আমার আগের টিউনটি আপনাদের সবার সহযোগিতার ফলে hot tunes এ উঠছে । তাই সবাইকে ধন্যবাদ । 😀
IPS এর লোকদের কাছে জিজ্ঞেস করলে বলে ২ ফ্যান ২ লাইট আথবা ৩ ফ্যান ৩ লাইট এর IPS দিয়ে আপনি কম্পিউটার আথবা টিভি চালাতে পারবেন না । তাদের এই কথায় বিশ্বাস করবেন না । এগুলা দিয়েও আপনি কম্পিউটার টিভি চালাতে পারবেন । এতে IPS এর কোন ক্ষতিই হবে না । ওরা এগুলা বলে যাতে ওদের বড় IPS গুলা বিক্রি হয় ।
কম্পিউটার আথবা টিভি চালানোর সময় আপনাকে শুধু ফ্যান বন্ধ রাখতে হবে । না হলে IPS এর পাওয়ার এ কুলাবে না । আমি নিজে বাসায় ৩ ফ্যান ৩ লাইট এর IPS দিয়ে একসাথে কম্পিউটার , ১ ফ্যান , ৩ লাইট , ল্যাপটপ চার্জ , মোবাইল চার্জ , qubee gigaset চালাই । যা IPS এর লোকদের কথা অনুযায়ী সম্ভব না। 😉
এখন আসল কথায় আসা যাক , কিভাবে করবেনঃ
যা যা লাগবেঃ তার , screw driver , generator switch ( এই সুইচ এর ২ পাশেই on থাকে । অন্যান্য সুইচ এর পিছনে ২ তা নাট থাকে কিন্তু এই সুইচ এর পিছনে ৩ টা নাট থাকে । যেকোনো দোকানে গিয়ে বললেই হবে generator switch দেন যার ২ সাইডই কাজ করে ) ।
পদ্ধতিঃ
১। IPS এর output এ দেখেন একটি সাদা প্লাগ লাগানো আছে । screw driver এর সাহায্যে প্লুগটি খুলুন এবং চিত্রের মতো ২ প্রান্তে ২ টি তার সংযুক্ত করুন । IPS এর লোকেরা যেই তারটি যুক্ত রেখেছিলেন তা ঐ জায়গা তেই যুক্ত রাখুন ।
২। তারের পরিমাণ এত টুকু রাখবেন যাতে তা IPS থেকে আপনার কম্পিউটার পর্যন্ত যায় । তারের এক প্রান্তে আমরা প্লুগটি লাগিয়েছি এবার অন্য প্রান্তে একটি 3 pin socket লাগাই ( কিভাবে লাগাতে হবে তা নিশ্চুই বলা লাগবে না ) । socket এ multiple plug লাগিয়ে কম্পিউটার বা টিভি এর cable গুলো লাগাই ।
কম্পিউটার , ফ্যান একসাথে চালানো অবস্থায় কারেন্ট চলে গেলে IPS বন্ধ হয়ে যেতে পারে । এর বেবস্থা এখন আমরা করবঃ
১। যেই যেই রুম এ ফ্যান IPS এর সাথে সংযোগ দেয়া সেখানে ইলেক্ট্রিক বোর্ড এ generator switch লাগাতে হবে । আপনি যেই সুইচটি বোর্ড এ অবেবরিত তা খুলে তার জায়গায় এই সুইচটি বসান । তারপর চিত্রের মত করে এর মাঝ খানের প্রান্তে ফ্যান যেই switch এর সাথে লাগানো সেটার যেই প্রান্তে IPS এর তার লাগান তা থেকে IPS এর তার খুলে সংযুক্ত করুন । উপরের প্রান্তে AC current যেই তার দিয়ে আসছে তা লাগান আর নিচের প্রান্তে IPS এর তারটি লাগান ।
AC current কোন তার দিয়ে আসছে তা নির্ণয় করার জন্য taster use করেন । IPS এর হলুদ তার ঐ খানেই পাবেন ।
