যেকোনো IPS দিয়ে কম্পিউটার বা টিভি চালান !!! আসেন ২ ফ্যান ২ লাইট এরটা দিয়েই চালাই !!!

আমার আগের টিউনটি আপনাদের সবার সহযোগিতার ফলে hot tunes এ উঠছে । তাই সবাইকে ধন্যবাদ । 😀

IPS এর লোকদের কাছে জিজ্ঞেস করলে বলে ২ ফ্যান ২ লাইট আথবা ৩ ফ্যান ৩ লাইট এর IPS দিয়ে আপনি কম্পিউটার আথবা টিভি চালাতে পারবেন না । তাদের এই কথায় বিশ্বাস করবেন না । এগুলা দিয়েও আপনি কম্পিউটার টিভি চালাতে পারবেন । এতে IPS এর কোন ক্ষতিই হবে না । ওরা এগুলা বলে যাতে ওদের বড় IPS গুলা বিক্রি হয় ।

কম্পিউটার আথবা টিভি চালানোর সময় আপনাকে শুধু ফ্যান বন্ধ রাখতে হবে । না হলে IPS এর পাওয়ার এ কুলাবে না । আমি নিজে বাসায় ৩ ফ্যান ৩ লাইট এর IPS দিয়ে একসাথে  কম্পিউটার , ১ ফ্যান , ৩ লাইট , ল্যাপটপ চার্জ , মোবাইল চার্জ , qubee gigaset চালাই । যা IPS এর লোকদের কথা অনুযায়ী সম্ভব না। 😉

এখন আসল কথায় আসা যাক , কিভাবে করবেনঃ

 

যা যা লাগবেঃ তার , screw driver , generator switch ( এই সুইচ এর ২ পাশেই on থাকে । অন্যান্য সুইচ এর পিছনে ২ তা নাট থাকে কিন্তু এই সুইচ এর পিছনে ৩ টা নাট থাকে । যেকোনো দোকানে গিয়ে বললেই হবে generator switch দেন যার ২ সাইডই কাজ করে ) ।

পদ্ধতিঃ

১। IPS এর output এ দেখেন একটি সাদা প্লাগ লাগানো আছে । screw driver এর সাহায্যে   প্লুগটি খুলুন এবং চিত্রের মতো ২ প্রান্তে ২ টি তার সংযুক্ত করুন । IPS এর লোকেরা যেই তারটি যুক্ত রেখেছিলেন তা ঐ জায়গা তেই যুক্ত রাখুন ।

২। তারের পরিমাণ এত টুকু রাখবেন যাতে তা IPS থেকে আপনার কম্পিউটার পর্যন্ত যায় । তারের এক প্রান্তে আমরা প্লুগটি লাগিয়েছি এবার অন্য প্রান্তে একটি 3 pin socket লাগাই ( কিভাবে লাগাতে হবে তা নিশ্চুই বলা লাগবে না ) । socket এ multiple plug লাগিয়ে কম্পিউটার বা টিভি এর cable গুলো লাগাই ।

কম্পিউটার , ফ্যান একসাথে চালানো অবস্থায় কারেন্ট চলে গেলে IPS বন্ধ হয়ে যেতে পারে । এর বেবস্থা এখন আমরা করবঃ

১। যেই যেই রুম এ ফ্যান IPS এর সাথে সংযোগ দেয়া সেখানে ইলেক্ট্রিক বোর্ড এ  generator switch লাগাতে হবে । আপনি যেই সুইচটি বোর্ড এ অবেবরিত তা খুলে তার জায়গায় এই সুইচটি বসান । তারপর চিত্রের মত করে এর মাঝ খানের প্রান্তে ফ্যান যেই switch এর সাথে লাগানো সেটার যেই প্রান্তে IPS এর তার লাগান তা থেকে IPS এর তার খুলে সংযুক্ত করুন । উপরের প্রান্তে AC current যেই তার দিয়ে আসছে তা লাগান আর নিচের প্রান্তে IPS এর তারটি লাগান ।

