সবাই কেমন আছেন? অনেকে হয়তো FM Tansmitter বানানোর জন্য অনেক চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন ! অনেকে হয়তো সার্কিট দেখেই বানানোর সাহস পাননি ! অনেকে হয়তো সবগুলো কম্পোনেন্ট খুজে না পেয়ে বানাতে পারেননি ! আবার অনেকে হয়তো নতুন ! আপনাদের সবার জন্য আমার এই টিউন ! এই সার্কিটে যেই কম্পোনেন্ট গুলো ব্যবহার করা হয়েছে এগুলো খুরচা ভাবে কিনতে গেলে মোট 20 টাকা এর মত লাগতে পারে !যদিও আমার 10 টাকাতেই হয়ে যায় ! যাইহোক আর কথা না বলে কাজে চলে আসি ! এই ছোট Fm Tansmitter বানাতে গেলে নিচের কম্পোনেন্ট গুলো সংগ্রহ করুন :
এবার নিচের চিত্রের মত করে সংযোগ দিন !
কম্পোনেন্ট গুলো মোটা কাগজে অথবা ভেরো বোডে লাগিয়ে সংযোগ দিতে পাররেন ! সংযোগ দেওয়া হয়ে গেলে একটি FM Radio অন করে টিউনিং করুন ! দেখবেন Radio তে শো শো শব্দ অফ হয়ে গেছে ! এবার MIC তে কথা বলুন ! দেখবেন ওই কথা Radio তে শোনা যাচ্ছে !
একটু লক্ষ্য রাখবেন :
বুঝতে অসুবিধে হলে নিম্বাজ ইয়াহু ও ফেজবুক থেকে rubelttc দিয়ে আমাকে অ্যাড দিন! সবাই ভালো থাকবেন !
বিঃদ্রঃ আমার এই তথ্যগুলো ভুল ধরার আগে, এই তথ্য অনুযায়ী কাজ করে দেখুন সফলতা পান কি না ! যদি না পান তাহলে অবশ্যই ফোনের মাধ্যমে আমাকে জানাবেন , সঠিক তথ্য কি হবে ! আমার মোবাইল নম্বর +8801716218847 .
আমি রুবেল টিটিসি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 99 টি টিউন ও 416 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 13 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
অজানাকে জানতে আর জানাতে ভালোবাসি!
nice tune.tanx