আসুন ট্রান্সমিটার তৈরি করি! [পর্ব-০৩] :: মাত্র বিশ থেকে পঁচিশ টাকা খরচ করে 125 ফিট রেঞ্জের একটি ছোট FM Tansmitter বানিয়ে নিন !

সবাই কেমন আছেন? অনেকে হয়তো FM Tansmitter বানানোর জন্য অনেক চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন ! অনেকে হয়তো সার্কিট দেখেই বানানোর সাহস পাননি ! অনেকে হয়তো সবগুলো কম্পোনেন্ট খুজে না পেয়ে বানাতে পারেননি ! আবার অনেকে হয়তো নতুন ! আপনাদের সবার জন্য আমার এই টিউন ! এই সার্কিটে যেই কম্পোনেন্ট গুলো ব্যবহার করা হয়েছে এগুলো খুরচা ভাবে কিনতে গেলে মোট 20 টাকা এর মত লাগতে পারে !যদিও আমার 10 টাকাতেই হয়ে যায় ! যাইহোক আর কথা না বলে কাজে চলে আসি ! এই ছোট Fm Tansmitter বানাতে গেলে নিচের কম্পোনেন্ট গুলো সংগ্রহ করুন :

  • 22n বা 223 নাম্বারের pf একটি !
  • 10 নাম্বারের pf একটি !
  • 47 নাম্বারের pf একটি !
  • 1n বা 102 নাম্বারের pf একটি !
  • 1uf 50v এই মানের পোলারিস্ট ক্যাপাসিটর একটি !
  • 47 ওহমের রেজিস্ট্যান্স একটি !
  • 4.7 কিলো ওহমের রেজিস্ট্যান্স একটি !
  • 10 কিলো ওহমের রেজিস্ট্যান্স একটি !
  • 22 কিলো ওহমের রেজিস্ট্যান্স একটি !
  • BC547 এই মানের ট্রানজিস্টর একটি !
  • 6 পাকের একটি Tank কয়েল যা 20 অথবা 22 গেজের তামার তার দিয়ে একটি কলমের ওপর পেচিয়ে বানাতে হবে !
  • একটি MIC যা পুরাতন ক্যাসেট প্লেয়ারে অথবা মোবাইলের হেড ফোনে পাবেন !
  • একটি অন অফ সুইচ একটি !
  • 6 ভোল্টের ব্যাটারী একটি !
  • 15 থেকে 20 হাত তার যা এন্টেনা হিসাবে ব্যবহৃত হবে !
  • এবার নিচের চিত্রের মত করে সংযোগ দিন !

    TTC Tunes

    কম্পোনেন্ট গুলো মোটা কাগজে অথবা ভেরো বোডে লাগিয়ে সংযোগ দিতে পাররেন ! সংযোগ দেওয়া হয়ে গেলে একটি FM Radio অন করে টিউনিং করুন ! দেখবেন Radio তে শো শো শব্দ অফ হয়ে গেছে ! এবার MIC তে কথা বলুন ! দেখবেন ওই কথা Radio তে শোনা যাচ্ছে !

    একটু লক্ষ্য রাখবেন :

  • Radio তে যদি আপনার তৈরীকৃত স্টেশন না ধরে তাহলে Tank কয়েল নারাচার করে Radio তে আবার টিউনিং করবেন !
  • যদি মোবাইলের Radio ব্যবহার করেন তাহলে অটো সার্চ দিয়ে চেনেল খুজে নাও পেতে পারেন ! এক্ষেত্রে 87.5 থেকে 108 MHZ পর্যন্ত আস্তে আস্তে ম্যানুয়ালী টিউনিং করতে হবে !
  • বুঝতে অসুবিধে হলে নিম্বাজ ইয়াহু ও ফেজবুক থেকে rubelttc দিয়ে আমাকে অ্যাড দিন! সবাই ভালো থাকবেন !
    বিঃদ্রঃ আমার এই তথ্যগুলো ভুল ধরার আগে, এই তথ্য অনুযায়ী কাজ করে দেখুন সফলতা পান কি না ! যদি না পান তাহলে অবশ্যই ফোনের মাধ্যমে আমাকে জানাবেন , সঠিক তথ্য কি হবে ! আমার মোবাইল নম্বর +8801716218847 .

    Level 2

    আমি রুবেল টিটিসি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 99 টি টিউন ও 416 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 13 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

    অজানাকে জানতে আর জানাতে ভালোবাসি!


    টিউনস


    আরও টিউনস


    টিউনারের আরও টিউনস


    টিউমেন্টস

    Level 0

    nice tune.tanx

    Level 0

    nice.tanx

    ageo kora hoice jodio..tobe picture dile valo hoo…:)

    Level 0

    ভাই আপনি তো বাংস্টাইন …

    আমি FM Tansmitter দিয়ে Digital Data PC তে transfer করতে চাই… এটা কি সম্ভব? একটু জানাবেন please.

    ভাইজানের সহিত যোগাযোগ করতে চাই, আমার একটা বানানো দরকার. আমি কি আপনার ফোন নাম্বার পেতে পারি???

    Level 0

    vai jan ami baniyechi,but mobile station pacchi na

    ভাই যেটা কাজ করে কিনা জানেন না । সেটা দিয়ে মানুষকে হয়রানি করা কি উচিত?
    এতে করে এই বিভাগটির উপর মানুষের আস্থা কমে যাবে ।

      @REBEL CRAPIEO: bhai apni bolen ki? Kaj kore na mane? Ekta kotha mone rakhben, jeta kaj kore ami seta niai tune kori. Tobe apni jodi vul connect dan tahole hoito kaj korbe na.

      @REBEL CRAPIEO: bro onek jon amake phone kore bole se j, Rubel bhai kaj hoise. Onek dhonnobad. Sudhu apni bollen kaj hoi na eta ki bujha jai? Bhalo kora parts connect korun kaj korbei. Jodi na paren, tahole amar kase chole asun. Ei circuit diai dekhia dibo kaj kore ki na. Thanks for your comment

    আমি tank coil হিসে ট্রান্সফরমার এর ভিতরের তমার তার ব্যবহার করছি তাতে কি হবে?

    Level 0

    ভাই আমার সালাম নিবেন। আমি diploma in electronics এর একজন student. আপনার টিউনটি আমার খুব ভাল লাগছে। আমি জানি সার্কিটটা কাজ করবে। কারণ আপনার কথার সাথে কাজের মিল আছে। যদি না কাজ করে, তাহলে বুঝব আমার ভূল হয়েছে। আর তখন আপনাকে একটু disturb করব। কিছু মনে করবেন না তো?

    Level 0

    ভাই Pf তে কি পিকো ফারাড বুঝায়ছেন?

    Level 0

    সালাম রুবেল ভাই, আপনি যে যন্ত্রাংশ গুলোর নাম লিখেছেন , সেগুলো কোথায় পেতে পারি? মানে কোন ধরনের দোকানে পেতে পারি। জানালে ভালো হয়।

    Level 0

    রুবেল ভাই, যদি পুরো transmitter এর কয়েকটা ছবি দেন ভালো হতো

    https://www.techtunes.io/electronics/tune-id/231101 এ লিঙ্কে কপি পেস্ট করা হয়েছে