টুনিমনি লাইট বানায় মাত্র ২০ টাকায়

আসসালামুয়ালাইকুম।

বন্ধুরা সবাই কেমন আছেন?

আমিও ভালো আছি আপনাদের দোওয়াই ভালো আছি।

নানা ব্যাস্ততাই আর অলসতাই অনেক দিন টিউন করা হয় না আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে 1.5v বেটারী/সোচ্র ভল্ট বৃদ্ধি করা যাই এবং তা দিয়ে একটি ছোট্ট লাইট বানাতে পারি/

আমার আগের টিউন ও লাইট Project ছিলো টিউন টি দেখতে এই খানে Click করুন/

নষ্ট মোবাইলের ব্যটারী দিয়ে ডিজিটাল টর্চ লাইট তৈরী করি মাএ ১৫ টাকায়/

চলুন নষ্ট মোবাইলের ব্যটারী দিয়ে টর্চ লাইট তৈরী করি মাএ ১৫ টাকায়

আচ্ছা বন্ধুরা কাজের কথায় আসি,

ছোট্ট টুনি মুনি লাইট বানাতে যাযা লাগবে।

১।AA size 1.5v বেটারি=১০ টাকা

২।একটি 2K ohm হতে 220 ohm রেজিস্ট্টি=১টাকা

৩।একটি BC547/2N2222/2N3904 ট্রাঞ্জিস্টার = ৩টাকা

৪।1 টি LED Bulb= ৩টাকা

৫।কয়েল তার + চুম্বুক =০ টাকা

৬।একটি on/off ছুইচ =৩ টাকা

বন্ধুরা আমরা step BY step কাজ করব।

১ম ধাপঃ প্রথমে চুম্বুকে তার জড়িয়ে নিই, এই তার আমরা পুরোনা Mobile Charger এ পাবো,চিএ মত দেখুন

আর প্রব্লেম হোলে সরাসরি Call Me যেকোন টাইম এ

২য় ধাপঃ এবার circuit দেখি এবং লাগাই

Circuit 1:

Circuit  2:

 

Circuit 3:

৩য় ধাপঃ

এবার কাজে লেগে জাই

এভাবে কেটে  নিই

এবার ON/OFF Switch লাগাই

সুপার গ্লু দিয়ে লাগাই

এই ছোবি গুলো দেখুন এবং লাগাই

ফাইনাল

এই ছবি গুলো আপনাদের সাহায্য করবে।

বন্ধুরা Time এর অভাবে বিস্তারিত লিখতে পারলাম না,তবে যারা ইলেক্ত্রনিক Circuit বোঝেন তাদের Problem হবে না।

 

আমি যা পারি জানানোর চেস্টা করব ইনশিআল্লাহ

আর বন্ধুরা আমার এই টিউন ও অনেক ভুল হয়েছে।তাই দয়া করে শুধ্রে দিবেন।

বন্ধুরা টিউমেন্ট তো চাই চাই আর না দিলে বুঝবো আপনি কিপটা হা হা হা

Ok আল্লাহ হাফেজ়

সাবধানতাঃ

১।    একটু ভালো করে বুঝে লাগাতে হবে৷

২।    নিজে লা পারলে কোন মেকার/টেকনিশিয়ানের সাহায্য নিতে হবে৷

কোন প্রবলেম হোইলে contact me

আমাকে ফেসবুকে পেতে পারেন Maruf Cse     অথবা  Whatsapp- 01714-744947

আমার আরো টিউন দেখতে

  1. চলুন নষ্ট মোবাইলের ব্যটারী দিয়ে টর্চ লাইট তৈরী করি মাএ ১৫ টাকায়
  2. খুব সহজেই Reset করুন Canon 2772/2770 ড্রাম/নরমাল প্রিন্টার আর প্রিন্টি প্রবলেম সমাধান করুন
  3. খুব সহজেই নস্ট Rice cooker ঠিকঠাক করুন তাও আবার নিজে নিজেই, মাত্র ২৫ টাকায়
  4. খুব সহজেই নস্ট হেড ফোনকে ঠিকঠাক করুন তাও আবার নিজে নিজেই,না দেখলে খুবই মিস করবেন
  5. লোডশেডিংও পূরোদমে পড়তে চান??? তা আবার নিজের বানানো লাইট দিয়ে,তাহলে তো টিউনটা দেখতেই হয়
  6. 1.5V বেটারি দিয়ে ছোট্ট টুনিমুনি লাইট বানাই মাত্র ২০ টাকাই (ইলেক্ট্রনিক্স প্রেমীরা এই দিকে আসুন)
  7. আসুন খুব সহজেই নিজের বায়োগ্রাফি এপস বানাই কোন রকম প্রোগরামিং জ্ঞান ছাড়াই এন্ড্রয়েড ফোনের জন্য

Level 0

আমি Maruf CSE। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 183 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

No I am not along i know one day You will be Back....