ব্যাস কাজ হয়ে গেলো । এখন আপনি generator switch উপরের দিকে দিয়ে রাখলে ফ্যান direct current এ চলবে । current চলে গেলে ফ্যান বন্ধ হয়ে যাবে । আর নিচের দিকে switch দিয়ে রাখলে তা IPS এর সাথে সংযুক্ত থাকবে । current চলে গেলে IPS দিয়ে চলবে । আর ফ্যান on /off করুন আগের switch দিয়েই ।
যা সব সময় করতে হবেঃ
১। কম্পিউটার চালানোর সময় generator switch উপরে দিয়ে রাখবেন । আর যখন চালাবেন না তখন নিচে দিয়ে রাখুন ।
জেনে রাখা ভালঃ
১। IPS over load হয়ে বন্ধ হয়ে গেলে ভয় পাওয়ার কারন নেই। IPS এর কোন ক্ষতি হবে না । IPS এর switch টি press করে off করে আবার on করেন । ঠিক হয়ে যাবে । আর over load কমানোর জন্য লাইট বা ফ্যান off করুন । তবে overload হবে না কারন আমরা generator switch use করে default হিসেবে main current রাখতেসি ।
সতর্কতাঃ
১। কাজ করার সময় কারেন্ট এর মেইন সুইচ বন্ধ করে নিন। IPS off করে নিন ।
২। সংযোগ গুলো ঠিক মত দিন ।
কেন সম্ভব হয়ঃ
২ ফ্যান ২ লাইট এর IPS এর পাওয়ার সাধারণত 250 W হয়ে থাকে । ২ ফ্যানের পাওয়ার 200 W এর মত । আর desktop এর পাওয়ার দরকার হয় 120-140 W । আমরা ২ ফ্যান বন্ধ রাখলে 200 W পাচ্ছি । সুতরাং বুঝতেই পারছেন কেন কম্পিউটার চালানো সম্ভব হয় । 😉
ব্যাকআপ ঃ 2 hours +
আমার বাসার IPS এ ৩ ফ্যান ৩ লাইট জ্বালানো যায় । কিন্তু আমি সংযোগ দিয়েছি ৪ ফ্যান ৫ লাইট আর ২ টা socket তো আছেই । যখন যেই রুম এ ফ্যান বা লাইট দরকার তখন সেই রুম এ তা চালাই অন্য রুমের টা বন্ধ করে । আপনারাও চেষ্টা করলে পারবেন ।
উপকার হলে বা কোন সমস্যা হলে কমেন্ট করবেন ।
আমি ফিদা আল হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 308 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ফার্স্ট ক্লাস টিউনের জন্য অসংখ্য ধন্যবাদ। টিউনটি যেনো নির্বাচিত হয় সেজন্য আবেদন করছি।
আমি শুধু কম্পিউটারের ব্যাপারটা একটু পরিস্কার করে দিতে চাই। কোনো কম্পিউটার যেমন ১২০ ওয়াট দিয়েও চলতে পারে তেমনি কোনোটির ৫০০ ওয়াটও লাগতে পারে। এছাড়া কাজের লোডের উপর ভিত্তি করে পিসির চাহিদার পরিবর্তন হয়। সাধারণ কম্পিউটারে যেসব ৫০০/৭০০ টাকার পাওয়ার সাপ্লাই থাকে সগুলা সর্বোচ্চ ২২০ ওয়াট আউটপুট দিতে পারে। সিআরটি মনিটর ৯০ ওয়াট, এলসিডি মনিটর ৫০ ওয়াট এবং এলইডি মনিটর ২৫ ওয়াটের মতো কায়েন্ট টানে। কিন্তু সিআরটি আর এলসিডির ক্ষেত্রে সমস্যা হচ্ছে এগুলা চালু হবার সময় মিলিসেকেন্ডের জন্য হলেও ১৫০-২০০ ওয়াট কারেন্ট টানে যেটা আইপিএস এর ব্যাটারির জন্য ক্ষতিকর।
যাদের দামি পাওয়ার সাপ্লাই লাগানো আছে তারা এই সময়ে গেম খেলা থেকে বিরত থাকবেন। স্পীকারের ক্ষেত্রেও লোড বুঝে অন করবেন। সাধারন ৩ পিস স্পীকার ২০-৩০ ওয়াটেই চলে, তবুও দেখে নিশ্চিত হয়ে নিবেন।