সবাই কেমন আছেন ? অনেক দিন হয়ে গেল আপনাদের কোন টিউন উপহার দিতে পারিনি ! আজ থেকে নিয়মিত টিউন দেওয়ার চেষ্টা করবো ! শিরোনাম দেখেই বুঝতে পারছেন কি নিয়ে টিউন করবো ! কি ? অবাক হলেন ! বিদ্যুতের সাথে আবার কি ভাবে বন্ধুত্ব করা যায় ! তাও আবার এসি বিদ্যুত্ ! যেই বিদ্যুত্ আপনাকে আমাকে কাউকে ছারে না ! আজকে আমি শিখাবো কিভাবে আপনি সেই বিদ্যুত্ নিয়ে নারাচারা করতে পারবেন অথচ অপনার কোন ক্ষতি হবে না !
এর জন্য আপনাকে কিছু নিয়ম অনুসরন করতে হবে ! এই নিয়ম গুলো হয়তো অনেকেই জানেন ! যারা এখনো জানেন না তাদের জন্য এই পোস্ট ! এই বিষয়টি সকলেরই জেনে থাকা দরকার ! বিশেষ করে যারা সুইচ বোডে মেইন সুইচ বন্ধ না করেই কাজ করতে চান তাদের জন্য এই তথ্যটি খুবই দরকার ! এসি 220v বিদ্যুতের ফেজ তারে সরাসরি হাত দিলেই আপনি বিদ্যুত্ পৃষ্ট হবেন ! যেখানে আপনার জীবন চলে যেতে পারে ! তবে আপনি যদি এই তথ্য অনুযায়ী ফেজ তারে হাত দেন তাহলে আপনার কোন ক্ষতি হবে না ! এর জন্য আপনাকে প্লাস্টিক বা শুকনো কাঠের চেয়ার সংগ্রহ করতে হবে !
এবার চেয়ারে উঠে শুধু ফেজ তারে সরাসরি হাত দিন ! দেখবেন, কিছুই বুঝতে পারবেন না ! তখন কেউ যদি আপনার শরীরের যেকোন অঙ্গতে নিয়ন টেস্টার ধরে তাহলে টেস্টার জ্বলবে ! তার মানে এসি বিদ্যুত্ আপনার শরীরে চলে এসেছে কিন্তু আপনার কোন ক্ষতি হচ্ছে না ! এইভাবে আপনি বিদ্যুত্ থাকা অবস্থায় কাজ করতে পারবেন ! কিন্তু সাবধান ! ফেজ তারে হাত দেওয়ার সময় যেন আপনার শরীরের কোন অংশ দেওয়াল বা মাটি বা বিদ্যুত্ পরিবহন করতে পারে এমন কোন পদার্থের সাথে লেগে না থাকে ! এমন কি নিচে থেকেও যেন কেউ আপনার শরীর স্পর্শ না করে ! যখন ফেজ তারে হাত দিবেন তখন যেন হাত শুধু ফেজ তারেই থাকে ! নিউটালে যেন হাত না যায় !
মোট কথা আপনি ফেজ তারে হাত দিলেই বিদ্যুত্ আপনার শরীরে চলে আসবে এবং এই বিদ্যুত্ যেন কোন ভাবেই আপার শরীরের মাধ্যমে নিউটাল বা আর্থিং এ যেতে না পারে ! তাহলেই বিদ্যুত্ আপনার কোন ক্ষতি করতে পারবে না ! যদি কেউ প্রথম এটা টেস্ট করতে চান তাহলে অবশ্যই একজনকে মেইন সুইচের পাশে রেখে দিবেন ! হঠাত্ যদি কোন সমস্যা হয তাহলে সে মেইন সুইচ বন্ধ করে দিবে ফলে আপনার কোন ক্ষতি হবে না ! এই নিয়ম শুধু 220v এসি বিদ্যুতের ক্ষেত্রে প্রজোয্য ! HT লাইনে এই নিয়ম কাজ করবে না ! খুব সাবধানে কাজ করবেন ! আশা করি সফল হবেন !যদি কোন ক্ষতি হয় আমাকে দায়ী করতে পারবেন না !
যদি বুঝতে সমস্যা হয় তাহলে নিম্বাজ , ইয়াহু ও ফেজবুক থেকে rubelttc দিয়ে আমাকে ADD দিন আর মেসেজ পাঠান ! আপনার সমস্যা দ্রুত সমাধানের চেষ্টা করবো ! সবাই ভাল থাকবেন !
বিঃদ্রঃ আমার এই তথ্যগুলো ভুল ধরার আগে, এই তথ্য অনুযায়ী কাজ করে দেখুন সফলতা পান কি না ! যদি না পান তাহলে অবশ্যই ফোনের মাধ্যমে আমাকে জানাবেন , সঠিক তথ্য কি হবে ! আমার মোবাইল নম্বর 8801716218847 .
আমি রুবেল টিটিসি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 99 টি টিউন ও 416 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 13 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
অজানাকে জানতে আর জানাতে ভালোবাসি!
rubel vai aponar number thke amake mis call den please 01733671960