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Valo laglo. chaliye jan

    Level 0

    @SHAKIL:ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর অনুপ্রেরোনার জন্য …ভালো থাকবেন আর দুয়া করবেন আমার জন্য…

Bro ami jani comment na korle lekhoker kemon lage
ebong comment korle lekhoker kemon lage tai na bujeo komment korlam

    Level 0

    @Rizwan Bin Sulaiman: ধন্যবাদ ভাইয়া আপনি দেখছি মানুসের মনের কথা বুজেন///
    আবার ও আপনাকে ধন্যবাদ

অনেক ভাল লাগল। এসব কাজে আমার আগ্রহ অনেক বেশি। আমি বাঁশ দিয়ে ট্রচ বানাতাম।

    Level 0

    @সজীব: ধন্যবাদ ভাইয়া ,এসব কাজে আমার ও আগ্রহ অনেক বেশি,যাক সাথি পাওয়া গেলো,আবার ও ধন্যবাদ

খুব ভাল টিউন হয়েছে , আপনাকে অনেক শুভেচ্ছা আর ধন্যবাদ , আপনি সব সময় টিউন করুন, এটা খুব উপকার হবে আমাদের অনেকের জন্য ।

    Level 0

    @ইশতিয়াক: ইশতিয়াক ভাই আপনি খুব ভালো ,
    কারন আপনি সবাইকে খুব Inspire করেন,ধন্যবাদ ভাইয়া

Vi eta kotokhon jolbe ?

এই রকম টিউন আরও করবেন

আপনাকে ধন্যবাদ । এরকম আরো টিউন চাই।

Thanks a lot….khubbi shundor hoise…
Btw,apnar site ta oshadharon lagse….oitate electronix er upore kono category dekhlm na…..ami vabclm oitate onekgula pabo emn:/

    Level 0

    @Sadiq Nayeem: আপনাকে ধন্যবাদ,হ্যা এমনটা আমিও ভাবছিলাম, ইনশিআল্লাহ Add করবো

Level 0

টুনি মুনি লাইট 😀

    Level 0

    @noyonr: আপনাকে ধন্যবাদ, টুনি মুনি ভাই হা হা হা

Level 0

ভাই আপনার টিউনে যত্নের ছাপ আছে।চালিয়ে যান।

এল.ই.ডি লাইটের জন্য ২ভোল্টের প্রয়োজন হয়।এই সার্কিটটির প্রয়োজন কোথায় বুঝতে পারলাম না।১.৫ ভোল্টের ব্যাটারিতে চালানোর জন্যই কি সার্কিটটি ?

    Level 0

    @Mobstar: আপনার কথাও টিক কিন্তু ভালো /জরালো আলো পেতে হলে ভোল্ট Increse করা লাগে আর এইটাই সেই সাক্রিট

Level 0

ভাই সার্কিটটা ভালো করে বুঝতে চাই।
চুম্বক,কয়েল,ট্রানজিষ্টর,রেজিষ্টার আর একটা ক্যাপাসিটরও দেখতেছি নিচের ছবিতে,এগুলার কাজ কি এই সার্কিটে একটু বুঝয়ে বলবেন।

    Level 0

    @Mobstar: ভাই অন্য circute গুলো Just help এর জন্ন্যে ও গুলোও দরকার আছে

vai tara tari ei rakom aro kichhu den…

    Level 0

    @avijitsarkar: ইনশিআল্লাহ আরো করবো ,আপনাকে ধন্যবাদ

এক কথায় অসাধারণ!আমার ভাললাগা বিষয় গুলোর মধ্যে ইলেকট্রনিকস অন্যতম।ইলেকট্রনিকস এ আমার খুব আগ্রহ।

অনেকদিন আগে থেকে এরকম কিছু বানানোর চেষ্টা করেছিলাম,কিন্তু পর্যাপ্ত জ্ঞানের তা আর হয়ে উঠেনি।আশাকরি এবার পারব।

আপনাকে অনেক অনেক ধন্যবাদ।আর হ্যা পরবর্তীতে ইলেকট্রনিকস নিয়ে টিউন করার জন্য অগ্রিম অনুরোধ এবং ধন্যবাদ রইল!