AC current কোন তার দিয়ে আসছে তা নির্ণয় করার জন্য taster use করেন । IPS এর হলুদ তার ঐ খানেই পাবেন ।

ব্যাস কাজ হয়ে গেলো । এখন আপনি generator switch উপরের দিকে দিয়ে রাখলে ফ্যান direct current এ চলবে । current চলে গেলে ফ্যান বন্ধ হয়ে যাবে । আর নিচের দিকে switch দিয়ে রাখলে তা IPS এর সাথে সংযুক্ত থাকবে । current চলে গেলে IPS দিয়ে চলবে । আর ফ্যান on /off করুন আগের switch দিয়েই ।

যা সব সময় করতে হবেঃ

১। কম্পিউটার চালানোর সময় generator switch উপরে দিয়ে রাখবেন । আর যখন চালাবেন না তখন নিচে দিয়ে রাখুন ।

জেনে রাখা ভালঃ

১। IPS over load হয়ে বন্ধ হয়ে গেলে ভয় পাওয়ার কারন নেই। IPS এর কোন ক্ষতি হবে না । IPS এর switch টি press করে off করে আবার on করেন । ঠিক হয়ে যাবে । আর over load কমানোর  জন্য লাইট বা ফ্যান off করুন । তবে overload হবে না কারন আমরা generator switch use করে default হিসেবে main current রাখতেসি ।

সতর্কতাঃ

১। কাজ করার সময় কারেন্ট এর মেইন সুইচ বন্ধ করে নিন। IPS off করে নিন ।

২। সংযোগ গুলো ঠিক মত দিন ।

কেন সম্ভব হয়ঃ

 

২ ফ্যান ২ লাইট এর IPS এর পাওয়ার সাধারণত 250 W হয়ে থাকে । ২ ফ্যানের পাওয়ার 200 W এর মত । আর desktop এর পাওয়ার দরকার হয় 120-140 W । আমরা ২ ফ্যান বন্ধ রাখলে 200 W পাচ্ছি । সুতরাং বুঝতেই পারছেন কেন কম্পিউটার চালানো সম্ভব হয় । 😉

ব্যাকআপ ঃ  2 hours +

আমার বাসার IPS এ ৩ ফ্যান ৩ লাইট জ্বালানো যায় । কিন্তু আমি সংযোগ দিয়েছি ৪ ফ্যান ৫ লাইট আর ২ টা socket তো আছেই । যখন যেই রুম এ ফ্যান বা লাইট দরকার তখন সেই রুম এ তা চালাই অন্য রুমের টা বন্ধ করে । আপনারাও চেষ্টা করলে পারবেন ।

উপকার হলে বা কোন সমস্যা হলে কমেন্ট করবেন ।

Level 0

আমি ফিদা আল হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 308 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level New

ফার্স্ট ক্লাস টিউনের জন্য অসংখ্য ধন্যবাদ। টিউনটি যেনো নির্বাচিত হয় সেজন্য আবেদন করছি।
আমি শুধু কম্পিউটারের ব্যাপারটা একটু পরিস্কার করে দিতে চাই। কোনো কম্পিউটার যেমন ১২০ ওয়াট দিয়েও চলতে পারে তেমনি কোনোটির ৫০০ ওয়াটও লাগতে পারে। এছাড়া কাজের লোডের উপর ভিত্তি করে পিসির চাহিদার পরিবর্তন হয়। সাধারণ কম্পিউটারে যেসব ৫০০/৭০০ টাকার পাওয়ার সাপ্লাই থাকে সগুলা সর্বোচ্চ ২২০ ওয়াট আউটপুট দিতে পারে। সিআরটি মনিটর ৯০ ওয়াট, এলসিডি মনিটর ৫০ ওয়াট এবং এলইডি মনিটর ২৫ ওয়াটের মতো কায়েন্ট টানে। কিন্তু সিআরটি আর এলসিডির ক্ষেত্রে সমস্যা হচ্ছে এগুলা চালু হবার সময় মিলিসেকেন্ডের জন্য হলেও ১৫০-২০০ ওয়াট কারেন্ট টানে যেটা আইপিএস এর ব্যাটারির জন্য ক্ষতিকর।
যাদের দামি পাওয়ার সাপ্লাই লাগানো আছে তারা এই সময়ে গেম খেলা থেকে বিরত থাকবেন। স্পীকারের ক্ষেত্রেও লোড বুঝে অন করবেন। সাধারন ৩ পিস স্পীকার ২০-৩০ ওয়াটেই চলে, তবুও দেখে নিশ্চিত হয়ে নিবেন।

