সবাই কেমন আছেন ? আজকে আমি যেই সার্কিট নিয়ে আলোচনা করবো এটি আসলে একটা LED ফ্লাশার সার্কিট ! এটি আমি অনেক আগে (2002 সালে ) সনি টেপ রেকোর্ডারে পেয়েছিলাম ! ওই সময় নোট করে রেখে দিয়েছিলাম ! আজ এটি আপনাদের মাঝে শেয়ার করবো ! এটি একটা ফ্লাশার সার্কিট হলেও LED সাজানোর ভিত্তিতে এটিকে খুব সুন্দর দেখাবে ! LED গুলোর দিকে একটু তাকিয়ে থাকলে তিনটা স্টাইল লক্ষ্য করা যাবে ! যেমন, একবার মনে হবে LED গুলো যাওয়া আসা করছে ! আবার মনে হবে LED গুলো একটা জ্বলছে আরেকটা নিভছে ! আবার মনে হতে পারে LED গুলো এলোপাথারি ভাবে জ্বলা নেভা করছে ! এটি যদি আপনিও বানাতে চান তাহলে নিচের কম্পোনেন্ট গুলো সংগ্রহ করুন :
এবার কম্পোনেন্টগুলোর মাঝে নিচের চিত্রের মত করে সংযোগ দিন !
এবার LED গুলো প্লাস্টিক চেনেলে 4 থেকে 6 inch দুরে দুরে এমন ভাবে সেট করুন যেন প্রথমটা লাল LED হলে দ্বিতীয়টা সবুজ হয় !
এগুলো হল , LED+ , LED- ও LED- ! এবার মেইন সার্কিটের LED+ লাইলের সাথে LED সার্কিটের LED+ লাইন ও বাকি দুইটি LED- লাইনের সাথে LED সার্কিটের LED- লাইন কানেক্ট করুন ! এবার সার্কিটটিতে ডিসি 6 ভোল্ট থেকে 9 ভোল্ট প্রবেশ করান ! দেখবেন খেলা শুরু হয়ে গেছে !
আপনার মোটর সাইকেল , Car এই সবেও এটি ব্যবহার করতে পারবেন ! যতগুলো দরকার হবে ততগুলো সার্কিট বানিয়ে নিন ! সার্কিটটিতে 9 ভোল্টের বেশি ভোল্টেজ প্রবেশ করাবেন না ! এটি আমি অনেক বানিয়েছি ! যদি কেউ ভুল সংযোগ দিয়ে ক্ষতিগ্রস্থ হয় তাহলে এটিকে ভুল তথ্য বলতে পারবেন না এবং আমাকে দ্বায়ী করতে পারবেন না ! যদি বুঝতে সমস্যা হয় তাহলে নিম্বাজ , ইয়াহু ও ফেজবুক থেকে rubelttc দিয়ে আমাকে ADD দিন আর মেসেজ পাঠান ! আপনার সমস্যা দ্রুত সমাধানের চেষ্টা করবো ! সবাই ভাল থাকবেন !
বিঃদ্রঃ আমার এই তথ্যগুলো ভুল ধরার আগে, এই তথ্য অনুযায়ী কাজ করে দেখুন সফলতা পান কি না ! যদি না পান তাহলে অবশ্যই ফোনের মাধ্যমে আমাকে জানাবেন , সঠিক তথ্য কি হবে ! আমার মোবাইল নম্বর +8801716218847 .
আমি রুবেল টিটিসি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 99 টি টিউন ও 416 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 13 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
অজানাকে জানতে আর জানাতে ভালোবাসি!
খুব চমৎকার টিউন হয়েছে রুবেল ভাই। চালিয়ে যান