আমার যত মজার ইলেকট্রনিক্সের সার্কিট! [পর্ব-২৪] :: সামনের ঈদ এবং পূজাতে LED দিয়ে আপনার ঘর ডেকোরেটেড করুন !

আমার যত মজার ইলেকট্রনিক্সের সার্কিট!


সবাই কেমন আছেন ? আজকে আমি যেই সার্কিট নিয়ে আলোচনা করবো এটি আসলে একটা LED ফ্লাশার সার্কিট ! এটি আমি অনেক আগে (2002 সালে ) সনি টেপ রেকোর্ডারে পেয়েছিলাম ! ওই সময় নোট করে রেখে দিয়েছিলাম ! আজ এটি আপনাদের মাঝে শেয়ার করবো ! এটি একটা ফ্লাশার সার্কিট হলেও LED সাজানোর ভিত্তিতে এটিকে খুব সুন্দর দেখাবে ! LED গুলোর দিকে একটু তাকিয়ে থাকলে তিনটা স্টাইল লক্ষ্য করা যাবে ! যেমন, একবার মনে হবে LED গুলো যাওয়া আসা করছে ! আবার মনে হবে LED গুলো একটা জ্বলছে আরেকটা নিভছে ! আবার মনে হতে পারে LED গুলো এলোপাথারি ভাবে জ্বলা নেভা করছে ! এটি যদি আপনিও বানাতে চান তাহলে নিচের কম্পোনেন্ট গুলো সংগ্রহ করুন :

  • রেজিস্ট্যান্স R1 = 27 কিলোওহম !
  • রেজিস্ট্যান্স R2 = 27 কিলোওহম !
  • পোলারিস্ট ক্যাপাসিটর C1 = 100uF 10V !
  • পোলারিস্ট ক্যাপাসিটর C2 = 100uF 10V !
  • নোনপোলারিস্ট ক্যাপাসিটর C3 যার কোড = 203 ! তবে 104 লাগালেও কাজ হবে !
  • ট্রানজিস্টর Q1 = 9014 !
  • ট্রানজিস্টর Q2 = 9014 !
  • 6 টা লাল ও 6 টা সবুজ LED !
  • হ্যাউজ ওয়্যারিং এর প্লাস্টিক চেনেল মাপ মত !

এবার কম্পোনেন্টগুলোর মাঝে নিচের চিত্রের মত করে সংযোগ দিন !

TTC Tunes

এবার LED গুলো প্লাস্টিক চেনেলে 4 থেকে 6 inch দুরে দুরে এমন ভাবে সেট করুন যেন প্রথমটা লাল LED হলে দ্বিতীয়টা সবুজ হয় !

TTC Tunes
এবার 1 নম্বর LED থেকে 6 নম্বর LED এর মাঝে চিত্রের মত করে সংযোগ দিন !

TTC Tunes
এখন 7 নম্বর LED থেকে 12 নম্বর LED এর মাঝেও একই সংযোগ দিন ! তাহলে আপনার দুইটা LED সার্কিট তৈরী করা হল ! এই দুইটা LED সার্কিটের মাঝে প্যারালাল সংযোগ দিন ! যেমন প্রথম LED সার্কিটের LED+ লাইলের সাথে দ্বিতীয় LED সার্কিটের LED+ এক করে দিন ! একই ভাবে যেকোন LED- এর সাথে LED- এক করে দিন ! বাকি LED- লাইলগুলোও এক করে দিন ! তাহলে 2 টি সার্কিটের 6 টা লাইল থেকে 3 টা লাইন বের হবে !

TTC Tunes

এগুলো হল , LED+ , LED- ও LED- ! এবার মেইন সার্কিটের LED+ লাইলের সাথে LED সার্কিটের LED+ লাইন ও বাকি দুইটি LED- লাইনের সাথে LED সার্কিটের LED- লাইন কানেক্ট করুন ! এবার সার্কিটটিতে ডিসি 6 ভোল্ট থেকে 9 ভোল্ট প্রবেশ করান ! দেখবেন খেলা শুরু হয়ে গেছে !

