার এই তথ্যগুলো ভুল ধরার আগে, এই তথ্য অনুযায়ী কাজ করে দেখুন সফলতা পান কি না ! যদি না পান তাহলে অবশ্যই ফোনের মাধ্যমে আমাকে জানাবেন , সঠিক তথ্য কি হবে ! আমার মোবাইল নম্বর 8801716218847 .

Level 2

আমি রুবেল টিটিসি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 99 টি টিউন ও 416 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 13 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

অজানাকে জানতে আর জানাতে ভালোবাসি!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

rubel vai aponar number thke amake mis call den please 01733671960

আপনার নিজের একটা video দিলে ভালভাবে বুঝতাম।অন্য সাইটে upload করে লিঙ্কটা দিয়েন। এভাবে ভয় লাগে আপনার video টা দেখলে ভয়টা আর থাকবেনা।

দেখুন ব্যাপারটা হতে পারে, কিন্তু একটা রিস্ক থেকেই যাবে কারুন আমাদের মানব শরীরে একটা বডি আর্থ বলেও একটা ব্যাপার আছে, আর ভিজে থাকলে তো কথাই নেই। সেজন্য ফেজ তারে হাত দিলে বডিতে কারেন্ট যেটুকু আর্থ পাবে তাতেই কিছুটা কারেন্টর শক খাবার খতরা থাকে, বিশেষ করে নবিশদের জন্য এটা বেশ ভয়ের কারন। একন্ত যদি কারো করার শখ হয় তা তাহলে কম ভোল্টেজের কারেন্ট খেতে খেতে অভ্যেস করুন তবে ২২০ ভোল্ট এর কারেন্ট এভাবে হাতে নিতে পারবেন

হু! অনেক ইলেক্ট্রিশিয়ানকেই দেখি চেয়ারে দাড়িয়ে সরাসরি ফেজ তারে হাত দেয় তাদের কিছুই হয়না কিন্তু আমি হাত দিলেই কেন যেন শক করে। আমার বাসর ছোট ছোট ইলেক্ট্রিক কাজ আমি নিজেই করি তারপরও এখনও এই কাজটাতে সফল হতে পারিনি। এখনও ভয় পাই।

Level 0

কি দরকার হাত দেয়ার!!!!

Level 0

এর থেকে ভালো স্ট্যাটিক কারেন্ট এ হাত দেন, কোন রিস্ক নাই মাগার টেস্ট ঠিকই পাবেন। করেন্ট এ হাত দিয়া যদি সর্ট ই না খান ত আর হাত দিয়া লাভ কি?

আমি যদিও জানতাম তবে, অনেকেই জানেনা ব্যাপারটি।
এরকম শিক্ষামূলক লেখার জন্য ধন্যবাদ।

ও একটি কথা, যারা electricityর ব্যাপারে কাঁচা কিংবা পুর্ব অভিজ্ঞতা নেই তারা শুধু শুধু পরীক্ষা করতে যাবেন না।
কারন, যেকোন সময় আপনার অজান্তে কিংবা অদক্ষতার কারনে আপনার শরিরের কোন অংশ ভুমির সাথে কিংবা নিউত্রাল এর সাথে লেগে যেতে পারে।
সেক্ষেত্রে আপনি আপনার কোন পরিচিতজন জিনি ব্যাপারটি ভালভাবে করে দেখাতে পারেন তার কাছে সামনা সামনি একবার দেখে ভালভাবে বুঝেনিন।

ধন্যবাদ।অনেক দিন পরে টিউন করার জন্য।

অনেক দিন পর আরেক টপটিউনারের টিউন দেখে ভাল লাগছে,এতোদিন কোথায় ছিলেন?

@অর্ণব মুখার্জি: bro amader hater talur chamra ek2 mota. Tai je poriman current sorile jabe ta sorirer arth er 7a kisu kisu korte parbe na. Tobe jar sorile arth er poriman beshi tader khetre ek2 jhin jhin korte pare.

Level New

current er shathe friendship korar modhdhe risk ase…..rather its easy to make friendship with gals….. :p
thanks for the post, hope in future aro onek valo valo post pabo apnar kach theke, tc