সার্কিট ডায়াগ্রাম ছাড়ায় তৈরি করুন মজার একটি এল.ই.ডি ঝারবাতি (ব্যতিক্রমিক টিউন)

আজ আমি একটি ব্যতিক্রমিক টিউন করবো । অনেকে টিউন টা দেখে হয়ত হাসতেও পারে , তবে সত্যই টিউন টা মজার । আজ আমি কোন প্রকার সার্কিট ছাড়াই কিছু  এল.ই.ডি (লাইট) দিয়ে একটি সুন্দর ঝারবাতি বানানোর কৌশল সম্পর্কে আলোচনা করবো। নিচে ধাপা ধাপে দেয়া হল ।

3353547576-spinning-staff-led-lights

প্রথমে যা যা লাগবেঃ

  • ২৪০ টি এল ই ডি (লাইট) ।
  • ট্রান্সফরমার ১টি (১৬ ভোল্ট , ১ আম্পিয়ার এসি ) ।
  • একটি স্টিল ওয়ার (১৪ ফিট লোং) ।
  • কিছু লম্বা তার ।

১ম ধাপঃ

নিম্নের দেয়া ছবির মত স্টিল ওয়ার কে পেচিয়ে নিন ।

2

চিত্র :স্টিল ওয়ার কে পেচার প্রক্রিয়া

২য় ধাপঃ

এবার সকল ও এল ই ডি (লাইট) নিম্নের চিত্রে এর মত তার এ সিল্ডারিং এর মাধ্যমে সংযোগ দিন । তবে মনে রাখবেন একটি এল ই ডি (লাইট) এর পজিটিভ এর সাথে অপর এল ই ডি (লাইট) এর পজিটিভ এবং এল ই ডি (লাইট) এর নেগেটিভ এর সাথে অপর এল ই ডি (লাইট) এর লেগেটিভ মিলিত হবে । এল ই ডি (লাইট) এর ২টি পিন এর মধ্যে বড় টা পজিটিভ আর ছোট টা নেগেটিভ ।

3

চিত্র : এল ই ডি (লাইট) সংযোগ ক্রিয়া

৩য় ধাপঃ

সংযোগ দেয়া সম্পন্ন হলে নিম্নের চিত্রের মত হবে । এই নেকলেস টা আপনার পেচানো স্টিল ওয়ার এর সাথে এবার পেচান ।

5

চিত্র : এল ই ডি (লাইট) এর তৈরি করা নেকলেস

৪র্থ ধাপঃ

এবার ট্রান্সফরমার সংযোগ দেয়ার পালা , প্রথমে নেকলেস এর যে প্রান্ত বের হয়ে ছে তা ট্রান্সফরমার সাথে সংযোগ দিন । ব্যস কাজ শেষ ।

4

চিত্র : এল ই ডি (লাইট) এর সাথে ট্রান্সফরমার সংযোগ প্রক্রিয়া

শেষ ধাপঃ

এবার এল ই ডি ঝারবাতি আপনার ঘরের যেকোন যায়গায় সেট করে সরবারহ দিন , দেখুন এবার মজা কিভাবে আপনার ঘর আলোকিত করে এল ই ডি ঝারবাতি ।

6

চিত্র : সরবারহের ফলে এল ই ডি (লাইট) গূলো আলো দিচ্ছে

জানি না টিউন টা কেমন লেগেছে , কেমন হল আমার ব্যতিক্রমিক টিউন টা কমেন্ট করে জানাবেন ।

Level 0

আমি ফাহিম রেজা বাঁধন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 116 টি টিউন ও 1427 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Domain, Hosting, WebDesign, Logo Design, SEO: http://w3solutionsbd.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ফাহিম ভাই ……… আপনাকে আমার পার্সোনালি একটু দরকার …. মিটিং এ ডিটেইলে কথা বলব।

    বাধন ভাইকে যে কি বোলে ধন্যবাদ দেব সে ভাষা আমার জানা নাই। আমি বহু দিন ধরে এ ধরেনর ঢায়াগ্রাম খুজ ছিলাম। অনেক অনেক অনেক ধন্যবাদ আপনাকে । সাতক্ষীরা থেকে H@pPy. ভাল থাকেন, দীঘ্ জীবি হন। খোদা হাফেজ

    ধন্যবাদ হ্যাপি ভাই ।

Superb

ভাল হয়েছে …..

দেখতে সুন্দর নাই 🙁

Level 0

thanx…………….

Level 0

এক কথায় অসাধারণ ফাহিম ভাই। যা কিনা NORMAL এর ভিতর HI-FI টাইপ এর। আপনাকে আবারও অনিক অনিক ধইন্যা(master card)দিয়া।

Level 2

ধন্যবাদ বাঁধন। ইলেকট্রনিক্স নিয়ে খুব একটা টিউন হয় না। অথচ প্রযুক্তিতে এটি একটি বিশাল সেক্টর। এত সুন্দর করে ছবিসহ বিস্তারিত বিবরণ দেয়ায় টিউনটি যথেষ্ট আকর্ষণীয় ও কাজের হয়েছে। এক সময় ইলেকট্রিনক্স এর বিভিন্ন হবি প্রজেক্ট নিয়ে দিনের পর দিন পড়ে থাকতাম। আশ্চর্য এক নেশা ছিল। এখন সময় পাই না, তাই চর্চাও করা হয় না। তোমার টিউন দেখে মনে হচ্ছে, আবারও ইলেকট্রনিক্স নিয়ে মাতামাতি শুরু করি। আবারও ধন্যবাদ।

    হুম ইস্মাইল ভাই আপনি ঠিক এ বলেছে । আর আপনার কাছে তাহলে ইলেকট্রনিক্স নিয়ে টিউন আশা করছি । ধন্যবাদ আপনাকে একটি সুন্দর মন্তব্য করার জন্য ।

হূম ভালো

ইলেক্ট্রনিক্স বিষয়ের উপর টিউন গুলা আমার কাছে বরাবরই ভালো লাগে। 😀

Level 0

ফাহিম রেজা বাঁধন ভাই ইলেকট্রনিক্স তেমন একটা বুঝিনা তবুও ভাল লাগে !
আপনাকে ধ্যনবাদ……………!

Marvelous Post indeed…

Level 2

Good. You are a ginius

ভাই আমি একেবারে নতুন। কিন্তু আপনার লেখার ভক্ত হয়ে গেলাম। খুব সুন্দর। ধন্যবাদ।……

Level 0

khub khub valo lagasa. apnar mail address ta diban pls.

Level 0

ধন্যবাদ ভাই

ট্রান্সফরমার টা কি ১৬ বোল্ট ই সাপলাই দিবে??? আর LED কয়টা পর্যন্ত ড্রপ করবেনা।অনেক সময় দেখা যায় LED ব্লাস্ট হয়।এর থেকে বাছার উপায় কি???
আর ১৬ বোল্টের ট্রান্সফরমার কি availble???