TTC Tunes

আপনার মোটর সাইকেল , Car এই সবেও এটি ব্যবহার করতে পারবেন ! যতগুলো দরকার হবে ততগুলো সার্কিট বানিয়ে নিন ! সার্কিটটিতে 9 ভোল্টের বেশি ভোল্টেজ প্রবেশ করাবেন না ! এটি আমি অনেক বানিয়েছি ! যদি কেউ ভুল সংযোগ দিয়ে ক্ষতিগ্রস্থ হয় তাহলে এটিকে ভুল তথ্য বলতে পারবেন না এবং আমাকে দ্বায়ী করতে পারবেন না ! যদি বুঝতে সমস্যা হয় তাহলে নিম্বাজ , ইয়াহু ও ফেজবুক থেকে rubelttc দিয়ে আমাকে ADD দিন আর মেসেজ পাঠান ! আপনার সমস্যা দ্রুত সমাধানের চেষ্টা করবো ! সবাই ভাল থাকবেন !

বিঃদ্রঃ আমার এই তথ্যগুলো ভুল ধরার আগে, এই তথ্য অনুযায়ী কাজ করে দেখুন সফলতা পান কি না ! যদি না পান তাহলে অবশ্যই ফোনের মাধ্যমে আমাকে জানাবেন , সঠিক তথ্য কি হবে ! আমার মোবাইল নম্বর +8801716218847 .

Level 2

আমি রুবেল টিটিসি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 99 টি টিউন ও 416 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 13 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

অজানাকে জানতে আর জানাতে ভালোবাসি!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

খুব চমৎকার টিউন হয়েছে রুবেল ভাই। চালিয়ে যান

আমি তো ভাবছিলাম আপনি সত্যি সত্যি টিউন করা বাদ দিয়েছেন। ভাগ্যেস বন্ধ করেন নি?

    @মোঃ আল-আমিন: Bro ami rag kore besi din thakte pari na. Ami apnader 7a asi and thakbo.

      Level 0

      @রুবেল টিটিসি: VAI VALO ASAN|?|APNI ONAK BORO HON JIBONA DOA KORI.AMI ELECKTRONIS SUBJECT A KHUB INTERESTE BUT KISSU BUJINA.JA BOLASAN SOBAI BUJJA BUT AMI KISSU BUJINI .APNI MOBILE DIA TUNE KORAN BUT AMR COM ASA .KISSU PARI NA NA PARI TUNE KORTA NA PARI ELECKTRONIS BUJTA SO SAD .APNAR COM NAI TAI KHUB SAD PALAM.APNI KOTAI LAKAPORA KORAN?AMI PABNA POLYTECHNIC. MECHAINICAL ENGINEERING.A,MI APNAR FRIEND HOBO ..APNI HOBAN?

রুবেল ভাই খুব সুন্দর এবং কাজের টিউন করেছেন।অনেক ধন্যবাদ আপনাকে।

সত্যি কথা বলতে কি,আমি এমন একটা সার্কিটের প্রয়োজন অনুভব করছিলাম এবং ভাবছিলাম আপনাকে রিকোয়েষ্ট করব এরকম একটা সার্কিট নিয়ে টিউন করার জন্য।

যাহোক,অনেক ধন্যবাদ আপনাকে,আমি চায় আপনি ইলেকট্রনিকস জগতে থাকুন,সাধনা করুন এবং আমাদের আরো সুন্দর সুন্দর সার্কিট উপহার দিন।

Note: চাওয়টা যদি অন্যায় হয় তাহলে ছোট ভাই হিসাবে ক্ষমা করে দিবেন।

Level 0

রুবেল ভাই আপনি কোন ব্র্যান্ড এবং কত মডেলের মোবাইল ব্যাবহার করেন দয়া করে একটু জানাবেন ।

লিখতে শুরু করছেন দেখে ভালো লাগলো। লেখা চালিয়ে যান।

Level 0

খুবি সুন্দর পোষ্ট, ধন্যবাদ আপনাকে। আরেকটি কথা ,ভাই আপনার কাছে কোন ON/OFF সুইচের Remort control এর সার্কিট হবে ?