হুম ভালোই । তবে বেশিদিন overload হলে ট্রান্সফর্মারের কয়েল অতিরিক্ত Heat হয়ে কয়েলের নেকেল নষ্ট হয়ে যাবে এবং কয়েল Internally Short হবে, তখন ভোল্ট এবং ওয়াট কোনটাই ঠিকমত পাবেন না এবং Amplifier Section কাটার সম্ভাবনা তো আছেই । আর আপনার IPS টি ভালো । এতে Overload এবং Auto Cut-off দুই ফাংশনই রয়েছে । বাজারে যে খোলা এবং কমদামী IPS গুলা পাওয়া যায় এগুলার কোনটারই Overload Controller নেই । যদি এই IPS গুলোতে একবার Overload করেন, তাইলে MOSFET পুরা পাংখা হইয়া যাইবো !!!! :p :mrgreen:

তা আপনার IPS কোন ব্রান্ডের ??

    @সেতু: @তরঙ্গ: overload যাতে না হয় তার জন্যই তো 2 in 1 switch use করতেসি । আমার টা রাহিম আফরোজ এর । কমেন্ট এর জন্য ধন্যবাদ ।

      @ফিদা আল হাসান: হুম, রহিমা আফরোজের সার্কিটটা আমি দেখেছি । ওরা Atmega8 মানে মাইক্রোকন্ট্রোলার দিয়ে সার্কিটটি তৈরি করেছে, যাকে বলে প্রোগামেবল কন্ট্রোলার সার্কিট । এই সার্কিটে IPS এবং UPS উভয় মুড চালানোর ব্যবস্থা আছে । এছাড়াও ZIP-Charge, Standby ইত্যাদি সহ আরও বেশ কিছু ফাংশন রয়েছে । So, Your IPS is the BEST Quality. কিন্তু আপনার মত অন্য সবার IPS তো এত উন্নত না – আর এটাই হলো সমস্যা !!!

        @তরঙ্গ: হুম তা ঠিক । কিন্তু আজকাল বেশির ভাগ IPS এই কারেন্ট যাওয়ার সাথে সাথেই পাওয়ার সাপ্লাই দেয়ার বেবস্থা থাকে ।

Level 0

প্রথমে আপনাকে আপনার টিউনের জন্য ধন্যবাদ।আচ্ছা ভাই IPS দিয়ে কি UPS এর কাজ করা যাই?

    @marahim: রহিমা আফরোজের IPS এ এই ব্যবস্থা করাই আছে । আর আপনি যদি খোলা বাজার থেকে কিনে থাকেন তাহলে UPS বানানোর জন্য এর সঙ্গে আলাদা একটি কার্ড সংযুক্ত করতে হবে ।

আমাদের বাসায় যখন প্রথম আইপিএস কিনে তখন আমি আইপিএস এর লোকদের বললাম কমপিউটার চালানো যাবে কিনা? তারা আমার কথা শুনে আকাশ থেকে পড়ল যেন আই পি এস দিয়ে কমপিউটার চালালে আই.পি এস ব্লাস্ট করবে অথচ আমাদের আই পি এস টা ৬০০VA যাই হোক একবার বাসায় ইলেকট্রিক এর কাজ করানোর পর আবিস্কার করলাম আমার রুমের socket টা কারেন্ট চলে গেলেও কাজ করে একদিন সাহস করে কারেন্ট চলে যাবার পর কমপিউটার অন করলাম মাশাল্লাহ কমপিউটার চলতেসে লাইট ফ্যান চললেও ভালো বেক আপ দেই শুধু মাঝে মাঝে মাঝে আই পি এস বন্ধ হয়ে চালু হয় ফলে কমপিউটার আবার start করতে হয়

