গরমে সস্তির জন্য খুব সহজে বানিয়ে নিন একটি পোর্টেবল mini ফ্যান । আর বহন করে নিয়ে যান যেকোনো জায়গায়

বর্তমানে প্রচুর গরম পরেছে । রাস্তা ঘাঁটে বের হলে তো গরম পরেই তার উপর যখন গাড়ির মধ্যে জ্যাম এ পড়ি তখন তো গরমের উৎপাতের কথাই নেই । এই গরম থেকে বাঁচার জন্য আমি এখন প্রায় ই একটি মিনি ফ্যান ব্যাবহার করি । বাস এ এটা সাচ্ছন্দে ব্যাবহার করা যায় । ফ্যান নিয়ে অনেক টিউন ই হয়েছে আমারটা একটু ভিন্ন এবং খুবই সহজ । তো চলুন দেখা যাক কিভাবে বানানো যায় ।

উপকরণঃ

১। একটি পুরাতন মোবাইল ব্যাটারি । পুরাতন ব্যাটারি না থাকলে আপনি ১২০ টাকায় কম দামি ব্যাটারি কিনতে পারেন ।

২। একটি 3V এর DC মোটর । যেকোনো খেলনা গাড়িতে পাবেন । যদি না থাকে তাইলে কিনতে পারেন ১৫ টাকা

৩। পাখা আপনি যেকোনো দোকান থেকে কিনতে পারেন । না হলে X-RAY file বা এ জাতিও কোন শক্ত জিনিস দিয়ে নিচের ছবির মত বানাতে পারেন

৪। ২ টি ইলেক্ট্রিক ক্লিপ । দাম ১০ টাকা ।

৫।কাপড় এর ক্লিপ

৬। যদি আপনি নিজে ঐ ভাবে পাখা বানান তাইলে আপনি ছবি এর এই গিয়ার গুলো ব্যাবহার করতে পারেন । আমি এগুলা নষ্ট ঘড়ি এর থেকে বের করেছি ।

যেভাবে বানাবেনঃ

১। ছবির মত ২ টি আলাদা তার নিয়ে মোটরের ২ প্রান্তে লাগান আর তারের বাকি ২ প্রান্তে ইলেক্ট্রিক ক্লিপ ২ টি লাগান ।

২। এখন পাখাটি যুক্ত করার জন্য প্রথমে ২ টি গিয়ার থেকে যেকোনো একটি গিয়ার মোটরে লাগান । তারপর পাখাটি লাগান । তারপর অন্য গিয়ারটি লাগান । গিয়ার গুলো পাখাটিকে মোটরের সাথে শক্ত করে আটকে রাখবে ।

৩। এবার কস্টেপ দিয়ে কাপড়ের ক্লিপটি মোটরের সাথে লাগান

৪। এই ক্লিপটি দিয়ে  আমরা মোটরকে ব্যাটারি এর সাথে আটকে রাখব

৫। এবার ইলেক্ট্রিক ক্লিপ ২ টি ব্যাটারি এর ২ প্রান্তে যুক্ত করলে পাখা ঘুরবে । আপনি যথেষ্ট বাতাস পাবেন । যুক্ত করার পর যদি দেখেন আপনার পাখা উল্টা ঘুরছে তাহলে ইলেক্ট্রিক ক্লিপ দুটি ব্যাটারি এর ২ প্রান্তে ঘুরিয়ে লাগান । দেখবেন এবার ঠিক দিকে ঘুরছে ।

কতক্ষন চলবেঃ

আপনার ব্যাটারি ভাল হলে ৩০ মিনিট এর মত টানা চলবে । আরও বেশিক্ষণ ব্যাবহারের জন্য আপনি এক এর অধিক ব্যাটারি ব্যাবহার করতে পারেন । কারন আমাদের এ ফ্যান এ ব্যাটারি পালটানো খুবই সহজ 😀

কিভাবে এবং কতক্ষন চার্জ দিবঃ

আপনি এই ব্যাটারি চাইলে মোবাইল এ ঢুকিয়ে চার্জ দিতে পারেন । আর যদি অ্যাডাপ্টার দিয়ে চার্জ দেন ।তাইলে ২০ মিনিট এর মত দিলেই হবে । চার্জ দিতে দিতে আপনি নিজেই বুঝবেন কতক্ষন চার্জ দিলে আপনার ব্যাটারি ফুল চার্জ হয় ।

বহন করাঃ

বহন করার জন্য আপনি ছোট একটি কাগজের বক্স ব্যাবহার করতে পারেন ।

ধন্যবাদ সবাইকে কষ্ট করে পড়ার জন্য ।

আমার ওয়েবসাইট

Level 0

আমি ফিদা আল হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 308 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

WOW NICE TUNE.

Level 0

ভাললাগলো, নুতুন কিছু চাই।

nice,

বাহ, খুব ভাল হইছে। সামনে এরকম আরও টিউন চাই।

Level 0

aar ac bas diye vromon korbo na. ei rokom ekta pakha baniye felbo.

Practical Tune!!!
সাব্বাশ! 😀

carry on

valo hoiche vai ,,, bazar theke taka die kine ante to sobai pare ,,, ekjon valo projukti bider kaj holo choto khato somossar somadhan gulo nije theke kora ebong jontro patir kria koushol bujha ,, calie jan ,,,

Awesone tune . .
Vaia pakhata kivabe banabo ? Plz hlp

    @Net Master Osama: আপনি গোল করে x ray অথবা ঐ জাতীয় শক্ত কিছু কাটুন । চিত্র অনুযায়ী দেখুন আমি কয়ভাগে ভাগ করেছি পাখাটা । তত ভাগে লম্বা লম্বি কাটুন মাঝখানে গোল অংশ টা রাখবেন । তারপর প্রত্যেক টা অংশ হাত দিয়ে একটু বাকা করে দেন । ছবিটা ঠিক মত লক্ষ্য করলেই বুঝতে পারবেন ।

Level 2

জটিল হইছে। আমার অনেক খরচ কমিয়ে দিলেন। কারন গরমের জন্য আগামি বছর ২ হাজার টাকা দিয়ে একটা ব্যাটারি কেনার চিন্তা ছিল। এবং এখন থেকে টাকাও গুচ্চাছিলাম। আপনার টিউনটি আমার ২০০০ টাকা বাচিয়ে দিল। আপনাকে যে কিবলে ধন্যবাদ দিব, বুঝতে পারছিনা। আপনি গোল করে x ray অথবা ঐ জাতীয় শক্ত কিছু কাটার কথা বলেছেন । প্রথমে বুঝতে পারিনি x ray টা আবার কি? তারপর ছবি দেখে বুঝলাম ওটা x ray কাগজ। তাই টিউনে এটি সংশোধন করবেন বলে আশা রাখি।