ভোল্টেজ ডাবলার র্সাকিট ৯ ভোল্ট ইনপুট থেকে ১৮ ভোল্ট আউটপুট ।

গত কয়েক দিন আগে আমার একটা রোবটিক্স প্রজেক্টের জন্য ১৮ ভোল্টের প্রয়োজন হচ্ছিল। সেখানে আমি যদি ৯ ভোল্টের ২টি ব্যাটারি ব্যবহার করি তাহলে প্রজেক্টির ওজন বেড়ে যাওয়ার ফলে তা আর কাজ কারছিল না। আর তাই এমন কোন সিসটেমের প্রয়োজন হচ্ছিল যাতে আমি ১টি ব্যাটারি ব্যবহার করেই ১৮ ভোল্ট পেতে পারি।

9 volt battery

ইনটারনেটে অনেক খুজা-খুজির পরও সহজ কোন র্সাকিট ডায়াগ্রাম খুঁজে পেলাম না যা আছে তা ব্যবহার করলে খাজনা থেকে বাজনা বেশি হবে। তাই সিদ্ধান্ত নিলাম নিজেই র্সাকিট ডিজাইন করবো । চিন্তা করতে করতে মনে পড়ে গেল ভোল্টেজ ডাবলার আই.সি.’র কথা। যেই মনে পড়া সেই কাজ নেট-এ র্সাচ  দিয়ে আই.সি.’র ডাটাবেজ দেখতে দেখতে পেয়ে গেলাম কাঙ্খিত সেই আই.সি.-টি  যাদি আমি কাজটি খুব সহজে কারতে পারি। ডাটাবেজ দেখে ডিজাইন করে নিলাম র্সাকিটটির। তারপর, পার্টস কিনে এনে খুব সহজেই তৈরি করে নিলাম ভোল্টেজ ডাবলার।

এই র্সাকিটের মাধ্যেমে আমরা ৯ ভোল্ট ইনপুট দিয়ে প্রায় ১৮ ভোল্ট র্পযন্ত আউটপুট পেতে পারি। আর এজন্য মূল উপাদানটি হচ্ছে ছোট্ট একটি IC । আর IC বায়াসিং এর জন্য ২টি কেপাসিটর এবং ২ ডায়োড ব্যবহার করা হয়েছে । খুবই সিম্পল কিন্তু ইফেক্টিভ।

Votage

উপকরণ :
১. কেপাসিটার-১ (Capacitor) ———————— 10µF——————— মূল্য– ৫ টাকা
২.কেপাসিটার-২ (Capacitor) ————————10µF ——————— মূল্য– ৫ টাকা
৩.ডায়োড-১ (Diode) —————————— 1N4001—————— মূল্য– ১০ টাকা
৪.ডায়োড-২ (Diode) —————————— 1N4001 —————— মূল্য– ১০ টাকা
৫.আই.সি. ————————————— Max1044 or L7600 — মূল্য– ১৪০ টাকা

সকল উপকরণ পাওয়া যাবে মাওলানা ভাসানী স্টেডিয়াম র্মাকেটে ।
মনে রাখা দরকার:
১. ওঈ টিতে র্সবোচ্চ ১০ ভোন্টের বেশি ইনপুট দেয়া যাবে না।
২. সার্কিটটি দ্বারা আউটপুট ভোল্টেজ পুরোপুরি ডাবল হবে না , ডায়োডে ভোল্টেজ ড্রপ করার কারণে কিছুটা কমে যাবে।
৩. Max1044 IC টা বাংলাদেশে পাওয়া নাও যেতে পারে। তবে L7660 এটা দিয়ে same কাজ করা যায়।

পোস্টটি প্রথম   বিজ্ঞানপ্রযুক্তি ব্লগে

মূল লেখাঃ Voltage Doubler Circuit- 9V to 18V

Level 0

আমি MARUF AHMAD। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 379 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

কোন কিছু বলবার মত নেই।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই, ১৪০ + ১০ + ১০ + ৫ + ৫= ১৭০ টাকা যখন খরচই করবেন তখন ভোল্টেজ ডাবলার সার্কিটের কি প্রয়োজন ? মাত্র ১৫০ টাকা খরচ করলেই তো ১৮ ভোল্ট ১.৫ এ্যাম্পিয়ারের ট্রান্সফর্মার পাওয়া যায়।

    ভাই এখানে টাকাটা মূল বিষয় না । বিষয় ছিল সার্কিটের সাইজ এবং ওজন কিভাবে ছোট রেখে ডিসি সাপলাই থেকে ভোল্টেজ কে ডাবল করা যায়।
    ভাই ট্রান্সফরমার ব্যবহার করলে সার্কিটের সাইজ বড় হতো, ওজনও বেশি হতো এবং বড় কথা এটা এসি সারা চলতো না।

কোন কিছু না বুঝে মন্তব্য করতে নেই।ষাঁড়ের কি এসি ডিসি কারেন্ট বিষয়ে কোন জ্ঞান আছে?

Level 2

Bidrohi vai, Components-er bepare amar aputti ase. Real dam ta ami bole dei 10uf cap = 0.80 ps. Diode IN4001=1tk. IC L7600=100tk. Kon dokan theke kinben dorkar hole janaben

Level New

ভাই আমার একটা question ছিল।
এই সার্কিটে যদি ইনপুট 5v 350mA দেয়া হয় তাহ্লে কি আউটপুট দিগুন পাব?
মানে আউটপুটে 10v 700mA পাবো কিনা?
Thank u vai.

circuit diagram ta plzzz

ভাই, সার্কিট ডায়াগ্রামটি দেন নাই। সার্কিট ডায়াগ্রাম দিলে বুঝতে সহজ হত। ইলেকট্রনিক্স
বিষয়ে সার্কিট ডায়াগ্রাম তো লাগবেই।