Level 0

ভাই মোটর সাইকেল গাড়ি তে (১২-১৪ভোল্ট) থেকে ব্যবহার করতে হলে কি করব.
যাতে led টেকসই থাকে, আলো উজ্জল থাকে.
ব্রেক চাপ দিলে আলো টা দিগুন হয়ে যাবে পালসার ,সিবিজি, হান্ক এর মতন.
বাজারে অনেক রকম led দেখি, 5mm , 8mm কোনটা কিনব.
এক ধরনের পিচ্চি led দেখসি প্রচুর সাদা আলো দেয় কিন্তু দ্রুত গরম হয়ে কেটে যায়.
রুবেল ভাই আপনি নিয়মিত লিখবেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ.

thanks ei post tar jonno….
kintu apni led kivabe connect korbo seita disen, kintu tar sathe jei choto circuit ta use korsen seitar description den nai…..resistor, capacitor, transistor…ei gulo kivabe connect korbo aktu bolben?

@dux: Bhai, apni je kono led use korte parben. 12, 14 volt thaka chalate gele apnake 7806 or 7809 reguletor ic use korte hobe. Ei tune dekhun ! Asa kori kaj hobe. R 1ta kotha led te direct 3v er besi di seta pure jabe. Er jonno apnake resistance use korte hobe, tahole r purbe na.

    Level 0

    @রুবেল টিটিসি:
    ধন্যবাদ রুবেল ভাই তবে কিন্তু একটা রয়ে গেছে .
    মোটরসাইকেল এ বেটারি 12volt ৩.৫ এম্প থেকে ৭ এম্প পর্যন্ত হয়. পালসার ৫ এম্প বেবহার করে.
    গাড়ির বেটারি ২৭ এম্প থেকে বাড়তে থাকে. tata ht হলুদ পিক-আপ ৩৫ এম্প বেবহার করে.
    78xx সিরিজের রেগুলেটর ১ অ্যাম্পিয়ার পর্যন্ত ইনপুট কারেন্ট সহ্য করতে পারে।

      @dux: bro 78xx siris er ic er output current 1 thaka 1.5ampear . Er maximum input ampear koto hobe eta ami jani na. Tobe apnar byek a eta sorasori lagaleo amar mone hoi kono prob hobe na. Sudhu heatsink ta valo maner use korben. Erporo jodi ic pura jai tahole er input a 5 or 10w er 10 ohom resistance lagaben. Eteo jodi kaj na hoi tahole 33 ohomer lagaben. Asa kori kaj hobe.

RUBEL VAI AMI ELECTRONIC SAMPORKE KHUB INTERESTED, DAYA KORE JODI EI RAKOM ARO KICHHU LED LIGHTING CIRCUIT DIAGRAMME DEN TAHOLE KHUB VALO HOY.
PLZ .PLZ…..

vy electrical ar upor diploma korce baira jabar essa asa bt kz km kisu pare na …. apnara jde amn kora kora help koran tyla bod hy onk kisu parbo … thanks a lot all techtunes admin ,user

Level 0

ভাই আপনাকে ধন্যবাদ মুল্যবান পরামর্শের জন্য। আমি লিথিয়াম ৭.২ ভোল্ট ব্যাটারী চার্জ দিতেছি আপনার
দেওয়া তথ্য অনুযায়ী। আশা করি আরও সাহায্য পাবো।

Level 0

ভাই এমন কোন সহজ সার্কিট আছে কি যেটা ৩০মিনিট চার্জ দিয়ে আর চার্জ হবেনা।

Level 0

time dealy rely circuit এটা নিয়ে আমার কোন ধারনা নাই।

Level 0

রুবেল ভাই আমি ১০০ LED এক সাথে জালাতে চাই ২২০ ভোল্ট দিয়ে সার্কিট চিত্র টা যদি দিতেন উপকার হতো ।

Level 0

রুবেল ভাই কেমন আছেন,