বর্তমানে প্রচুর গরম পরেছে । রাস্তা ঘাঁটে বের হলে তো গরম পরেই তার উপর যখন গাড়ির মধ্যে জ্যাম এ পড়ি তখন তো গরমের উৎপাতের কথাই নেই । এই গরম থেকে বাঁচার জন্য আমি এখন প্রায় ই একটি মিনি ফ্যান ব্যাবহার করি । বাস এ এটা সাচ্ছন্দে ব্যাবহার করা যায় । ফ্যান নিয়ে অনেক টিউন ই হয়েছে আমারটা একটু ভিন্ন এবং খুবই সহজ । তো চলুন দেখা যাক কিভাবে বানানো যায় ।
উপকরণঃ
১। একটি পুরাতন মোবাইল ব্যাটারি । পুরাতন ব্যাটারি না থাকলে আপনি ১২০ টাকায় কম দামি ব্যাটারি কিনতে পারেন ।
২। একটি 3V এর DC মোটর । যেকোনো খেলনা গাড়িতে পাবেন । যদি না থাকে তাইলে কিনতে পারেন ১৫ টাকা
৩। পাখা আপনি যেকোনো দোকান থেকে কিনতে পারেন । না হলে X-RAY file বা এ জাতিও কোন শক্ত জিনিস দিয়ে নিচের ছবির মত বানাতে পারেন
৪। ২ টি ইলেক্ট্রিক ক্লিপ । দাম ১০ টাকা ।
৫।কাপড় এর ক্লিপ
৬। যদি আপনি নিজে ঐ ভাবে পাখা বানান তাইলে আপনি ছবি এর এই গিয়ার গুলো ব্যাবহার করতে পারেন । আমি এগুলা নষ্ট ঘড়ি এর থেকে বের করেছি ।
যেভাবে বানাবেনঃ
১। ছবির মত ২ টি আলাদা তার নিয়ে মোটরের ২ প্রান্তে লাগান আর তারের বাকি ২ প্রান্তে ইলেক্ট্রিক ক্লিপ ২ টি লাগান ।
২। এখন পাখাটি যুক্ত করার জন্য প্রথমে ২ টি গিয়ার থেকে যেকোনো একটি গিয়ার মোটরে লাগান । তারপর পাখাটি লাগান । তারপর অন্য গিয়ারটি লাগান । গিয়ার গুলো পাখাটিকে মোটরের সাথে শক্ত করে আটকে রাখবে ।
৩। এবার কস্টেপ দিয়ে কাপড়ের ক্লিপটি মোটরের সাথে লাগান
৪। এই ক্লিপটি দিয়ে আমরা মোটরকে ব্যাটারি এর সাথে আটকে রাখব
৫। এবার ইলেক্ট্রিক ক্লিপ ২ টি ব্যাটারি এর ২ প্রান্তে যুক্ত করলে পাখা ঘুরবে । আপনি যথেষ্ট বাতাস পাবেন । যুক্ত করার পর যদি দেখেন আপনার পাখা উল্টা ঘুরছে তাহলে ইলেক্ট্রিক ক্লিপ দুটি ব্যাটারি এর ২ প্রান্তে ঘুরিয়ে লাগান । দেখবেন এবার ঠিক দিকে ঘুরছে ।
কতক্ষন চলবেঃ
আপনার ব্যাটারি ভাল হলে ৩০ মিনিট এর মত টানা চলবে । আরও বেশিক্ষণ ব্যাবহারের জন্য আপনি এক এর অধিক ব্যাটারি ব্যাবহার করতে পারেন । কারন আমাদের এ ফ্যান এ ব্যাটারি পালটানো খুবই সহজ 😀
কিভাবে এবং কতক্ষন চার্জ দিবঃ
আপনি এই ব্যাটারি চাইলে মোবাইল এ ঢুকিয়ে চার্জ দিতে পারেন । আর যদি অ্যাডাপ্টার দিয়ে চার্জ দেন ।তাইলে ২০ মিনিট এর মত দিলেই হবে । চার্জ দিতে দিতে আপনি নিজেই বুঝবেন কতক্ষন চার্জ দিলে আপনার ব্যাটারি ফুল চার্জ হয় ।
বহন করাঃ
বহন করার জন্য আপনি ছোট একটি কাগজের বক্স ব্যাবহার করতে পারেন ।
ধন্যবাদ সবাইকে কষ্ট করে পড়ার জন্য ।
আমার ওয়েবসাইট
আমি ফিদা আল হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 308 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
WOW NICE TUNE.