কিছুদিন আগে একটি টিউন করেছিলাম সিড়ি নিয়ে কিন্তু সেগুলো দেখে অনেকেই বলেছিলেন কিভাবে এত উচুতে উঠব । তাই আজকে পৃথিবীর কিছু প্রত্যন্ত অঞ্চলে নির্মান করা অশ্চর্য রকমের কয়েকটি লিফট নিয়ে টিউন করলাম । এগুলো বেশীর ভাগই বিভিন্ন পাহাড় , ঝরনা বা পুরো শহর দেখতে নির্মান করা হয়েছে ।
এই লিফট টি পর্তুগালের লিসবান শহরের শান্তা যাস্টা রাস্তার পাশে নির্মান করা হয়েছে । এটার কাজ ১৯০০ সালে শুরু করা হয় এবং শেষ হয় ১৯০২ সালে এবং বৈদ্যুতিক সাহায্য উপরে উঠার জন্য এটি কনভার্ট করা হয় ১৯০৭ সালে । লোহা দ্বারা নির্মিত এই লিফটির উচ্চতা ৪৫ মিটার । এটা লিসবান শহরের পর্যটকদের একটি প্রিয় দর্শনীয় স্থান ।
এর ভেতরে পর্যটকদের উপরে উঠার জন্য ৫ টি বসার সিট রয়েছে এবং একটি সমতল ফ্লোর রয়েছে । এতে একসাথে সর্বোচ্চ ৫ জন পর্যটকই উপরে যাবার সুযোগ পায় ।
এটা ইউরোপের মধ্যে সবচেয়ে উচু লিফট যা সুইজারল্যান্ডে অবস্থিত । ১৯৩৫ সালে এই লিফটের গতি বাড়িয়ে প্রতি সেকেন্ডে ২.৭ মিটার করা হয় । একসাথে ৮ জন পর্যটক উপরে উঠতে পারবে ।
এই লিফটে প্রতিদিন গড়ে ৩০,০০০ ভিজিটর ভিজিট করে , যার জন্য তাদের গুনতে হয় ০.০৫ ডলার প্রতি ৩৮ সেকেন্ডে । এই লিফটের উচ্চতা ৭২ মিটার।
এটি পৃথিবীর সবচেয়ে দ্রুতগতি সম্পন্ন লিফট । যার উচ্চতা ১০১ তলা বা ১৬৬৭ ফিট । এই বিল্ডিংয়ে ৬৭ টি লিফট ইউনিট রয়েছে । এটার সর্বোচ্চ রেকর্ড হচ্ছে এটি প্রতি মিনিটে ১০০০ ফিট পর্যন্ত দ্রুতগতিতে উপরে উঠেছিল ।
এই লিফট টি ৩২৬ মিটার উচু ।
এই লিফট টি ফ্রান্সের প্যারিসে অবস্থিত ।যার ব্যতিক্রম বৈশিষ্ট হচ্ছে এটি PAUSE করা রাখার ব্যবস্থা আছে ।
এটি দেখতে অনেকটা পিরামিডের মত হলেও এটা আসলে একটি বিলাসবহুল হোটেল ।
এই লিফট টি সর্বপ্রথম ১৯১৫ সালে নির্মান করা হয় । যা ছিল পানির মাধ্যমে চালিত এবং এর উপরে উঠতে মাত্র ৩ মিনিট সময় লাগত । পরবর্তীতে ১৯৫৫ সালে এটিকে সংস্কার করা হয় ।
এটা আমেরিকার Niagara Gorge এ অবস্থিত । যার মাধ্যমে একই সাথে আমেরিকার এবং হর্সসো ঝরনা দেখা যায় ।
সকলকে ধন্যবাদ......................
আমি রাখাল বালক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 202 টি টিউন ও 1117 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এদেশের ৯৯% মানুষই কোন না কোন ভাবে দূর্নীতির সাথে জড়িত। হয়ত কেউ ঘুষ দেয় অথবা কেউ নেয় দুটোই তো সমান অপরাধ। আর মায়ের পেটে থাকা শিশুটিও দূর্নীতির অর্থে কেনা খাবার খেয়ে বড় হয়ে উঠে। আর আমরা আশা করছি দেশপ্রেমিক এক নেতা। এটা নিম গাছ লাগিয়ে আম আশা করার মত হয়ে...
ভাইয়া তুমি কস্ট করে ছবি সংগ্রহ কর আর আমি এগুলো সহযে সেভ করে রাখি