আজ আমি একটি ব্যতিক্রমিক টিউন করবো । অনেকে টিউন টা দেখে হয়ত হাসতেও পারে , তবে সত্যই টিউন টা মজার । আজ আমি কোন প্রকার সার্কিট ছাড়াই কিছু এল.ই.ডি (লাইট) দিয়ে একটি সুন্দর ঝারবাতি বানানোর কৌশল সম্পর্কে আলোচনা করবো। নিচে ধাপা ধাপে দেয়া হল ।
নিম্নের দেয়া ছবির মত স্টিল ওয়ার কে পেচিয়ে নিন ।
এবার সকল ও এল ই ডি (লাইট) নিম্নের চিত্রে এর মত তার এ সিল্ডারিং এর মাধ্যমে সংযোগ দিন । তবে মনে রাখবেন একটি এল ই ডি (লাইট) এর পজিটিভ এর সাথে অপর এল ই ডি (লাইট) এর পজিটিভ এবং এল ই ডি (লাইট) এর নেগেটিভ এর সাথে অপর এল ই ডি (লাইট) এর লেগেটিভ মিলিত হবে । এল ই ডি (লাইট) এর ২টি পিন এর মধ্যে বড় টা পজিটিভ আর ছোট টা নেগেটিভ ।
সংযোগ দেয়া সম্পন্ন হলে নিম্নের চিত্রের মত হবে । এই নেকলেস টা আপনার পেচানো স্টিল ওয়ার এর সাথে এবার পেচান ।
এবার ট্রান্সফরমার সংযোগ দেয়ার পালা , প্রথমে নেকলেস এর যে প্রান্ত বের হয়ে ছে তা ট্রান্সফরমার সাথে সংযোগ দিন । ব্যস কাজ শেষ ।
এবার এল ই ডি ঝারবাতি আপনার ঘরের যেকোন যায়গায় সেট করে সরবারহ দিন , দেখুন এবার মজা কিভাবে আপনার ঘর আলোকিত করে এল ই ডি ঝারবাতি ।
আমি ফাহিম রেজা বাঁধন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 116 টি টিউন ও 1427 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Domain, Hosting, WebDesign, Logo Design, SEO: http://w3solutionsbd.com
ফাহিম ভাই ……… আপনাকে আমার পার্সোনালি একটু দরকার …. মিটিং এ ডিটেইলে কথা বলব।