সাধারনত আইপিএস এর মেশিনে ২বছর ওয়ারেন্টি দেয়।৩ফ্যান,৩লাইট এর বেশি কিন্তু ওরা লাইন দেয়না।জদি আপনি পাকনামি করে বেশি লাগান এবং প্রোডাক্ট এর কোনো ক্ষতি হলে খবর আছে।তারা কিছুতেই আপনাকে ওয়ারেন্টি দিবেনা।সেদিকে খেয়াল করবেন।

    @মুকুট: ভাই ক্ষতি হবে না দেখেই তো টিউনটা করলাম । আর এমনিতে অন্য কারনে কোন সমস্যা হলে IPS এর লোক আসার আগেই extra সংযোগ খুলে ফেলবো । কিছু পেতে গেলে কিছু কষ্ট করা লাগে ।

Level 0

valo post er jonno thanks
ami craigslist a kaj kori.motamuti valo incom hosse kono invest nai.akhon 1ta team banaysi.nije kaj na korleo 15000 tk thake.
ai kajer jonno ip kinte hoi,jodi keu free USA ip use korar tips janen tobe janale khub upokar hoi.ami socksescot use kori.mase 2000 er mullo 65000 tk prai.
amr sathe kaj korte chaile contact me.kono invest nai
me>>add me on gtalk
[email protected]
thanks
ai kaj korar por khub valo asi

Torongo vai thik bolcen sob ips a ups mud a kaj kora jay na curent gele pc shut down ney, r sob gula overlod a tikbe na, powr supply besi watt hole pc te besi lod dile ips er 12 bajar somvabona ase, tai normal ips a ata na korai better.

Level 2

@Fida al hassan: Vai desktop PC 120-140 watt proyozon hoy apnar kotha anujae. Ta hole 1ta 600VA ups die easy 2ta Desktop PC cholbe (Apnar kotha anujae). Ja naki impossible. Hisab ta bujhie diben

আমিও একই ব্যবস্থা করছি। শুধু জেনারেটর সুইচ নাই। বাসার সব লাইন IPS এ দেওয়া। শুধু একটা সকেট এ AC line , ইস্ত্রি করার জন্য। যখন যেটা লাগে সেটাই চালাই। মাঝে মাঝে blending ম্যাশিনও চালাই। পিসি তো আছেই।

লোকাল এক দোকান থেকে কিনছি। আমাদের দোকান আছে সুন্দরবন স্কয়ার মার্কেট এ। আব্বুর সাথে অনেক লোক জানাশুনা এই লাইন এর ।ওনারাই লাগাই দিয়ে গেছেন। মাঝে একবার ব্যাতারি ডাউন হয়ে গেসিল, পরে নতুন ব্যাতারি দিসে।
কিনার সময় বলছিল, ৩ফ্যান+৩লাইট।
আমি সর্বচ্চ ২ ফ্যান+পিসি(CRT monitor+UPS)+৩লাইট চালাইসি।
৩ফ্যান ৩ লাইট তো চলেই।

*****বানান ভুলের জন্য দুঃখিত********

Level 0

amar ips ta local lokder diye banano, 1200va but ami only 165rpm battery. but ami sudhu ekta tube light and ekta fan connect koriyechi. somosa holo ami kal ips ter main power off kore ips a fan light chaliyechi. but bhule r on kora hoyni. sokale 16 ghonta por current er switch ta on kore diyechi. but ami office a chole aasar por basa theke phone dilo ips er oporta khub gorom hoye gese, pura ghondho aastese. mains on and charging light ta on dekhase. bistarito janale upokar hobe