সবাই কেমন আছেন ? আমি ছেলে বেলা থেকেই গান শুনতে একটু বেশি ভালবাসি ! কিন্তু সাউন্ড বেশি না হলে গান শুনে মজা পাওয়া যায় না ! আবার সাউন্ড শুধু বেশি হলেই হবে না , মিস্টি হতে হবে ! তাই বলতে পারেন আমি যা কিছু কাজ করেছি তার মধ্যে থেকে অডিও সার্কিটের পেছনেই বেশি সময় দিয়েছি ! আমি অনেক রকমের অডিও সার্কিট বানিয়েছি ! এগুলোর মধ্যে থেকে কম খরচে তৈরী করা ভাল মানের একটা অডিও সার্কিট আপনাদের আমি উপহার দিবো !
অবশ্য অনেক আগেই এটি আমি আপনাদের উপহার দিতে পারতাম ! কিন্তু দেইনি ! কারন এই সার্কিট আমি নেটে অনেক খুজেছি কিন্তু পাইনি ! আর কলম দিয়ে একে তার ছবি তুলে দিলে পরিস্কার বোঝা যায় না ! আমারতো আর পিসি নাই যে তার মাধ্যমে সার্কিট একে দিবো ! তবে একটা ভাঙ্গা 6120c আছে ! অনেক খোজাখুজির পর সেদিন একটা সফটওয়ার পেলাম , যার মাধ্যমে একটু বুদ্ধি খাটিয়ে সার্কিট আকানো যায় ! তাই এটি শেয়ার করার সুযোগ হল ! যাইহোক, এর জন্য আপনাকে কিছু কম্পোনেন্ট সংগ্রহ করতে হবে :
ভলিউম V = 50K !
নোনপোলারিস্ট ক্যাপাসিটর C1 যার কোড = 103 !
নোনপোলারিস্ট ক্যাপাসিটর C4 যার কোড = 104 !
পোলারিস্ট ক্যাপাসিটর C2 = 330 uf 25v !
পোলারিস্ট ক্যাপাসিটর C3 = 330 uf 25v !
পোলারিস্ট ক্যাপাসিটর C5 = 330 uf 50v !
রেজিস্ট্যান্স R1 = 15 ওহম 1/4 watt !
IC = TDA2002 !
মাইক spk = যেকোন ওয়াটের 4 ইঞ্চি অথবা 6 ইঞ্চি অথবা 8 ইঞ্চি !
এবার নিচের চিত্রের মত করে সংযোগ দিন !
যেহেতু এই সার্কিটে কম্পোনেন্ট খুব কম তাই এটি ভেরো বোড ছারাও তৈরী করতে পারবেন ! শুধু কম্পোনেন্ট গুলোর পিনের সাথে পিনের সোল্ডারিং করে দিলেই হবে ! সার্কিটটিতে ব্যাটারী B হিসাবে 6 থেকে 12 ভোল্ট ব্যবহার করতে পারবেন ! 12v-0-12v 3A এই ট্রান্সফরমার মাধ্যমেও ফিল্টারিং করে লাইন দিতে পারবেন ! আইসিটিতে অবশ্যই Heat sink ব্যবহার করবেন এবং Heat sink এর সাথে অবশ্যই নেগেটিভ লাইনের সংযোগ দিবেন ! সব কাজ হয়ে গেলে আপনার পিসি, ল্যাপটপ, মোবাইল, সিডি, ডিভিডি প্রভৃতির আউটপুট বা স্পিকারের লাইনের সাথে সার্কিটের Audio in লাইনের সংযোগ দিন আর উপভোগ করুন লাউড সাউন্ড !
যদি বুঝতে সমস্যা হয় তাহলে নিম্বাজ , ইয়াহু ও ফেজবুক থেকে rubelttc দিয়ে আমাকে ADD দিন আর মেসেজ পা� ান ! আপনার সমস্যা দ্রুত সমাধানের চেষ্টা করবো ! সবাই ভাল থাকবেন !
বিঃদ্রঃ আমার এই তথ্যগুলো ভুল ধরার আগে, এই তথ্য অনুযায়ী কাজ করে দেখুন সফলতা পান কি না ! যদি না পান তাহলে অবশ্যই ফোনের মাধ্যমে আমাকে জানাবেন , স� িক তথ্য কি হবে ! আমার মোবাইল নম্বর +8801716218847 .
আমি রুবেল টিটিসি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 99 টি টিউন ও 416 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 13 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
অজানাকে জানতে আর জানাতে ভালোবাসি!
nice tune